মুজিবনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

“সুস্থ শুরু, আশাব্যঞ্জক ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে মুজিবনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন করেছে গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি।

সোমবার সকাল ১১টায় গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপির বল্লভপুর অফিস প্রাঙ্গণে স্বাস্থ্য সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা, হেলথ অ্যান্ড হাইজিন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অফিস প্রাঙ্গন থেকে একটি স্বাস্থ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা সড়ক প্রদক্ষিণ শেষে আবারো অফিস প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপির ম্যানেজার বিপুল রেমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিডিসি সভাপতি জহিরুল ইসলাম, গুড নেইবারসের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ-এর উপজেলা ম্যানেজার সোহেল আহমেদ, বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন-এর ম্যানেজার জন অমৃত মন্ডল (লিটন) এবং হেলথ অফিসার আহসানুল হক।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “প্রতিটি শিশুর সুস্থ জীবন শুরু মানেই ভবিষ্যৎ জাতির সুস্থতা। আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলা সম্ভব।”

তারা আরও বলেন, “আমরা স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, “এই দিবস আমাদের মনে করিয়ে দেয়—স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, যা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

গুড নেইবারস বাংলাদেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে জানানো হয়, সংস্থাটি স্থানীয় জনগণের মাঝে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা ও সুরক্ষা নিয়ে নিয়মিত কাজ করছে, যা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে হেলথ অ্যান্ড হাইজিন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে স্বাস্থ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাংনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৭ এপ্রিল) বাদ আছর গাংনী উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের গাংনী উপজেলা শাখার আমীর ডা. মোহাম্মদ রবিউল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা বায়তুল মাল সম্পাদক সামসুল হুদা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি ওয়ায়েস কুরুনি জামিল, পৌর জামায়াতের বায়তুল মাল ও রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমান এবং কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মো. আলম হুসাইন।

সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিরব। কোথায় মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা? মুসলিম হিসেবে আমাদের লজ্জা লাগে যে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা এখনও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।

তারা আরও বলেন, এখন সময় এসেছে শক্তি সঞ্চয় করে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার। একইসাথে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা।




কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনের গ্রীল কেটে চুরি

কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনের জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে লোডশেডিং চলাকালীন সময়ে চোরেরা উপজেলা পরিষদের নতুন ভবনের দুটি কক্ষের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। দুটি কক্ষের মধ্যে একটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তার কক্ষ এবং অন্যটি উপজেলা চেয়ারম্যানের সিএর (ব্যক্তিগত সহকারী) কক্ষ।

চোরেরা ওই কক্ষ দুটির গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে এবং উপজেলা চেয়ারম্যানের সিএর কক্ষ থেকে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। তবে অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যায়নি বলে জানিয়েছেন ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা।

তিনি বলেন, “চোরেরা গ্রীল কেটে অফিসে ঢুকে কাগজপত্র তছনছ করেছে এবং একটি ল্যাপটপ নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।”

কোটচাঁদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

উল্লেখ্য, ওই রাতে উপজেলা পরিষদ চত্বরে ৪টি অফিসের ৪ জন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। তারা হলেন– নির্বাহী অফিসের ইযামিন হোসেন, প্রকৌশলী অফিসের মোসলেম হোসেন, নির্বাচন অফিসের হামিদ ও ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কাদের মিয়া।

এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনেও দায়িত্বে ছিলেন দুইজন আনসার সদস্য। এত নিরাপত্তার মধ্যেও চোরেরা নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যেতে পারায় উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।




ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এ শ্লোগানে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেসময় সিভিল সার্জন ডা. মো: কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: সাথী সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা বলেন, নিরাপদ মাতৃত্ব, শিশু স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ সফল করতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।




ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকাল এগারোটায় কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে গাজার পক্ষে এ বিক্ষোভ শুরু করেন জনগণ।

এছাড়াও বিভিন্ন সংগঠন শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া খুলনা-মহাসড়কের চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আহমদ আলী, সাধারণ সম্পাদক জি এম তাওহীদ আনোয়ার,মোমতাজুল উলুম মাদ্রাসার মুহতামীম আরিফুজ্জামান প্রমুখ।

ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানাচ্ছেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিক্ষোভে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অংশ নিয়েছেন শিক্ষার্থীরাও। এর মধ্যে একটি মিছিলে অংশ নেওয়া হাসান টুটুল বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?

নাগরিক পার্টির তালহা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।

কর্মসূচি পালনকালে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট, নো ফ্লো টু জায়নিস্ট’, ‘মেঘনা টু জেরুজালেম, ইনসাফ ইনসাফ’, ‘শেম শেম জায়নিস্ট, মেক ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’; ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

মোমতাজুল উলুম মাদ্রাসার মুহতামীম আরিফুজ্জামান বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন, মানবিক করিডোরে হামলা এবং জরুরি স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক সহিংসতা, নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমরা এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে, সংগঠিত হতে এবং কার্যকর অবস্থান নিতে সর্বদা নৈতিকভাবে একতাবদ্ধ। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, এখন সময় এসেছে রাস্তায় দাঁড়ানোর, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র অংশ হিসেবে আমরা আজ বিশ্বের অন্যান্য সচেতন মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।




গরমে পানিশূন্যতা দূর করতে যা খাবেন

এখন চলছে গ্রীষ্মকাল। আর এই গ্রীষ্মকালে গরম বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পানির অভাব দেখা দেয়। শরীরে পানিশূন্যতা, ক্লান্তি আর দুর্বলতা অনুভূত হয়। তাই গরমে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। তবে এই সময়ে মসলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। কারণ এতে শরীর আরও কড়া হয়ে যায়। সে জন্য আপনার খাদ্যতালিকায় বেশি করে ফল ও শাক-সবজি রাখা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলেন, গরমে প্রতিদিনের খাদ্যতালিকায় এমন সব ফল যুক্ত করা প্রয়োজন, যাতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। যা খেলে শরীর ঠান্ডা থাকবে, সেই সঙ্গে পানিশূন্যতাও দূর হবে। গ্রীষ্মের এমন কিছু ফল আছে, যা কেবল শরীরে পানির ঘাটতিই পূরণ করে না; বরং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থও সরবরাহ করে থাকে।

এই যেমন তরমুজ। গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফল তরমুজ। এই ফলে ৯০ শতাংশেরও বেশি পানি থাকে। যা শরীরকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতা দূর করে। তরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন ‘সি’ থাকে, যা শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। তরমুজ খেলে শরীর তাৎক্ষণিক শক্তি পায় এবং গরম থেকে স্বস্তি বোধ করে।

আর আছে শসা। গ্রীষ্মে শরীরকে হাইড্রেটেড রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শসা। এতে পানির পরিমাণ ৯৫ শতাংশ। শসায় থাকা ফাইবার ও খনিজ পদার্থ পাচনতন্ত্রের উন্নতি করে এবং শরীরকে ঠান্ডা রাখে। এটি সালাদ হিসাবে কিংবা কাঁচা হিসাবে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।

এ ছাড়া আপনি খেতে পারেন বাঙ্গি। কারণ গরমে শরীরকে ঠান্ডা রাখে বাঙ্গি। এতে প্রায় ৯০ শতাংশ পানি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। বাঙ্গিতে থাকা নানা পুষ্টিগুণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এই ফল খেলে শুধু পেট ঠান্ডা থাকে না, হজমশক্তিও উন্নত করে। এতে উপস্থিত ভিটামিন ‘এ’ ও ‘সি’ ত্বককে উজ্জ্বল করে এবং শরীরকে টক্সিনমুক্ত করে।

আরও আছে আনারস। আনারসে ৮৬ শতাংশ পানি আছে। টক-মিষ্টি স্বাদের এই ফলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’ থাকায় তা রোগপ্রতিরোধে বড় ভূমিকা রাখে। এই গরমে নিয়ম করে আনারস খেলে শরীরে পানির ঘাটতি অনেকাংশে পূরণ হয়।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার হয়েছে। এর মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ১ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২ জন রয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, হরিরামপুরের মোঃ খাকছারুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৯), মেহেরপুর সদর থানার মামলা নম্বর: ৯; তারিখ: ০৭ এপ্রিল, ২০২৫ আইনের নাম ও ধারা: ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

মুজিবনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, রশিকপুরের মোঃ মরজেদ আলীর ছেলে মোঃ নাহিদ ইসলাম (২৩) এবং
দারিয়াপুরের মোঃ আবু বক্করের ছেলে দারিয়াপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশিকুর রহমান (২৭)।

গ্রেফতাকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।




শুটিং সেটে পরিচালকের বকা খাওয়া নিয়ে যা বললেন শ্রাবন্তী

ওপার বাংলার সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত। সামনেই তার অভিনীত দুটি গুরুত্বপূর্ণ ছবি মুক্তির কথা। যার মধ্যে একটি ঐতিহাসিক ছবি ‘দেবী চৌধুরানী’, যেখানে তার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। এই ছবির লুক ইতোমধ্যেই দর্শকদের মনে ধরেছে।

আর অপরটি উইন্ডোজ প্রযোজনা সংস্থার হয়ে প্রথম কাজ ‘আমার বস’। সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ্যে আসে। ছবির টিজারে এক ঝলকে যা দেখা গেল, তা নিয়ে অবশ্যই কৌতুহল তৈরি হবে দর্শকদের মধ্যে।

এছাড়া সামনেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’। সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

নন্দিতা কড়া ধাঁচের পরিচালক। তাই শ্রাবন্তী কখনো বকা খেয়েছেন কিনা সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে হাসিমুখেই অভিনেত্রী বলেন, না, আমাকে একবারের জন্যও বকা খেতে হয়নি। পরের বার যখন কাজ করব, তখন বকা খাব কিনা জানি না, তবে এবার খাইনি। যদিও বকা খেতে আপত্তি নেই জানিয়ে শ্রাবন্তী বলেন, বকা খাওয়াটাও কিন্তু উচিত। তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কোথায়। তবে ভগবানের আশীর্বাদে আমি বকা খাইনি।

সেই কিশোরী বয়স থেকেই টালিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত শ্রাবন্তী। সেটে পরিচালকই বস। এ রকম টক্সিক বস পেয়েছেন কখনো—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ পেয়েছি। এনওসি দিয়ে বেরিয়েও এসেছি। তিনি বলেন, আসলে আমি টক্সিসিটি নিতে পারি না, সে কারণেই ছেড়ে বেরিয়ে আসি।

তবে সেই পরিচালকের নাম না জানিয়ে শ্রাবন্তী বলেন, তার নাম বলছি না, ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা ঘটেছিল।

সূত্র: যুগান্তর




গাজায় ইসরায়েলি বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌরসভার সামনে সাধারণ জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন আসিফ নাজ সুলতান।

বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিশ্ব মানবতার এই সংকটময় সময়ে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা নয়, বরং গোটা বিশ্ব মানবতাই আক্রান্ত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবৈধ দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তারা শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, বরং পুরো গাজা উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে। বিশ্বনেতাদের অবশ্যই এই ন্যাক্কারজনক হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেন, ইশতিয়াক উদ্দিন অর্ণব, রোকন খন্দকার, সুরুজ, জাহিদ, রাহিদুজ্জামান, রজনী, সাদিয়া এবং অন্যান্য সাধারণ জনগণ।




ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে ‘গাংনী উপজেলা ছাত্র সমাজ পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বড়বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংবাদিক রাশিদুল ইসলাম বোরহান, গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওন, স্থানীয় সমাজসেবক বশির আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আমির হামজা ও আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, গাজায় গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিরব। মানবাধিকার কোথায়? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একজন মুসলিম হিসেবে লজ্জা লাগে যে, আমরা এখনও এই অমানবিক অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় হতে পারিনি।

তারা ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনের জন্য ছাত্র-ছাত্রীসহ সকলের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহেরপুর শহর ও মুজিবনগরেও পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।