মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ শফিকুল আলম জামিনে মুক্তি

সন্ত্রাস বিরোধী আইনে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)’র অভিযানে গ্রেফতারের একদিন পরেই জামিনে মুক্তি পেলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে মেহেরপুর জেলা জজ আদালতের বিচারক মো মনজুল ইমামের আদালতে জামিনের আবেদন করলে তিনি জামিন দেন।

মেহেরপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, খন্দকার আব্দুল মতিনসহ কয়েক ডজ্জন আইনজীবী সিনিয়র আইনজীবি জামিনের আবেদন করেন।

তবে, একই মামলায় পৃথকভাবে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ খালেকের পক্ষে জামিনের আবেদন করলেও তিনি জামিন পাননি ।

অ্যাডভোকেট মিয়াজান আলী বলেন, মেহেরপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলমের পক্ষে জেলা জজ আদালতে জামিনের আবেদন করলে জেলা জজকোর্টের বিচারক মো মনজুল ইমাম এ্যাডঃ শফিকুল আলমের জামিন মঞ্জুর করেন।

এদিক জামিনের পর অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমি সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ। সাংবাদিকরা আমার ব্যাপারে সবাই পজেটিভ সংবাদ পরিবেশন করেছে। তিনি আরও বলেন, আমাকে মিথ্যা মামলায় হয়রানি করার উদ্দেশ্য আটক করা হয়েছে।

এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেক এবং যুগ্ম সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলমকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) সিপিসি-৩ গাংনী ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে আটক করেন।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬(২)/১০/১১/১২/১৩ মূলে দায়ের করা মামলা যার নম্বর -১১, তারিখ ১৯/০৮/২৪ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।




আলমডাঙ্গার জামজামি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

আলমডাঙ্গা উপজেলার জামজামি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহিবুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগবাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া স্কুল ফান্ডের টাকায় কেনা জমি স্ত্রীর নামে রেজিস্ট্রিসহ শিক্ষকদের বেতন বন্ধ রেখেছে ওই অধ্যক্ষ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা এসব অভিযোগ তোলেন।

তারা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষ বনে গেছেন। দেশের পটপরিবর্তনের পর শিক্ষক ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা তাঁর বিষয়ে মুখ খুলতে বসেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, ১৯৯৯ সালে আলমডাঙ্গার জামজামী গার্লস স্কুল প্রতিষ্ঠার জন্য গ্রামের শাহাদৎ হোসেন মন্টু ৪২ শতক ও মঙ্গল সর্দ্দার নামের একব্যক্তি ৩০ শতক জমি দান করেন। গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মহিবুল ইসলাম। তিনি স্কুলের পাশে প্রতিষ্ঠানের টাকায় নবিরন নেছা নামের এক মহিলার নিকট থেকে ৩২ শতক জমি ক্রয় করেন। ওই জমি ক্রয়ের সময় প্রধান শিক্ষক মহিবুল ইসলাম তার স্ত্রী জেসমিন আরার নামে রেজিষ্ট্রি করেন। কয়েক বছর আগে প্রতিষ্ঠানে কলেজ শাখা খোলা হয়। কলেজ শাখা খোলার সময় মহিবুল ইসলাম তার স্ত্রীকে দিয়ে জমিটি কলেজের নামে রেজিস্ট্রি করে অবৈধভাবা দাতা সদস্য মনোনীত হন। এছাড়াও ততকালিন ক্ষমতাসিনদের ছত্রছায়ায় শিক্ষকদের সাথে অসদাচারণ,বেতন না দিয়ে শিক্ষদের হয়রানি করাসহ শিক্ষক নিয়োগের নামে টাকা আত্মসাত করেন।

প্রতিষ্ঠানের সাবেক ম্যাজিং কমিটির সদস্য রফি উদ্দিন জানান, তার ভাগ্নে হবি থানার গাংদী গ্রামের জাহাঙ্গীর আলমের চাকুরীর জন্য অধ্যক্ষ মহিবুল ইসলামের নিকট চারজন শিক্ষককে সাথে নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা দেন। পরে দুই দফায় রফিউদ্দিন আরও ১ লাখ ৫ হাজার টাকা দেন। ২ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে জাহাঙ্গীর আলমকে চাকুরী দেননি। চাকরী না পেয়ে টাকা ফেরৎ চাইতে গেলে তিনি আওয়ামীলীগের ক্ষমতার ভয় দেখিয়ে তাকে তাড়িয়ে দেন।

প্রতিষ্ঠানের শিক্ষক মহিনুর রহমান, জহুরুল ইসলাম, ছানোয়ার হোসেন, আরমান আলী, জিন্নাত আলী, হেকিম আলী, শরিফুল ইসলাম, ইমাদুল হক, আবুল কাশেম অভিযোগ করে জানান অধ্যক্ষ মহিবুল ইসলাম গত ১৬ বছর ধরে দলীয় ক্ষমতার ভয় দেখিয়ে তার তেলবাজ অনুসারী শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষক প্রতিনিধি করে প্রতিষ্ঠান চালাতেন। তিনি তৎকালিন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সেলুন জোয়ার্দ্দারের ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকেও সভাপতি করেন । তাকে সাথে নিয়ে মেতে উঠেন প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্যে। কয়েক বছরে নিয়োগ বাণিজ্য করে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করে অধ্যক্ষ মহিবুল ইসলাম। দীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠান থেকে কোন টাকা শিক্ষকদের দেননি, এমনকি শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া উপবৃত্তির টিউশন ফ্রির টাকাও আত্মসাৎ করেন তিনি।

শিক্ষকরা আরও জানান, বেশ কয়েকজন শিক্ষকের বেতন বিনা কারণে বন্ধ করে রেখে হয়রানি করেন।

অধ্যক্ষ মহিবুল ইসলাম তার দাড়ি ছিড়ে দেওয়াও হুমকি দেওয়া সহ প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষককে মামলার ভয় দেখাতে থাকেন।

এসকল অভিযোগ তুলে শিক্ষকরা অধ্যক্ষ মহিবুল ইসলামের অপসারন দাবী করেন।

এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মহিবুল ইসলাম বলেন, তার নামে শিক্ষকরা যে সকল অভিযোগ তুলেছেন তা সঠিক নয়। তিনি এসকল কাজের সাথে জড়িত নন।




দর্শনায় ছাত্র জনতার নির্যাতন ও বোমা হামলার প্রতিবাদে অবিভাবকদের মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় ছাত্র ছাত্রীরা দর্শনা বাজার থেকে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

এ মিছিলে ৪ আগস্ট কতিপয় দুর্বৃত্ত কতৃক ছাত্র জনতার উপর নগ্ন ও বোমা হামলার প্রতিবাদে অভিভাবকরা মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার বিকালে দর্শনা বাসষ্ট্যান্ড চৌরাস্তার মোড়ে ছাত্র জনতার অবিভাকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। ঐদিন বিকাল ৫ টায় দর্শনা থানা এলাকায় নির্যাতনের স্বীকার ছাত্র জনতার অবিভাবক মা বাবা ভাই বোন ও আত্নীয় স্বজনেরা মানব বন্ধনে দাড়ালে দর্শনা -চুয়াডাঙা গামী ও দর্শনা -যশোরগামী পরিবহন সহ সব ধরনের যান বাহন চলাচল আধাঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। এতে সাধারন মানুষ চলাচলে বিঘ্ন ঘটে সৃষ্টি হয় জানজোটের।

এ সময় ছাত্র জনতা দর্শনা বাসষ্ট্যান্ড বগ চত্তরে ৪ আগষ্টের কথা তুলে ধরে। এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজিব আহম্মেদ,সজিব হাসান,পলাশ আহম্মেদ,রুবেল হোসেন,সাইদুর রহমান লিংকন ও আঃ হাই মিয়া।

এ সময় বক্তব্যকালে বলেন স্বৈরাচারী শেখ হাসিনাসহ ২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরের গুন্ডা বাহীনী দিয়ে ছাত্র ছাত্রীদের উপর যে হামলা চালিয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। ছাত্ররা আরও বলেন,ফ্যাসিস্ট সরকারের আলোচনা সমালোচনা করে বলেন ছাত্র জনতার প্রতিরোধে যেসব সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তারা ফের এলাকায় এসে আইন শৃংখলার অবনতি ঘটানোর চেস্টা করছে,তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে বলে হুসিয়ারি দেন।




দর্শনাতে ২ পলাতক আসামি গ্রেফতার

দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দর্শনা পৌরসভার জয়নগর ও দর্শনা থানা পাড়ায় অভিযানে দীর্ঘ দিনের ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

জানাযায় আজ বৃহস্পতিবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে, অভিযান চালায় দর্শনা জয়নগর গ্রামে। এ সময় দর্শনা থানার এস আই সেকেন্দার আবু জাফর গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় তার বাড়িতে। এ সময় পুলিশ দীর্ঘ দিনের পলাতক আসামি জয়নগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে নাইম ইসলাম (৩২) ও দর্শনা থানা পাড়ার দর্শনা পরানপুর গ্রামের রবিউল ইসলাম রবির মামলায় মুনজুর মোর্শেদের ছেলে ফাহিমকে(১৯) গ্রেফতার করে।

২০২১ সালের মামলায় দীর্ঘদিন পলাতক ছিলো নাইম ইসলাম ও ফাহিম । আজ তাদের দুজনকে ঐ মামলায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।




দর্শনা কেরু ডিষ্ট্রিলারী থেকে চুরি ঠেকাতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার 

চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী কেরু চিনিকল এ চিনিকলে ৪টি কমপ্লেক্স নিয়ে গঠিত চিনিকলটি।এ চিনিকলের মৃল হচ্ছে দর্শনা ডিষ্ট্রিলারী। ইতিমধ্যে ডিষ্ট্রিলারী থেকে চুরি ঠেকাতে নানা মুখি পদক্ষেপ গ্রহন করেছেন নবাগত এমডি রাব্বিক হাসান।

দর্শনা কেরু শ্রমিক ইউনিয়নের নবাগত সাধারন সম্পাদক হাফিজুর ইসলাম হাফিজ বলেন,বর্তমানে কেরু ডিষ্টিলারীতে চুরি ঠেকাতে ৪ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে। যে সব শ্রমিক কাজ করে ফরেনলিকার ও বাংলা মদের ফ্যাক্টরিতে তাদের প্রত্যকের চেকিং করে বেরোনো ও ঢুকনো হচ্ছে। এবং গেটে ৪ জন দারুয়ান রাখা হয়েছে। এসব নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করার ফলে বর্তমানে চুরি শুন্যের কোঠায় চলে এসেছে।এসব পদক্ষেপ গ্রহন করায় এমডি রাব্বিক হাসানকে সাধুবাদ জানিয়েছে শ্রমিক ইউনিয়ন ও সুধি মহল। দর্শনা কেরু ডিষ্ট্রিলারী থেকে ফরেনলিকার ও বাংলা মদ চুরি করার যতই চাতুরী ও কৌশল অবলম্বন করেন না কেন নিশ্চিত ধরা খাবেন চোরেরা ।

আজ দর্শনা কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, চোরেরা কেরু ডিষ্ট্রিলারী থেকে ফরেনলিকার বা বংলা মদ চুরি করার যতই চেষ্টা করুক না কেন ধরা খাবে নিশ্চিত। দীর্ঘদিন ধরে দর্শনা কেরু ডিষ্ট্রিলারী থেকে ফরেনলিকার ও বাংলা মদ চুরি হয়ে আসছে নানা কৌশলে। ফলে ফরেনলিকার ও বাংলা মদ চুরি বন্ধ করতে বেশ কিছু গোপন পদক্ষেপ নিয়েছেন কেরুজ নবাগত এমডি রাব্বিক হাসান।

তিনি আরো জানান দীর্ঘদিন কেরুজ মদ চুরি ঘটনা ঘটে চলেছে। ফলে এবার আমরা শুধু সিসিটিভি ক্যামেরা নয় বেশ কিছু গোপন পদক্ষেপ নিয়েছি। মদ চুরি করতে যত ধরনের কৌশল এবং ছলচাতুরতা অবলম্বন করুক না কেন আমারা ঠিক তাকে ধরে ফেলতে পারবো। এছাড়া তিনি চোরেদের উদ্যেশে সর্তক করে বলেন আগে যা করেছেন এখন থেকে ভাল হয়ে যান। সরকারী সম্পদ চুরি করে কেউ রেহায় পাবে না। ধরা পড়লে সাথে সাথে কঠোর হাতে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ডিষ্ট্রিলারীর ইলেক্ট্রিক হেলপার আব্বাস আলীর বাক্সে ৬ বোতল ফরেনলিকার ও খালী ২টি মদের বোতল উদ্ধার হয়।

এ ঘটনায় কেরজ কর্তৃপক্ষ ৩ সদস্যর তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করেছেন। আগামীতে কেউ যদি মদ চুরি করে ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।




ঝিনাইদহে হেফাজত ইসলামের দায়িত্বশীল সম্মেলন ও কমিটি গঠন

ঝিনাইদহে হেফাজত ইসলামের দায়িত্বশীল সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক মুফতি আরিফ বিল্লাহ কাসেমী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, হেফাজতে ইসলাম মাগুড়া জেলা শাখার সভাপতি মাওঃ কাজী জাবের বিন মুহসিন, হেফাজতে ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল কাসেমী, হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মাও: ওসমান গণী, সদস্য সচিব মাও: যুবায়ের আহমাদ কাসেমী ও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সর্বসম্মিক্রমে মুফতী আরিফ বিল্লাহ কাসেমীকে সভাপতি ও মাওলানা ওসমান গণীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সাধারন সম্পাদক যুবায়ের আহমাদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা ইলিয়াস, প্রচার সম্পাদক মাওলানা ফারুক নোমানী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল করিম নির্বাচিত হন। বাকী পদে আগামী ২০দিনের মধ্যে পূরণ করা হবে বলে জানান।




ঝিনাইদহে মাসব্যাপী মেয়েদের কারাতে প্রশিক্ষণের সমাপ্তী ও সনদ বিতরণ

ঝিনাইদহে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের আত্ম-রক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপ্ত ও সনদ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাসব্যাপী এ প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী বক্তব্য রাখেন এবং সনদপত্র বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

সেসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও সোতোকান কারাতে দো ঝিনাইদহের পরিচালক প্রশিক্ষক কাজী আলী আহাম্মেদ লিকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী কারাতে প্রশিক্ষণে অংশ নেয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের চারটি স্কুলের ২৫ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে সনদ বিতারণ করা হয় ।




বেসিসের নতুন সভাপতি রাশিদুল, জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল

তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এম রাশিদুল হাসান। পাশাপাশি জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল।

সম্প্রতি সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহসভাপতির (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে দুইটি পদ শূন্য হয়।

গত বুধবার বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যদের মধ্যে থেকে জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে এবং পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে এবং পরিচালক এম আসিফ রহমানকে সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে। সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সব কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশীপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ জাঞ্জ্যারির মধ্যে এবং আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাহী পরিষদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বেসিস। সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের প্রকৃত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কারমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও দেশে-বিদেশে বেসিসের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বর্তমান নির্বাহী পরিষদকে সবরকম সহযোগিতা দিতে সদস্য এবং অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস নেতারা।

সূত্র: কালবেলা




মেহেরপুরে জেলা ও উপজেলার শিক্ষা মান উন্নয়নে স্মারকলিপি প্রদান

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ নানা উদ্যোগ গত মঙ্গলবার সকাল ১০টার দিকে আমদহ এবং আমঝুপি ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যরা বিদ্যালয়ের সমস্যা তুলে ধরে সমাধানের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম ,সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমদহ ও আমঝুপি ইউনিয়নের সদস্যবৃন্দ পৌর কাউন্সিলর আব্দুর রহিম, মোকলেচুর রহমান, মীর ফারুক হোসেন, মোঃ শহিদুল্লাহ, ইসমাইল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা ও সহকারী প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ।




মেহেরপুরের ওরিয়েন্টেশন ও ত্রৈমাসিক অগ্রগতি ফলোআপ সভা অনুষ্ঠিত

মেহেরপুরের আমঝুপিতে ইয়ুথ ফোরামের ওরিয়েন্টেশন ও ত্রৈমাসিক অগ্রগতি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আমদহ, আমঝুপি এবং বারাদী ইউনিয়নের যুব সদস্যদের নিয়ে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে ইয়ুথ ফোরামের ওরিয়েন্টেশন ও ত্রৈমাসিক অগ্রগতি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযান এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ কর্মসূচীর আয়োজন করে।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

সভায় মেহেরপুর জেলার সার্বিক শিক্ষার সুযোগ, শিক্ষার বাস্তবতা, শিশুদের বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ তৈরি সহ বিদ্যালয়ে স্বচ্ছতা ,জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে ইয়ুথদের ভুমিকার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় মেহেরপুর বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সংগঠক তাহসিন আহম্মদ রাব্বী, বারাদী ইউনিয়নের ইয়ুথ ফোরামের সভাপতি শ্রী সজিব দাস, আমঝুপি ইউনিয়নের ইয়ুথ ফোরামের সভাপতি ইয়াসমিন এবং আমদহ ইউনিয়নের সদস্য রতন আলীসহ অনেকে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় গণমাধ্যম কর্মীসহ ৪০ জন যুব সদস্য উপস্থিত ছিলেন।