কুষ্টিয়ায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

কুষ্টিয়ায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং-এর পৃষ্ঠপোষকতায় আলহাজ্ব বেলায়েত হোসেন ফাউন্ডেশন-এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন খান।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং-এর ব্যবস্থাপনা পরিচালক ও আলহাজ্ব বেলায়েত হোসেন ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ বশির আহমেদের সভাপতিত্বে এবং সদস্য হাফিজ আল আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারুল কবির, ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ডিন ও অধ্যাপক শেখ সুজন আলী, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান নার্গিস আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আব্দুর রশীদ বকুল এবং জাতীয় সাঁতার প্রশিক্ষক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সমন্বয়ক ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদা।

বক্তারা বলেন, আলহাজ্ব বেলায়েত হোসেন ফাউন্ডেশন সমাজের অসহায়, দুস্থ ও অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফাউন্ডেশন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। ভবিষ্যতে তারাও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, আগামী প্রজন্মকে মেধা ও মননে আলোকিত করতে হলে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।

সভাপতির বক্তব্যে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ বশির আহমেদ বলেন, “পিতার নামে শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করার চেষ্টা করেছি, আজকের এই উদ্যোগ তারই একটি অংশ। আমি জানি এসএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য এই অর্থ অনেক বেশি কিছু নয়। তারপরও মেধাবী শিক্ষার্থীরা যেন উৎসাহ পায়, উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে এই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এ বছর ৫০ জন শিক্ষার্থীকে ১০ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ইচ্ছাও রয়েছে। এছাড়াও মেডিকেল কিংবা বুয়েটে ভর্তির মতো উচ্চশিক্ষায় প্রয়োজনীয় সহায়তা লাগলে বেলায়েত হোসেন ফাউন্ডেশন পাশে থাকবে।”

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার এসএসসি ও সমমানের ২০২৩ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জেলার ৬টি উপজেলার বাছাইকৃত ৫০ জন শিক্ষার্থীকে জন প্রতি ২০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




কুষ্টিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

কুষ্টিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এ সময় তিনি বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়।

তিনি বলেন, দেশ বদলের প্রত্যয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্যনির্ভর বাংলাদেশের এ বিশাল জনগোষ্ঠীকে পুনর্জীবিত করতে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করেছে। সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যবোধের মেলবন্ধনে আয়োজিত এই উৎসবে তরুণরা দেশ পুনর্গঠনে তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতা ও মননশীলতার স্বাক্ষর রেখেছে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপারসহ সরকারি দপ্তরের প্রধান ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।




আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

দেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের। সেই পরিকল্পনাকেই এবার বাস্তবে রূপ দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশকে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।

আজ রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়টি জানান।

আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্পোর্টস হাব নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাত সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’

বাংলাদেশ এই স্পোর্টস হাব নিয়ে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা করলেও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস সম্প্রতি আরব আমিরাত সফরে এটি নিয়ে কাজ করেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে আমরা বিষয়টি বলেছিলাম। স্যার যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন স্যারটি বিষটি আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে চায়।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্পোর্টস হাব নিয়ে এখন বিস্তারিত কাজ করছে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে এই বিষয়ে ডিজাইনিং ও অন্য বিস্তারিত কাজ করছে। কী পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আমরা জানাব। আশা করছি সামনের অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’

ক্রিকেট, শুটিং বাদে দেশের প্রায় সকল ফেডারেশনই জাতীয় স্টেডিয়াম এলাকায়। তবে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা ছিল যা বেদখল হয়েছিল। সেই জায়গার দালিলিক কিছু জটিলতা ছিল যেগুলো আমরা শেষ করেছি। সেখানে আমরা ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর অফিস বা স্পোর্টস ফ্যাসিলেট (খেলা আয়োজনের ব্যবস্থা) করা যায় সেটা নিয়ে কাজ করছি।’

সার্চ কমিটির সঙ্গে এনএসসি-মন্ত্রণালয়ের দূরত্ব এবং আরচারি ফেডারেশনের কমিটি বদল নিয়ে উপদেষ্টা বলেন, ‘এটা একটু সমন্বয়হীনতা রয়েছে। আমাদের একটা পলিসি সিদ্ধান্ত ছিল কেউ সর্বোচ্চ পদে দুই বারের বেশি নয়। এই আলোকে কমিটিতে পরিবর্তন হয়েছে। আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সঙ্গে। সার্চ কমিটির যে কার্যপরিধি তারা মন্ত্রণালয়কে কমিটিকে প্রস্তাবনা করবে। এটা প্রস্তাবনা চূড়ান্ত নয়, মন্ত্রণালয় চূড়ান্ত করবে। এখানে অনেক বিষয় দেখতে হয়। অনেকের রাজনৈতিক পরিচয় কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কিনা এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়।’

সূত্র: যুগান্তর




মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার, কারাগারে প্রেরণ

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে মেহেরপুর সদর থানা ও ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খানকে এবং মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে গ্রেফতার করেন।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে বলে জানান সদর থানার ওসি মেসবাহ উদ্দিন।

আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৩ জন

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মোড় এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুজনকে এবং মুজিবনগর এলাকা থেকে থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন, জয় খান ও আশিকুর রহমান। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা ওই রেস্টুরেন্টে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন।

শোভনের বাড়ি মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ায়, তিনি আব্দুল মান্নানের ছেলে। জয় খান স্টেডিয়ামপাড়ার সবুজের ছেলে এবং আশিকুর রহমানের বাড়ি মুজিবনগর উপজেলায়।

রোববার (৬ এপ্রিল) দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।




কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় অটোরিকশার ধাক্কায় ৯ বছরের শিশু নিহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ইবি থানার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আমির হামজা (৯) ঝাউদিয়া গ্রামের সবুজ আলীর ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে আমির হামজা দৌঁড়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ঝাউদিয়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লিটন আলী বলেন, অটোরিকশার ধাক্কায় একটি ৯ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘জিবলি আর্ট’ আসলে কী?

সম্প্রতি জিবলি আর্ট বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এআই চ্যাট জিপিটি দিয়ে জিবলি স্টাইলে ছবি তৈরি হচ্ছে। কিন্তু অনেকেই জানেন না, জিবলি আসলে কী?

জিবলি হচ্ছে জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও।এর নাম শুনেনি এমন মানুষ খুবই কম।কিন্তু যারা জানেন না, তাদের জন্য স্টুডিও জিবলির ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।

স্টুডিও জিবলির যাত্রা

১৯৮৫ সালে দুই কিংবদন্তি অ্যানিমেটর হায়াও মিয়াজাকি ও ইসাও তাকাহাতার হাত ধরে শুরু হয় স্টুডিও জিবলির যাত্রা। তাদের লক্ষ্য ছিল এমন একটি নতুন ধরনের অ্যানিমেশন তৈরি করা যেখানে জাপানের সংস্কৃতি, লোককথা, ইতিহাস ও আবেগ একসাথে প্রকাশ পাবে।

‘জিবলি’ নামটি এসেছে ইতালীয় শব্দ ‘ঘিবলি’ থেকে। যার অর্থ গরম মরুভূমির বাতাস। তাদের উদ্দেশ্য ছিল অ্যানিমেশন জগতে নতুন বিপ্লব সৃষ্টি করা।

মিয়াজাকির অমর সৃষ্টি

স্টুডিও জিবলির অন্যতম প্রধান ব্যক্তিত্ব হায়াও মিয়াজাকি।তার তৈরি অ্যানিমেশন সিনেমাগুলো শিশুদের জন্য একদিকে যেমন উপভোগ্য, তেমনি বড়দের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। My Neighbor Totoro, Spirited Away, Howl’s Moving Castle, Princess Mononoke—এই চলচ্চিত্রগুলো সবই আলাদা আলাদা গল্প হলেও প্রতিটি গল্পে সৌন্দর্য ও গভীরতার মেলবন্ধন রয়েছে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত Spirited Away অস্কার জিতেছিল। জাপানে মিয়াজাকিকে কিংবদন্তি হিসেবে স্মরণ করা হয়।

জিবলি আর্ট কেন এত জনপ্রিয়?

স্টুডিও জিবলির অ্যানিমেশন চিত্রশৈলী বাস্তব ও কল্পনার এক মিশ্রণ।বিশদ ব্যাকগ্রাউন্ড, হাতে আঁকা প্রতিটি দৃশ্য, চরিত্রগুলোর অভিব্যক্তি— সবকিছুতেই এক গভীর অনুভূতি প্রতিফলিত হয়। প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় জগত, কল্পনা এবং নিখুঁত হাতে আঁকা অ্যানিমেশনই এই শিল্পকে অন্যদের থেকে আলাদা করেছে।

মিয়াজাকি ও এআই

২০১৬ সালে এআই’র মাধ্যমে ছবি আঁকার বিরুদ্ধে মতপ্রকাশ করেছিলেন মিয়াজাকি। তার মতে, এটির মাধ্যমে জিবলির অ্যানিমেশন স্টাইল অনুকরণ করা মূলত শিল্পীদের কাজের অপমান। তিনি বলেছিলেন, ‘যারা এআই দিয়ে ছবি আঁকছে, তারা জানে না কষ্ট কী। আমার মতে, এটা হওয়া উচিত নয়; এটি দুঃখজনক।

সূত্র: আজতক বাংলা




মেহেরপুরে পুলিশের অভিযানে এক সপ্তাহে ৮ জন গ্রেফতার

মেহেরপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ৫ জন, গাংনী থানা পুলিশের অভিযানে ১ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২ জন রয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ শনিবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, গোভীপুর গ্রামের মোঃ মেহেদী, থানা পাড়ার মোঃ সেলিম রেজার ছেলে রিয়াদ হোসেন (১৯), দক্ষিন শালিকা মোল্লাপাড়ার মোঃ আবুল কাশেমর ছেলে মোঃ আনোয়ার হোসেন, ক্যাশবপাড়ার মৃত সুমন মন্ডলের ছেলে খাজা মঈন উদ্দিন তিস্ত ওরফে মুহিত (২৫), শ্যামপুর নীলমনি পাড়ার মৃত আরমান মন্ডলের ছেলে আমিরুল ইসলাম(৫৮), বাড়িবাঁকা গুচ্ছগ্রামের মৃত খোদাবক্স মৃধার ছেলে মোঃ রাজু আহম্মেদ।

গাংনী উপজেলার গ্রেফতারকৃতরা হলেন, নওয়াপাড়ার মৃত খবির উদ্দিনের ছেলে মোঃ ইসলাম হোসেন (৬০), এফআইআর নং-১১, তারিখ- ১৯ আগস্ট, ২০২৪; জি আর নং-২২৭, তারিখ-১৯/০৮/২০২৪খ্রি.ধারা- ২০০৯ সাল (সংশোধনী/২০১২) এর সন্ত্রাস বিরোধী আইন এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক) ৭(৬)(খ)/১০/১১/১২/১৩।

মুজিবনগর উপজেলার গ্রেফতারকৃতরা হলেন, বাগোয়ানের মোঃ কাহিরুল ইসলাম, এসটিসি ৭০/১৯ ঝিনাইদহ জিআর১৩/১৯, এসসি-৮৪৭/২০ এবং আনন্দবাসের মৃত নাসির উদ্দিনের ছেলে মোঃ সাগর, পাঃ জারী ১৫/১৯ সাজা প্রাপ্ত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এবং মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।




দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে- রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী দোসররা ঘাঁপটি মেরে বসে আছে। উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যাকারী চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সেল্টার দিচ্ছে।

আদালত থেকে উপদেষ্টাদের ইশারায় ডামি এমপিরা জামিন পেয়েছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে এখনো আওয়ামী দোসরদের দৌরাত্ম টিকে আছে। তাই, দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, হঠাৎ করে বিভিন্ন মাধ্যম থেকে এখন অন্তর্ভূক্তিমূলক নির্বাচনের দাবি উঠছে। এরা বিগত ১৭ বছরে অন্তর্ভূক্তিমূলক নির্বাচনের কথা একবারও বলেনি। বিদেশি মদদে তারা ইনিয়ে বিনিয়ে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করছে। কিন্তু ২৪ এর জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলগুলো সেই সুযোগ দেবে না। আমরা কোনো ভাবেই আওয়ামী লীগ কে নির্বাচন করতে দেবো না। গণহত্যাকারী, দেশবিরোধী ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আর জায়গা দেয়া হবে না। ২৪ বিপ্লবে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী দলগুলো নিয়েই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে।

আওয়ামী শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে হাসিনা ধ্বংস করে দিয়েছে। শেখ মুজিব ৭২ এ বাকশাল কায়েম করে গণহত্যা চালিয়েছিল। হাসিনাও তার বাবার মতো একই ভাবে গণহত্যা চালিয়ে ছাত্র-জনতাকে শহিদ করেছে। কাজেই, গণহত্যাকারী হাসিনার ফাঁসি দিতেই হবে। আওয়ামী লীগ ও হাসিনার ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি।

আওয়ামী দোসরদের আশ্রয় দেয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের ডামি এমপিরা এখন নানা জায়গায় অর্থ বিলিয়ে আশ্রয় নিচ্ছে। অনেক নেতা মঞ্চে বড় বড় কথা বললেও তলে তলে আওয়ামী ডামি এমপিদের অর্থ নিয়ে তৃণমূলের গিয়ে রাজনীতি করছে। ডামি এমপি ও আওয়ামী দোসরদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে ছাড় দেয়া হবে না।

গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান মিল্টন, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিশন আলী প্রমুখ।




ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

ডিরেক্টর, ফিন্যান্স পদে একাধিক জনবল নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। গত ২৯ মার্চ থেকেই আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পদ ও পদসংখ্যা: ডিরেক্টর, ফিন্যান্স; নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: আর্থিক পরিকল্পনা, কর, ট্রেজারি ব্যবস্থাপনায় দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ফুলটাইম চাকরির জন্য আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ২৯ মার্চ থেকে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

সূত্র: যুগান্তর