শরতের শুভ্রতা

ভাদ্র-আশ্বিন শরৎকাল
প্রকৃতিতে আসে,
শুভ্র সাদায় নদীর দু’কুল
কাশ ছোঁয়ায় হাসে।

শরতের সেই আকাশ জুড়েই
সাদা মেঘের ভেলা,
তারই মাঝেই দিনভর চলে
রোদ বৃষ্টি খেলা।

পায়ের তলায় যে দূর্বাদলে
হাসে মুক্তোকণা,
ধরায় আসলে শুভ্র শরৎ
মনটা আনমনা।




দামুড়হুদায় আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

দামুড়হুদায় আদর্শ শিক্ষক ফেডারেশন দামুড়হুদা উপজেলার শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলাম জিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমীর ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী বিশিষ্ট আয়কর আইনজীবি মোঃ রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মোঃ রুহুল আমিন বলেন, আমরা জামায়াতে ইসলামী সুন্দর একটা দেশ চাই, সুন্দর সমাজ চাই, সুন্দর প্রজন্ম চাই। আমরা শান্তি চাই, আর এই শান্তি খুজঁতে গিয়ে নিজেরা নিজেদের মতো শিক্ষা ব্যবস্থা তৈরী করেছি। কিন্ত সে শিক্ষা ব্যবস্থা আমাদের শান্তি দিতে পারেনি। নিজেদের মতো চলনবলন তৈরী করেছি, শান্তি আসেনি বরং প্রকৃত যিনি শান্তিদাতা বিধানদাতা তাকে ভুলে গেছি। আমরা নৈতিক তথা ধর্মীয় শিক্ষার সাথে সাধারন শিক্ষার সমন্বয় ঘটিয়ে একজন মানবিক মানুষ তৈরী করতে চাই। আমার এমন একটা পদ্ধতি চালু করতে চাই যেখানে ইনসাফ চালু হবে। আর ইনসাফ চালু করতে হলে সৎ মানুষকে নেতা নির্বাচন করতে হবে। এ জন্য শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। আপনারা আপনাদের সন্তানকে ছাত্রকে নৈতিকতা শিক্ষা দিবেন। আপনারা আপনাদের শিক্ষার্থীদের যে যে ধর্মের অনুসারী তাকে সেই ধর্মীয় নৈতিকতা শিক্ষা দিবেন। কারন একজন ধার্মিক নিঃসন্দেহে অধার্মিকের চেয়ে অনেকবেশী নৈতিকতা সম্পন্ন। আমরা সকলে একসাথে এগিয়ে গেলে একটি আদর্শ নৈতিক সমাজ তৈরী হবেই ইনশাআল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জামায়াতের দামুড়হুদা থানা আমীর মোঃ নায়েব আলী, জামায়াতের দর্শনা থানা সেক্রেটারী মাহবুবুর রহমান টুকু, আদর্শ শিক্ষক ফেডারেশন প্রাথমিক শাখার জেলা সভাপতি মাসুদ রানা, কলেজ শাখার জেলা সভাপতি শফিউল আলম বকুল, প্রধান শিক্ষক শাখার সভাপতি শাহজাহান আলী, মাদরাসা সুপার মোজাফফার রহমান, প্রাথমিক স্কুল বিভাগের সাইদুর রহমান, কিন্ডার গার্টেন বিভাগের মাসুম বিল্লাহ, কওমী মাদরাসা বিভাগের মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডার গার্টেন, আলিয়া মাদরাসা, কওমী মাদরাসা ও কলেজের ৫ শতাধিক শিক্ষক অংশ নেয়।




গ্র্যান্ডমাস্টার রাজীবের ম্যাচ বর্জন

হাঙ্গেরির বুদাপেস্টে চলছে দাবা অলিম্পিয়াড। আজ (শনিবার) ১০ম রাউন্ডের উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে এ ম্যাচে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।

ফেসবুকে পোস্ট ইসরায়েলের বিপক্ষে খেলবেন না জানিয়ে রাজীব লিখেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।’

রাজীব বলেন, ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি নিজ দেশের পতাকা নিয়ে দেশ দুটির দাবাড়ুদের বিশ্ব আসরে খেলার সুযোগ নেই। ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। ইসরায়েল নির্বিচার ফিলিস্তিনিদের হত্যা করছে। এর প্রতিবাদেই তিনি ইসরায়েলের বিপক্ষে খেলবেন না।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে প্রস্তাবিত হজ্ব যাত্রীদের ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মেহেরপুর প্রস্তাবিত হজ্ব যাত্রীদের ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা মেহেরপুরের আয়োজনে প্রস্তাবিত হজ্ব যাত্রীদের ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক এ জেএম সিরাজুম মূনীর।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জাতীয় ইমাম পরিষদের সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদ ইমাম হাফেজ মাওলানা মোঃ রোকুনুজ্জামান, মেহেরপুর সদর থানা তদন্ত ওসি মোঃ মিজানুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসির এজিএম মোঃ রমজান আলী, তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার উপদেষ্টা ও নওদাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল হাশেম, তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার উপদেষ্টা চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ খালিদ সাইফুল্লাহ।

এ ছাড়াও ভেড়ামারা ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সাংবাদিক শাহ জামালের সঞ্চালনায় প্রস্তাবিত ২৭ জন হজ্ব যাত্রীরা উপস্থিত ছিলেন।

পরে দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে প্রস্তাবিত হজ্ব যাত্রীদের ট্রেনিং প্রোগ্রাম শেষ হয়।




শাপলা ডাটার উপকারিতা

নতুন প্রজন্মের কাছে শাপলার ডাটার উপকারিতা এবং তার ব্যবহারের পদ্ধতি জানা অত্যন্ত জরুরি।শাপলার ডাটা, বাংলাদেশের রান্নার অন্যতম বৈচিত্র্যময় উপাদান। এটি একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য উপাদান যা শাপলা ফুলের পাতা এবং কন্দ থেকে তৈরি হয়, যা সাধারণত স্যুপ, চচ্চড়ি বা সালাদে ব্যবহৃত হয়।

শাপলার ডাটার পুষ্টিগুণ বেশ চমকপ্রদ। এতে রয়েছে ভিটামিন এ, সি ও ই যা ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে আরো রয়েছে খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় এবং ভাঙা হাড়ের সেরে ওঠা দ্রুত করে। আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তস্বল্পতার সমস্যা দূর করে, আর ম্যাগনেসিয়াম শরীরের বিভিন্ন কার্যক্রম যেমন মাংসপেশি সংকোচন ও স্নায়ুতন্ত্রের কার্যক্রমে সহায়তা করে।

এছাড়া শাপলার ডাটা ফাইবারে সমৃদ্ধ, যা পাচনতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এটি স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে এবং হজম ক্ষমতা উন্নত করে। বিভিন্ন ধরনের চর্বি ও প্রোটিনের সাথে মিলিয়ে রান্না করলে এটি একটি পুষ্টিকর খাবারে পরিণত হয়।

অতএব, শাপলার ডাটা খাওয়ার মাধ্যমে আপনি শুধু সুস্বাদু খাবারই উপভোগ করবেন না, বরং আপনার শরীরকে স্বাস্থ্যকর রাখতেও সাহায্য করবেন।

সূত্র: ইত্তেফাক




প্রাণ ফিরে পাচ্ছে ওটিটি ও প্রেক্ষাগৃহ

ওটিটিতে মুক্তি পেয়েছে রায়হান রাফীর ‘তুফান’। একই দিন প্রকাশ্যে আসে একই নির্মাতার ওয়েব ‘মায়া’র সিরিজ মুক্তির খবর। ওই দিনই সন্ধ্যায় পরীমনি ও মোস্তাফিজ নূর ইমরানের ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টারে মাতলেন থ্রিলারপ্রেমীরা।

কুসুম শিকদার জানিয়ে দিলেন, তার শরতের ‘জবা’ সিনেমা পূজায় আলোয় মুক্তি পাবে। আরেক তরুণ নির্মাতা নাহিদ হাসনাতের ‘এন্ড কাউন্টার’ মুক্তি পেল ।

শুধু ওটিটি প্ল্যাটফর্মই নয়, গত ৪ দিনে ইউটিউবেও মুক্তি পেয়েছে ২০টির বেশি নাটক। সব মিলিয়ে আভাস পাওয়া যাচ্ছে, শোবিজঅঙ্গন শিগগিরই ঘুরে দাঁড়াবে।

আগস্টে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান।

এখন অক্টোবরে এদিকে বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় তহবিল সংগ্রমে কনসার্টের আয়োজন প্রাণ ফিরে পাচ্ছে ওটিটি ও প্রেক্ষাগৃহ সিরিজটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে হইচই। পরিচালক অনম বিশ্বাস জানান, ‘এখনো দেশের রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ।

মানসিকভাবে সেদিকেই দর্শকদের মনোযোগ। কনটেন্ট না মুক্তি পেলে তো পরিস্থিতি স্বাভাবিক হবে না। কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। এটা আমাদের রুটি-রুজি। আমাদেরও তো কাজে ফিরতে হবে।

ওটিটিগুলো আর কত দিন কনটেন্ট প্রচার বন্ধ রাখবে। আমাদের ইন্ডাস্ট্রি চলমান রাখতে হবে। প্রযোজক সমিতির তথ্য অনুয়ায়ী, এ সপ্তাহে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর সিনেমা ‘নূর’ মুক্তির তালিকায় আছে। পরের সপ্তাহে রয়েছে ‘ময়না’ ও ‘উদীয়মান সূর্য’ সিনেমার নাম। পরের মাসেও ‘বিলডাকিনী’, ‘দায়মুক্তি’, ‘চরিত্র’, ‘হৈমন্তীর ইতিকথা’সহ আটটির মতো সিনেমা মুক্তির জন্য শিডিউল নেওয়া রয়েছে।

অক্টোবর থেকে সিনেমা মুক্তির সংখ্যা বাড়বে বলে মনে করছেন প্রযোজকেরা। এই সময়ে ‘নন্দিনী’ ‘দরদ, ‘সাবা’, ‘রং ঢং’সহ একাধিক সিনেমা পরিস্থিতি বুঝে মুক্তির তালিকায় যোগ হবে।

সূত্র: ইত্তেফাক




এঁকেছি চোখে

জবা ফুল তুমি রোজ লাল হয়ে ফোটো
কুমড়োলতা তুমি কারে বেয়ে উঁচু ওঠো?
শিমুলের কী সুবাস অথচ বিনয়ে ঝুঁকে
শাপলা পদ্মের বোন বলে গরিমা বুকে।

শালিকপাখি গোনা জানে গণকেরা যথা?
চড়ুইয়ের উড়ুউড়ু বুকে নিরব কত কথা
বাবুইয়ের ঠোঁটে ঠোঁটে সবুজ বসতি গাঁথা
কোয়েলের মনে আহা কে দিলো ব্যথা?

এই যে এঁকেছি চোখে পরিপাটি এক ছবি
ফুল, পাখি,নদী,শিশুখেলা সবার দাবি
আরও রাখা যেত জানি চাঁদ,তারা, রবি
তবু তোমরা দেখবে না জানে সবই কবি।

প্রকৃতির রূপ-রস যত সুন্দর মনের মতো
কে তারে চেয়ে দেখে ভরিতে উদর যতো,
জীবন সার্কাসের মঞ্চে নাচায় বাঁদর কতো
প্রকৃতি তো দূর,ভুলি নিজেকেই অবিরত।




মেহেরপুরে তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত

বাংলা পঞ্জিকায় এখন চলছে আশ্বিন মাস। এবারের আশ্বিনের শুরুতে টানা চারদিন বৃষ্টির দাপট দেখালেও গত কয়েকদিন হলো বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বমূর্তিতে হাজির হয়েছে গরম।

গত দুইদিনের চিটপিটে গরমে মানুষের জীবন ওষ্ঠাগত। শহরের পাশাপাশি গ্রামে যারা বসবাস করেন তারা আশ্বিনে মাসেও গরমে হাঁসফাঁস করছেন। তাপমাত্রা পরিমাপ স্কেলে দেখা যায় শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দুইটা পর্যন্ত মেহেরপুরের তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল নয়টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১২ টার সময় রেকর্ড করা হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৬৬ শতাংশ।
তিনি আরো বলেন, আগামী ২২ তারিখে সাগরে নিম্নচাপ তৈরী হতে পারে। ফলে ২৩ অথবা ২৪ তারিখের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। মানুষ থেকে পশু পাখি সকলেই গরমে অতিষ্ঠ।

গাংনী উপজেলা শহরে এলাকায় দেখা যায়, কিছু মানুষ গাছের নিচে বসে আছে। তারা জানান তীব্র গরমে ঘরে থাকা যায় না তাই একটু শান্তির আশায় এখানে অবস্থান করছি।

ভাটপাড়া ডিসি ইকোপার্কে গিয়ে দেখা যায়, ছোট বড় সব বয়সের মানুষেরা সারি সারি গাছের ছায়ায় বসে আছে। অনেকে তীব্র গরমে তৃষ্ণা নিবারণের জন্য লেবুর শরবত, আখের শরবত ও ডাবের পানি পান করছে।
এদিকে তীব্র গরমের সাথে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিং। দিন রাত মিলে ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিং হচ্ছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলারমোড় এলাকার আব্দুস সামাদ বলেন, রাত দুইটার পরেও লোডশেডিং হয়। ভ্যাপসা গরমে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

এ বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ মারুফ জানান, গরমের কারণে বর্তমানে রোগীরা জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এদের অধিকাংশই শিশু ও বয়স্ক। তাই বয়স্ক ও শিশুদের দুপুরে রোদের মধ্যে বাইরে বের হওয়া যাবে না এবং বেশি করে পানি পান করতে হবে।




দামুড়হুদা পেট্রোল পাম্পে পাওনাদারদের অবস্থান; সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

দামুড়হুদায় সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ ২ বছরেরও বেশী সময়ের সমস্যা নিরসন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে আজ শুক্রবার দুপুর ৩টার দিকে সেনাবাহিনীর একটি দল ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির এর মধ্যস্থতাই সমস্যার সমাধান হয়।

জানাগেছে, দুই বছরেরও বেশি সময় ধরে দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার আনসার আলীর ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল আলম, আব্দুল মান্নান এর ছেলে মোঃ সেলিম উদ্দিন, আবুল হোসেন এর ছেলে মোঃ মজিবর রহমান এবং ঝিনাইদাহ জেলার শৈলকূপা থানা অন্তর্গত সমিরুদ্দিন বিশ্বাস এর ছেলে মোঃ আব্দুল খালেক দামুড়হুদা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ শাহজাহান আলীর বিরুদ্ধে অভিযোগ করে এই মর্মে যে, দামুড়হুদা ফিলিং স্টেশনটি শরিফুল আলম লিজ নেয়। কিন্তু শরিফুল আলম এ ব্যবসা না বোঝার কারনে শাহজাহান বলে আমি ব্যবসা করে দিচ্ছি, তোমরা মুলধন দিয়ে ব্যবসা চালু করে দাও। সে মোতাবেক ভুক্তভোগী চারজনের কাছ থেকে বিভিন্ন কৌশলে পাম্প মালিক শাহজাহান প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। প্রাপ্ত টাকার পরিমান শরিফুল আলম ৬০ লক্ষ, আব্দুল খালেক ২৯ লক্ষ, সেলিম উদ্দিন দামুড়হুদা ফিলিং স্টেশনের জমির অর্ধেক অংশের মালিক, মজিবর রহমান ৪৫ লক্ষ। এতো টাকা ইনভেস্ট করে ব্যবসা ভালোই চলে কিন্তু শাহজাহান ব্যবসার কোন লভ্যাংশ কাউকে দেয়না। এক শাহজাহান এর কারনে চার জনই আর্থিক সমস্যায় পড়েন। এক পর্যায়ে পাওনাদাররা টাকা ফেরত চাইলে শাহজাহান বিভিন্ন ভাবে ঘোরাতে থাকে।

পাওনাদার তাদের টাকা দেয়ার জন্য আজ শুক্রবার সকাল থেকে পাম্পের অবস্থান নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আসংখ্যা হতে পারে। এমন সংবাদ পেয়ে সেখানে দামুড়হুদা থানা পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। পরে উভয় পক্ষের অভিযোগ পর্যালোচনা করে আগামী ৩১ অক্টোবর উল্লেখিত টাকা পরিশোধ করার অঙ্গীকার করে লিখিত দেয় পাম্প মালিক শাহজাহান। অন্যথায় শাহাজাহান তার দামুড়হুদা ফিলিং স্টেশন (তেল পাম্প) মোঃ শরিফুল আলম কে দিয়ে দেবে মর্মে অঙ্গিকার করে রেহায় পায়।




দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি-সম্পাদক কে বন্ধু মহলের শুভেচ্ছা

ঐতিহ্যবাহী দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ ও সাধারণ সম্পাদক মুরশেদ বীর ফয়সাল (তানজির) কে বন্ধুদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানিয়েছেন বন্ধু মহল।

আজ শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে দামুড়হুদার শিবনগর ডিসি ইকো পার্কে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচছা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো:ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, দৈনিক জনতার ইশতেহার প্রত্রিকার সম্পাদক-প্রকাশক মো:আবু হানিফ, ঠিকাদার শাকিল হোসেন, আল জার্জিস, রুবেল প্রমুখ।