‘তুফান’ বইবে ওটিটিতে

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচিত। প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ বইবে ওটিটির পর্দায়। খুব শীঘ্রই ‘তুফান’ মুক্তি পেতে যাচ্ছে হইচই-তে।

তুফান মুক্তির ব্যাপারে হইচই-এর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘তুফান হইচই-তে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সসাইটমেন্ট এরই মধ্যে লক্ষ্য করছি। তুফান হইচই-তে মুক্তি দেয়ার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের দর্শকদের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি।

তুফান নিয়ে হইচই-এর প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জী বলেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, তুফান খুব শীঘ্রই হইচই-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। সম্ভবত হইচই-তে এখন পর্যন্ত সবচেয়ে বড় সিনেমার প্রিমিয়ার এটিই। কারণ তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার। তুফান নিয়ে আমরা শুধু বাংলাদেশের বাজারেই নয়, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের প্রতিও নজর দিচ্ছি!”

যা তাদের মনোবলকে উজ্জীবিত করবে এবং তাদের আবেগের সাথে মিলে মানসম্মত বিনোদন উপহার দেবে। একই সাথে, এই প্রতিশ্রুতি আমাদের পার্টনারদের প্রতিও, যারা আমাদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন বাংলাদেশের মিষ্টি মেয়েখ্যাত মাসুমা রহমান নাবিলা। সেই সাথে তুফান-এ শাকিবের সঙ্গে পর্দায় নেচে-গেয়ে-অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

চঞ্চল চৌধুরীকেও দর্শক নতুন রুপে পেয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সেই সাথে এই সিনেমার কাস্টিং ছিল চোখে পড়া মতো। গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব সহ এই সিনেমায় অভিনয় করেছেন আরও অনেকেই।

চলতি বছর ঈদুল আযহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তুফান’। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালেয়শিয়া সহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যেকোন বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে তুফান’ই সবচেয়ে বেশি এগিয়ে।

তুফান-এর চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান।

এছাড়া ‘তুফান’ সিনেমার গানগুলো মুক্তির পর পরই সাধারণ মানুষ একদম লুফে নিয়েছিল। লাগে উরাধুরা, দুষ্টু কোকিল, ফেসে যায় সহ সিনেমায় মোট ৫টি গান রয়েছে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তি

গত ২৮ আগষ্ট মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ নিয়ে তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওই মামলার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠণটি জানিয়েছে, আমরা মেহেরপুরের ছাত্র সমাজ “মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” ব্যানারে গণঅভ্যুত্থানের আগে ও পরে বিভিন্ন কর্মকান্ডে পরিচালনা করছি। সকলকে ঐক্যবদ্ধ করে সারা দেশের ন্যায় মেহেরপুরে সংস্কারমূলক কাজ করে যাচ্ছি।

গত ২৮ আগস্ট, ০৫ আগস্টের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে একটি মামলা দায়ের হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয় “মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” মামলা দায়ের করেছে। আমরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, এই মামলা আমাদের সংগঠনের পক্ষ থেকে করা হয়নি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করা মামলা এবং এর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মামলার কোন প্রকার দায়ভার নেবে না।

 




বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দর্শনায় মোটর-সাইকেল র‌্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ রবিবার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল র‌্যালি অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার ৩১ আগষ্ট বিকাল ৪ টায় দর্শনা পৌর ছাত্রদলের উদ্যোগে দর্শনায় মোটর-সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল র‌্যালিটি দর্শনা পুরাতন বাজার থেকে দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়েল ইসলাম লিয়ন ও দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লা আল মামুন এর নেত্রীত্বে মোটর সাইকেল র‌্যালীটি বের হয়ে দর্শনা পৌর সভার ৯টি ওয়ার্ড প্রদক্ষিন করে দর্শনা রেল বাজার বটতলায় এসে শেষ হয়। এরপর একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর সদস্য সচিব আব্দুল্লা আল মামুন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক প্রধান বক্তা এনামুল হক শাহ মুকুল, পৌর বিএনপির সাবেক যগ্ম সাধারণ ও সমন্বয়ক ইবকাল হোসেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মালেক মন্ডল, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলম রবি, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠিক সম্পাদক সাইফুল ইসলাম মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়েল ইসলাম লিয়ন ।




সুখবর দিল গুগল

সম্প্রতি অ্যানড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার দিক বিবেচনায় রেখে অ্যানড্রয়েডের একাধিক বড় আপডেটের ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেটটি ব্যবহারকারীদের জন্য অনেক নতুন সুবিধা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

অ্যানড্রয়েড অথরিটির সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে, গুগল অক্টোবর মাসে অ্যানড্রয়েড ১৫ ভার্সন আপডেট করার পরিকল্পনা করেছে। এখন পর্যন্ত সংস্থার পক্ষ থেকে যদিও তা প্রকাশের নির্দিষ্ট সময় বলা হয়নি।

রিপোর্টে জানানো হয়েছে, গুগল আগামী মাসেই নতুন আপডেট নিয়ে আসবে বলে ধারণা করা হয়েছিল । কিন্তু সেটা না করে জনসম্মুখে প্রকাশের আগে এই টেক জায়ান্ট অ্যানড্রয়েড ১৫-এর স্টেবিলিটি উন্নত করতে কাজ করছে।

আপডেটেড নোটে ব্যবহারকারীদের উদ্দেশে জানানো হয়েছে, বেটা প্রোগ্রাম থেকে যারা বেরিয়ে এসেছেন, তাদের অ্যানড্রয়েড ১৫-এর স্থিতিশীল সংস্করণ না আসা পর্যন্ত যে কোনো ডাউনগ্রেড ওভার-দ্য-এয়ার (ওএটি) আপডেট নোটিফিকেশন এড়িয়ে যেতে হবে।

অ্যানড্রয়েড ১৫ আপডেটের পর যেসব সুবিধা পাওয়া যাবে :

১.প্রাইভেট স্পেস : ব্যাহারকারীদের সংবেদনশীল অ্যাপগুলোকে আলাদা রাখতে এটি সহায়তা করবে।

২. থেফট ডিটেকশন লক : এই ফিচারটি ফোন চুরি হলে এআই এর মাধ্যমে সেটি শনাক্ত করে তাড়াতাড়ি লক করে দেবে। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

৩.রিয়েল-টাইম ফ্রড প্রটেকশন : গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তা প্রতিরোধের ব্যবস্থা করবে।

ব্যবহারকারীদের ডিভাইসে এই আপডেটটি অ্যানড্রয়েড ১৪-এর সর্বশেষ সর্বজনীন সংস্করণ ইনস্টল করবে বলে অ্যানড্রয়েড অথরিটির শেয়ার করা রিলিজ নোট থেকে জানা যায়।

এদিকে চলতি বছরে গুগল নতুন পিক্সেল সিরিজ লঞ্চ করেছে। এতে আছে অ্যানড্রয়েড ১৪, যা গ্রাহকদের হতাশ করেছে। কারণ গুগল পিক্সেল ডিভাইসের নিউ জেনারেশনের জন্য সাধারণত লেটেস্ট ওএস ব্যবহার করে।

উল্লেখ্য, এ ছাড়া অ্যানড্রয়েড ফোনে রিলস দেখার জন্য স্কুল টাইম নামের নতুন ফিচার এনেছে গুগল। যার ফলে স্কুলে ক্লাস চলাকালে কোনো ধরনের রিলস দেখতে পারবে না শিক্ষার্থীরা।

গুগল জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের ওপর যাতে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব না পড়ে এবং পড়াশোনায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তাই এই ফিচার আনা হয়েছে।

চলতি বছরের শুরুতেই একই উদ্দেশ্য নিয়ে গুগল ফিটবিট এস এলটিই স্মার্ট ওয়াগুলোতে চালু করেছিল স্কুল টাইম নামের এই ফিচারটি। এবার ট্যাবলেট, অ্যানড্রয়েডে ফোনসহ স্যামসাং ওয়াচের নির্ধারিত কিছু পণ্যতে ফিচারটি উন্মুক্ত করেছে তারা।

সূত্র: কালবেলা




তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপের মুখে প্রথম সেশনের শুরুতেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।

দ্বিতীয় দিনের শেষ বিকালে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল বাংলাদেশ। ৯ বলে ৬ রানে অপরাজিত ছিলেন ওপেনার সাদমান ইসলাম।
তৃতীয় দিনে খেলতে নেমে পেসার খুররাম শেহজাদের বোলিং তোপে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শুধু মাত্র সাদমান ছাড়া দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটার।

সাদমান ১০, জাকির হাসান ১, নাজমুল হাসান শান্ত ৪, মুমিনুল হক ১, মুশফিকুর রহিম ৩ ও সাকিব আল হাসান ২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের প্রাণহানি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের গাংনী উপজেলার অলিনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলবোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে নানা আইয়ুব আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নোমান গাংনী থেকে বামন্দীর দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। অলিনগর নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বালির স্তুপের সাথে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে।
স্থানীয়দের সহযোগিতায় বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর রুবেল রানা সঙ্গীয় কর্মীসহ তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আবীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছে সে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নোমানের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।




মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকালের দিকে মোঃ আব্দুস সামাদ সভাপতি ও মোঃ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলো, সিনিয়র সভাপতি হাজী মোঃ আব্দুল লতিব, সহ সভাপতি মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মোঃ রনি মিয়া, সহ সম্পাদক মোঃ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছিম খাঁন, প্রচার সম্পাদক মোঃ রাশেদুজ্জামান বাপ্পি, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ, ক্রীড়া সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ টিটু, অর্থ সম্পাদক আব্দুল মতিন, নির্বাহী সদস্য মোঃ লিটন মিয়া, মোঃ আনিছুর রহমান ভুলু, মোঃ মফিজুল ইসলাম, মোঃ নিরু মোল্লা, আলি হোসেন, শ্রী পানা হালদার।

এ ছাড়াও প্রধান উপদেষ্টা মোঃ আনারুল হক কালুসহ উপদেষ্টা মোঃ আহসান হাবিব, আব্দুস সাত্তার মিয়া, তারিফ খাঁন, আফতাব উদ্দিনকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।




মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ শনিবার সকালে মেহেরপুর শিশু একাডেমি মিলনায়তন এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রতিযোগীতা পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের সাথে কুশল বিনিময় করেন।

জেলা জাসাসের আহবায়ক মাহফুজুর রহমান অশেষ , সদস্য সচিব বাঁকা বিল্লাহ , সুরেলি আলভী, আল মামুন অনল, তৌফিকুর রহমান রানা, জুলফিকার হেলাল প্রমূখ উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে ১১জন পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার ঝিনাইদহের ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মীর্জা ও শিবির সভাপতি ইবনুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আদালতে পৃথক দুইটি মামলা হয়েছে।

ঝিনাইদহের একটি আদালতে সাবেক এক পুলিশ সুপারসহ ১১ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা গত বৃহস্পতিবার দায়ের করেন নিহত’র স্বজনরা। মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন (চাকরীচ্যুত), সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, সদর থানার সাবেক ওসি হাসান হাফিজুর রহমান, ডিবির ওসি কামরুল ইসলাম, এসআই আমিনুর রহমান, এসআই বোরহানুল ইসলাম, এসআই শাহরিয়ার হাসান, এসআই আমিনুল ইসলাম, এসআই উজ্জল মৈত্র ও ডিবির ওয়াচার মুরাদকে আসামী করা হয়েছে।

এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ দলের ১৭ শীর্ষ নেতাকে পারভেজ হত্যা মামলায় আসামী করেছে। ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মামলা দুইটি এজাহার হিসেবে গ্রহন করতে ঝিনাইদহ সদর থানাকে নির্দেশ দিয়েছেন। বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মীর্জাকে ২০১৫ সালের ১৮ মার্চ ঝিনাইদহ শহরের একটি ছাত্রাবাস থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ওই মাসের ২৫ তারিখে মীর্জার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা এলাকার পন্নাতলা মাঠে। হত্যার ৯ বছর পর তার বৃদ্ধা মা বুলবুলি খাতুন সে সময়কার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, এসআই শাহরিয়ার হাসান ও এসআই আমিনুল ইসলামকে আসামী করেন। অন্যদিকে আরেক বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি ইবনুল ইসলাম পারভেজ হত্যা মামলাটি করেছেন তার পিতা জাহাঙ্গীর হোসেন।

তিনি আদালতে দায়েরকৃত অভিযোগ উল্লেখ করেন, ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন ও আ’লীগের সন্ত্রাসীরা মিলিত ভাবে শিবিরকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবে ইবনুল ইসলাম পারভেজকে ২০১৬ সালের ১৬ জুন ঢাকা থেকে আটক করে নিয়ে আসে। তাকে চোখ মুখ বেধে অকথ্য নির্যাতন করে আসামীরা। এরপর অপহরণের ১৭ দিন পর ২০১৬ সালের ২ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার আড়য়াকান্দি এলাকায় ইবনুল ইসলাম পারভেজের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাকে বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার হতে হয়।




হারানো মোবাইল বন্ধ থাকলে খুঁজে বের করবেন যেভাবে

অনেক সময় এমন হয় যে ফোন কোথায় রেখেছেন সেটাই ভুলে গেছেন। কিংবা আপনার ফোন সুইচ অফ থাকার সময় হারিয়ে গেল। অনেক ক্ষেত্রে চুরি হওয়া ফোন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। তখন উপায় কী? উপায় আছে, বন্ধ থাকা ফোন সহজেই যেভাবে খুঁজে পাবেন।

এ সমস্যা সমাধানে এবার গুগল নিয়ে এলো নতুন ফিচার। ফাইন্ড মাই ডিভাইস ব্যবহারের মাধ্যমে খুঁজে পাবেন আপনার বন্ধ থাকা ফোন।

চলুন জেনে নেওয়া যাক-

১. প্রথমে ফোনের সেটিংস অপশনে যেতে হবে।

২. সেটিংসে যাওয়ার পর ‘সার্চ বারে’ ফাইন্ড মাই ডিভিইস অপশনটি খুঁজে বের করতে হবে।

৩. নিচে স্ক্রল করলেই দেখা যাবে আদারসে ফাইন্ড মাই অফলাইন ডিভাইস অপশনটি।

৪. তারপর ফাইন্ড মাই অফলাইন ডিভাইস অপশনে ক্লিক করতে হবে।

৫. যেখানে উইথ-আউট নেটওয়ার্ক অপশনটি চালু করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই অপশনটি এনেবল হয়ে যাবে।