সুন্দর বাংলাদেশ

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
গাই বিজয়ের গান,
দেশের প্রতি আছে সবারই
ভালোবাসার টান।
বৈষম্য আর ভেদাভেদ ভুলে,
একই পতাকাতলে,
অধিকার আদায়ে ন্যায়ের পক্ষে
ছুটবো দলেদলে।
আমরা বাঙালি স্বাধীন জাতি
ধর্ম বর্ণ ভুলে,
শির উঁচিয়ে চলবো সদা
পতাকা হাতে তুলে।
আমরাই ভাঙবো কালোবাজারি
দুর্নীতির কালো হাত,
তবেই দেশে বিরাজ করবে
শান্তি দিবা-রাত।
স্বৈরাচারী জালেম শাসক
করে দেবো নিঃশেষ,
মিলেমিশে গড়বো একটি
সুন্দর বাংলাদেশ।




আলমডাঙ্গায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেন।

গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে পৌর এলাকার আলতায়েবা মোড়ে এ বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক ডা: ওয়ালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, আক্তার আলী, হাফেজ মো: আমির হামজা, মীর শফিক, শরিফুল ইসলাম, খাজা মইনুদ্দিন, মুফতি সিরাজুল ইসলাম প্রমূখ।




কলকাতার জন্য সায়ানের গান

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গান গাওয়ার পাশাপাশি গান লিখেও থাকেন তিনি। তার কণ্ঠে বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে ওঠে। দেশের ছাত্রসমাজের আন্দোলনে তিনি ছিলেন রাজপথে। গেয়েছিলেন প্রতিবাদী গান। এবার কলকাতার জন্য আওয়াজ তুললেন তিনি। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ-হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গান বেঁধেছেন সায়ান। এ আন্দোলন এখন কলকাতা থেকে গোটা ভারত ছড়িয়ে পড়েছে। বিনোদন জগতের তারকারাও নেমেছেন রাজপথে। বিষয়টি নিয়ে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন সায়ান।

‘জাস্টিস ফর আরজি কর, মেয়েরা রাত দখল কর’ গানটি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে, যা এরই মধ্যে তিন লাখের বেশি শ্রোতা শুনে ফেলেছেন। শেয়ারও হচ্ছে প্রতিনিয়ত। মন্তব্যের ঘরে কলকাতার শিল্পীরাও তাকে ধন্যবাদ জানাচ্ছেন।

সূত্র: কালবেলা




ঝিনাইদহ দোকান মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের কালীচরনপুর সুপার মার্কেট কেপি বসু সড়ক (২য় তলায়) দোকান মালিক সমিতির অফিসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ দোকান মালিক সমিতির সাবেক সহ-সভাপতি সাজু আহমেদ দুলাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ। সেসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা জাহিদ ইসলাম, রফিকুল আলম, মোঃ আমান্নউল্লাহ, মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, মোঃ মশিউর রহমান বাবলু, মনিরুজ্জামান খান মিঠু, মোঃ আলমগীর হোসেন, এম রবিউল ইসলাম রবি, এ এস এম এনায়েতুল্লাহ নয়ন, মোঃ আজিজুল হক সান্ডি, মোঃ মোকলেচুর রহমান ও সাজু আহম্মেদ দুলাল প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে আনোয়ারুল ইসলাম বাদশাকে আহবায়ক ও মনিরুজ্জামান খান মিঠুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথি এড. এম এ মজিদ বলেন, নব-গঠিত এই কমিটি ঝিনাইদহ ব্যবসায়ীদের নানা অধিকার রক্ষাসহ জেলার ব্যবসা-বাণিজ্যের মান উন্নয়নে কাজ করবে বলে আশা করেন তিনি। পরে প্রধান অতিথি এড, এম এ মজিদ জেলা দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দর হাতে তুলে দেন।




ফেসবুক পোস্টের রিঅ্যাকশন সংখ্যা লুকিয়ে রাখবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি ফেসবুক, যা সারাবিশ্বে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ফেসবুক ব্যবহারকারীরা তাদের বিভিন্ন ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি ছবি বা বার্তার মাধ্যমে প্রকাশ করে থাকেন। অনেকে ছবি বা বার্তার রিঅ্যাকশন সংখ্যা এবং মন্তব্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আবার অনেকেই সেই রিঅ্যাকশন সংখ্যা জানাতে চান না। কম্পিউটার বা আইএসও এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে খুব সহজেই ছবি বা বার্তার রিঅ্যাকশন লুকিয়ে রাখা যায়। আজ আপনাদের কাছে রিয়েকশন বা লাইক লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরবো।

যেভাবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে রিঅ্যাকশন সংখ্যা লুকাবেন: প্রথমে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। তারপর অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। আনুভূমিক তিনটি লাইনের আইকোন, সেটিই মেনু বাটন। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে একবারে ওপরের ডান কর্নারে থাকে আর আইফোনে নিচের দিকে থাকে। স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নামে একটি অপশন পাবেন। ‘সেটিংস’ এ ক্লিক করুন। সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করলেই হয়ে যাবে। আপনার পোস্টের রিঅ্যাকশন সংখ্যা লুকিয়ে যাবে।

যেভাবে ফেসবুক পেজে দেওয়া লাইক লুকাবেন: ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পেজে লাইক দিয়ে অনুসরণ করে থাকেন। কোন কোন পেজ অনুসরণ করছেন তা বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরা দেখতে পারেন। অবশ্য অনেকেই সেই বিষয়টি লুকিয়ে রাখতে চান। তবে ধারাবাহিকভাবে সব পেজের রিঅ্যাকশন লুকানো যায়না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়।

প্রক্রিয়াটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন: আপনার প্রোফাইল পেজে প্রবেশ করার পরে ‘মোর’ অপশনে ক্লিক করুন। এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন। লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে নির্বাচন করুন। এখানে ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন। প্রত্যেকটা অপশন থেকে ‘অনলি মি’ তে ক্লিক করুনে এবং ‘সেভ’ অপশন নির্বাচন করুন।

যেভাবে কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন: আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন। উপরের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন। এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন। প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা অন্যরা দেখতে পারবেন না। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনি দেখতে পাবেন না।

সূত্র: কালবেলা




আলমডাঙ্গায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আলমডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামণায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে দলে দলে নেতা নেতাকর্মীদের যোগদানের মধ্য দিয়ে এক জনসভায় রুপ নেয়।

দোয়া ও আলোচনা সভায় বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঝন্টু মালিতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সাবেক সভাপতি সহিদুল কাউনাইন টিলু।

প্রধান অতিথির বক্তব্যে কাউনাইন টিলু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ভায়েরা জিবন দিয়েছে তাদের আত্নার মাগফিরাত কামণা করছি। এসময় তিনি আরও বলেন, স্বৈরাচার এরশাদ সরকার পতনের পর নির্বাচনের জনগণ বেছে নেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। রাজপথ হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম খালেদা জিয়া।

তিনবার সর্বাধিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীও হয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার বন্দীত্বকালের সাড়ে ছয় বছরে তার বড় পুত্র তারেক রহমান লন্ডনে থেকেই দলকে তৃণমূল শক্তিতে রূপান্তরিত করেছেন। তার মা বেগম খালেদা জিয়ার জন্মদিনেও তিনি প্রবাসে। তবে এখন বিএনপির প্রতিটি নেতা-কর্মী-সমর্থক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই নেত্রীর জন্মদিন ও দোয়া মাহফিল পালন করছেন। শেষে নেত্রীর আশু রোগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেহালা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিচ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলের সভাপতি শরিফউজ্জামান শরিফ, চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, বাড়াদী ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চাঁদ আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মাষ্টার, জামজামি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক মেম্বর, গাংনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবলু মিয়া, সহ-সভাপতি নাজিমদ্দিন, আশরাফুল ইসলাম, হাসিবুল হক, মনিরুল ইসলাম, জহুরুল ইসলাম (এসজিটি আব:) , তুষার, সমসের, আহসান হাবিব সুইট, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক লিখন, সাঈদ, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজির, নাঈম, সুমন, ছাত্রনেতা রুমন, জেহালা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।




ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ ডিকভেলা

ডোপিং আইনভঙ্গের দায়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলাকে। অধিকতর তদন্ত চলমান অবস্থায় লঙ্কান এই ক্রিকেটার কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এসএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ লঙ্কান প্রিমিয়ার লিগের সময় শ্রীলঙ্কা অ্যান্টিডোপিং এজেন্সি (এসএলএডিএ) ডোপিং পরীক্ষা চালিয়েছিল। এই উদ্যোগ নেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা এবং ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সির নীতিমালা অনুসারে, যা ক্রিকেটকে নিষিদ্ধ বস্তুমুক্ত নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

ডিকভেলা এলপিএলে গল মারভেলসের অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ডিকভেলা শ্রীলঙ্কার হয়ে ৫৪ টেস্ট, ৫৫ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টিতে খেলেছেন।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

বিএনপি’র কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার এবং বর্তমান ও বিগত দিন আন্দোলনে শহীদ সকল ছাত্র জনতার আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কমনা করে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার মেইন বাজার পৌর বিএনপি দলিও কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।

প্রধান বক্তা সাবেক সফল মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা বিএনপির উপদেষ্টা কাউন্সিল মাহবুব খান হানিফ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইঁয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক কৃষি বিদ ফিরোজ উদ্দিন মানিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বাশার, যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, যুগ্ম আহ্বায়ক বেনজামিন, উপজেলা ছাত দলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন,সদস্য সচিব হুমায়ূন কবির হিরা প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামি সংস্কৃতিক কেন্দের মুহাতামিম নুরুন্নবী আশিকী।




চুয়াডাঙ্গায় দু’ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার শহরের বড়বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে তদারকিতে দু’ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার সময় এ প্রতিষ্ঠান দুটিতে তদারকি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সবজি বিক্রেতা, হোটেল, মিষ্টির দোকান, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় পুরাতন বাজারের গলিতে মেসার্স আর.এন. (রাম নিরঞ্জন) ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে ভয়াবহ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। আটা ময়দাসহ বিভিন্ন পণ্যের মেয়াদ চলে যাওয়ার পরও সেগুলোর বস্তা ও প্যাকেটের ওপর লেখা মেয়াদ মুছে ফেলে পুনরায় বিক্রি করা হচ্ছিল। এছাড়াও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমানে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকাও টাঙ্গানো ছিল না। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কিশোর কুমার আগরওয়ালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায় ২০ টাকা টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মেয়াদ মুছে ফেলা পণ্যগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

এরপর মেসার্স জলযোগ মিষ্টান্ন ভান্ডারে তদারকিতে আরও ভয়াবহ অনিয়ম দেখতে পাওয়া যায়। খুবই অস্বাস্থ্যকর নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে তৈরী হচ্ছে নানাবিধ খাদ্যপণ্য। মিষ্টি তৈরীর উপকরণ গুলোর মধ্যে পাওয়া যায় ইঁদুরের বিষ্ঠা। ফ্রিজে রাখা দইয়ের কাপে পাওয়া যায় সিগারেটের ছাই। কর্মচারীদের কোন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। তৈরী করা দই ফ্রিজে রেখে বিক্রি করা হলেও মানা হচ্ছেনা মোড়কীকরণ বিধি (মেয়াদ মুল্য না লেখা)। বিভিন্ন লেখা কাগজ ও ছাপা কাগজের অস্বাস্থ্যকর ঠোঙায় বিক্রি করা হচ্ছে নানা রকম খাবার। পুর্বে সতর্ক করা স্বত্ত্বেও এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ৩৭ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এক বস্তারও বেশী অস্বাস্থ্যকর ছাপা ঠোঙা জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

এসময় সব্জি বাজারসহ আরও কিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য কেনা-বেচার ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগীতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা।




বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকীতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল ৫ টার সময় জেলা শিল্পকলা একাডেমীর সামনে দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

পৌর বিএনপি নেতা আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর উপজেলা সদর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মোল্লা মিন্টু।

আরও উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা রেজা, মশিউল আলম দিপু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা বজলুর রহমান বজু, মীর খোকন, বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুল হক দল, সাইফুল ইসলাম আনসার ভিডিপি জামে মসজিদের পেশ ইমাম সাব্বির হোসেন, সাবেক ছাত্রনেতা শামীমুল ইসলাম, মুক্তা প্রমুখ।