মেহেরপুরে পবিত্র আগুরা পালনে আলোচনা সভা

মেহেরপুর ১৪৪৬ হিজরী সনের পবিত্র আগুরা পালনের নিমিত্বে গুরুত্ব তাৎপর্য শীর্ষ আলোচনা সভার আয়োজন করা হয় ।

জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সভা মঙ্গলবার (১৬ জুলাই) ১১ টার সময় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন।

স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান।

এছাড়াও এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ আঃ হামিদ,জেলা মডেল মসজিদের ইমাম মুফতী মোঃ সাদিকুর রহমান,ফিল্ড সুপার ভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

“ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় ফল মেলা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানভীর হাসান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও নতুন নতুন ফলের সাথে পরিচিত হোন।

মেলার ৬ টি স্টলে দেশি ও বিদেশী অনেক ফলের পসরা সাজিয়ে বসেছেন কৃষি অফিসাররা। তারা বলছেন, পুষ্টি সমৃদ্ধ এসব ফলের সাথে কৃষক ও সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন। ভবিষ্যতে যাতে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় এসব ফলের চাষ করতে পারেন সাধারণ মানুষ এখান থেকে সেই পরামর্শই দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।




মা হচ্ছেন বার্বি তারকা মার্গো

প্রথমবারের মতো মা হচ্ছেন ‘বার্বি’ তারকা খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো রবি।

২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে টম একারলির সঙ্গে প্রথম দেখা হয় মার্গোর। মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। তারপর থেকেই মন দেওয়া নেওয়া শুরু। ২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো।

বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই, তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

৩৪ বছর বয়সী অভিনেত্রী মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে। এছাড়া তার প্রযোজিত ‘সল্টবার্ন’ মুক্তি পেয়েছে।

সূত্র: ইত্তেফাক




ইউরো শেষে পদত্যাগ করলেন ইংলিশ কোচ সাউথগেট

পর্দা নেমেছে ইউরো চ্যাম্পিয়নশিপের। ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে ইংল্যান্ড। ইউরোর ফাইনালে হারের দুই দিন পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট।

মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে সাউথগেট বলেছেন, ‘এখন নতুন একটি অধ্যায়ের জন্য পরিবর্তনের সময়। বার্লিনে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালটি ছিল ইংল্যান্ড কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। একজন গর্বিত ইংরেজ হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডের কোচ হওয়া আমার জন্য সারা জীবনের সম্মান। এটা ছিল আমার কাছে সবকিছু। আমিও সর্বস্ব নিংড়ে দিয়েছি।’

ইংল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে ৫৩ বছর বয়সী এই কোচ আরও বলেছেন, ‘আমাদের সমর্থক বিশ্বের সেরা। তাদের সমর্থন আমার কাছে সবকিছু। আমি সব সময় ইংল্যান্ডের সমর্থকই থাকব। আশা করছি, খেলোয়াড়েরা আরও দারুণ সব স্মৃতির জন্ম দিয়ে জাতিকে উদ্দীপ্ত করবে যেটা তারা পারে। সবকিছুর জন্য ধন্যবাদ ইংল্যান্ড।’

২০১৬ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেন সাউথগেট। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে ইংলিশরা। এছাড়াও তার অধীনেই দুইবার ইউরোর ফাইনালে খেলে ইংল্যান্ড।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ৯ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই মাদক ব্যবসায়ী

৯ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মৃত আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই গ্রামের আজিজুল সর্দারের ছেলে সজিব সর্দার ওরফে সজিব পারভেজ (৩৬)। এসময় তাদের বহনকাজে ব্যবহৃত নাম্বার বিহীন একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৮ টার দিকে গাংনী উপজেলার মহেশপুর ডোবাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আবুল হাসেম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আবুল হাসেম জানান,ভারতীয় সীমান্ত থেকে গাঁজা নিয়ে দুই মাদক ব্যবসায়ী জোড়পুকুরিয়া বাজার হয়ে ষোলটাকার মধ্য দিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ডোবাপাড়া এলাকায় অবস্থান নিই। এসময় মোটরসাইকেল যোগে দুই মাদক ব্যবসায়ী যাওয়ার সময় তাদের গতিরোধ করি। পরে তারা গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের দুজনকে আটক করেন।

এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দিয়ে মাদক ব্যবসায়ী ও গাঁজা হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড, জরিমানা আদায়

মেহেরপুরে মাদক সেবন করে মাতলামি করে সামাজিক অবক্ষয় করার অভিযোগে রিপন হোসেন ও রাসেল আহমেদ নামের ২ যুবককে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্ত রিপন হোসেন সদর উপজেলার চাঁদবিল গ্রামের মন্টু আলীর ছেলে এবং রাসেল আহমেদ মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ার ঝড়ুর ছেলে।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা চাঁদবিলে গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রিপন ও রাসেলকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান বলেন, মাদকাসক্ত রিপন হোসেন ও রাসেল আহমেদ তাদের দোষ স্বীকার করায় তাদের এই সাজা দেওয়া হয়েছে।

মাদক সেবন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে রিপন ও রাসেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে নেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।




প্রকাশিত হলো মেহেরপুরের লেখক খালিদ মোশারফের বই

মেহেরপুরের সন্তান খালিম মোশারফের ’শিক্ষা ও শিক্ষক’ বইটি প্রকাশিত হয়েছে ঢাকার সহজ প্রকাশ থেকে। বইটি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে। বইটি অনলাইনে রকমারি থেকে কেনা যাবে। মেহেরপুরের রাজ্জাক লাইব্রেরিতে বইটি পাওয়া যাচ্ছে। অথবা এই নম্বরে ০১৭৭৬১৬২২২৮ কল দিয়ে বইটি সংগ্রহ করতে পারেন।

যে কোন পাঠক বইটি পড়লে প্রাথমিক শিক্ষা ও শিশু শিখন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। ‘শিক্ষা ও শিক্ষক’ বই এর প্রতিটি প্রবন্ধ প্রাথমিক শিক্ষা জগতকে শিশু, শিক্ষক ও অভিভাবকদের চোখ দিয়ে দেখার একটি সাবলীল পাঠ হিসেবে কাজ করে। এই বইটি শিক্ষক ও অভিভাবকদের প্রাথমিক শিক্ষার বর্তমান গতিধারা অন্বেষণে আগ্রহী করে তুলবে।

লেখক খালিদ মোশারফ বর্তমানে ইন্সট্রাক্টর (জেনারেল) হিসেবে পিটিআইতে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে ২০১২ সালে উচ্চশিক্ষা অর্জন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় শিক্ষামূলক প্রজেক্টে কাজ করেছেন। তিনি জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। বইটিতে তিনি শিক্ষা নিয়ে তার বিস্তৃত অভিজ্ঞতা শেয়ার করেছেন।




মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মুজিবনগরে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক মুজিবনগর থানা পুলিশ।

আটকমাদক ব্যবসায়ী উপজেলার তারানগর গ্রামের চাঁদ আলীর (চান্দু) ছেলে সাইফুল শেখ(৪২)।

গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্তের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মুজিবনগর আট কবর সড়কের রতনপুর হরণের বটতলা থেকে তারানগর মাদারতলা রোডের জহরুলের বাগানের কাছে অভিযান পরিচালনা করে। এ সময় ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা সাইফুল শেখকে আটক করে তার শরীর তল্লাশি করে হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদ এর ভিত্তিতে ফেনসিডিল সহ সাইফুল শেখকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে।




দামুড়হুদায় শিশুপাচারকারী সন্দেহে ৩ মহিলা আটক

দামুড়হুদায় নারীপাচারকারী সন্দেহে ৩ জন মহিলাকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাঁটখোলাপাড়ার মতিয়ার রহমানের স্ত্রী শেফালী খাতুন(৫০), শাহাজাহান আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৮) ও আইয়ুব ফকির এর স্ত্রী মালেকা খাতুন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, আজ সোমবার দুপুরে উপজেলার হাতিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী হাতিভাঙ্গা গ্রামের রিপন আলীর মেয়ে রিয়া খাতুন (১১), সুইট আলীর মেয়ে সারিকা (১১) দ্বয়কে বিভিন্ন প্রোলোভন দেখিয়ে ৩ জন অপরিচিত মহিলা নিয়ে যেতে চাইলে বাচ্চাদের চিৎকারে এলাকাবাসি ছুটে এসে হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার জনসাধারণ কর্তৃক উক্ত ৩ জন মহিলাকে অপহরণকারী সন্দেহে এলাকাবাসি আটক করে রাখে।

স্থানীয় জনসাধারণ উক্ত মহিলাদের উপর অত্যন্ত ক্ষিপ্ত হয় এবং তারা উক্ত মহিলা আসামিদেরকে পুলিশ হেফাজতে দিবে না মর্মে জানায়। পরবর্তীতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার উপস্থিতিতে ও দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলীর সহযোগিতায় উক্ত আসামীদেরকে পুলিশ হেফাজতে নেন।

এলাকার লোকজন স্কুলের প্রধান শিক্ষক ফারুক এর প্রতিও অত্যান্ত খিপ্ত ও চরাও হয়। বিপুল সংখ্যক জনসাধারন স্কুলে অবস্থান করে। খোঁজ নিয়ে জানা যায় প্রধান শিক্ষক সবসময় স্কুলের গেট বন্ধ রাখে, যার কারনে স্কুলের ভিতর কি হচ্ছে না হচ্ছে এলাকাবাসি জানতে পারে না। গ্রেফতারকৃত মহিলা আসামীগন বর্তমানে দামুড়হুদা মডেল থানা হেফাজতে আছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা পক্রিয়াধীন, আসামীদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




মেহেরপুরে সাদিক ই-বাইক গ্যালারির শুভ উদ্বোধন

বিভিন্ন রকমের স্কিটো মোটরসাইকেল সাইকেল বিভিন্ন ছোট ছেলেদের প্রাইভেট কার পেতে মেহেরপুরে সাদিক ই-বাইক গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (১৫ জুলাই) বিকেলে সাড়ে ৫ টার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়ক কাঁশারী বাজার এলাকায় মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ফিতা কেটে সাদিক ই বাইক গ্যালারি শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মনা। এ সময় ফিতা কেটে সাদিক ই বাইক গ্যালারির উদ্বোধন করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান।

এছাড়াও হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সিনিয়র সহ-সভাপতি ও জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন, নির্বাহী সদস্য রাশেদ খান, মোঃ আসাদুল ইসলাম খোকন, মোঃ সাইদুল ইসলাম শাকিব,সাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সেখানে সাদিক ই-বাইক গ্যালারির সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।