৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকার আদালতে হাজির করা হবে।

এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এর আগে গতকাল রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান।

এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন।
এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন আনসাররা। গুলি, লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সূত্র: ইত্তেফাক




পাকিস্তানকে হারিয়ে বড় লাফ বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে নাজমুল হাসান শান্তর দল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানির দিকে ছিল বাংলাদেশ। আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে আটে নেমে গেছে পাকিস্তান।

অন্যদিকে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে দুই ধাপ এগিয়েছে টাইগাররা। আট থেকে পয়েন্ট টেবিলে বর্তমানে ছয়ে অবস্থান করছে শান্ত-সাকিবরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

এ ছাড়া তিন ও চারে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের সমান ৫ ম্যাচে দুই জয় নিয়েও হেড টু হেডে এগিয়ে থাকায় বাংলাদেশের চেয়ে একধাপ ওপরে আছে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা দুই দলই ২০২৫ সালে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় বিদ্যালয়ের খেলার মাঠ, সাবেক এমপির ভাই আরিফের দখলে

দীর্ঘ চার বছর যাবৎ দামুড়হুদা রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলফিল্ড দখল করে নিজস্ব কাজ চালিয়ে আসছে সাবেক চুয়াডাঙ্গা ২ আসনের এমপি হাজী আলী আজগার টগরের ভাই আরিফুল ইসলাম আরিফ।

স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি আরিফের ভয়ে ছিল নিরব। মুখ খুললেই বিপদ। দ্রুত স্কুল মাঠ থেকে পাথর ও তৈরি ব্লক অপসারণ করতে হবে। দীর্ঘদিন খেলার মাঠ দখল করার অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন কতৃপক্ষর নিকট এমনটাই দাবি এলাকাবাসীর।

সরজমিনে গিয়ে দেখা যায়, সবেক চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য আলি আজগার টগর এমপির ভাই আরিফুল ইসলাম আরিফের ভয়ে কেউ মুখ খুলতে পারিনি। চাপা কষ্টে দিনযাপন করতে হয়েছে।তারা যেটা করেছে সেটাই মাথানিচু করে সহ্য করেছে এলাকার জনসাধারণ । ছাত্র জনতার বৈষম্যবিরোধি আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে সাথে সবেক এমপিসহ তার দশভাই এলাকা ছেড়েছে।তখনি গ্রামবাসী মুখ খুলতে শুরু করেছে।দীর্ঘ প্রায় ৪ বছর ধরে আরিফুল ইসলাম আরিফ ব্লক তৈরির জন্য রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি বেচে নেই।খেলার মাঠটি পরিনত হয় কারখানায়। ট্রাক বোঝায় পাথর মিকসার মেশিন খেলার মাঠটি নিজস্ব কারখানা করে কোমলমতি শিশুদের খেলাধুলা থেকে বিরত রাখে। এলাকার যুবকরা প্রতিনিয়ত ফুটবল খেলা করতো কিন্ত দীর্ঘ ৪ বছর ধরে আর ফুটবল খেলা করতে পারে না।এতে যুবসমাজ নষ্টর দিকে ধাবিত হচ্ছে।এ যুব সমাজকে বাঁচাতে আবার আগের মত ফিরে পাবে এমনটিই প্রত্যাশা এলাকাবাসীর।

গ্রামবাসীরা জানায়, সাবেক এমপির ভাই আরিফ নিজের ব্যবসার জন্য এলাকার খেলাপ্রেমি যুবকদের ধংশের পথে ঠেলে দিয়েছে।বিকাল হলে ছেলেরা আসতো ফুটবল খেলতে কিন্ত এই চার বছর ধরে আর ফুটবল খেলতে পারে না।এই বিকালের সময়টা যুবক ছেলেরা অন্য পথে সময় ব্যায় করে। এত দিন আমরা ভয়ে কিছু বলতে পারিনি। আর সহ্য করা যায় না। তাই খেলার মাঠটি পরিস্কার করে আবার ছেলেরা খেলা মুখি করতে হবে।যদি দূরুত্ব খেলার মাঠটি পরিস্কার না করা হয় তাহলে গণস্বাক্ষর নিয়ে মানববন্ধন করা হবে বলে হুশিয়ারি দেন। সেই সাথে সরকারি খেলার মাঠ দখল করার অপরাধে আইনের আশ্রয় নেওয়া হবে।

আরিফের ম্যানেজার জনি বলেন,আমি কথা বলে আপনাকে জানাবো নিউজ করার দরকার নাই। রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি সেলিম উদ্দিন বলেন রঘুনাথপুর এমপির গ্রাম আর তার ভাই এই কাজগুলো করছে। আমরা বারবার বলা সত্ত্বেও তাদের মত তারা কাজ চালিয়ে গেছে। আমাদের কথার কোন কর্নপাত করিনি।
রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরিনা খাতুন বলেন আমরা বারবার স্যারদেরকে জানাইছি সেই সাথে যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকেও জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। স্যাররা ভিজিটে আসে নিজের চোখে দেখে তারপরও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের করার কি আছে। আমরা সব সময় ভয়ে ভয়ে চাকরি করেছি যদি বেশি চাপ দেই তাহলে হয়তো আমাদের এখানে চাকরি করা সম্ভব হতো না।

উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান বলেন আমরা এতদিন জানতাম না আপনার কাছে জানলাম রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের কাছে লিখিত অভিযোগ জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করতাম কিন্তু তিনি কখনোই লিখিতভাবে আমাদেরকে জানায়নি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন আপনারা স্থানীয়ভাবে ওগুলো সরিয়ে ফেলতে পারেন তা না হলে প্রধান শিক্ষিকা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




দর্শনায় বন্যার্ত সহায়তায় অর্থ সংগ্রহে শিক্ষার্থী বৃন্দ

দর্শনায় শিক্ষার্থীরা দেশের বন্যা দুর্গত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সাহায্যের বক্স হাতে নিয়ে দিন রাত অর্থ সংগ্রহ করছে।

গতকাল রোববার সকাল ১০ টায় দ্বিতীয় দিনের মতো দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিম গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ সংগ্রহের গণ কর্মসূচি শুরু করেছে।

অর্থ সংগ্রহের কমিটি থেকে জানা যায়,শিক্ষার্থীরা দর্শনা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,বিভিন্ন মসজিদ,বাজার সহ বিভিন্ন এলাকা,অর্থ সংগ্রহ ছাড়াও শিক্ষার্থীরা স্থানীয় স্কুল, ও কলেজ ক্যাম্পাস থেকে বন্যার্তদের জন্য কাপড় ও অর্থ সংগ্রহ করছে।

এসময় শিক্ষার্থী রিফাত বলেন- মানুষ হয়েও যদি মানুষের বিপদের সময়ে পাশে না দাঁড়াই তাহলে আমাদের মনুষ্যত্বে কোথায় থাকলো।আমাদের মনুষ্যত্বের জায়গা থেকেই আমরা পানিবন্দি পরিবারের পাশে এসে দাঁড়াব।দেশে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ।বন্যায় গৃহহীন হয়েছে অনেক মানুষ।বর্তমানে বন্যাকবলিত এলাকার বেশির ভাগ মানুষেরাই চরম দুর্ভোগে আছেন। তাদের জন্য সহযোগিতা করতে চাই।

দর্শনা কলেজের শিক্ষার্থী রিয়া বলেন, বন্যার্ত পরিবাররা আজ ভালো নেই।তারা আজ অসহায় হয়ে পড়েছে। এ জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ ও কাপড় সংগ্রহ করছি।অর্থ সংগ্রহ শেষে আমাদের দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র টিম সেখানে যাব এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করব। বণ্যার্ত মানুষের পাশে দর্শনাসহ দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী রিফাত, অভি, মতিয়ার রহমান মতি,সংগ্রাম, তুর্য, শাকিব, রিয়া, রেশি, অনামিকা প্রমুখ।




ট্রেলারে ঝড় তুলো ‘অদ্ভুত’

নওয়াজউদ্দিন সিদ্দিকীর নতুন থ্রিলার সিনেমা ‘অদ্ভুত’। দু’দিন আগে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। তারপর থেকেই নেট দুনিয়ায় আলোচনার ঝড় শুরু হয়েছে।

নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা পোস্টারে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে কোট পরা, লম্বা চুল এবং হাতে একটি ম্যাগনিফাইং গ্লাস দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বছরের সবচেয়ে বড়ো রহস্য উন্মোচন দেখুন!’ পোস্টারটি শেয়ার করা মাত্রই ভক্তরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকী সমাজের বর্ণবাদ ও অন্যায় আচরণের মুখোমুখি হওয়া নিয়ে বলেন, মানুষ তাঁর চেহারা নিয়ে কটু মন্তব্য করত। মানুষের কথায় তিনি ভেঙে পড়েছিলেন। তিনি চলচ্চিত্র শিল্পের কাছে কৃতজ্ঞ। কারণ তাঁকে সম্মানজনক ও বৈচিত্র্যময় বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে এই মাধ্যম।

অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস ইন ওয়াসেপুর’-এ মুখ্য চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটি মুক্তির পর পাঁচ মাস আমি যেখানেই গিয়েছি, মানুষ আমাকে বলত, “স্যার, আমরা সিনেমাটি ২৫-৩০ বার দেখেছি।” আমি ভেবেছিলাম, হয়তো তারা আমাকে নিয়ে বিদ্রুপ করছে, মজা করছে। তিন-চার বছর এসব মনে করার পর আমি বিশ্বাস করতে শুরু করি। এই সিনেমাটি আমার জন্য একটি বড়ো বিষয় হয়ে উঠেছে এবং সত্যি দর্শকরা এটি অনেকবার দেখেছেন!’

সূত্র: ইত্তেফাক




নিয়োগ দিবে আকিজ গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম : সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ২ বছর

বয়সসীমা : কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল : ঢাকা (ধামরাই)

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২৪ আগস্ট ২০২৪

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

আবেদনের শেষ সময় : ৩১ আগস্ট ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল/ইলেকট্রিক্যালে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা : ফিলার মেশিন/ব্লো মোল্ড মেশিন বিষয়ে ভালো দক্ষতা অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ওভার টাইম সুবিধা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




দর্শনায় ভোক্তা অধিকারের অভিযানে রাজধানী ষ্টোরে জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষন তদারকি অভিযান চালিয়ে রেলবাজার রাজধানী স্টোরে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার দুপুর ২ টার দিকে দর্শনা রেল বাজারে অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় দর্শনা রেল বাজারের রাজধানী স্টোরের সত্তা অধিকারী জয়নাল আবেদীনকে বিদেশী প্রসাধনী শুল্ক ফাঁকি দিয়ে ভাক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দর্শনা থানার এস আই সোহেল রানাসহ একটি টিম এ অভিযানে অংশ নেয়।




বন্যার্তদের পাশে মডার্ণ প্লাইউড, ট্রাকে করে পাঠিয়েছেন ত্রান

স্মরণকালের ভয়াবহতম বন্যায় কবলিত দেশ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে প্রায় অর্ধকোটি মানুষ। এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন নানান শ্রেণিপেশার মানুষ।

বানভাসিদের জন্য এগিয়ে এসেছেন কুষ্টিয়ার মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লি: এর চেয়ারম্যান আকরাম হোসেন বাবু। আকরাম হোসেন বাবু বরাবরের মতো এবারও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কুমিল্লা ও ফেনীতে দুইটি কাভার্ডভ্যান করে তার টিম ত্রাণ বিতরণ করেছে। নৌকায় করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে।

ত্রাণের মধ্যে রয়েছে, চিড়া, গুড়, বিশুদ্ধ পানি, বিস্কুট, স্যালাইন, লাইটার, মোমবাতি, খেজুরসহ প্রয়োজনীয় পণ্য।

আকরাম হোসেন বাবুর এই ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন তার সহকারী সহ অন্যান্য কর্মকর্তারা।

তরিকুল ইসলাম বলেন, আকরাম হোসেন বাবু সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন, পুরো ত্রাণ কার্যক্রম পরিচালনার। আমরা তার নির্দেশ মতো দিনরাত পরিশ্রম করে প্যাকেটজাত পণ্য বন্যার্তদের কাছে পৌঁছে দিচ্ছি।

বলার অপেক্ষা রাখে না, আকরাম হোসেন বাবু এ প্রতিষ্ঠানের পাশাপাশি রোটারী ক্লাব অব কুষ্টিয়া এবং এপেক্স ক্লাব অব কুষ্টিয়া সব বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে মেলে ধরেছেন। ব্যক্তিগত ছাড়াও প্রতিষ্ঠান এবং সংগঠনের মাধ্যমেও সহযোগিতা প্রদান করে চলেছেন। পাশাপাশি যেকোনো দুর্যোগে এবং সাধারণ মানুষের সমস্যায় সবসময়ই পাশে দাঁড়ান।

আকরাম হোসেন বাবু বলেন, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানি লি: পূর্বের ন্যায় এবারও দেশের জনগনের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং অন্যদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানি লি: এ এক হাজারের অধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন।




ঝিনাইদহ আ’লীগের সাবেক তিন সাংসদসহ ৩২৯ জনের নামে মামলা

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এমএ মজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আ’লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছে।

গতকাল রোববার জেলা বিএনপি’র সভাপতির ভাতিজা রিপন বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এই মামলা দায়ের করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ২৭/২৪।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি সভাপতি এম এ মজিদের কলাবাগান পাড়ার বাসায় ঢুকে ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িতে থাকা ৩টি এসি, ১টি আলমারী, ৩টি মিটিং টেবিল, ১৭০টি প্লাস্টিক চেয়ার, ১টি প্রাইভেটকার, ৩টি মটরসাইকেল ও বাসার মুল্যবান আসবাবপত্র ভস্মিভুত হয়। এরফলে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এই মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, আ’লীগ নেতা জেএম রশিদুল আলম, বাবু জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও শ্রমিকলীগ নেতা আক্কাচ আলীসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭০০/৮০০ জনকে আসামী করা হয়েছে। মামলায় আ’লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামী করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছি।

উল্লেখ্য, এর আগে গত ১৯ আগষ্ট ঝিনাইদহ জেলা বিএনপি’র অফিস পোড়ানোর ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। এই মামলায় ঝিনাইদহ র‌্যাব-৬ রোববার অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে।




সচিবালয়ের সামনে ছাত্রদের উপরে হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল

সচিবালয়ের সামনে ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার রাত এগারোটার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক হয়ে শহরের আনসার ক্যাম্পের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে আনসারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ওখান থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমতিযাজ আহম্মেদ,তামিম, মাহিনুর ইসরাম,আসিকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।