টিকটক নিয়ে এলো নতুন ফিচার

একইসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে চ্যাটিং করার সুযোগ থাকছে ব্যবহারকারীদের জন্য। গ্রুপ তৈরি করে করা যাবে এই চ্যাটিং। এ ধরনের ‘গ্রুপ চ্যাট’-এর সুবিধায় সরাসরি মেসেজ ও স্টিকার পাঠানোর সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ব্যবহারকারীরা যেন তাদের বন্ধুদের কাছে সহজেই ভিডিও আদান-প্রদান করতে পারে সেজন্য টিকটক কর্তৃপক্ষ নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছে।

১৬ বছরের কম বয়সীরা নিরাপত্তার জন্য এই গ্রুপ চ্যাটে যুক্ত হতে পারবেন না। তবে গ্রুপ চ্যাটে গ্রুপে ১৬ থেকে ১৮ বছরের কম বয়সীরা যুক্ত হতে পারবেন যদি গ্রুপে তাদের একজন মিউচুয়াল বন্ধু থাকে।

১টি গ্রুপে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত সদস্য যুক্ত হতে পারবেন। তবে যাচাই-বাছাইয়ের পর প্রতিটি সদস্যকে যুক্ত করতে হবে।

গ্রুপ চ্যাটে থাকছে সদস্যদের মিউট বা ব্লক করার অপশনও। নিরাপত্তাজনিত কারণে মেসেজ বা চ্যাট রিপোর্টেরও সুযোগ পাচ্ছে ব্যবহারকারীরা।

টিকটকে গ্রুপ চ্যাট তৈরি করতে করণীয়:

১. ইনবক্সে গিয়ে স্ক্রিনে থাকা চ্যাট বাটনে বা মেসেজ তালিকায় পছন্দসই নাম ট্যাপ করতে হবে। ২. এরপর ‘মোর অপশন’বাটন ট্যাপ করতে হবে। ৩. তারপর গ্রুপ চ্যাটে যুক্ত করতে চাওয়া ব্যক্তিদের ফলোয়ার তালিকা থেকে নির্বাচন করা যাবে। ৪. এরপর ‘স্টার্ট গ্রুপ চ্যাট’ ট্যাপ করলেই শুরু হয়ে যাবে গ্রুপ চ্যাট।

এর পাশাপাশি সরাসরি মেসেজে স্টিকার যুক্ত করারও সুবিধা থাকছে টিকটকের এই নতুন ফিচারে। ব্যবহারকারী চাইলে ইচ্ছামত স্টিকারও তৈরি করতে পারবেন টিকটক স্টিকার প্ল্যাটফর্মের মাধ্যমে।

সূত্র: কালবেলা




কোটচাঁদপুর বিএনপির শান্তির সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার এলাঙ্গী বিএনপির শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইউনিয়নের গুড়পাড়া বাজারে বিএনপির শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি সাইফুর রহমান মিন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, এলাঙ্গী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। শান্তি সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খোকা। এ সময় বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল অনুষ্ঠিত

দামুড়হুদায় কেন্দ্রীয় ঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার হাজার হাজার জামায়াতে ইসলামীর নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ মো: আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আমির মো: নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মো: নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাও: মো: আব্দুল গফুর, উপজেলা সহকারী সেক্রেটারী মো: রফিকুল ইসলাম জিয়া, উপজেলা সহকারী সেক্রেটারী মো: আবেদ উদ্দৌলা, দামুড়হুদা ইউনিয়ন আমির মো: আবুল বাশার, হাউলী ইউনিয়ন আমির মো: ওবায়দুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমির মো: আব্দুর রশিদ, নাটুদা ইউনিয়ন আমির, মাওঃ ফজলুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওঃ আবু হানিফা, মো: মুহসিন আলী, এখতিয়ার রহমান শামসুজ্জুহা মাওঃ আব্দুল খালেক, মো: ইসমাঈল হোসেন, মো: আব্দুল গাফফার, মো: আবুস সাত্তার মো: হাবিবুর রহমান, মো: শামসুল ইসলাম, এ্যাডঃ হাসিবুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




জনবল নেবে ওয়ালটন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ইনচার্জ অব হসপিটালিটি ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ইনচার্জ অব হসপিটালিটি ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিদেশি প্রোটোকল ব্যবস্থাপনায় (হোটেল বুকিং, পরিবহন, হেলিকাপ্টার বুকিং ইত্যাদি) দক্ষতা, ইংরেজি ও বাংলা উভয় ভাষায় সাবলীলতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ৩২ থেকে ৪০ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: ২৫,০০০-৫০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৪




গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছেন মিলন হোসেন। মিলন হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাসিন্দা।

মিলন হোসেন অভিযোগ করেন, আট কাঠা জমি নিয়ে হামলাকারীদের সাথে দীর্ঘদিন মামলা চলে আসছে। এই মামলার জের ধরে গত ৬ আগষ্ট ভোররাতের দিকে চাচাত ভাই, কাওছার আলীর, খোকন, দেলশাদ, জব্বার, রকিবুল হাসিবুল, রেবেকা, লালভানু, রিপাসহ তাদের লোকজন আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করে।

এসময় তারা আমার বাড়ির উঠানে থাকা একটি স্যালোইঞ্জিন চালিত আলগামন, বাইসাইকেল, মোটরসাইকেল, ঘরে থাকা ফ্রীজ, ফ্যান, সাব বাকস, সেলাইমেশিন, ঘরের জানালা দরজা ভাঙচুর, বিদ্যুতের মিটার, ড্রেসিং টেবিল, খাট, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া গ্যাসের চুলা, রাইস কুকার, পেশার কুকার, একটি স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

এসময় ঠেকাতে গেলে আমার ভাই, নাজমুল ইসলাম তার স্ত্রী রেহেনা খাতুন ও বৃদ্ধা মাতা নুছিলা খাতুনকে মারপিট করে। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।




৭ বছর পর পরিবার ফিরে পেলো মানসিক প্রতিবন্ধী জাহাঙ্গীর

হারানোর সাত বছর পর প্রতিবন্ধী জাহাঙ্গীরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন স্বজনরা। ভাইকে বুকে টেন নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন বড় ভাই আব্দুর রহমান।

গতকাল বুধবার বিকালে মেহেরপুরের গাংনী থানা পুলিশ ও বর্ডারগার্ড বাংলাদেশের সদস্যরা প্রতিবন্ধী জাহাঙ্গীর (৩৫) কে তার স্বজনদের হাতে তুলে দেন।

জাহাঙ্গীর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার নিলাম্বরপট্টি এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

বড় ভাই আব্দুর রহমান বলেন, ৭ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মানসিক প্রতিবন্ধী জাহাঙ্গীর। মা-বাবা ও আত্মীয়-স্বজন জাহাঙ্গীরকে খুঁজতে সাত বছর পথে পথে ঘুরছিল। অবশেষে সৃষ্টিকর্তার দয়ায় এবং বিজিবি ও পুলিশের সহযোগিতায় প্রতিবন্ধী ভাই জাহাঙ্গীরকে আবার ফিরে পেলাম।

তিনি জানান, জাহাঙ্গীরের বয়স এখন ৩৫ বছর। ৭ বছর আগে হারিয়ে যাওয়ার পর সব কিছু ভূলে গেলেও রক্তের বাধন কখনও ছিন্ন হয়নি। স্বজনদের দেখা মাত্রই সে অতি সহজে চিনে নিয়েছে।

আব্দুর রহমান বলেন, সংসারের স্বচ্চলতা ফেরাতে জাহাঙ্গীর কুয়েতে গিয়েছিল। সেখানে দুই বছর থাকার পর মাথায় সমস্যা দেখা দেই। পরে বাড়ি এসে ঢাকাতে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বাড়ি থেকে বের হয়ে চলে যাবে ভেবে শিকল পরিয়ে রাখা হতো তাকে। আমি কাজের জন্য বাহারাইন যায়। সেখানে যাওয়ার পর আর ভাইয়ের সাথে দেখা হয়নি। জাহাঙ্গীর স্থানীয় একটি মাদ্রাসাতে হাফেজি পড়েছে। জাহাঙ্গীরকে গ্রহণের সময় বড় ভাবি ফুলবানু নেছা, ভাতিজা মূর্শেদ আলম, গণ্যমান্য ব্যাক্তি পান্নু শেখ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরের ভাতিজা মূর্শেদ আলম বলেন, চাচা জাহাঙ্গীর সাত বছর আগে বাড়ি থেকে সবার অজান্তেই বের হয়েছিল। এরপর আর ফিরে আসেননি। আমরা অনেক খোঁজাখুজি করেছি, কিন্তু পাইনি। তার বাবা তাকে খুঁজে না পেয়ে এক সময় মারা যান। এ অবস্থায় গত ১৩ আগষ্ট আমাদের সিঙগাইর থানা পুলিশ আমাদের খোঁজ দেন। পুলিশের কাছ থেকে নিশ্চিত হয়ে তাকে নিতে গাংনী থানায় আসি আমরা। সাত বছর পর চাচাকে পেয়ে আমরা খুব খুশি। এজন্য বিজিবি ও গাংনী পুলিশকেও ধন্যবাদ জানাই।

৪৭ বিজিবির খাঁসমহল বিওপি ক্যাম্প কমান্ডার শাহাবুদ্দিন জানান, গত (১১ আগষ্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী খাঁসমহল গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৮ এর ৪ এস নিকট সন্দেহতীতভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির একটি টহল টিম আটক করে তাকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলেও সে কোনো কথা বলেনি। পরে গাংনী থানা পুলিশে সোপর্দ করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, প্রথমে তাকে জেল পলাতক কোনো দাগী আসামি ভাবা হয়েছিল। পরে তার দেওয়া তথ্য নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইর থানার সাথে যোগাযোগ করা হয়। ওই থানা পুলিশ এলাকায় গিয়ে বিস্তারিত শুনে ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নিশ্চিত হন সে একজন মানসিক প্রতিবন্ধী। পরে পরিবারের লোকজন ও ওই এলাকার গণমান্য ব্যক্তিদের মাধ্যমে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।




৩ উপায়ে যত্নে রাখুন মাইক্রোওয়েভ ওভেন

রান্নাঘর পরিষ্কার রাখা ভীষণ ঝামেলার। তেল বা হলুদ তো আছেই আরও অনেক দাগ পড়ে রান্নাঘরে। খাবার গরম করার মাইক্রোওভেনটিকেও বাদ দেওয়ার সুযোগ নেই। ওভেনের দরজা বন্ধ থাকায় অনেকে খেয়ালই করেন না। কিন্তু এটি সাফ না করলে মাইক্রোওয়েভ হয়ে ওঠে জীবাণুদের আঁতুড়ঘর। তিনটি সহজ ধাপ অনুসরণ করলেই মাইক্রোওভেন পরিষ্কার করা সম্ভব। রইলো পরামর্শ:

সাবান পানি
প্রথমে মাইক্রোওয়েভ থেকে কাচের ট্রে বার করে নিন। তার পরে তা সাবান পানিতে ডুবিয়ে রাখুন। জমে থাকা তেল-ময়লা আলগা হয়ে গেলে ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে ময়লা পরিষ্কার করে নিন।

বেকিং সোডা-লেবু ও লবণ
একটি পাত্রে পানির সঙ্গে লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে নিন। তাতে কাপড় চুবিয়ে সেই কাপড় দিয়ে মাইক্রোওয়েভের ভেতর ও বাইরের অংশ ভালোভাবে মুছে নিন। একেবারে ঝকঝকে হয়ে যাবে মাইক্রোওয়েভ ওভেন।

ভিনিগার
একটি মাইক্রোওয়েভে দেওয়ার মতো পাত্রে ভিনিগার আর পানি মিশিয়ে নিন। তারপরে সর্বোচ্চ তাপমাত্রায় মিনিট পাঁচেকের জন্য মাইক্রোওয়েভ চালিয়ে দিন। এর থেকে যে ভাপ বেরোবে, তা গোটা যন্ত্রটির গায়ে লেগে সব ময়লা নরম করে দেবে।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় শরিফুজ্জামান শরীফ

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মত বিনিময় সভা অনুণ্ঠিত হয়েছে। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে গতকাল বুধবার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচীব শরিফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী বন্ধগণ আজকে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার ভেতর দিয়ে আমাদের যে শিক্ষা হয়েছে, আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি। সে অভিজ্ঞতার আলোকে আমাদের আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো আওয়ামী লীগ যা করেছে, আমরা তা করবো না। আমাদের বিএনপির নেতৃবৃন্দ যদি আওয়ামী লীগ যা করেছে, সেটা করে তাহলে আওয়ামীলীগকে জনগণ যে কারণে প্রত্যাখান করেছে। আমাদের তা করবে। আমরা যেহেতু এই দেশকে ভালোবাসি, আমরা জনগণকে ভালোবাসি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেতা বেগম খালেদা জিয়া। তাঁদের নীতি আদর্শ, তাঁদের পথচলা আমরা অনুসরণ করে এই চুয়াডাঙ্গা জেলায় শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি রাজনীতি করতে চাই।

তিনি বলেন, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য এমদাদুল হক ডাবু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিপটন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহিদ হোসেন শুভ।

বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউজ্জামান, বেলগাছী ইউনিয়ন বিএনপির নেতা সলোক মিয়া, সমি, তপু, বোরাহান, লিটন, তারিকুল, সাহাংঙ্গীর বজলুর রহমান ও কিতাব উদ্দিন। বেলগাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত, সাধারণ সম্পাদক নীরব, সহ-সভাপতি জীবন, যুগ্ন আহব্বায়ক নাজিম, সোহান, জিহাদ, মাহফুজ, রাসেল, জিল্লু জীম প্রমুখ।




আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্টিত। গতকাল বাদ আসর বিক্ষোভ মিছিল শেষে আলতায়েবা মোড়ে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দারুস ছালাম।

উপজেলা জামাতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর আমির মোঃ মাহের আলী, পৌর নায়েবে আমির নজরুল ইসলাম, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।

এসময় উপজেলা আমির দারুস ছালাম বলেন, বৈশ্যম্যবিরোধি ছাত্রআন্দোলে সৈরাচারি হাসিনা সরকারের পতন হয়। সৈরাচারের পতনের পর থেকে দেশে এখন ক্রান্তিকাল চলছে, ইতোমধ্যে অন্তবর্তিকালিন সরকার প্রতিষ্টিত হয়েছে, তারা দেশ সংস্কারের কাজ করছে। এর মধ্যে দেশে অস্থিতি শীল করতে পতিত সৈরাচারি করকারের দোষররা আবারও নানা রকম পায়তারা করছে, আমরা যে কোন মুল্যে ছত্রদের আন্দলনের ফসল নষ্ট হতে দেব না। তাই আসুন আমরা হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলে একত্রে মিলে মিশে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। কেউ কোন রকম বিশৃঙ্খলা করতে চাইলে আপনারা তাকে আইনের হাতে তুলে দেবেন।

সভায় বক্তরা আরো বলেন সাবেক সৈরাচারি সরকার এই দেশে জুলুম নির্যাতন চালিয়ে ইসলামি চেতনায় বিশ্বাসি দলগুলিকে চরম ভাবে নির্যাতন করেছে, আমরা রাজনৈতিক ভাবে তাদের মোকাবেলা করব, কোন ভাবেই আইন নিজের হাতে তুলে নেব না। জনগন আমাদের বিশ্বাস করে, তাই আমরা জনগনকে নিয়ে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলব। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহ- সেক্রেটারি প্রভাসক শফিউল আলম বকুল, পৌর সেক্রেটারি শেখ নুর মোহাম্মদ টিপু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, পৌর শিবিরের সভাপতি আক্তারুজ্জামান, জামাত নেতা ইউসুপ আলী মাষ্টার, বেলাল হুসাইন, শাজাহান আলী, আমানউদ্দিন, সামসুল ইসলাম, সজিবুল ইসলাম, ফজলুল হক প্রমুখ।




বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যাওয়া যুবককে হামলার অভিযোগ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যাওয়ার জের ধরে লোমান (২৩) নামের এক যুবককে রেঞ্চ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। লোমান মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের হঠাৎপাড়ার মালয়েশিয়া প্রবাসী মহিবুল ইসলামের ছেলে।

গতকাল বুধবার সকালে কলাইডাঙ্গা গ্রামের বেলে পাড়ার আতাহারের দোকানের সামনে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, গত ৪ তারিখ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহরেও ছাত্ররা এই বিক্ষোভ পালন করে। এই ছাত্র আন্দোলনের মিছিলে অংশ গ্রহণ করে লোমান। এরই জের ধরে ঐদিন সন্ধ্যায় ছাত্র লীগের বাহিনী হামলা চালিয়ে লোমানের বাড়ীর গেট ভাংচুর করে। তারপর থেকে লোমান প্রাণভয়ে আত্নগোপনে থাকে।

চারদিন আগে লোমান তার নানা বাড়ী কলাইডাঙ্গার মাঝপাড়ার আক্কাস আলীর বাড়ীতে এসে অবস্থান করে। ঘটনার দিন সকালে লোমান আতাহারের দোকানের কাছে দাঁড়িয়ে ছিল। তখন কলাইডাঙ্গা মাঝপাড়ার আমবার আলী ও তার ছেলে সবুজ মাঠে যাচ্ছিল। এসময় সবুজ ও লোমানের মধ্যে ভাংচুরের বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সবুজের হাতে থাকা রেঞ্চ দিয়ে লোমানের মাথায় এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন প্রতিবেশীরা সবুজকে ধরে ঘরে আটকে রাখে। এ সময় সবুজ তাকে মেরে ফেলারও হুমকি দেয় বলে জানান তিনি।

পরে লোমানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়, তাতে তার মাথায় ষোল টা সেলাই হয়। লোমানের নানা আক্কাস আলী বলেন, লোমানকে মারার একটাই উদ্দেশ্য- সে ছাত্র আন্দোলনের মিছিলে গিয়েছিলো এটাই ওর অপরাধ। এজন্যই ওরা আমার মেয়ের বাড়ীঘর ভাংচুরও করেছে। ঘাতক সবুজকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় গ্রামবাসী।

আজ বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হবে বলে জানা যায়।