দর্শনায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ঈশ্বরচদ্রপুর গ্রামের সাগরকে (২৫) ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার  করেছে।

গ্রেফতারকৃত সাগর দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আলমগীরের ছেলে।

জানাযায় গতকাল শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ১০ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে অভিযান চালায় ঈশ্বরচন্দ্রপুর স্কুল পাড়ায়। এ সময় দর্শনা থানার এসআই সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাগরকে গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী রাজ্জাকের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।




মেহেরপুরের গহরপুরে ইউনিয়ন যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল পাঁচটায় গহরপুর গ্রামে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে পিরোজপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হেলেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বাংলাদেশ যুব মহিলা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সবিতা খাতুন। অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

জনপ্রশাসন মন্ত্রী তার বক্তব্যের শুরুতে বলেন, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানায়। আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ইউনিয়ন থেকে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এতে পিরোজপুর ইউনিয়ন যুব মহিলা লীগ অনেক পরিশ্রম করেছে এজন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞা জানায়। এই নির্বাচনে মেহেরপুরবাসি শান্তি এবং উন্নয়নের জন্য আমাকে ভোট দিয়েছেন।




দামুড়হুদায় দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুর ৩টার সময় সকালের খোঁজখবর পত্রিকার আয়োজনে দামুড়হুদা আবাসিক হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুনার রসিদ পান্না, প্রধান আলোচক ছিলেন দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দামুড়হুদা প্রতিবেদক মোজাম্মেল শিশির, দৈনিক পচিমঞ্চল প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলন, মেহেরপুর প্রতিদিন প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি রকিবুল হাসান তোতাসহ উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ ও বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধি বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান আলোচক দৈনিক সকালের খোঁজ খবর পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা বলেন, আপনারা সাংবাদিক জাতির বিবেক, আপনাদের সকলের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি। কোন ভুল ভাল সংবাদ পরিবেশন করবেন না। দৈনিক সকালের খোঁজখবর পত্রিকায় এক সময় আমি আপনাদের মতো প্রতিনিধি হিসেবে কাজ করেছি। আজ আমি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনাদের সবার আন্তরিকতা থাকলে সকালের খোঁজখবর পত্রিকা এক সময় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন অত্র পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক পচিমাঞ্চল পত্রিকার দর্শনা প্রতিনিধি চঞ্চল মেহমুদ।




চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত শহিদ আবুল কাশেম সড়কে জেলা শ্রমিক ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হিসেবে মুনতাজ আলী ও পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মামুন-অর-রশিদ নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিতরা শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ফুলেল শুভেচ্ছা জানান।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মুনতাজ আলী। সহসভাপতি পদে দুইজন পিরু মিয়া সাইকেল প্রতীকে ৩৮৭ ও হাফিজুর রহমান শান্ত পানির বোতল প্রতীক নিয়ে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওহিদ উদ্দীন ঘপা মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭০ ও লিটন শেখ হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ২০৭ ভোট। ছাতা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে ৪৮৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মামুন অর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোরবান আলী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২২৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে গামছা প্রতীক নিয়ে টিটন আলী ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান আরেফিন দোয়াত কলম প্রতীক নিয়ে ২৪৬ ভোট পেয়েছেন। সহ-সম্পাদক পদে দুইজন নবিন মণ্ডল মিনার প্রতীক নিয়ে ২৮২ ও শরিফুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিউল হক চেয়ার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২৫। সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন মটরসাইকেল প্রতীক নিয়ে ৩৯৫ ভোট পেয়ে নির্বাতি হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম মিলন বালতি প্রতীক ২৯৫ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে লালন বিশ্বাস মাইক প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সড়ক সম্পাদক পদে গোলাপফুল প্রতীক নিয়ে ফরহাদ শেখ ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম হাতুড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩৩। কোষাধ্যক্ষ পদে মোবাইল প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আল ইমরান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন খোকন কলস প্রতীক নিয়ে ২০৭ পেয়েছেন। কার্যকরী সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, মো. শান্তি, মো. সোহেল শেখ, জনি শেখ, হাসিবুল ইসলাম, পারভেহ হাসান সোহাগ, আকরাম হোসেন।




চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদের বিপরিতে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। এর আগে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরাপ উদ্দীন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, ‘আপনারা আজ একত্রিত হয়ে প্রমাণ করেছেন যে, আপনারা ঐক্যবদ্ধ। দুনিয়ার মজদুরের পিছনে কিছু অশুভ শক্তি থাকে যারা নিজেদের স্বার্থে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। কিন্তু ঐক্যবদ্ধ থাকলে সেই শক্তিগুলো ব্যর্থ হবে। আপনারাই এ দেশের চালিকাশক্তি। মিস্ত্রী না থাকলে নির্মাণ কখনই সম্ভব নয়। বিদেশে মিস্ত্রীরা অনেক সম্মান পায়, আমাদের দেশেও তা হতে হবে। কর্মে সৎ থেকে নিজের এবং দেশের উন্নতি করতে হবে।’

সংসদ সদস্য বলেন, নিজেদের মধ্যে কোন কোন্দল থাকলে তা নিজেরাই মেটাতে হবে। কোন্দল পরিহার করে যদি ঠিকমত পথ চলেন তবে আপনাদের চলার পথ আরো গতিময় হবে। আপনারা এগিয়ে যাবেন। শ্রমিক ছাড়া একটা রাষ্ট্র চলে না। এসময় তিনি নির্মাণশ্রমিক নেতাকর্মীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের কার্যালয়ের জন্য একটি ঘরের কথা বলেছেন, কতটুকু করা যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম জোয়ার্দার টোটন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক সাহাবুল হোসেন, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন ও সদস্য আলমগীর হোসেন। পরে ফিতা কেটে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথিসহ অতিথিরা।




চাকরি দিবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা ও চট্টগ্রামে ‘সোশ্যাল নর্মস অ্যান্ড কমিউনিটি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম : সোশ্যাল নর্মস অ্যান্ড কমিউনিটি অফিসার

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : চট্টগ্রাম, ঢাকা

বেতন : ২,০৩,৭১২-২,৩০,০০০ টাকা (মাসিক)

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ থেকে ৫ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৩ জুন, ২০২৪

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র : অফিস

আবেদনের শেষ তারিখ : ২২ জুন, ২০২৪

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : সিএমআরএ, এন্ডিং আরলি ম্যারেজ, এএসএইচআর, লাইফ-স্কিলস, জেন্ডার ইক্যুয়ালিটি এবং ট্রেনিং অব দ্য ট্রেনারসে (টিওটি) প্রশিক্ষণ থাকতে হবে। কোনো সংস্থায় আরলি ম্যারেজ, এসআরএইচআর ও জেন্ডার ইক্যুয়ালিটিতে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড প্রোটেকশন ও সেফগার্ডিং পলিসি বিষয়ে জানাশোনা থাকতে হবে। রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। এমএস অফিস, অ্যান্ড্রয়েড অ্যাপ, ই-মেইল, স্ক্যানার, ইন্টারনেট ও কম্পিউটারের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : জীবন বিমা, হাসপাতালে ভর্তি বিমা, চিকিৎসা সুবিধা ছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

ঠিকানা : বাড়ি # সিডব্লিউএন (বি)১৪, রোড ৩৫, গুলশান-২, ঢাকা-১২১২




কুষ্টিয়ায় যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

কুষ্টিয়ায় নির্বাচিত যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল হতে ২০২৩-২৪ অর্থবছরে কুষ্টিয়া জেলার নির্বাচিত ১০টি যুব সংগঠনের মাঝে এ অনুদান দেয়া হয়।




শুটিংয়ে চড় মারেন অভিনেতাকে নোরা

বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। হিন্দি, তেলেগু, মালায়ালাম, তামিল সিনেমার গানে ‘দিলবার গার্ল’খ্যাত এই তারকার পারফরম্যান্স ঝড় তোলে দর্শক হৃদয়ে। তবে নোরার জীবনেও রয়েছে বিব্রতকর অতীত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরোনো একটি ভিডিও।

যেখানে নোরা তার ক্যারিয়ারের শুরুতে শুটিংয়ের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার গল্প ভাগ করেছেন। সহ-অভিনেতার সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন নোরা। বাংলাদেশে শুটিং করতে গিয়েই নাকি এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।

কপিল শর্মার শোতে নোরা জানান, তার প্রথম ছবি ছিল ‘রোর: টাইগ্রেস অফ দ্য সুন্দরবনস’। ওই ছবির শুটিং সেটেই নোরা ও তার সহ-অভিনেতা একে অপরকে কষিয়ে চড় মারেন।

নোরা বলেন, জঙ্গলে সিনেমার শুটিং চলছিল। সহ-অভিনেতা তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। বিষয়টি মানতে না পেরে তাকে কষিয়ে এক চড় দেন অভিনেত্রী। এরপরই শুরু দুজনের মধ্যে হাতাহাতি।

কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। মহিলা বলে তাকে ছাড় দেননি অভিনেতাও। নোরাকে পাল্টা চড় মারেন ছবির নায়ক। এরপর একে অপরের চুল ধরেও টানাটানি করেন। ইউনিটের অনেকেই এগিয়ে এসে দুজনকে থামানোর চেষ্টা করেন।

সাম্প্রতিক সময়ে ফটোসাংবাদিকদের ছবি তোলার ধরন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নোরা। শরীরের বিশেষ অঙ্গে ক্যামেরা ফোকাস করেন বলে অভিযোগ অভিনেত্রীর। যে কোনো অনুষ্ঠানেই মহিলাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ানোর অনুরোধ করেন সাংবাদিকরা। এমনভাবে ক্যামেরা ফোকাস করা হয়, যা ভীষণই অস্বস্তিকর তারকাদের জন্য।

সূত্র: যুগান্তর




আত্মবিশ্বাসী মানুষ গঠনে বিতর্ক অপরিসীম ভূমিকা পালন করে-একেএম শোয়েব

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর চেয়ারম্যান একেএম শোয়েব বলেছেন, শিক্ষার্থীদের কথা বলার জড়তা দূর করে সুন্দর উচ্চারণ ও বাচনভঙ্গির মাধ্যমে যুক্তিবোধ সম্পন্ন চৌকস ও আত্মবিশ্বাসী মানুষ গঠনে বিতর্ক অপরিসীম ভূমিকা পালন করে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই তরুণ প্রজন্ম পারবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এনডিএফ বিডি সেই কাজ দেড় যুগ ধরে করে যাচ্ছে। বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আর এই বৃহৎ কাজটি করার ফলে আমরা একটি বিশাল পরিবার গড়ে তুলতে সক্ষম হয়েছি। শুধু বিতর্ক প্রতিযোগিতায় নয়, এসব কার্যক্রমের মাধ্যমে তরুণ ও আমরা যুবসমাজের মনকে সজীব, সতেজ ও আনন্দময় করার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।

গতকাল বিকেলে শহরের খেয়া রেস্তোরাঁয় এনডিএফ বিডি এর কুষ্টিয়া জোন’ আয়োজিত মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশের মেধাবী,বুদ্ধি ভিত্তিক, আলোকিত, সুদক্ষ নাগরিক হিসেবে দেশপ্রেমী প্রজন্ম বিনির্মাণে তাদের জীবনকে বাজি রেখে যুক্তির পথ পরিক্রমায় বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কুষ্টিয়ার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা মেধাবী বিতার্কিকদের খুঁজে বের করতে শীঘ্রই প্রতিযোগীতার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

এনডিএফ বিডির মডারেটর নাদিরা খানমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির পরিচালক এসএম জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিতার্কিক কামরুল হোসেন রোহিত, কুষ্টিয়া মেডিকেল কলেজের বিতার্কিক মির্জা আলভি, বিতার্কিক রেদুয়ানুল ইসলাম, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ দেশের অন্যতম বৃহত্তম বিতর্ক সমিতি ও বিতর্ক প্রতিযোগিতা সংগঠন। এটি জাতীয় বিতর্ক উৎসব, চিকিৎসা বিতর্ক উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার এবং বিতর্ক স্কুল, কুইজ প্রতিযোগিতা এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করে থাকে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি করা এবং মূল্য ভিত্তিক মানব সম্পদের বিকাশের সুবিধার্থে জেলা পর্যায়, বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা।




ভারতকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় টাইগাররা

টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভাল সুযোগ এখনও আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃষ্টি আইনে আজ শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার এইট পর্ব শুরু করে বাংলাদেশ। সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আগামীকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে রানের জন্য লড়াই করতে হয়েছে অধিনায়ক শান্তসহ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে তারা। যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে নেমে ৩৬ বল খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শান্ত। লিটন দাস ২৫ বলে করেন ১৬ রান। তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানে ফিরলেও মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

জবাবে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১০০ রান করে ফেলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা না হলে শেষ পর্যন্ত ২৮ রানে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘উইকেট ভালো ছিল। কিছুটা ধীরগতির ছিলো। কিন্তু আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘আজকে টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আশা করি বোলাররা, তাদের ফর্ম ধরে রাখবে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তারা।’

টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু’দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও ভারতের বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে।

আগামীকালের ম্যাচে ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোজ থেকে অ্যান্টিগা যেতে হবে ভারতকে। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না টাইগারদের।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

সূত্র: ইত্তেফাক