বিচ্ছেদের পথে যাচ্ছে হার্দিক-নাতাশা

সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন থামছেই না। যেহেতু এই ব্যাপারে দু’জনের কেউই সরাসরি গণমাধ্যমে কিছু বলেননি বা সামাজিক যোগাযোগমাধ্যমেও কিছু জানাননি, তাই বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা বেড়েই চলেছে।

বিয়ের পর থেকে ইনস্টাগ্রামে নিজের নামের পাশে ‘পান্ডিয়া’ পদবি ব্যবহার করছিলেন নাতাশা। সম্প্রতি নাতাশা সে পদবি সরিয়ে নিলেই শুরু হয় তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন।

সামাজিক মাধ্যমে এতদিন হার্দিক, নাতাশা ও এই দম্পতির পুত্র অগস্ত্যকে বহুবার এক ফ্রেমে দেখা গেছে। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাটানো মুহূর্তগুলো দেখিয়ে ধরা দিতেন হার্দিক। নাতাশাও একইভাবে পরিবারের ছবি শেয়ার করতেন। কিন্তু ইদানিং শুধু ছেলে অগস্ত্যকে নিয়ে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন তিনি। বিবাহবিচ্ছেদের গুঞ্জনের পালে হাওয়া দেওয়ার জন্য যা যথেষ্ট।

যদিও নেটিজেনদের মধ্যে কেউ কেউ আবার মনে করছেন, আইপিএলে হার্দিকের বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা ঢাকতেই বিচ্ছেদের সাজানো নাটক করছে এই দম্পতি।

হার্দিক-নাতাশা দম্পতি কি সত্যিই বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন নাকি সবই নেটিজেনদের জল্পনা, তা অবশ্য এখনই জানার কোনো উপায় নেই। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন হার্দিক।

প্রসঙ্গত, ২০২০ সালে কিছুটা তাড়াহুড়ো করেই সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশাকে বিয়ে করেন হার্দিক। সে বছরের জুলাইতে তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান অগস্ত্য। পরে ২০২৩ সালে রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

সূত্র: যুগান্তর




হরিণাকুণ্ডু পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ১০কেজি করে ভিজিএফ’র চাল ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় ৩হাজার ৮১টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) দিনব্যাপী এ চাল বিতরণ করা হয়।

সেসময় হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন, ট্যাগ অফিসার পিআইও অফিসের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, পৌরসভার সচিব, কাউন্সিলর, মহিলা কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনভর এই কর্মসূচীতে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।




দ্রুত মাংস সেদ্ধ করতে যা করবেন

দ্রুত সুস্বাদু মাংস তৈরি করতে প্রথমেই মনোযোগ দিতে হবে মাংস নির্বাচনে। রানের মাংস নির্বাচন করুন এটি খুব সহজেই সেদ্ধ এবং সুস্বাদু হয়। কেটেও নিতে হবে সঠিকভাবে। মাংসের টুকরো ঠিকঠাক ভাবে কাটার ওপরও নির্ভর করে মাংস সেদ্ধর বিষয়টি।

রাতেই মাংস ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেটে ব্যবহার করুন কাঁচা পেঁপের পেস্ট। পেঁপের পেস্ট প্রাকৃতিকভাবে মাংসকে নরম করে দেয়। এছাড়াও ব্যবহার করতে পারেন দই। পুরো রাত ম্যারিনেট করে রাখলে মাংস নরম এবং রসালো সুস্বাদু হবে। তবে যদি হাতে সময় একেবারেই না থাকে সেক্ষেত্রে শুধু লবণ মাখিয়ে রাখুন দু ঘণ্টা। এতেও কাজ হবে। তবে রান্নার আগে লবণ ভালোভাবে ধুয়ে নিতে হবে।

রান্নার ধরণের ওপরও নির্ভর করে মাংস কতটা সেদ্ধ হবে। ভালোভাবে সময় নিয়ে কম আঁচে কষিয়ে রান্না করা হলে মাংস সেদ্ধ হবে দারুণ ভাবে। তবে যদি একেবারেই হাতে কম সময় থাকে সেক্ষেত্রে ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারে তুলে দিন। ব্যাস, বিশ মিনিটে মজাদার মাংস কষা রেডি হয়ে যাবে।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) দিনব্যাপী এ চাউল বিতরণ করা হয়।

সেসময় ঘোড়শাল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস, ইউনিয়নের হিসাব সহকারী রোকসানা খাতুন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, প্রতাপ বিশ্বাস, জাহিদুল ইসলাম দুদু, আবুজার মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনভর এই কর্মসূচীতে ওই ইউনিয়নের ১৪ গ্রামের ১ হাজার ৫৫৪ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।




চাকরি দিবে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হেড অব এসএমই ডিভিশন ‘এসভিপি-ইভিপি’ পদে জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : ওয়ান ব্যাংক পিএলসি

পদ ও বিভাগের নাম : এসভিপি-ইভিপি, হেড অব এসএমই ডিভিশন

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : ০১টি

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : কমপক্ষে ১০ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১২ জুন, ২০২৪

কর্মক্ষেত্র : অফিস

চাকরির ধরন : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : এসএমই ব্যবসা সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত ও জমা, বিভাগ/শাখার সাথে সমন্বয় সাধন, এসএমই গ্রাহকদের ব্যবসা, বিনিয়োগের কার্যকারিতা, গ্রাহকদের ক্রেডিট ও যোগ্যতা ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : গাড়ি লোন, হোম লোন, ফার্নিচার লোন ছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি  দেখতে  এখানে ক্লিক করুন।

ঠিকানা : এইচআরসি ভবন, ৪৬ কাওরান বাজার, ঢাকা-১২১৫




মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, শংকায় কৃষকরা

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের বিভিন্ন মাঠে গত এক মাস ১৩ দিনে ১৩ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ফলে ওই সব মাঠের শত শত বিঘা জমির সেচ কার্য নিয়ে শংকার মধ্যে দিন কাটাচ্ছেন কৃষকরা।

গাংনী উপজেলার রামনগর গ্রামের মাঠ একরাতে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। ফলে ওই মাঠের অর্ধশত বিঘা জমির সেচকাজ বন্ধ হয়ে গেছে।

গতকাল বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোন এক সময় এই ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, রামনগর বাজারের পাশে শহিদুল ইসলামের ইটভাটায় বৈদ্যুতিক সংযোগের ৩টি এবং স্থানীয় কৃষক নান্নু হোসেনের পাম্পের ১টি ট্রান্সফরমার ওই পুলে ছিল। রাতের আধারে চোরেরা বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার খুলে ফেলে। ট্রান্সফরমারের কভার ভেঙ্গে ভেতরের কয়েল চুরি করে নিয়ে যায়।

এতে জামাল ইটভাটার যন্ত্রপাতি ও স্থানীয় মাঠের বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এতে ওই মাঠের অর্ধশতাধিক বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে গেছে। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের সব খরচ গ্রাহককে বহন করতে হবে। এতে চরম বিপাকে পড়েছেন সেচ পাম্প মালিকরা।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বামন্দী জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার হানিফ রেজা জানান, চুরির ঘটনায় থানায় জিডি করা হচ্ছে।

এদিকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কারিগরী শ্যামল কুমার মল্লিক জানান, গত এক মাস ১৩ দিনে মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় মেহেরপুর অঞ্চলে ৫ টি ও চুয়াডাঙ্গা অঞ্চলে ৮ টিসহ ১৩ টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামনগর মাঠে ৪ টি, সদর উপজেলার হরিরামপুর গ্রামের মাঠে ১টি, আলমডাঙ্গা উপজেলার পাক্কুলা মাঠে ২ টি, বলরাম মাঠে ২ টি, দামুড়হুদা উপজেলার চন্দ্রাবাস মাঠে ১ টি ও পিরপুরকুল্লাহ মাঠে ৩ টি ট্রান্সফার চুরি হয়েছে।

শ্যামল কুমার মল্লিক আরও জানান, পল্লী বিদ্যুতের মিটার চুরি ঠেকাতে সমিতির উদ্যোগে ইতোমধ্যে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ, মাইকিং, গ্রাহক মোটিভেশন সভা, স্থানীয় প্রশাসন অবহিত করাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

এ দিকে ট্রান্সফরমার চুরি হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। এ দিকে ট্রান্সমিটার চুরির ফলে মাঠের সেচ কার্য নিয়ে দু:শ্চিন্তায় আছেন কৃষকরা।




রাজধানীতে মঞ্চ মাতালো ‘তুফান’ টিম

ঈদুল আজহায় মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকার বুধবার (১২ মে) এই অনুষ্ঠানে নেচে গেয়ে মঞ্চ মাতান শাকিব-মিমি সহ সিনেমাটির পুরো টিম।

এ সময় শাকিবের প্রশংসা করেন মিমি। তিনি বলেন, আমরা যখন শুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরেছিল পরে। এ সময় গরমের মধ্যে একবারও আমি ওর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি।

মিমি আরও বলেন, ‘একজন ভালো কো-স্টারের সাথে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়।’

এ অভিনেত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্টে তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি।’

‘উরাধুরা’ গানটি নিয়ে মিমি বলেন, ‘দর্শকরা যারা আমাদের প্রথম গান উরাধুরাকে এতো ভালোবেসেছেন তার জন্য আমি ধন্যবাদ জানায়। আমি বাংলাভাষী আপনারাও বাংলায় কথা বলেন । আমি বিশ্বাস করি আমরা সকলে বাঙালি তাই আমাকে গেস্ট বলবেন না।

আমার প্রথম বাংলাদেশি ছবি তুফান। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী কারণ আপনাদের সবার প্রিয় সাকিব খান রয়েছেন । পাশাপাশি সবাইকে হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ রইলো।’

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: ইত্তেফাক




আইফোনে আসছে নতুন প্রযুক্তি চ্যাটজিপিটি

নিজেদের ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল এবার ওপেন এআইয়ের প্রযুক্তি চ্যাট-জিপিটি সংযোজনের ঘোষণা দিয়েছে। গত সোমবার অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার শোতে এ ঘোষণা দেয়।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ভয়েস কমান্ড সিস্টেম সিরির সঙ্গে অন্য অপারেটিং সিস্টেমগুলোকে ওপেনএআই-এর চ্যাট জিপিটির সাহায্যে আরো শক্তিশালী করে তুুলতে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিযোগিতায় টিকে থাকতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারগুলো আইফোন ও ম্যাকবুক ল্যাপটপ ও ডেক্সটপেও পাওয়া যাবে। টেক্সট ও কনটেন্ট জেনারেশনসহ অন্যান্য টুল বুস্ট করতেও ব্যবহার করা যেতে পারে চ্যাট জিপিটি।

আসুন জেনে নেওয়া যাক সম্মেলনে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য সেবাগুলো নিয়ে—

আইওএস ১৮: অ্যাপল জানিয়েছে, অপারেটিং সিস্টেমটিতে আইফোনের হোমস্ক্রিন নিজের মতো করে সাজানোর সুযোগ পাবেন ব্যবহারকারী। সহজে কন্ট্রোল সেন্টার ব্যবহারের পাশাপাশি অ্যাপ লক করে রাখার সুযোগও পাওয়া যাবে। ফলে অন্য কেউ পরিচয় যাচাই না করে আইফোনের কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন না। ই-মেইল অ্যাপে ফিল্টার-সুবিধাসহ স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানো যাবে অপারেটিং সিস্টেমটিতে।

আইপ্যাড ওএস ১৮: ‘আইপ্যাড ওএস ১৮’ নামের অপারেটিং সিস্টেমটিতে আইপ্যাডের পর্দায় একটি ফ্লোটিং ট্যাববার ও অটোমেটিক সাইডবার দেখা যাবে। শেয়ার প্লে সেশন নিয়ন্ত্রণের পাশাপাশি আইপ্যাডে ক্যালকুলেটর অ্যাপ, ইউনিট কনভারশন ও অ্যাপল পেনসিলের মাধ্যমে ম্যাথ নোট-সুবিধা ব্যবহার করা যাবে অপারেটিং সিস্টেমটিতে।

এয়ারপডস হালনাগাদ: এয়ারপডসের হালনাগাদ সংস্করণ ‘এয়ারপডস প্রো’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ব্যবহারকারীদের নড়াচড়া শনাক্ত করতে সক্ষম এয়ারপডসটি ব্যবহারের সময় মাথা নাড়িয়েই ফোনকল গ্রহণ বা কেটে দেওয়া যাবে। ব্যবহারকারীর কণ্ঠস্বর ও পটভূমির শব্দ আলাদা করতে সক্ষম এয়ারপডসটি ব্যবহার করে ভিড়ের মধ্যেও স্বচ্ছন্দে কথা বলা যাবে।

নতুন টিভিওএস: অ্যাপল টিভি সেট টপ বক্সের জন্য ‘টিভিওএস ১৮’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন অপারেটিং সিস্টেমটির মাধ্যমে ২১ বাই ৯ আলট্রাওয়াইড প্রজেক্টরের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান দেখা যাবে। স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল প্রদর্শনের পাশাপাশি শব্দের মান আগের তুলনায় ভালোভাবে নিয়ন্ত্রণের সুযোগও মিলবে অপারেটিং সিস্টেমটিতে।

ওয়াচ ওএস ১১: অ্যাপল ওয়াচের জন্য ‘ওয়াচ ওএস’ ১১-এর ঘোষণা দিয়েছে অ্যাপল। স্মার্ট ঘড়ির জন্য তৈরি অপারেটিং সিস্টেমটিতে নতুন করে যুক্ত হয়েছে ট্রেনিং মোড। মোডটি দৈনন্দিন ব্যায়াম বা বিভিন্ন শারীরিক পরিশ্রমের ফলে ব্যবহারকারীদের শরীরে কী কী প্রভাব ফেলছে তা জানাতে পারে।

ম্যাকওএস সেকোইয়া: সম্মেলনে ম্যাকওএস সেকোইয়ার ডেভেলপার বেটা সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল জানিয়েছে, আগামী মাসে ম্যাকওএস সেকোইয়ার পাবলিক বেটা সংস্করণ উন্মোচন করা হবে। আর এ বছরের মধ্যেই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হবে।

পাসওয়ার্ডস অ্যাপ: পাসওয়ার্ড তৈরি, ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য পাসওয়ার্ডস অ্যাপের ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোন, আইপ্যাড, ভিশন প্রো, ম্যাক ও উইন্ডোজে এই অ্যাপ ব্যবহার করা যাবে। এতে ভেরিফিকেশন কোড, অ্যাপ পাসওয়ার্ড,

ওয়াই-ফাই পাসওয়ার্ড, শেয়ারস পাসওয়ার্ড, পাসকি প্রভৃতি সংরক্ষণ করা যাবে।

অ্যাপল ইন্টেলিজেন্স: অবশেষে অ্যাপলে মিলল বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। এআই-ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএসে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে।

সিরিতে এআই: অ্যাপলের ভার্চুয়াল সহকারী ‘সিরি’তে চ্যাটজিপিটিসহ অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে টেক্সটের মাধ্যমে সিরি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তাত্ক্ষণিক বিবৃতিও পরিবর্তন করা যাবে। বিভিন্ন অ্যাপেও সিরি ব্যবহার করা যাবে, যেমন অ্যাপল নিউজ থেকে কোনো নিবন্ধ কপি করে কোনো গ্রুপ মেসেজে সেটি সিরির মাধ্যমে পাঠানো যাবে।

এআই জেনইমোজি: জেনইমোজি নামে নতুন একধরনের ইমোজি তৈরির সুবিধা চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের এআই ব্যবহার করে সহজে নিজের ইমোজি তৈরি করা যাবে। এমনকি কি-বোর্ডে বর্ণনা লিখেও জেনইমোজি তৈরি করা যাবে।




মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে খাদ্যশস্যের স্লিপ বিতরণ

মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচি আওতায়  খাদ্যশস্যের স্লিপ বিতরণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে এই খাদ্যশস্যের স্লিপ বিতরণ করা হয়।

এ সময় মেহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সুইটের মাধ্যমে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচি আওতায় খাদ্যশস্যের স্লিপ বিতরণের করা হয়।




দর্শনা প্রেসক্লাবে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকি পালিত

দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে দামুড়হুদার দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে যায়যায়দিন পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি হাসমত আলীর আয়োজনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাসমত আলীর সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন দর্শনা থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি সাব ইন্সপেক্টর শামিম আহমেদ, দর্শনা গণউন্নয়ন গ্রন্থগারের পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এম এ ওসমান, সাংবাদিক আওয়াল হোসেন, আলমগীর কবির, মনিরুজ্জামান সুমন, আহসান হাবিব মামুন, নজরুল ইসলাম, নুরুল আলম বাকু, মাহমুদ হাসান রনি, ইমতিয়াজ রয়েল, ইমতিয়াজ আহমেদ, আব্দুল হান্নান, সুকুমার বাঁধন, রিফাত হোসেন, ফরহাদ হোসেন, আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও সাংবাদিকরা কেক কাটেন। সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।