ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রয়

ঝিনাইদহে জুন মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।

আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, টিসিবি’র ডিলার ভাই ভাই ভ্যারাইটি ষ্টোরের স্বাধিকারী খায়রুল ইসলাম টিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৪ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।




ঝিনাইদহে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষন

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঝিনাইদহে ৪০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহর সমাজসেবা কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক মমিনুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

আয়োজকরা জানায়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মুল শ্রোতধারায় ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর যুবদের ৪০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু করা হয়েছে। তেলী, নাপিত, ঋষি, মালো, বাগদিসহ বিভিন্ন জনগোষ্ঠীর ৩০ জন এ প্রশিক্ষণ প্রদাণ করা হচ্ছে।

৪০ দিন ব্যাপী এই কর্মসূচীতে তাদের কম্পিউটার এ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং, এক্সেলসহ নানা এপ্লিকেশনের কাজ শেখানো হবে।




নিয়োগ দেবে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম : মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ম্যানেজার

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : ০১টি

কর্মস্থল : জামালপুর

বেতন : ৮০,০০০-৯০,০০০টাকা (মাসিক)

অভিজ্ঞতা : কমপক্ষে ৮ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৫ জুন, ২০২৪

কর্মক্ষেত্র : অফিস

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ১৩ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : অর্থনীতিতে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং পরিসংখ্যানে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস)ডিগ্রি।

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডি/এ, মোবাইল বিল, সাপ্তাহিক ছুটি দুদিন, বছরে দুটি উৎসব বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : শান্তা ওয়েস্টার্ন টাওয়ার (১৪ তলা), ১৮৬ বীর উত্তম মীর শওকত সড়ক (গুলশান-তেজগাঁও লিংক রোড), তেজগাঁও, ঢাকা-১২০৮




বর্শিবাড়িয়ার বরখাস্ত প্রধান শিক্ষক কালাম দম্পতির বিরুদ্ধে সহকর্মীর মামলা

মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস খাতুনের বিরুদ্ধে মানহানী মামলা করা হয়েছে।

সম্প্রতি ওই স্কুলের শিক্ষক সাদ্দাম হোসেন মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হাজির হয়ে তিনি এ মামলা করেন। যার মামলা নম্বর-৯১/২০২৪।

মামলাটি আমলে নিয়ে আদালত মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আবুল কালাম আজাদকে অর্থ আত্মসাতের অভিযোগে বরখাস্ত করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাদির পিতা। এতে ক্ষুব্ধ হয়ে আসামি নার্গিস খাতুন বাদি হয়ে সাদ্দাম হোসেন ও তার পিতা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই অভিযোগ সত্য নয় বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর পরে আসামিরা বিদ্যালয়ে সাক্ষীদের সন্মুখে পুনরায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার হুমকি দেন। বাদি এ দম্পতির হাত থেকে আইনি সুরক্ষা পেতে তিনি এ মামলা দায়ের করেন।




নিপুণকে নিয়ে আবারো ডিপজলের মন্তব্য

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচণের পর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তর্কযুদ্ধ যেন থামছেইনা।

সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিপুণকে নিয়ে আবারও মুখ খুলেছেন ডিপজল। তিনি বলেন, ‘নিপুণকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে আমি ভুল করেছিলাম। আমার এখন মনে হয়, আমি ভুল করেছিলাম। তাকে আমি আর চিনি না।’

ডিপজল আরও বলেন, ‘শিল্পী সমিতির চেয়ারে টাকা-পয়সা বলে কিছু নাই। এটা একটা ইজ্জত। আমার নির্বাচন করার ইচ্ছে ছিল না। তবুও নির্বাচন করলাম। কারণ গতবার অনেক অনিয়ম দেখেছি। যে কারণে এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলাম।’

এই অভিনেতা নিপুণের মূল ব্যবসা প্রসঙ্গে বলেন, ‘নিপুণের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কী আমার মূল্য ব্যবসা? না, এটা আমর মূল্য ব্যবসা না। শুনলাম, উনি পার্লার দিয়েছেন। কী পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পার্লার। সেখানে কী হয়।’

কিছুদিন আগে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচণে সাধারণ সম্পাদকের পদে নিপুণকে হারিয়ে জয়ী হয়েছেন ডিপজল। তাদের দু’জনের জয়-পরাজয়ের মাঝে ভোটের ব্যবধান ছিল ১৬।

নির্বাচনের পরপরই ডিপজলকে ফুলের মালা গলায় পড়িয়ে বরণ করে নেন পরাজিত প্রার্থী নিপুণ। তবে মাস ঘুরতেই সুর পাল্টে যায় অভিনেত্রীর। নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেন তিনি।

নিপুণের সেই রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দেয় আদালত। পরে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে চেম্বার আদালত। ফলে শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান আইনজীবীরা।

সেসময় ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেন নিপুণ। এর জবাবে নিপুণের পেছনে বড় শক্তি আছে বলে মন্তব্য করেন ডিপজল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে কাজলা নদীর অবৈধ বাধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, নদী দখল ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০ টার মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সদর উপজেলার কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গি গ্রামের প্রায় দুই হাজার নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল ইসলাম। এ সময় পিরোজপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য আশান্নুরী, সালমা বেগম, আওয়ামী লীগ মেতা আব্দুল লতিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক, কাঁঠালপাতা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াস হোসেন, শহিদুল ইসলাম, কাঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদ, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন, নাজমুল হাসান শুভ, মৎস্যজীবী রহিদুল ইসলাম, শরিয়ত, জিনারুল, মিয়ারুল, মিজান, ফারুক, আজিজুল, কামরুল, মিজানুর, মেন্টুলসহ কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গী গ্রামের গণমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলে সম্প্রদায় ও বিভিন্ন বয়সী সহস্রাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও তার কিছু সহযোগীদের সঙ্গে নিয়ে সরকারের আইন তোয়াক্কা না করে বাদ দিয়ে জোর পূর্বক মাছ চাষ করে আসছে। এছাড়াও দীর্ঘদিন ধরে নদীটি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার অপকর্মের প্রতিবাদ করায় অনেকেই তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন। মিলু বাহিনী হামলা করে উল্টো আমাদের নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

বক্তারা আরও বলেন, কাজলা নদী সংলগ্ন টুপলা ও নেংড়ো বিলের মাছ চাষের আড়ালে নদীতে বাধ দিয়ে প্রবাহিত স্রোত বাধাগ্রস্ত করছে এর ফলে বিভিন্ন সময় পানি প্রবাহিত হয়ে পাশে ফসলী জমি নষ্ট হচ্ছে।

নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় অবৈধ বাঁধ অপসারণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি এলাকাবাসীর।




জেনে রাখুন কি-বোর্ডের কিছু শর্টকাট

কম্পিউটারে কাজ করার সময় মাউসের ক্লিক বা ড্র্যাগ করার ঝামেলা অনেকাংশে কমানো সম্ভব, যদি কিছু শর্টকাট নিয়ম জানা থাকে। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, তেমনি কাজ করতেও আনন্দ পাওয়া যায়। আজ জেনে নেওয়া যাক এমন কিছু শর্টকাট সম্পর্কে—

উইন্ডোতে থাকা কোনো একটি ট্যাব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল করে কিংবা কোনোভাবে চাপ লেগে সেটা ক্লোজ হয়ে গেলে চিন্তা নেই, ক্লোজ করা ট্যাব ফিরে পেতে আপনাকে কন্ট্রোল (কিংবা ম্যাকের ক্ষেত্রে ‘কমান্ড’)+শিফট+টি (T) চাপতে হবে। তবে এক্ষেত্রে সর্বশেষ যে ট্যাবটি ক্লোজ করা হয়েছে সেটি ফিরে আসবে। আর পরপর এগুলো চাপতে থাকলে ক্লোজ হওয়া সব ট্যাব একে একে আসতে থাকবে।

এবার ধরে নিন, আপনি শুধু স্ক্রিনের একটি নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নিতে চান। উইন্ডোজ কিংবা ম্যাকে আপনি খুব সহজেই এটা করতে পারবেন। ম্যাকের ক্ষেত্রে কমান্ড+শিফট+৪ চাপুন। তারপর যে জায়গাটির আপনি স্ক্রিনশট নিতে চান সেটা এখানে ড্র্যাগ করুন। হয়ে যাবে আপনার স্ক্রিনশট। আর উইন্ডোজের ক্ষেত্রে: এই কাজটি করার জন্য আপনাকে স্টার্ট অপশনে যাওয়ার পর স্নিপিং টুলে (Snipping Tool) প্রবেশ করতে হবে।

ভাবুন তো, মাত্র এক চাপেই আপনি ব্রাউজারে একটি নতুন লিংক খুলতে চান। কী করবেন? একেবারেই সহজ উপায়ে আপনি এটা করতে পারেন। যে লিংকটি খুলতে চান তার ওপরে কার্সর রেখে মাউসের মাঝখানের বাটনটি চাপুন। দেখবেন নতুন একটি ট্যাবে লিংকটি চালু হয়েছে। আবার চালু হওয়া লিংকটির যেকোনো জায়গায় কার্সর রেখে মাউসের মাঝখানের বাটন চাপলেই সেটা ক্লোজ হয়ে যাবে।

যারা কম্পিউটার ব্যবহার করেন তারা বিভিন্ন সময় ইউটিউব ব্যবহার করে থাকেন। আমরা জানি ইউটিউবে ভিডিও দেখার সময় স্পেস বাটন চাপ দিলে সেটা থেমে যায় বা পজ হয়। তবে সেই ভিডিওতে যদি আগে ক্লিক করা না হয়ে থাকে তাহলে স্পেস বাটন চাপ দিলে ভিডিও থেমে যাওয়ার পরিবর্তে পেজটি নিচে নেমে যায়। এক্ষেত্রে আপনি যদি ক বাটনে চাপ দেন তাহলে তা ইউটিউবের ভিডিও পজ এবং প্লে করতে কাজ করবে। স্পেস বাটনের কোনো প্রয়োজন হবে না সেখানে। এ ছাড়াও ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে J চাপ দিলে ১০ সেকেন্ড ব্যাকওয়ার্ড হবে এবং L চাপ দিলে ১০ সেকেন্ড ফরওয়ার্ড হবে।

আপনার উইন্ডোকে স্ক্রিনের যেকোনো জায়গায় নিয়ে যেতে চাইলে কি-বোর্ডের উইন্ডোজ বাটনে চাপ দিয়ে ধরে ডান, বাম, ওপর, নিচ যেকোনো একটি তীর চিহ্নে চাপ দিলেই উইন্ডো নির্দিষ্ট জায়গায় চলে যাবে।




গাংনীর কাথুলী ইউনিয়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাংনীর কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়াতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন)  সকাল ৯ থেকে গাড়াবাড়ীয়া কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।

এসময় উপস্থিত ছিলেন মাইলমারী সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানেছুর রহমান,সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শফিউদ্দিন কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান, আক্তারুজ্জামান লাভলু,জয়নাল আবেদীন,সহ আরো অনেকে।

ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় প্রথম স্থান করেছেন মাইলমারী সরকারী প্রথমিক বিদ্যালয়। বালিকা রানার আপ কাথুলী সরকারী প্রথমিক বিদ্যালয়, রানার আপ বালক কুতুবপুর সরকারী প্রথমিক বিদ্যালয়।




গাংনীতে পিএসকেএসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা

গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি( পিএসকেএস) এর উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তেঁতুলবাড়িয়া ইউনিয়নে পলাশীপাড়া শাখা কার্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়।

উক্ত, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সিবিও কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মোঃ জামিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান,স্বাস্থ্য সহকারী মোঃ আসাদুল ইসলাম। সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।




চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

“করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও উষ্ণতার বিরুপ প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে নিরলস পদক্ষেপ নিতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব উদ্দিন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদমাম আশরাফ, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী কে.এম সালমান কবীর।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বৈশ্বিক পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে পরিবেশ দিবসের উপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রত্যককে একটি করে ফলোজ ও ঔষধি গাছের চারা উপহার দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাইফ, অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।