চুয়াডাঙ্গায় গার্ল গাইডস্ রেঞ্জার ইউনিট খোলা প্রসঙ্গে শীর্ষক আলোচনা সভা

গার্ল গাইডস্ করবো স্মার্ট বাংলাদেশ গড়বো প্রতিপাদ্য চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অধীনে রেঞ্জার ইউনিট খোলা প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে এগারোটার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কমিশনার বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন চুয়াডাঙ্গা রেবেকা সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ।

আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে গার্ল গাইডস্ এর কার্যক্রম সম্প্রসারণ এবং জেলা পর্যায়ের সকল কলেজগুলোতে রেঞ্জার ইউনিট খোলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের সচিব রউফুনাহার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, রিসোর্স পার্সোনাল হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও সাবেক আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন খুলনা অঞ্চল মিসেস মৌসুফা বেগম, আলোচনা সভায় সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক জাহিদুল হাসান সহ চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার ও দামুড়হুদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ফাহমিদা রহমান সহ জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব।




দামুড়হুদায় ভুমিসেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেসকনফারেন্স

স্মার্ট ভুমি সপ্তাহ, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেসকনফারেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ই জুন হইতে ১২ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ পালনের লক্ষ্যে প্রেসকনফারেন্স করা হয়।

আজ বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এ প্রেসকনফারেন্স অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রেসকনফারেন্সে লিখিত বক্তব্যে বলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজকর্মী সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীগণের সেবা গ্রহিতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা করা হবে।

আগামী ০৮-ই জুন হতে সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গানে বিশেষ ভূমিসেবা বুথ স্থাপন করে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হবে।ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিয়াত ও দলিল হস্তান্তর করা হবে।দেনা গ্রহিতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদান।

সার্বজনীন পেনশন স্কিম বুথ স্থাপনের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন। ই-নামজারির আবেদন গ্রহণ। ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজের দক্ষতার উপর সার্টিফিকেট প্রদান।ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা/ইউনিয়ন ভিত্তিক স্কুল/কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,দামুড়হুদা মডেল থানার এস আই সরোয়ার হোসেন, ভুমি অফিসের নাজির মহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদসহ দামুড়হুদা প্রেসক্লাব ও দর্শনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




জীবননগরে ইউনিব্লক রাস্তার উদ্বোধন 

জীবননগরে ইউনিব্লক রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রাম থেকে সুটিয়া মাঠের ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা -২আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,চুয়াডাঙ্গা এলজিইডির নিবাহী প্রৌকশলী মোঃ জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর পৌর সভার সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ, জীবননগর উপজেলা প্রৌকশলী মোঃ মাহবুবউল হক, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।




দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও উপজেলা চত্বরে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মোঃ রজব আলী মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




মুজিবনগরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

“করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ স্লোগানকে সামনে রেখে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মুজিবনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গুডনেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর সহযোগিতায়, মুজিবনগর উপজেলা চত্বর থেকে মুজিবনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্তরে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজীব, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান, উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হারিছুল আবিদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুড।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এনজিও কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করে।




মেহেরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ রকিবুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (৫ জুন) বিকেলের মেহেরপুর শহরের ওয়াপদা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রকিবুল ওয়াপদা পাড়ার হবির ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের ওয়াবদা সড়কে রকিবুলের বাড়ি তল্লাশি করেন। এ সময় পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবং রকিবুলকে আটক করেন।

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রকিবুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।




গরমে রূপচর্চায় যত্ন নিতে পাকা পেঁপের ব্যবহার

পেঁপে কমবেশি সবারই প্রিয় একটি ফল। শরীরের জন্য যেমন উপকারী, তেমনি রূপচর্চায়ও কাজে লাগে এই ফল। প্রতিদিনের রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বল হবে না, ত্বকের নানান সমস্যাও দূর হবে। চলুন জেনে নিই পাকা পেঁপের ব্যবহার:

সপ্তাহে ৩-৪ বার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে ও পায়ে ভালো করে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে।

পাকা পেঁপের সঙ্গে সামান্য মধু, লেবুর রস, একটু অলিভ অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার এই প্যাক মুখে ও গলায় ম্যাসাজ করুন। অল্প দিনেই ট্যান আর দাগছোপ দূর হবে। ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। ডার্ক সার্কেলের সমস্যাও দূর হবে এই ফেসপ্যাকের সাহায্যে।

পেঁপের বিভিন্ন উপকারি এনজাইম মুখের রোদে পোড়া দাগ দূর করে। কালো ভাব দূর করতে সাহায্য করে। নাক বা থুতনির কালো দাগ, কনুই বা হাঁটুর কালো দাগসহ বিভিন্ন দাগ দূর করে পেঁপের এনজাইম।

পাকা পেঁপের সাহায্যে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসস্ক্রাব। পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে নিতে পারেন ওটস বা সামান্য ময়দা আর অল্প পাতিলেবুর রস। এই মিশ্রণ গোসলের আগে লাগিয়ে স্ক্রাব করে নিন। তারপর ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখে ধুয়ে নিতে হবে।

মুলতানি মাটি কিংবা চন্দনের গুঁড়োর সঙ্গে পাকা পেঁপের পাল্প মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে নিয়মিত মুখে স্ক্রাব ও ম্যাসাজ করুন। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। অল্প দিনের দূর হবে ট্যান। ফিকে হবে ত্বকের কালচে দাগছোপ আর চোখের নীচের কালচে ভাব।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে সোনার বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি চোরাচালান বিরোধী অ‌ভিযান চা‌লিয়ে প্রায় ২০ ভ‌রি ওজনের দু‌টি সোনার বারসহ পাচারকারী অটো চালক‌ কাওসার আলীকে (৪০) অটোসহ আটক করতে সক্ষম হয়ছে।

আজ বুধবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর পাঁকা রাস্তায় চোরাচালান বিরোধী এ অ‌ভিযান চালায় ৬ বি‌জি‌বির মু‌ন্সিপুর সীমান্ত ফাঁ‌ড়ির বি‌জি‌বি সদস্যরা।

অ‌ভিযানের সত্যতা নি‌শ্চিত করে চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি)  এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে জানান, অদ্য ০৫ জুন বুধবার সকাল ১০ টার দিকে চোরাকারবারী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্গত মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুতুবপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে গোপন সূ‌ত্রে সংবাদ পাই।

গোপন সংবাদের ভি‌ত্তি‌তে ৬ বিজি‌বির উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ও মুন্সিপুর বিওপি’র টহল কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশ করে।

এমন সময় একটি অটোরিক্সা উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে বি‌জি‌বি। এসময় অটোরিক্সা চালক উপজেলার মু‌ন্সিপুর গ্রামের মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে কাওছার আলী পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। পরে তার দেহ তল্লা‌শি করে কোমরে রাখা ১৯ দশ‌মিক ৮৯ ভ‌রি (২৩২ গ্রাম) ওজনের ২ টি সোনার বার উদ্ধার করেন।

বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত অটোরিক্সা চালক মোঃ কাওছার (৪০), পিতাঃ মৃত আব্দুল কুদ্দুস, গ্রামঃ মুন্সিপুর, পোষ্ট- কুতুবপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরে পরিহিত লুঙ্গির ভাজে কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৩২ গ্রাম (১৯.৮৯ ভরি) ওজনের ০২টি স্বর্ণের বার উদ্ধার করে।

এ ব্যাপারে হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দা‌য়ের ক‌রে আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত সোনার বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




না খেলে আবার শীর্ষস্থানে ফিরলেন সাকিব

না খেলেই টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরছেন সাকিব আল হাসান। গত সপ্তাহে শ্রীলংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকার কাছে টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান হারিয়ে ছিলেন সাকিব।

এক সপ্তাহ না যেতেই নিজের হারানো অবস্থান ফিরে পেলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এতে সাকিব আল হাসানের কোনো কৃতিত্ব নেই। তার কারণ তিনি কোনো খেলায় ছিলেন না। খেলা ছিল শ্রীলংকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় শ্রীলংকা। সেই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি হাসারাঙ্গা যে কারণে তার রেটিং পয়েন্ট কমে যায়। তার রেটিং পয়েন্ট কমে যাওয়ায় লাভ হয়েছে সাকিবের। তিনি না খেলেই এক সপ্তাহ আগে হারানো শীর্ষস্থান ফিরে পেলেন।

বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আজ বুধবার সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ব্যাটিংয়ে কোনো রানই করতে পারেননি হাসারাঙ্গা। ৭৭ রানে অলআউট হয়ে টি-টোয়েন্টি নিজেদের সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ড গড়ে লংকানরা। পরে বল হাতে ২২ রান দিয়ে ২ উইকেট নেন হাসারাঙ্গা।

রেটিং পয়েন্ট হারানোয় অলরাউন্ডারদের মধ্যে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২২২। শীর্ষস্থান ফিরে পাওয়া সাকিবের রেটিং পয়েন্ট ২২৩।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে। এতে জেলা ও উপজেলার ২০ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। এতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক তাদের উৎপাদিত ফসল প্রদর্শণ করেছেন। আগামী শুক্রবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।