জীবননগরে ভোক্তার অভিযান, দুটি প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জীবননগর পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে হোটেল, গ্রোসারিসপ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় বাসস্ট্যান্ড মোড়ে মেসার্স বাঘাট মিষ্টি বাড়ি হোটেল নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার, কর্মচারী কারোরই নাই কোন স্বাস্থ্যবিধি, মিষ্টির প্যাকেটে ওজন বৃদ্ধি করে ভোক্তাদের ঠকানোসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: আমিনুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর খাবার ও ক্ষতিকর দ্রব্যগুলো বিনষ্ট করা হয়। পরবর্তীতে মেসার্স মইনুর স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে মানুষ ও পশুপাখির খাবার একই সাথে রেখে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়।

এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মইনুর রহমানকে ৩৮ ও ৫১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। ২টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ২২হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন এস আই বাবুল এর নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কমকতা।




জীবননগর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

জীবননগর উপজেলা পরিষদেও ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব বাজেট ২ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ৬৪৯ টাকা এবং উন্নয়ন বাজেট ৩ কোটি ১৭ লক্ষ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, সমাজ সেবক কাজী বদরুদ্দোজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মির্জা লিটন, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা প্রমুখ।




মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলার মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা কথা শোনানোর অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল দশটার দিকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুজিবনগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক উপসচিব ডঃ মোহাম্মদ নুরুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কুমার দত্ত । এছাড়াও উপস্থিত ছিলেন ও নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের চেতনার গল্প শোনেন মুজিবনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বরে এই সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা পরিষদের টানা দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এমপি হাজী আলী আজগর টগর।

এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য এমপি হাজি আলি আজগার টগর বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে।

দামুড়হুদা উপজেলার সকল শ্রেণীর মানুষ যাতে সেবা পাই তার জন্য আপনাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী করেছেন, আমি চুয়াডাঙ্গা ২ আসনের পরপর চারবার এমপি হয়েছি। কারণ একটাই আমি জনগনের সাথে সুখে দুঃখে সব সময় ছিলাম এবং আছি। তাই আমাকে ভালোবাসে সর্বস্তরের জনগণ, আমাকে ,নৌকা প্রর্তীকে ভোট দিয়ে চুয়াডাঙ্গা ২ আসনের এমপি বানাইছে।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি আপনাদের প্রতি চির-কৃতজ্ঞ আপনাদের সুখে দুঃখে সব সময় আমাকে কাছে পাবেন আমি চেয়ারম্যান নয় আমি আপনাদের ভাই চেয়ারম্যান আপনারা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

এ সময় আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ ও মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টা, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম বিশ্বাস, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, নাতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলি, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হাবিবুল্লাহ বাহার, কেরু এন্ড কোম্পানির সাবেক ব্যবস্থাপনা প্রশাসন শাহাবুদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি, উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগর টগরকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এসময় দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হোসেন।




নিয়োগ দিবে ডায়মন্ড সিমেন্ট

সম্প্রতি ডায়মন্ড সিমেন্ট লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘প্রজেক্ট ইনচার্জ’ পদে জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : ডায়মন্ড সিমেন্ট লিমিটেড

পদের নাম : প্রজেক্ট ইনচার্জ

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : ০১টি

কর্মস্থল : চট্টগ্রাম

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ২ থেকে ৫ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৩ জুন, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন এগ্রিকালচার/বিএসসি ডিগ্রি

অন্যান্য সুবিধা : কোম্পানির নিয়ম অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : করপোরেট অফিস : ২২০, স্ট্র্যান্ড রোড, চট্টগ্রাম-৪০০০




মুজিবনগরে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত

মুজিবনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর সংর্বধনা অনুষ্ঠান, দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দায়িত্ব হস্তান্তরের দায়িত্ব গ্রহণ এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের (সাবেক) সাধারণ সম্পাদক এবং মহাজনপুর ইউনিয়নের ৩ বারের নির্বাচিত (সাবেক) চেয়ারম্যান আমাম হোসেন মিলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি বিএম জাহিদ হাসান রাজিব, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবমহিলালীগ, কৃষকলীগ সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ হতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

পরে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের হাতে পরিষদের দায়িত্ব হস্তান্তর করা হয় এবং নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।




স্মার্টফোনে ফ্রড অ্যাপস চেনাতে গুগলের নতুন প্রযুক্তি

গ্রাহক সুরক্ষার প্রতি বিশেষ নজর দিচ্ছে গুগল। এবার অ্যাপ স্ক্যান করেই গুগল বলে দেবে সেটা ফ্রড কি-না। এই ফিচারটি আপডেট হলে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা অ্যাপগুলিকে ম্যালওয়ারের জন্য স্ক্যান করা যাবে।

বার্ষিক ডেভেলপার কনফারেন্সে এমনটাই ঘোষণা করেছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগল প্লে প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্যান করবে, যা তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

এই ফিচারটি এতটাই কার্যকরী হবে যে কখনো কোনো অ্যাপ যদি প্রতারণা এবং অপব্যবহারের অভিপ্রায়গুলি লুকিয়েও রাখে, তাহলেও গুগল তার অন-ডিভাইস এআই ক্ষমতার মাধ্যমে লাইভ হুমকি শনাক্ত করে ফেলবে। গুগল ব্যাখ্যা করেছে যে গুগল প্লে প্রোটেক্ট-এর অন-ডিভাইস এআই ফিচার ব্যবহার করে এবং অন্যান্য অ্যাপ এবং পরিষেবার সঙ্গে ইন্টারঅ্যাকশন সম্পর্কিত অতিরিক্ত আচরণগত সংকেত খুঁজে পাবে। সিস্টেম সন্দেহজনক কিছু খুঁজে পেলে, বৈশিষ্ট্যটি অতিরিক্ত পর্যালোচনার জন্য অ্যাপটিকে গুগলে পাঠাবে এবং ব্যবহারকারীদের সতর্ক করবে বা অ্যাপটির খারাপ কীর্তিকলাপ সম্পর্কে নিশ্চিত হলে অ্যাপটিকে ডিসেবল করে দেবে। কোম্পানি বলেছে, এটা আমাদের ডেটা সংগ্রহ না করেই ব্যবহারকারীদের রক্ষা করতে দেয়। গুগলের দাবি, প্লে ইন্টিগ্রিটি এপিআইও এই টুলগুলোর একটি। যেটা ব্যবহার করে ডেভেলপাররা বুঝতে পারবেন যে অ্যাপগুলি মডিফাই করা হয়েছে কি-না, বা এটি একটি আসল অ্যান্ড্রয়েড ডিভাইসে চলছে কি-না, যাতে তারা প্রতারণামূলক বা ঝুঁকিপূর্ণ বিষয়বস্তু আগেভাগেই শনাক্ত করতে পারে এবং আক্রমণ, অপব্যবহার প্রতিরোধে পদক্ষেপ নিতে পারে।

জানা গেছে, গুগল পিক্সেল, অনর, লেনোভো, নাথিং, ওয়ানপ্লাস, অপো এবং অন্যান্য নির্মাতারাও এই বছরের শেষের দিকে তাদের স্মার্টফোনে এই ফিচার সেটআপ করবে।




খুলনা বিভাগীয় কারাতে প্রতিযোগীতায় ঝিনাইদহ জেলার অনন্য সফলতা অর্জণ

প্রথম খুলনা বিভাগীয় কারাতে প্রতিযোগীতা-২০২৪এ ঝিনাইদহ জেলার প্রতিযোগীরা ৪টি গোল্ড মেডেল ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে বিভাগীয় পর্যায়ে অনন্য সফলতা অর্জণ করেছে।

গত ৩১মে এবং ১জুন দুই দিন ব্যাপী বাংলাদেশ কারাতে ফেডারেশন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে খুলনাতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ওজন ভিত্তিক এই প্রতিযোগীতায় ঝিনাইদহের সোতোকান কারাতে দো’র তাহমিদ আহমেদ আবরার ও পূজা সাহা কাতা ও কুমিতে গোল্ড মেডেল অর্জণ করেণ এবং মিফতাহুল জান্নাত কাতা ও কুমিতে ব্রোঞ্জ পদক অর্জণ করে ঝিনাইদহের মূখ উজ্জল করেণ।

বিভাগীয় এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার এসকে মনিরুজ্জামান মিঠু, এছাড়া বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া সংস্থার খুলনা ও বরিশাল বিভাগীয় ডেপুটি ডাইরেক্টটর আবুল হোসেন হাওলাদার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সেন্টু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সচিব নয়ন চৌধুরী, খুলনা জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার রহমান গাজীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদি দোজা। খুলনা বিভাগের ১০টি জেলা এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।




 ‘কাউগার্ল’ লুকে মালালা ইউসুফজাই

ব্রিটিশ মিউজিক্যাল কমেডি ওয়েব সিরিজ উই আর লেডি পার্টসের দ্বিতীয় সিজনে ‘কাউগার্ল’ লুকে দেখা গেলো শান্তিতে নোবেলবিজয়ী মালালা ইউসুফজাইকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মালালা ইউসুফজাই ব্রিটিশ শো উই আর লেডি পার্টসের দ্বিতীয় সিজনে টিভির পর্দায় আত্মপ্রকাশ করেছেন।

২৬ বছর বয়সী মালালাকে ব্রিটিশ সিটকম উই আর লেডি পার্টসের ‘মালালা মেড মি ডু ইট’ শিরোনামের একটি পর্বে দেখা যায়। ফ্যান্টাসি সিকোয়েন্সে তিনি কাউবয় টুপি ও পোশাক পরে ঘোড়ায় বসে ছিলেন।

ধারণা করা হচ্ছে, ওয়েব সিরিজে মালালার জীবন সংগ্রাম এবং শিক্ষা ও নারী অধিকারের বিষয়গুলোই তার চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরা হবে।

সিরিজটির নির্মাতা ও চিত্রনাট্যে আছেন নিদা মুঞ্জুর। সিরিজে মালালার অংশ নিয়ে তিনি বলেন, ‘আমি তাই করেছি যা মালালা করতে চেয়েছে। সে দেখেছে কোথায় তার কাজের পদ্ধতিগুলো ভুল ছিল এবং সে জায়গাগুলোয় আমরা কাজ করেছি। এভাবেই কাজটি আমাকে আরো অনুপ্রাণিত করেছে।’

তিনি মজা করে বলেন, ‘আমি আমার লুকানো প্রতিভা দেখাচ্ছি, যা বন্ধুত্ব এবং সাংস্কৃতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে মুসলিম নারীর যাত্রা তুলে ধরে।’

উই আর লেডি পার্টসের প্রথম সিজন ২০২১ সালের মে মাসে মুক্তি পায়। উই আর লেডি পার্টস সমালোচকদের প্রশংসা পেয়েছে। পাঁচটি বাফটা এবং গথাম অ্যাওয়ার্ডে দুটি মনোনয়ন পেয়েছে। সিরিজটির দ্বিতীয় সিজন গত ৩০ মে প্রিমিয়ার হয়েছে।




ভোক্তা পর্যায়ে দাম কমলো এলপিজি গ্যাসের

সারাদেশে ভোক্তা পর্যায়ে কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসের থেকে চলতি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (৩ ‍জুন) সন্ধ্যা ৬টা থেকেই এ নতুন দাম কার্যকর হবে।

এর আগে বিইআরসি চেয়ারম্যান নূরুল আমিন গণমাধ্যমকে জানান, জুন মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ মে ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। আর গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে সোমবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। জুন মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আর গত মে ও এপ্রিলে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। মে ও এপ্রিলে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৩.৯২ টাকা ও ৬৬.২১ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। আর মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮.০৫ টাকা নির্ধারণ করা হয়। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৬৭.৬৮ টাকা ও ৬৫.৬৭ টাকা।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জুন মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫৮০ মার্কিন ডলার ও ৫৬৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৭০ দশমিক ২৫ মার্কিন ডলার বিবেচনায় জুন মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

সূত্র: ইত্তেফাক