মেহেরপুরে আফ্রিকান প্রজাতির ৮ লক্ষ টাকা মুল্যের পাখি জব্দ

ভারতে পাচারের উদ্যোশ্যে ঢাকা থেকে নিয়ে আসা ৮টি আফ্রিকান বিরল জাতের “ওপেন বিল” পাখি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আটককৃত চালক আশরাফ আলী বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মত নুর ইসলামের ছেলে।

জানা গেছে, রোববার (২ জুন) দিবাগত রাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থান থেকে একটি প্রাইভেট কার যার নম্বর ঢাকা (মেট্রো-গ ২৭-৩৭৩৮) থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কারের চালক আশরাফ আলীকে আটক করা হয়।

র‌্যাব-১২ এর সিপিসি মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মনিরুজ্জামান এই অভিযানের নেতৃত্ব দেন।

পরে রাত পৌনে ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ও জব্দকৃত পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কতৃপক্ষের নিকট হস্তান্তরের নির্দেশ দেন।

র‌্যাব-১২ এর সিপিসি মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মনিরুজ্জামান বলেন, পাখিগুলো দু’টি কাঠের তৈরি বক্সে করে চোরাচালানের উদ্দেশ্যে প্রাইভেট কার যোগে ঢাকার হেমায়েতপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে মুজিবনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাংনী উপজেলার চোখতোলা নামক স্থান থেকে পাখিগুলোসহ বহনকারী প্রাইভেট কারের চালককে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, পাখি বহনের অনুমোদনের কাগজপত্র ও বিদেশী পাখির পায়ে কোন রিং বা ট্যাগ না থাকায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৩৯ ধারা লঙ্ঘনের অভিযোগ এনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় র‌্যাব-১২ এর সিপিসি-৩ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, মেহেরপুর জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) এসটি হামিম হায়দার উপস্থিত ছিলেন।

বন কর্মকর্তা এসটি হামিম হায়দার জানান, পাখিগুলোর নাম আফ্রিকান ওপেন বিল। পাখিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কতৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।




দামুড়হুদার রঘুনাথপুর সড়কে দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ছিনতায়, আটক ১

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের বড় রাস্তায় তিনজন ট্রাক ড্রাইভারকে মাথায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ ১ লক্ষ ৬৭ হাজার টাকা ছিনতায় করে দূবৃত্তরা। পরে ট্রাক ড্রাইভার দেলোয়ার বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার তদন্ত অফিসার মাহবুবুর রহমান অভিযান চালিয়ে কদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুমকে আটক করেন।

গত শুক্রবার রাত ২ টার দিকে এই ছিনতায়ের ঘটনা ঘটে এবং শনিবার রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করেন।

জানাযায়, গত ৩১ শে মে শুক্রবার রাত ২ টার দিকে দামুড়হুদা উপজেলার পাঠাচোরা ভেরবনদীর উপর সুইজগেট তৈরির কাজে ব্যবহৃত পাথর আনলোড করে খালি গাড়ি ওজন করার উদ্যেশে লোকনাথপুরের দিকে ফেরার পথে রঘুনাথপুর বড় রাস্তার উপর কলাগাছ ফেলে রাখে দূবৃত্তরা। কলাগাছ দেখে ২টা খালি ট্রাক দাঁড়িয়ে যায়। যাওয়ার কোন রাস্তা না থাকায় হরিনাকুন্ড থানার শেখপাড়া দিন্নি গ্রামের দবির উদ্দীনের ছেলে (ঢাকা মেট্রো ট ১৮-৯০৯৪) নং এর ট্রাক ড্রাইভার বাচ্চু, ঝিনাদাহ জেলার আরোপপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে (ঝিনাদাহ ট -১১-১৬২৯)নং ট্রাক ড্রাইভার শফিকুল ইসলাম ও ঝিনাদাহ সদরের মুরাদ মন্ডলের ছেলে ( ঢাকা মেট্রো ত-২২-৩৭২৬) নং ট্রাক ড্রাইভার দেলোয়ার হোসেন গাড়ি থামিয়ে অবস্থান করে। এমন সময় দূর্বৃত্তরা দেশিয় অস্ত্রর ভয় দেখিয়ে ট্রাক ড্রাইভার বাচ্চুর কাছে থাকা নগদ ৫৮ হাজার টাকা, শফিকুল ইসলামের নিকট থাকা ৬৭ হাজার টাকা ও দেলোয়ার নিকট থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে ট্রাক ড্রাইভার দেলোয়ার বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে।

মামলার পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানার তদন্ত ওসি অভিযান চালিয়ে জিগিসা বাদের জন্য কাদিপুর গ্রামের শাহার আলির ছেলে মুছা, আকুবারের ছেলে হাসেম ও শহিদুল ইসলামের ছেলে মাসুমকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসা বাদের পর মাসুমকে জড়িত থাকার অপরাধে মাসুমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন এবং অপর দুইজন দোষী না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন মাসুম নামের একজনকে আটক করা হয়েছে। আজ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।এ ঘটনায় জড়িতদের আটক করার জন্য অভিযান অব্যহৃত রয়েছে।




গাংনীতে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে দা দিয়ে কু*পি*য়ে জখম

গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামে তুচ্ছ ঘটনায় বাড়ির উপর গিয়ে মেজর (৩২) নামের এক ব্যক্তিকে ধারাল দা দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

গুরতর জখম মেজর মাথায় ১৮ টি সেলাই নিয়ে এখন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত মেজর মহব্বতপুর গ্রামের মধ্যপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকাল সাড়ে চারটার দিকে।

আহত মেজর জানান, বাড়ির পাশে পথের ধারেই আমার প্রতিবেশী হারান আলীর ছেলে মেজবার আলীর বাঁশ বাগান রয়েছে। একটি বাঁশ পথের উপর হেলে পড়াই পথচারিরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছিল। গতকাল দুপুরে পথটি পরিস্কার করার জন্য হেলে পড়া বাঁশটি কেটে বাগানেই রেখে দিই। বিকালের দিকে বাঁশ বাগানের মালিক মেজবার আলী হাতে ধারালো দা হাতে আমার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে আমার মাথায় কোপ মারে। এতে আমি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে মেজবার পালিয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস বলেন, আহত মেজরের মাথায় ১৮ টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, মেজবার আলী পেশায় ভ্যান চালক। এর আগে গরু ও ছাগল চুরির অপরাধে তার বিরুদ্ধে স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়েছে। শালিস বৈঠকে সে একাধিকবার জরিমানা দিয়েছে। এছাড়া গাংনীতে আলগামন চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এলাকার অনেক মানুষকে বিনা কারনে সে মারধর করে থাকে। তার ভয়ে এলাকার মানুষ কথা ও প্রতিবাদ করতে সাহষ পাইনা।

মেজরকে জখম করার অপরাধে গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভিকটিম।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দামুড়হুদার ডুগডুগী বাজারে সাংবাদিকদের তৎপরতায় ট্রাকসহ চুরি হওয়া গম উদ্ধার

দামুড়হুদা উপজেলার ডুগডুগী বাজারে রাতে অবস্থানকৃত ট্রাক থেকে তিন বস্তা গম চুরি হয়ে গেলে তা সাংবাদিকদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৭টার দিকে ডুগডুগী গ্রামের হাট পাড়া থেকে চুরিকৃত গম উদ্ধার করা হয়।

অভিযুক্তরা হলো, ডুগডুগী বাজারের নাইটগার্ড নিজাম ও তৈয়ব আলী, অপরদিকে গম চোর ডুগডুগী হাটপাড়ার নজু’র ছেলে হাসান (২৬) ও তার সহযোগীরা।

স্থানীয় ও সরজমিনে জানাগেছে, শনিবার যশোর নওয়াপাড়া থেকে সাড়ে ২৩ টন গম লোড করে চুয়াডাঙ্গা হাতিকাটার উদ্দেশ্যে রওনা হয় ডুগডুগী গ্রামের মৃত ওহাব আলীর ছেলে ট্রাক ড্রাইভার হামিদ আলী। ট্রাকে থাকা প্রতিটি গমের বস্তা ছিলো প্রায় ৭০ কেজি ওজনের। রাত ১২টার দিকে ডুগডুগী বাজারে পৌঁছে যাত্রা বিরতি করে এবং নাইট গার্ডদের হেফাজতে গম ভর্তি ট্রাকটি বাজারে রেখে বাড়ি চলে যাই ড্রাইভার। সকাল ৬টার দিকে হামিদ ডুগডুগী বাজারে ট্রাকের কাছে এসে দেখে ট্রাকের কাছে ছড়ানো ছিটানো ভাবে গম পরে আছে। ভালো করে গাড়ি চেক করে দেখাযাই ট্রাকের হুডের কাছ থেকে দড়ি খুলে তিন বস্তা গম চুরি করে নিয়ে গেছে চোরের দল। মাথায় যেনো বাজ পরে ট্রাক ড্রাইভারের। হতভম্ব হয়ে যাই তিনি। কি করবে কিছু বুঝতে পারেনা। গরীব ট্রাক ড্রাইভার এদিক ওদিকে খুঁজা খুঁজি করতে থাকে। অনেক খুঁজাখুজি করেও গম পাওয়া যায় না।

এসময় খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাথে সাথে ডুগডুগী বাজার কমিটিকে জানানো হয়। ডাকা হয় নাইটগার্ডদের, কিন্তু নাইটগার্ডরা বলে আমরা কিছু জানিনা এবং দেখিনি। তখন সাংবাদিকরা পরে থাকা গম অনুসরণ করতে করতে ডুগডুগী হাট পাড়ায় পৌঁছে যায়। সেখানে সর্বশেষ গম পরে থাকতে দেখে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি বর্গ ও বাজার কমিটির লোকজন দিয়ে কয়েকটি বাড়ি চেক করলে হাসানের জিম্মা থেকে ট্রাক থেকে চুরি যাওয়া তিন বস্তা গম উদ্ধার করা হয়। তখন উপস্থিত লোকজনের সামনে নাইটগার্ডদের জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তারা চোরের নাম স্বীকার করে বলে ডুগডুগী গ্রামের হাটপাড়ার নজুর ছেলে হাসান এই জঘন্যতম চুরির কাজ করেছে। তার সঙ্গে আর কারা ছিল আমরা জানি না। নাইটগার্ডরা সব কিছু জেনেও মুখে কুলুপ এটে ছিলো। উদ্ধারকৃত গম ট্রাক ড্রাইভার হামিদ কে বুঝিয়ে দিলে তার জান ধরে আসে এবং সাথে সাথে গমগুলো ট্রাকে তুলে গম আনলোড করার জন্য চুয়াডাঙ্গা হাতিকাটায় চলে যাই। মূলত নাইটগার্ডদের সহযোগিতায় হাসান সহ ওর সঙ্গীদের দিয়ে এই চুরির ঘটনা ঘটানো হয়।

ট্রাক ড্রাইভার হামিদ বলেন, মাঝে মধ্যে আমি ডুগডুগী বাজারে লোডকৃত গাড়ি নাইটগার্ডদের হেফাজতে রেখে বাড়ি যাই এবং সকালে আবার গাড়ি নিয়ে আমি চলে যায়। এর জন্য নাইটগার্ডদের আমি বকসিস দিয়, যাতে আমার গাড়িটা দেখেশুনে রাখে। কিন্তু গতকাল শনিবার রাত ১২টার দিকে আমি ডুগডুগী বাজারে এসে গাড়ি থুয়ে নাইটগার্ড নিজাম কে বলি ভাই গাড়িটা দেখে রাখবেন, গাড়িতে গম লোড আছে। নিজাম বকসিস (টাকা) চাই, তখন আমি বলি এখনতো আমার কাছে টাকা নেই, ভোরে যাওয়ার সময় টাকা দিয়ে যাবো, তখন নিজাম অসন্তুষ্টি জানিয়ে বলে টাকা দিলিনাতো, সকালে বুঝবি এর জ্বালা। তখন আমি বিষয়টি বুঝতে পারিনি, সকালে গাড়ির কাছে এসে বুঝতে পারি এটা নাইটগার্ডদের কাজ। হামিদ আরও বলেন, ঐ হাসান তো জানতোনা যে গাড়িতে গম লোড আছে। নাইটগার্ড নিজাম’ই হাসানকে হায়ার করে গাড়ি থেকে গম চুরি করেছে। ওরা মনে করেছিলো আমি বুঝতে পারবোনা। কিন্তু মহান আল্লাহর রহমতে আমি টের পেয়ে যায়। এই ধরনের চোরচুট্টা দিয়ে নাইটগার্ডের কাজ করালে বাজারের কোন দোকানই নিরাপদ নয়। থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে হামিদ বলেন, আমি ট্রাকের ড্রাইভার, কখন কোথায় থাকি ঠিকনেই। যেহেতু ডুগডুগী বাজারের নাইটগার্ডরা এ চুরির ঘটনা ঘটিয়েছে, তাই ডুগডুগী বাজার কমিটিকে বিচার দিয়েছি। তারা যদি সঠিক বিচার না করে তাহলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এমন ঘটনায় ডুগডুগী বাজারে ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি এর সুষ্ঠু বিচার না হয় তাহলে অদূর ভবিষ্যৎ এ বাজারের দোকানপাট চুরিদারি হতে পারে। সেই সঙ্গে বাজারের নাইটগার্ড ও চোরদ্বয় কেউই ভালো লোক নয়, এর আগেও তাদের নামে চুরির অভিযোগ রয়েছে। কিন্ত কোন বিচারের সম্মুখিন হয়নি। যার কারনে এমন ঘটনা থেকে রেহাই পেলে আরও বড় ধরনের চুরির ঘটনা ঘটতে পারে।

বাজার কমিটি এতবড় ঘটনা ঘটার পরেও কোন পদক্ষেপ নেয়নি। অদৃশ্য কারনে ক্ষুড়া যুক্তি দেখিয়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বাজার কমিটি। তারা ভুলেই গেছে চোরের ব্যাবস্থা গ্রহণ না করলে তারা নিজেরাই চোরের থেলেন্দার হয়ে যায়। তাই এলাকাবাসী ও বাজার ব্যাবসায়ীরা সরজমিনে তদন্ত পূর্বক প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে ডুগডুগী বাজার কমিটির সাধারণ সম্পাদক শ্রী মদন ঘোষ বলেন, সকালে বাজারে এসে গম চুরির ঘটনা জানতে পারি। আমরা বাজারের সবাইমিলে নাইটগার্ড নিজাম কে চাপ প্রয়োগ করলে সে বলে আমি হাসান কে গম চুরি করে নিয়ে যেতে দেখেছি। সে মোতাবেক হাসানের জিম্মা থেকে গম উদ্ধার করে ট্রাক ড্রাইভার হামিদ কে বুঝিয়ে দেওয়া হয়। গম উদ্ধার হওয়ার কারনে তাৎক্ষণিক ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তবে আমাদের মিটিংয়ে এ বিষয়ে সকলের পরামর্শ মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা হবে।




হিট অ্যাকশন ডে উপলক্ষে মেহেরপুর রেড ক্রিসেন্ট বিভিন্ন কর্মসূচি

হিট অ্যাকশন ডে উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের বর্ণাঢ্য র‌্যালি, নাটক প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ রবিবার সকালে মেহেরপুর জেলা পরিষদের মিলনায়তন থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়। পরে সেখানে Heat Action Day উপলক্ষে নাটক প্রদর্শন করা হয়।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগ সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে Heat Action Day উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হীরা, মেহেরপুর মহিলা কলেজর সাবেক প্রভাষক নুরুল আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকারী এহসান শফিকের হাতে পুরস্কার তুলে দেন এবং দ্বিতীয় স্থান অধিকারী তালহা জুবায়ের এর হাতে পুরস্কার তুলে দেন।

খ গ্রুপে প্রথম স্থান অধিকারী সাজিদ আহমেদের হাতে তুলে দেন এবং দ্বিতীয় স্থান অধিকারী তানিছা তাসনিমের হাতে পুরস্কার তুলে দেন ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেরপুর জেলা ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।




চাকরি দেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্যাগ ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট বিভাগ ‘প্যাটার্ন মেকার/স্যাম্পল ম্যান’ পদে জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম : প্যাটার্ন মেকার/স্যাম্পল ম্যান-ব্যাগ ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট

আবেদনের বয়সসীমা : কমপক্ষে ২০ বছর

পদসংখ্যা : ০২টি

কর্মস্থল : গাজীপুর

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০২ জুন, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

আবেদনের শেষ তারিখ : ২২ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : প্যাটার্ন মেকিং, টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা ডিগ্রি, তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষা বিবেচনা করা হবে।

অন্যান্য সুবিধা : মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, চিকিৎসা ভাতা, ভবিষ্যৎ তহবিল, বিমা, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা ছাড়াও বিভিন্ন সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জোর পূর্বক জমি দখলে থানায় অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না গ্রামের পালপাড়া এলাকায়। ওই এলাকার মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে বজলুর রহমান একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মহসীন হাসান আকাশের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

জানা যায়, বজলুর রহমানের এ জায়গার দখল নিয়ে ইতিপূর্বে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছিলো। দখলকারীরা জমিদখল ছাড়াও ভুক্তভোগী বজলুর রহমানের কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদাদাবিসহ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

অভিযোগ দাখিলের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগের সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে বজলুর রহমানের জায়গার সীমানা নির্ধারণ করে মহসীন হাসানের দখলকৃত জমি ছেড়ে দেয়ার কথা বলেন। তাৎক্ষণিক ছেড়ে দিলেও পরবর্তীতে সেই জায়গা আবার তার দখলে নিয়ে নেয় এবং বজলুর রহমানকে হুমকি দিয়ে আসছে।

এজাহার সূত্রে জানা যায়, ৭নং ভায়না মৌজার আরএস খতিয়ান ২৮০৮/ ১০১৯৯/১১৮১৪ নং দাগে ২৮ শতক ও ১০২০০/১১৮১৫ নং দাগে ৬ শতক সর্বমোট ৩৪ শতাংশ জমি (যার দলিল নং ২২৬৬/২৩ এবং নামজারী খতিয়ান নং ২৬১৪) আব্দুর রাজ্জাকের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে বিভিন্ন ফলদ গাছ রোপণ করে ওই জমি ভোগ দখল করেন।

সম্প্রতি মহসিন হাসানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এবং তার রোপনকৃত গাছগাছালি ও জমিঘেরার কাজে ব্যবহৃত কনক্রিটের খুটি ও বেড়া উপড়ে ফেলেন সে সময় বজলুর রহমান বাঁধা দিলে তাকে মারপিট করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় বজলুর রহমানকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত মহসিন হাসান বলেন, ক্রয়সূত্রে ওই জমির মালিক আমি। বজলুর রহমান প্রভাবশালী হওয়ায় থানা পুলিশকে ম্যানেজ করে জোরপূর্বক আমার জমি দখল করেছেন। আবার তিনি আমার বিরুদ্ধে আদালতে মামলাসহ থানায় একটি মিথ্যা অভিযোগ ও দায়ের করেছেন। এছাড়া জমিঘেরার কাজে ব্যবহৃত কনক্রিটের খুঁটি ও বেড়া উপড়ে ফেলার বিষয়টি তিনি অস্বীকার করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে বজলুর রহমান হরিণাকুণ্ডু থানায় অভিযোগ করলে অভিযোগ আমলে নিয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ অভিযুক্ত মহসিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছিলো।

এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে জায়গাগুলো দখলমুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ ব্যপারে হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, এ বিষয় আমার জানা আছে। ইতিপূর্বে বজলুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মহসিনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছিলো । আবারও তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




মানসিক চাপ কমাবে ফুল

সুবাস শুধু মন ভালোই করে না মানসিক চাপ কমাতেও সাহায্য করে। রোজকার ব্যস্ততা ভরা জীবনে মানসিক চাপ বাড়ে একশ একটা কারণে। এই চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কিছু ফুলের সুবাস। চলুন জেনে নেই কোন ফুলগুলো মানসিক চাপ কমায়:

ল্যাভেন্ডার
দেখতেই যেমন সুন্দর, গন্ধও তেমন স্নিগ্ধ। এর গন্ধে মন হয় শান্ত। অ্যারোমা থেরাপিতে ল্যাভেন্ডার ব্যাবহার করা হয় মানসিক চিন্তা, উদ্বেগ কমাতে।

ক্যামোমাইল
ক্যামোমাইল ফুল থেকে স্বাস্থ্যকর চাও তৈরি হয়। এর গন্ধ মন ভালো করে তুলে। উদ্বেগ, চাপ কমাতে ক্যামোমাইলের গন্ধ বিশেষ সহায়ক।

জুঁই
জুঁই প্রায় সকলেই পছন্দ করেন। বাড়িতে জুঁইয়ের গাছ থাকলে টাটকা ফুলের মিষ্টি সুবাস মেলে। না হলে ঘরের মধ্যে একটি পাত্রে পানি নিয়ে তাতে জুঁই ফুল ছড়িয়ে রাখলেও সুবাসে ঘর ভরে যায়। ক্লান্ত শরীরে ঘরে ফিরলে সেই গন্ধ নিমেষে মন ভালো করে দেয়।

গোলাপ
গোলাপের রূপ-গন্ধ নিয়ে আলাদা কিছু বলার অপেক্ষা থাকে না। কবিতা থেকে গান, প্রেম সর্বত্রই এই ফুল। অ্যারোমাথেরাপিতে এই ফুলের ব্যবহার হয় মানসিক চাপ ও উদ্বেগ কমাতে। এই ফুলের সুবাস মন ফুরফুরে রাখে।

সূত্র: ইত্তেফাক




প্রশিক্ষণ কক্ষেই মারা গেলেন সহকারী শিক্ষিকা

প্রশিক্ষণ কক্ষেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মূর্শিদা খাতুন মৌসুমী (৪২)।গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে গাংনী উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মূর্শিদা খাতুন মৌসুমী গাংনী উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম বলেন, শিক্ষাক্রম বিস্তরণ-২০২৪ এর আওতায় তিনদিন ব্যাপি শিক্ষকেদর প্রশিক্ষণ চলছে। আজ ছিল প্রশিক্ষণের দ্বিতীয় দিন। ঘটনার সময় শিক্ষিকা মৌসূমীর পাঠ প্রদর্শন চলছিল। পাঠ প্রদর্শণ চলা অবস্থায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গাংনী সরকারি প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার (এটিও) আরিফুল ইসলাম ও মেহেরপুর পিটিআই এর প্রশিক্ষক আনিছুর রহমান প্রশিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস জানান, ওই শিক্ষিকা হাসপাতালের আসার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে হার্ট এট্যাক হয়ে তার মৃত্যু হয়েছে।




ঝিনাইদহে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি পিন্টু লাল দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ঝিনাইদহ টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, , উপজেলা ও জেলা ক্রীড়া অফিস সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এতে অংশগ্রহণ করে উজেলার ৪টি বিদ্যালয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় কাবাডি দল।