আলমডাঙ্গায় পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখান্ত

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। অবৈধ পদোন্নতি,বিনা রশিদে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়সহ নানা অভিযোগে ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুনিয়র শিক্ষক হতে অবৈধভাবে পদোন্নতি গ্রহণ পেয়েছেন। বিনা রশিদে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়। পেশাগত অসদাচরণ,বিশেষ করে বর্তমান ম্যানেজিং কমিটির সাথে অসদাচরণ,কমিটির নির্দেশনা অমান্য করা, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত ও বহিঃ বাংলাদেশ ছুটি ছাড়াই ভারতে অবস্থান করা, কারণ দর্শানো পত্রের  দাখিল না করা ইত্যাদি। এসব বিষয় তাকে গত ২০২২ সালের ৪ ডিসেম্বর, চলতি ২৪ সালের ১৩ এপ্রিল, ২৩ এপ্রিল ও ৫ মে কারণ দর্শানো পত্র প্রেরণ করা হলেও শুধু মাত্র ২৩ এপ্রিল কারণ দর্শানোর জবাব ৫ মে দাখিল করেন। ম্যানেজিং কমিটির কাছে এ জবাব সন্তোষজনক মনে না হওয়ায় পুনরায় জবাব দাখিল করার জন্য ৫ মে কারণ দর্শানে পত্র প্রেরণ করেন। কিন্তু এর কোন জবাব দেননি প্রধান শিক্ষক।

এ সংক্রান্ত বিষয়ে গত ১৩ মে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভা দিন ধার্য্য করলে প্রধান শিক্ষক ৪ দিনের মেডিকেল ছুটির দরখাস্ত দিয়ে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এমতাবস্থায় গত ১৩ মে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ১৬ মে থেকে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে ২২ মে’র মধ্যে প্রধান শিক্ষকের সকল ক্ষমতা ও দ্বায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।




উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি কোটচাঁদপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি কোটচাঁদপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় বাজেবানদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন হয়। নির্বাচনে বাবুল জোয়াদ্দার সভাপতি,কামরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১০ সালে কোটচাঁদপুর শিক্ষক সমিতির নির্বাচন হয়। ওই নির্বাচনে ওয়াছিউল আলম এবং বাবুল জোয়ার্দার প্যানেল বিজয়ী হয়।

এতদিন তারাই নির্বাচিত নেতা ছিলেন। এরপর আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি কোটচাঁদপুরে । আজ শনিবার কোটচাঁদপুরে আবারও শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

যার মধ্যে সভাপতি পদে বড়বামনদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল জোয়ার্দার,কোটচাঁদপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল আক্তার। সাধারন সম্পাদক পদে মানিকদিহি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানুজ্জামান ও নওদাগা কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামান।

আজ শনিবার সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত কোটচাঁদপুর বাজেবামনদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলে ভোট গ্রহন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন।
এ নির্বাচনে ৪৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এরমধ্যে ২৪৩ ভোট পেয়ে বড়বামনদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাবুল জোয়ার্দার সভাপতি আর ২০৯ ভোট পেয়ে নওদাগা কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহের সাধারণ সম্পাদক শিক্ষক ইয়ারুল ইসলাম।




মেহেরপুরে জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে জাহিদ-রাশেদ প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬ পদে জয় পেয়েছে। প্রতিদ্বন্দ্বী আমিরুল-কানাই প্যানেলে ৯ প্রার্থী নির্বাচিত হয়েছে।

আজ শনিবার (১৮ মে) সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে একটানা ভোটগ্রহণ হয়। মোট ১৩১ ভোট থেকে কাস্ট হয়েছে ১২৬টি।

এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রফিকুল ইসলাম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আব্দুস সাত্তার জাহিদ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম পেয়েছেন ৪৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ রাশেদ হাসান। তার প্রাপ্ত ভোট ৭১। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহাজুল ইসলাম কানাই পেয়েছেন ৫৪ ভোট।

নির্বাচনে আমিরুল-কানাই প্যানেলে সহ-সভাপতি মোজাম্মেল হক ৭৩ ভোট, রেজাউল হক ৬৩ ভোট পেয়ে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক পদে নূর মোহাম্মদ ৮৪ ভোট, কে এম পিয়ারুল হাসান ৬০ ভোটে যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ৭৬ ভোট, কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

জাহিদ-রাশেদ প্যানেল থেকে দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল রেজা ৫৭ ভোট, প্রচার সম্পাদক রুপ চাঁদ আলি ৫৯ ভোট এবং নির্বাহী সদস্য পদে রাব্বি ইসলাম ৮২ ভোট, ইমন আলি ৬৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

নির্বাহী সদস্য পদে সম্রাট মিয়া ৭৫ ভোট,উজ্জ্বল হোসেন ৭৪ ভোট, শামসুল আরেফিন ৫৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

এসময় সহকারী নির্বাচন কমিশনার এ্যাডঃ নাগিব মাহফুজ জুয়েল, মুখলেসুর রহমান স্বপন, আল মামুন অনল, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।




কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় ইউনুস আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন। নিহত ইউনুস আলী কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোদ্দ বনগ্রামের বাসিন্দা।

আজ শনিবার (১৮ মে) সকালের দিকে উপজেলার খোর্দ্দ বনগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে ৭টার দিকে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তার আলী ও তার লোকজন মিলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় ইউনুসকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, সকালে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে ইউনুস আলী জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।

তিনি আরও জানান, নিহত ইউনুস আলী ও মুক্তার আলী একে অপরের আত্মীয়। সম্পর্কে বেয়াই। তাদের উভয়ের ছেলে মেয়ের সাথে বিবাহবিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে অশান্তি বিরাজ করছিলো। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




কোটচাঁদপুরে এএস আই তৌফিকের বিরুদ্ধে টাকা নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ

কোটচাঁদপুর থানার সহউপপরিদর্শক (এএসআই) তৌফিকের বিরুদ্ধে মাদক সেবীদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ থাকলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। তবে ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নাই বলে দাবি করেছেন,ওই কর্মকর্তা। বিষয়টি জেনেছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বললেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন।

জানা যায়,গেল ৭ এপ্রিল (শনিবার) সন্ধ্যা রাতে কোটচাঁদপুর সুইপার পাড়া থেকে গাঁজা কেনার সময় হাতে-নাতে ধরেন তিন জন মাদক সেবীকে। এরা হলেন,আরিফ হোসেন, রিপন হোসেন ও আলামিন হোসেন। তাদের বাড়ি মহেশপুরের আলমপুর গ্রামে। ওই তিন জনকে আটকের পর সারারাত তাদেরকে থানা হাজতে রাখেন ওই কর্মকর্তা।

পরের দিন রবিবার সকালে ছেড়ে দেন আলামিন ও রিপন হোসেনকে। আর আদালতে পাঠান আরিফ হোসেন কে। বিষয়টি নিয়ে ওই সময় বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইনে সংবাদ ও প্রকাশিত হয় তৌফিকের বিরুদ্ধে। এরপরও বহাল তবিয়তে রয়েছেন তিনি থানায়।

এরপর গেল মঙ্গলবার (১৪ মে) তারিখে দুপুর বেলা কোটচাঁদপুরের বলুহর সড়কের ময়লাপোতা নামকস্থান থেকে মাদক সেবী আতিয়ার রহমান ফকির ও আমির হোসেনকে আটক করেন থানার এএসআই তৌফিক হোসেন।

এরপর তাদের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া তিনি কোটচাঁদপুর থানায় যোগদানের পর থেকে বেশ কিছু মটর সাইকেল আরোহী কাগজ পত্র পরিক্ষা নিরিক্ষার কথা বলে টাকা নেন। এরপর তাদের মটর সাইকেল ছেড়ে দেন বলে জানা গেছে।

তবে ওই সব ঘটনার সঙ্গে তাঁর কোন সম্পৃত্ততা নাই বলে দাবি করেছেন তিনি। এএসআই তৌফিক বলেন,আমি কোন মাদক সেবী আটক করি নাই। এ ছাড়া কারোর কাছ থেকে টাকা নেয়নি।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,ঘটনাটি শুনেছি। আমার জানামতে তৌফিক তাদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।




হোয়াটসঅ্যাপে প্রতারণা এড়াতে করণীয়

বর্তমানে সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি এবং উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই অ্যাপটি জনপ্রিয়। ব্যবহারকারীদের সাইবার হামলাসহ প্রতারণা এড়াতে বেশকিছু নিরাপত্তা–সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে।

অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ বন্ধু এবং আত্মীয়ের ছদ্মবেশে প্রতারণা করছে প্রতারকরা। এক্ষেত্রে তারা প্রেফাইল ছবিসহ কিছু কৌশল নিয়ে থাকে। এ জন্য পরিচিত ব্যক্তির পরিচয়ে আলাদা নম্বর থেকে মেসেজ করলে বা টাকা চাইলে অবশ্যই ব্যক্তির পরিচয় যাচাই করতে হবে।

সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনার দিকে দৃষ্টি দেওয়া যাক- হিমাংশু নামে এক যুবক হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো ব্যবহার করে প্রতারকরা তার কলেজের চার বন্ধুকে টাকা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। আর, এই ঘটনাটি তখন প্রকাশ্যে আসে যখন হিমাংশুর এক বন্ধু তাকে ফোন করে জানায় যে, কেউ একজন হিমাংশুর প্রোফাইল ফটো ব্যবহার করে তাকে মেসেজ করে ২ হাজার টাকা পাঠাতে বলছে, যা ছিল প্রতারণা।

প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে

১. যোগাযোগের বিবরণ অনলাইনে শেয়ার করার সময় সতর্কতা অবলম্বন করুন।

২. যদি কেউ কল, ইমেইল অথবা মেসেজের মাধ্যমে ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য জানতে চায়, তাহলে অবিলম্বে সতর্ক হয়ে যাবেন।

৩. অজানা সোর্স থেকে আসা কোনো মেসেজের লিঙ্কে কখনো ক্লিক করবেন না অথবা অজানা সোর্স থেকে কোনো কিছু ডাউনলোড করবেন না।

৪. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

৫. মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করুন।

৬. সংবেদনশীল ডেটা রক্ষা করতে এনক্রিপশন ব্যবহার করুন।

সূত্র: কালবেলা




ঝিনাইদহে স্বপ্নচারু একাডেমি অফ ফাইন আর্টসে চিত্রাংকন প্রতিযোগিতা

“স্বপ্ন যখন ভেসে বেড়ায় ধরবে বল কে ! “স্বপ্ন দেখে ক্ষুদে শিল্পী হবে সেরা আঁকিয়ে” এ শ্লোগানে ঝিনাইদহে স্বপ্নচারু একাডেমি অফ ফাইন আর্টস আয়োজিত সেরা আঁকিয়ে আউটডোরে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছোট্ট ছোট্ট সোনামণিদের অংশগ্রহণে অনেক সুন্দর একটি সেরা আঁকিয়ে আউটডোর সরাসরি পরিবেশকে দেখে রং তুলিতে ফুটিয়ে তুলতে ব্যস্ত একদল ক্ষুদে শিল্পী। তাদের চোখ স্বপ্ন দেখে না, স্বপ্ন আঁকা শেখে।

এ উপলক্ষে সদর উপজেলার হাটগোপালপুর শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এটি এম সামসুজ্জামানের সভাপতিত্বে ও স্বপ্নচারু একাডেমি অফ ফাইন আর্টসের পরিচালক শাহিন চারুদেশ’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

সে সময় অত্র প্রতিষ্ঠানের পরিচালক শাহিন চারুদেশ বলেন, এ ধরনের চিত্রাংকন আয়োজন আমাদের শিশুর মননশীল চিন্তা শক্তিকে বেগবান করতে ও সামাজিক মুল্যবোধ সৃষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ বহন করে শিশুর মননশীল চিন্তা চেতনাকে জাগ্রত করতে আমাদের সমাজে লেখাপড়ার পাশাপাশি এ ধরনের আয়োজন প্রয়োজন এতে আমাদের যুবসমাজ কে সঠিক পথে পরিচালনা করতে সহায়তা করবে যাতে আমাদের সমাজে মাদকের মাদকাসক্তি অন্যায়মূলক কর্মকান্ড থেকে সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন আগামীতে এ ধরনের আয়োজন আরো করবেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা ।




নিয়োগ দেবে প্রাণ-আরএফএল গ্রুপ

প্রাণ-আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে প্রতিষ্ঠানটিতে কাজ করতে চাইলে আবেদন করতে পারেন।

পদের নাম

ট্রেইনি ইঞ্জিনিয়ার।

যোগ্যতা

প্রার্থীকে বিএসসি (সিএসই) পাস হতে হবে। অভিজ্ঞতা: ০২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: ২২-৩০ বছর।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

২০ মে, ২০২৪

সূত্র : বিডিজবস ডটকম




ঝিনাইদহে কৈশোর মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান

“কৈশোর কর্মসূচি, মেধা ও মননে সুন্দর আগামী” এ শ্লোগানে ঝিনাইদহে উপজেলা পর্যায়ে কৈশোর মেলা মেরাথন দৌড় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের পবহাটী বলফিল্ডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সৃজনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোহেলী পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ শাখার চেয়ারম্যান এম. হারুন অর রশীদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ সারাফত হোসেন, সৃজনী ফাউন্ডেশনের ব্যবস্থাপক (অর্থ) অর্জুন কুমার মজুমদার, কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন এস এম শান্তনুর রহমান। সেসময় সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের কৈশোর কর্মসূচি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




প্রচারণায় জমে উঠেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচন

আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে মিরপুর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দ্বিতীয় ধাপের মিরপুর উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ২১ মে দ্বিতীয় ধাপে এ উপজেলায় যে ভোট হবে। তাতে চেয়ারম্যান পদপার্থীদের লড়াই জমবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এবারের মিরপুর উপজেলা পরিষদের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম দোয়াত কলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন আনারস এবং শরিফুল ইসলাম লিটন মোটর সাইকেল প্রতীকে নির্বাচন করছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার (তালা), মাসুদুর রহমান মাসুদ (টিউবওয়েল), সোহাগ আহম্মেদ (উড়োজাহাজ) এবং শাকিলুর রহমান বিটু (টিয়া পাখি) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন (হাঁস) এবং এ্যাডভোকেট মর্জিনা খাতুন (কলস) প্রতীক নিয়ে লড়ছেন। চেয়ারম্যান পদে মুলত এ্যাডভোকেট আব্দুল হালিম ও কামাল হোসেনের লড়াই জমে উঠেছে।

এদিকে দুই চেয়ারম্যান প্রার্থীই নির্বাচনী প্রচার জোরদার করার পাশাপাশি নিজ নিজ কৌশল প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নির্বাচনের শেষ প্রান্তে এসে নানামুখী মেরুকরণ হচ্ছে। প্রার্থীদের জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ। ভোটাররা মনে করছেন, দোয়াত কলম ও আনারস প্রতীকের মধ্যে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ফলাফল কি হয় তা দেখার জন্য উপজেলাবাসীর চোখ এখন নির্বাচনের দিনের দিকে।

নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। তাই মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন। বাসায় ফিরে পরের দিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছেন। কে কার চেয়ে বেশি কৌশল প্রয়োগ করে নিজের অবস্থান জোরদার করবেন এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর এ কৌশল প্রয়োগ করেই যার যার ভোট ব্যাংকের বাইরে থাকা ভোটারদের কাছে টানার চেষ্টা চলছে। আর এ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি নিয়েছে।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ। ছোট-বড় বিভিন্ন রাজনৈতিক দল, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সমর্থন এবং প্রশাসনিক লোকজনের অবস্থানের ওপর নির্ভর করে নানামুখী সমীকরণ আলোচনায় আসছে। প্রার্থীদের মধ্যে কার পাল্লা ভারি তাও নির্ভর করছে এই সমীকরণের ওপর। এখন পর্যন্ত মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ প্রশংসনীয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। তাই সুষ্ঠু ভোট হলে দুই চেয়ারম্যান প্রার্থীই বিজয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রচারযুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, আব্দুল হালিম। অপরদিকে আওয়ামীলীগের আরেকপ্রার্থী কামাল হোসেনও প্রচারযুদ্ধে পিছিয়ে নেই।

ভোটারদের একাংশ বলছেন, সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতায় এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। এসময় অকল্পনীয় উন্নয়ন হয়েছে এ উপজেলায়।

গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে হারিয়ে এমপি নির্বাচিত নির্বাচিত হওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছে। আগামীতে এ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান এ্যাড. আব্দুল হালিম।

এদিকে মিরপুর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন গত বৃহস্পতিবার (১৬ মে) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তার অনুসারী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হালিম তার পেটুয়া বাহিনী দিয়ে আমার নির্বাচনের কর্মী, সমর্থকদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তারা আমার পোষ্টার, ফেষ্টুন ছিঁড়ে ফেলছে। ভোটারদের ভোট দিতে কেন্দ্রে যেন না যায় সেজন্য সাধারণ ভোটারদেরকেও নিষেধ করছে। আমি এ বিষয়ে জেলা রির্টানিং অফিসার ও কুষ্টিয়া জেলা প্রশাসকসহ প্রশাসনের সকল দফতরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকেও অবগতি করেছি।

অপরদিকে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ অনাগ্রহ দুটোই রয়েছে। তবে সবকিছুই নির্ভর করবে ভোটের দিনের পরিবেশের ওপর। পরিবেশ ভালো থাকলে মানুষ ভোট দিতে যাবে।

বারুইপাড়া ইউনিয়নের নতুন ভোটার আলামিন বলেন ভোট দেবেন প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, সততা , আমি এবার প্রথম ভোট দেবো। অবশ্যই যোগ্যতা দেখে ভোট দেবো। তবে সুষ্ঠু পরিবেশ থাকলে ভোটকেন্দ্রে যাবো।

উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ অনাগ্রহ দুটোই রয়েছে। তবে সবকিছুই নির্ভর করবে ভোটের দিনের পরিবেশের ওপর। পরিবেশ ভালো থাকলে মানুষ ভোট দিতে যাবে।

মালিহাদ ইউনিয়নের আব্দুর রহমান বলেন, আমরা সাধারণ মানুষ চিন্তায় আছি, কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব কিনা জানিনা।

বিগত ৫ বছরের ধারাবাহিক উন্নয়নের বর্ণনা তুলে ধরে দোয়াত কলমের প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিক উন্নয়নে পাল্টে গেছে এ উপজেলার দৃশ্যপট। মাহবুব উল আলম হানিফের দিকনির্দেশনা ও সহযোগিতায় উপজেলায় শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি নানা অবকাঠামো উন্নয়ন করেছেন। অসংখ্য মসজিদ, মন্দির ও বিহার নির্মাণ, বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্টসহ অগণিত উন্নয়ন দৃশ্যমান। এছাড়া কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি আরও জানান, উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে মিরপুরবাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সর্বোপরি জনগণের সার্বিক উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ের বিকাশে সব পক্ষকে নিয়ে দলমত নির্বিশেষে কাজ করা হবে। এছাড়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমৃদ্ধ মিরপুর গড়ে তোলার কথা জানান এ চেয়ারম্যান প্রার্থী।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিবি করিমুন্নেছা জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সব ধরনের কঠোর ব্যবস্থা থাকবে। কোথাও কোন প্রকার আচরণ বিধিলঙ্ঘন হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।