মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

মেহেরপুর সদরে সালেহা খাতুন নামের তিন সন্তানের জননীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী এলাহি বক্স।

আজ শুক্রবার সকালে সদর উপজেলার গোভীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকাবাসী তার স্বামীকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। এলাহি বক্স একই গোভিপুর ভিটাপাড়ার খোদা বাক্সের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে নামেন। এসময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। পরে ছালেহা খাতুনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা আরও জানান, এলাহি বক্স মানসিক রোগী। তবে কি কারনে তার স্ত্রীকে হত্যা করল সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসি খুনিএলাহী বক্সকে ধরিয়ে দিয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার উদ্দেশ্যে জানা যাবে।




গাংনীতে ধান কাটতে বাঁধা দেওয়ায় জমির মালিকের উপর হামলা

মেহেরপুরের গাংনীতে জমিতে জোর করে ধান কাটতে বাঁধা দেওয়ায় জমির মালিক মুনতাজ আলীকে (৪৩) পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত মুনতাজ আলী জুগিরগোফা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। এলাকার মতিউর রহমান ওরফে  উজ্জ্বল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
আহত মুনতাজ আলী বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ঠেকাতে গেলে প্রতিবেশী মাসুম আলী ও তার স্ত্রী আঙ্গুরা খাতুন ঠেকাতে গেলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে উজ্জ্বল ।
জানা গেছে, জুগিরগোফা গ্রামের  আব্দুল বারীর ছেলে উজ্জ্বল গতকাল বৃহস্পতিবার বিকালে মুনতাজ আলীর জমিতে জোর করে ধান কেটে গাড়ি বোঝাই করে নিয়ে আসছিলেন। এসময় মুনতাজ আলী তাকে ধান কাটছেন কেনো জানতে চাইলে বাকবিতন্ডা শুরু হয়। এক পঅযায়ে জমির মালিক মুনতাজ আলীকে মারপিট শুরু করে। শারীরিক নির্যাতনের পাশাপাশি রাস্তার উপর আছাঁড় মারে।
এ সময় প্রতিবেশী  মাসুম আলী ও তার স্ত্রী আঙ্গুরা তাকে ঠেকাতে গেলে তাদেরও পিটিয়ে  রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহত মুনতাজ আলী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা নাম না প্রকাশের শর্তে জানান, মতিউর রহমান ওরফে উজ্জ্বল একজন মাদকাসক্ত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রামের অনেকেই তার নির্যাতনের স্বীকার।



আলমডাঙ্গায় প্রেমিক যুগলের গলায় জুতার মালা: ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিওরবিলা গ্রামের প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ তুলে প্রেমিক যুগলের গলায় জুতার মালা পরিয়ে মারধর ও চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ এ সংক্রান্ত আদেশ জারি করে। গত ৭ মে রাষ্ট্রপ্রতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আনিসুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশ জারি করা হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা ১ এ সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়েছে যে,”  খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসীর আহমেদ মল্লিক লালের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। যার  মামলা নং-১ (জি.আর ১৫৫/২০২৩), তারিখ: ১২/১০/২০২৩। মামলাটি চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯- এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।
জেলা প্রশাসকের সুপারিশের কারণে আলমডাঙ্গা উপজেলাধীন খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাফসীর আহমেদ মল্লিক (লাল)-এর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। যেকারণে খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসীর আহমেদ মল্লিকের (লাল)  সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।”
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন



আলমডাঙ্গা প্রার্থীতা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীতা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতিকের প্রার্থী আ: মমিন চৌধুরী ডাবু। আজ বৃহস্পতিবার আলমডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে আ: মমিন চৌধুরী ডাবু উল্লেখ করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি একজন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে তিনি ছিলেন এবং আছেন। তাঁর প্রতিক আনারস। এই নির্বাচনে তাঁকে নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, যা মোটেও সত্য নয় উল্লেখ করে তিনি বলেন,আমি দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই আমি জনগণের সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাঁদের সেবার লক্ষেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ভোটের মাঠে আছি।

গতকাল ৮ মে আলমডাঙ্গায় একটি মত বিনিময় সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম। আমার মত সেখানে অন্য প্রার্থীও ছিল। সেখানে অন্য কোন বিষয় নিয়ে কোন কথা হয়নি। সেই মতবিনিময় সভা থেকে একটি ছবি তুলে ফেসবুকে দিয়ে আমাকে হেয় করার জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা কোন মতেই সঠিক নয়। আমি আ: মমিন চৌধুরী ডাবু জনগণের প্রার্থী ছিলাম, আছি এবং ভোটের শেষ পর্যন্ত থাকবো।

আপনারারা কেউ কোন প্রকার বিভ্রান্তিতে কান না দিয়ে আসন্ন ২১ মের নির্বাচনে আমাকে আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, ভবিষতেও পাশে থাকবো ইনশাল্লাহ।




মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নবনির্বাচিত মেহেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেসা (লতা) কে ফুলের শুভেচ্ছা।

আজ বৃহস্পতিবার রাতে নবনির্বাচিত মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফুন নেসা (লতা) নিজস্ব কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াদ আজিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিন ইসলাম তানিম, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল অন্তর, রিঙ্কু মাহমুদ, শাহিদুল ইসলাম মানিক, খালেদ হাসান মিন্টু, মাকসুদুল আলম মিথেন, নাহিদুজ্জামান নাহিদ, সোহানুজ্জামান জয় এবং জাব্বারুল ইসলাম সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।




মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নবনির্বাচিত মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামকে ফুলের শুভেচ্ছা।

আজ বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে নবনির্বাচিত মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াদ আজিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিন ইসলাম তানিম, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল অন্তর, রিঙ্কু মাহমুদ, শাহিদুল ইসলাম মানিক, খালেদ হাসান মিন্টু, মাকসুদুল আলম মিথেন, নাহিদুজ্জামান নাহিদ, সোহানুজ্জামান জয় এবং জাব্বারুল ইসলাম সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।




মেহেরপুর সদরে ২৫.৮৯ ও মুজিবনগরে ৪২.৬৩ শতাংশ ভোট পোল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মেহেরপুর সদরে ২৫.৮৯ শতাংশ এবং মুজিবনগর উপজেলায় ৪২.৬৩ শতাংশ ভোট পোল হয়েছে।

মেহেরপুর সদর উপজেলায় ২ লক্ষ ১৮ হাজার ৮০৪ জন ভোটারের মধ্যে ৫৬ হাজার ৬৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ২৫.৮৯ শতাংশ। প্রদত্ত ভোটে ১ হাজার ৯৭১ টি ভোট বাতিল হয়েছে।

মুজিবনগর উপজেলা ৮৫ হাজার ২৫৯ জন ভোটারের মধ্যে ৩৬ হাজার ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ৪২.৬৩ শতাংশ। এর মধ্যে ১ হাজার ১৮ টি ভোট বাতিল হয়ে যায়।

মেহেরপুর ও মুজিবনগর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।




স্নাতক পাসে চাকরি দেবে মেঘনা গ্রুপ

বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যবসায়িক সংস্থা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ডেপুটি ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৭ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)

পদ ও বিভাগের নাম : ডেপুটি ম্যানেজার-লজিস্টিকস, সিমেন্ট

পদসংখ্যা : নির্ধারিত নয়

বয়স : কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ১৭ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান ডিগ্রি

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : ফ্রেশ ভিলা, হাউস # ১৫, রোড # ৩৪, গুলশান-১, ঢাকা- ১২১২ অথবা এফএমসিজি অফিস, বাড়ি # ২৩, রোড # ২৪, গুলশান-২, ঢাকা-১২১২




এক মঞ্চে গাংনীর প্রার্থীরা

মানুষের খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ মৌলিক ও মানবিক চাহিদা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে উদ্যোগ গ্রহণ ও পারস্পারিক সহযোগীতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবেন বলে অঙ্গিকার করলেন গাংনীর  চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান প্রার্থীরা।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গাংনী উপজেলা শাখা আয়োজিত প্রতিদ্বন্দ্বীতাকারি প্রার্থীদের নিয়ে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠানে এই অঙ্গিকার ব্যাক্ত করেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের  চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ টার সময় গাংনী আলিয়া মাদ্রাসা চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার প্রীতম সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম, নির্বাচন অফিসার কামরুল আহসান, সাংস্কৃতিক সংগঠক ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র সিরাজুল ইসলাম।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, এমএ খালেক, লাইলা আরজুমান বানু শিলা, মোখলেছুর রহমান মুকুল, এ কে এম শফিকুল আলম, জুলফিকার আলী ভূট্টো, অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, মুকুল জোয়ার্দ্দার।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মো: ফারুক হাসান, মো: দেলোয়ার হোসেন মিঠু, মো: রেজাউল করিম, মহিলা ভাইসচেয়ারম্যান পদের প্রার্থী ফারহানা ইয়াসমিন, নাসিমা খাতুন ও জাকিয়া আক্তার।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর এরিয়া সমন্বয়কারি খোরশেদ আলম, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গাংনী উপজেলার সমন্বয়ক প্রভাষক রফিকুল আলম বকুল ও পিএফজির সদস্য প্রভাষক মহিবুর রহমান মিন্টু অনুষ্ঠানে সঞ্চালকের দায়ীত্ব পালন করেন।

অনুষ্ঠানে জণগনের প্রশ্নের জবাবে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে, উপজেলা পরিষদকে দূর্ণীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমুলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো। নারীর অবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সকল মানুষের সার্বিক জীবন মানের উন্নয়নের জন্য কাজ করার পাশাপাশি ইভটিজিং বন্ধসহ নারী নির্যাতন, বহু বিবাহ, বাল্যবিবাহ বন্ধ, যৌতুকসহ নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। নির্বাচিত হলে এলাকার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার ও প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রতি বিশেষ নজর দিয়ে তাদের উন্নয়নে ভূমিকা পালন করারও প্রতিশ্রম্নতি ব্যাক্ত করেন প্রার্থীরা।

এসময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া কো অর্ডিনেটর হেলাল উদ্দীন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজির সদস্য সৈয়দ জাকির হোসেন, করমদি ডিগ্রী কলেজের প্রভাষক ও পিএফজির সদস্য আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টু, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিএফজির সদস্য মাহবুবুল আলম, সাংবাদিক ও পিএফজির সদস্য জুলফিকার আলী কাননসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের অংশগ্রহণকারী ৬ জন চেয়ারম্যান, ৩ জন ভাইসচেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী এক অপরের হাতে হাত রেখে দুহাত তুলে সুন্দর ও সোহাদ্যর্পূর্ণ গাংনী গড়ে তোলার অঙ্গিকার করেন।




হোয়াটসঅ্যাপে নতুন ফিচার আসছে

ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর সময় বাঁচাতে বিভিন্ন চ্যানেলকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৯ মে) হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

২০২৩ সালে হোয়াটসঅ্যাপে চ্যানেল যোগ করেন মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। এবার সেই চ্যানেলগুলো থেকে নিজের পছন্দমতো একটি সহজেই খুঁজে পেতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। জানা গেছে, আপডেটটি খুব দ্রুতই ব্যবহারকারীদের ডিভাইসে চলে আসবে।

চ্যানেলগুলো নতুন সম্প্রচারের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। যা ব্যবহার করে অনেকেই তাদের ফলোয়ারদের জন্য সাধারণ বার্তা পাঠাতে পারবে। জানা যায়, এই চ্যানেলগুলোকে ৭টি ভাগে ভাগ করা হচ্ছে। ব্যবসা, বিনোদন, লাইফস্টাইল, তথ্য ও সংবাদ, সংস্থা, ব্যক্তিবিশেষ এবং খেলাধুলা।

ফিচারটি চলে আসার সঙ্গে সঙ্গেই চ্যানেলগুলো এসব ক্যাটাগরির মাধ্যমে আলাদা হয়ে যাবে। যার কারণে ব্যবহারকারীদের অযথা চ্যানেল খোঁজার ঝামেলা নিতে হবে না। এতে করে সময়ও বাঁচবে। একই সঙ্গে এসব ক্যাটাগরিতে নিজের পছন্দসই কন্টেন্ট খুঁজে বের করার আরও আপডেট আসবে বলে জানায় হোয়াটসঅ্যাপ। লোকেশন বা স্থান ট্র্যাক করে ব্যবহারকারীদের আগ্রহের কন্টেন্টগুলোকে সামনে আনতে আপডেটে কাজ করা হবে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

সূত্র: কালবেলা