আবারো দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় : ভাঙলো টানা দশ বছরের রেকর্ড

আবরো দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা ১৭ দিন চলছে তীব্র তাপ প্রবাহ থেকে খুব তীব্র তাপ প্রবাহ।

চুয়াডাঙ্গা টানা দশ বছরের রেকর্ড ভাঙলো আজ সোমবারের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস যা এখন পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ছিল ১৩ শতাংশ। বেলা ৩টার পর আবাহওয়া অধিদপ্তর মেহেরপুর প্রতিদিন কে বিষয়টি নিশ্চিত করেছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ যেন কমছেই না। প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে এই জেলার জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। জীবন ও জীবিকার তাগিদে অসহনীয় গরমেই কাজ করতে হচ্ছে।

সূর্যের প্রচন্ড খরতাপের নীচে জমিতে কাজ করছেন দিন মজুররা। তাদের অনেকে ভাষ্য জীবিকার তাগিদে গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে তাদের।

গরমে এ জেলার অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। শিশু এবং কিশোররা রয়েছেন বেশি ঝুঁকিতে। ভিড় বাড়ছে জেলা সদর হাসপাতালে। পানি শূন্যতায় ভুগছেন অনেকেই।




গাংনীর কাথুলী ইউনিয়নে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুকের জনসংযোগ

গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও জনসংযোগ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন।

আজ বিকেল ৫ টার সময় কাথুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সহগলপুর থেকে আসন্ন ৬ষ্ঠ বারের মত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ফারুক হোসেন জনগনের সাথে গনসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর নবীর উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাদ্দেস আলী, শামীম হোসেন সহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় সহগলপুর গ্রাম থেকে জনসংযোগ শুরু কাথুলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনগনের সাথে সাক্ষাৎ করার কথা জানিয়ে যাত্রা শুরু করেন।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন জানান, আমি পেশায় একজন ব্যবসায়ী ব্যবসা থেকে টাকা উপার্জন করে যতটুকু পেরেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ছোট বেলা থেকেই মানবিক কাজে এগিয়ে যেতে পছন্দ করতাম সেই সুবাদে মানুষের পাশে থাকার জন্য আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। যাতে করে মানুষের পাশে থাকার জন্য এই দায়িত্ব আমাকে দায়বদ্ধতায় পরিনত করে।আগামী তে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি জনগনের সাথে এবং পাশে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।




মেহেরপুরে কমিউনিটি টাউন হল সভা অনুষ্ঠিত

মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে মেহেরপুর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি স্থাপনের দাবিতে কমিউনিটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে শহরের লা ভোগ রেস্টুরেন্টে ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সভার আয়োজন করে।

পরে বেলা সাড়ে ১২ টার সময় সুশীল সমাজ ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমানের নিকট মেহেরপুরে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জালাল, উপপ্রচার-প্রচারণা সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যডভোকেট সাইদুর রাজ্জাক, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব আহমেদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়াসহ আওয়ামী লীগ ও বিএনপির, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে YEH এর যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ও বসুন্ধরা শুভ সংঘের মেহেরপুর জেলা সাধারন সম্পাদক পলাশ আহম্মেদসহ, রেড ক্রিসেন্ট জেলা সভাপতি শান্ত ইসলাম সহ নেতৃবৃন্দরা, সুশীল সমাজ ও তরুণ সংস্থাগুলোর প্রতিনিধিগণ স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন।




পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি সুযোগ

বাংলাদেশের বেসরকারি খাতে স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থাপনায় নেতৃস্থানীয় করপোরেট হাউস পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি. নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম : পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি.

পদ ও বিভাগের নাম : এক্সিকিউটিভ, সাপ্লাই চেইন

পদসংখ্যা : নির্ধারিত নয়

বয়স : সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ১ থেকে ৩ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল, ২০২৪

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মঘণ্টা : ফুল টাইম

আবেদনের শেষ তারিখ : ৭ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি

অন্যান্য দক্ষতা ও অভিজ্ঞতা : এমএস ওয়ার্ড, এক্সেল- দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সক্রিয়, স্মার্ট, ইতিবাচক মনোভাব, আন্তরিক, সৎ ও ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : তহবিল, গ্র্যাচুইটি, বছরে ৩টি বোনাস, ভাড়া সহায়তা, মোবাইল ভাতা, লাভ বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, সাপ্তাহিক ছুটি দুদিন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে  ক্লিক করুন।

ঠিকানা : শেলটেক পান্থকুঞ্জ, ১৭ শুক্রাবাদ, পশ্চিম পান্থপথ, ধানমন্ডি, ঢাকা- ১২০৭




মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের রচনা প্রতিযোগিতায় প্রথম নাফিউল

মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন নাফিউল ইসলাম।

আজ সোমবার সকাল থেকে কবি কাজী নজরুল শিক্ষা মন্জিলে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মেহেরপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নাফিউল ইসলাম ঘর গ্রুপের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে নাফিউল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মোহাম্মদ ফয়েজ শেখের ছেলে।

নির্ধারিত বক্তৃতা ও রচনা প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় শুভেচ্ছা জানিয়েছেন মেহেরপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সুশীল সমাজ।

নাফিউল ইসলাম লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও কাজ করে চলেছেন।




সানস্ট্রোকের লক্ষণ ও প্রতিকার

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। হঠাৎ তাপমাত্রার এমন উর্ধ্বগতিতে সবারই হাঁসফাঁস অবস্থা। এর ফলে একদিকে যেমন বাড়ছে অস্বস্তি, তেমনি বাড়ছে হিট স্ট্রোক বা সান স্ট্রোকের ঝুঁকি। তবে ছোট ছোট কিছু পদক্ষেপে সহজেই এ ঝুঁকি এড়ানো সম্ভব। সেইসঙ্গে সম্ভব আশপাশে গরমে অসুস্থ হয়ে পড়া কোনো মানুষের জীবন রক্ষাও।

হিট স্ট্রোক কী?
তীব্র এ গরমে দীর্ঘ সময় রোদে থাকলে বা শারীরিক পরিশ্রম করলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। তবে কোনো কারণে তা ১০৪ ডিগ্রির বেশি হলে মানুষের রক্তচাপ কমে যায়, এমনকি অচেতনও হয়ে পড়তে পারে। এ সমস্যাকে চিকিত্সাবিজ্ঞানের ভাষায় ‘হিট স্ট্রোক’ বলে। যথাসময়ে চিকিত্সা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ও ক্লিনিক্যাল ফার্মাকোলজির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুনীরউদ্দিন আহমেদ জানাচ্ছেন কিছু অভিমত।

লক্ষণ

.মাথা ঝিমঝিম।
.অসংলগ্ন আচরণ।
.নিশ্বাস দ্রুত হওয়া।
.রক্তচাপ কমে যাওয়া।
.ঘাম বন্ধ হয়ে যাওয়া ও ত্বক শুষ্ক হয়ে পড়া।
.প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া।
.ত্বক শুষ্ক ও লালচে হয়ে যাওয়া।
.রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে।

সতর্কতা

.দিনের বেলা যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন ও রোদ এড়িয়ে চলুন। আর যদি বের হতেই হয় তবে ছাতা, টুপি বা ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।
.গরমের তীব্রতা থেকে বাঁচতে হালকা রঙের, ঢিলেঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন। রোদে একটানা না থেকে বা শারীরিক পরিশ্রম না করে মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন। আগুনের কাছে কাজ করার সময় বিরতি নিয়ে ফ্যানের কাছে বসুন।
.প্রচুর পরিমাণে পানি পান করুন। সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন।
.প্রস্রাবের রঙের দিকে নজর রাখুন, হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান। সেইসঙ্গে শিশু ও বয়োজ্যেষ্ঠরা পর্যাপ্ত পানি পান করছেন কিনা-সেদিকে খেয়াল রাখুন।
.রোদের মধ্যে দাঁড়ানো বা যানজটে যানবাহনে বসে না থেকে নিচে নেমে হাঁটাহাঁটি করুন। শিশুদের প্রচণ্ড রোদে বাইরে খেলাধুলা করতে দেবেন না। তাদের বাড়িতে ঠাণ্ডা জায়গায় রাখুন।
.ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়, সেদিকে খেয়াল রাখুন।
.বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিত্সকের পরামর্শ নিন।
করণীয়
প্রথমেই আক্রান্ত ব্যক্তিকে ছায়া ও অপেক্ষাকৃত শীতল স্থানে সরিয়ে নিন। সব জামাকাপড় ঢিলে করে দিন। পানি বা ভেজা কাপড় দিয়ে অনবরত সারা শরীর মুছে দিন। জ্ঞান থাকলে খাওয়ার স্যালাইন বা পানি খাওয়ান।

দ্রুত কাছের হাসপাতালে নিন। যত তাড়াতাড়ি চিকিত্সা হয়, তত ভালো। দেরি করলে গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।

শরীরের তাপমাত্রা বেশি বলে জ্বর ভেবে কোনো ওষুধ দেবেন না। হাসপাতাল খুব দূরে হলে রোগীর পাশে বরফের বড় বড় চাকা রেখে বাতাস দিতে থাকুন। রোগীকে কাত করে রাখুন। মুখে জমে থাকা লালা পরিষ্কার করে দিন।

ঝুঁকিতে যারা
হিট স্ট্রোকের সর্বোচ্চ ঝুঁকি আছে শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী ব্যক্তি, অতিরিক্ত ওজন থাকা ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ, বিশেষত হৃদরোগ বা উচ্চরক্তচাপ থাকা ব্যক্তির।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

সায়েন্স স্কোয়াড গাংনীর আয়োজনে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে এ অলিম্পিয়াড।

অনুষ্ঠানে বিশিষ্ট নারী নেত্রী ও বি আর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে এবং দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী।

বিশেষ অতিথি ছিলেন গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম , সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, গাংনী টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, গংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, ধানখোলা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান শিলন, বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য বশির আহমেদ, বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক বাদশা মিয়া

সকালে শিক্ষার্থীদের স্পট রেজিষ্টেশন, রিপোর্টিং, উদ্বোধনী পর্ব ও বক্তব্য, ফিজিক্স অলিম্পিয়াডের পরীক্ষা, স্পট কুইজ ও রুবিক্স প্রতিযোগিতা এবং চুড়ান্ত বিজয়ী শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সায়েন্স স্কোয়াডের অন্যতম সদস্য ফেরদৌস আল আমিন । অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শাহরিয়ার ইমন রেজা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য আফ্রিদি আহমেদ। অনুষ্ঠানে প্রায় ৪৫০ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন ও পরীক্ষায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ক্যাটাগরি এ তে ৬ষ্ঠ থেকে ৮ম ক্যাটাগরি বি ৯ম থেকে ১০ম এবং ক্যাটাগরি সি একাদশ থেকে দ্বাদশ এ পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া স্পট কুইজ সহ একাধিক ইভেন্টে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আহমেদ আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,বিজ্ঞান ভীতি দুর করতে এবং ফিজিক্সের বিভিন্ন সমস্যা সমাধানে ফিজিক্স অলিম্পিয়াড শিক্ষার্থীদের উপকার হবে জানান। তিনি গাংনী তথা মেহেরপুর কে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।




বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ

দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের ব্র্যান্ড ‘এক্সপার্ট’ নিয়ে এলো সমপূর্ণ বাংলা সাপোর্টের স্মার্টওয়াচ। এক্সপার্টের ৬টি স্মার্টওয়াচ এখন দেশের বাজারে। প্রিমিয়াম থেকে বাজেট ফ্রেন্ডলি সব ধরনের স্মার্টওয়াচ রয়েছে এক্সপার্টের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাষা হিসেবে বাংলাকে নির্বাচন করার অনন্য সুবিধা সম্বলিত এসব স্মার্টওয়াচের রয়েছে নিজস্ব এপ্লিকেশন (X-fit By Xpert), যা অ্যাপেল স্টোর ও গুগলের প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে।

ওয়াচের থিমে বাংলাদেশের পতাকা, বায়তুল মোকাররমের ছবি, জাতীয় ক্রিকেটারদের ছবি, জাতীয় ফুল শাপলার ছবি থাকছে, যা এক্সপার্ট স্মার্টওয়াচকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সবগুলো স্মার্টওয়াচই ওয়াটার প্রুফ ও ব্লুটুথ কলিং সাপোর্ট (৫.৩ ভার্সন ব্লুটুথ)। প্রত্যেকটি ওয়াচে থাকছে অতিরিক্ত এক সেট বেল্ট।

এক্সপার্টের ওয়াচগুলোর বড় চমক এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এক্সপার্টের প্রত্যেকটা স্মার্টওয়াচেই রয়েছে ১০ থেকে ১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ। যার মাধ্যমে ব্যবহারকারী একবার পূর্ণ চার্জ দিয়ে অনায়াসে ১০ থেকে ১৫ দিন ব্যবহার করতে পারবেন। অধিকাংশ স্মার্টওয়াচের ক্ষেত্রে সবগুলো সুবিধা একসঙ্গে পাওয়া না গেলেও, এই ব্র্যান্ডের ৬টি স্মার্টওয়াচের সবগুলোতেই রয়েছে কলিং ফিচার। এক্সপার্টের প্রাইম, ভোগ, রক, ক্লাসিক, স্লিক, স্টার নামের এসব স্মার্টওয়াচ ২২০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পৃথক দুটি অভিযানে ৬ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারী গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের সবজিপাড়া এলাকার কলিম উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন (৪৫), উসমান আলীর ছেলে নাজির উদ্দিন (৪০), গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হিরোক (৪৩) ও বাঁশবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে আলমগীর হোসেন (৩৬)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপপরিদর্শক (এসআই) অর্জিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোভীপুর গ্রামের ফরিদ উদ্দিনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ ফরিদ উদ্দিন ও নাজির উদ্দিনকে গ্রেফতার করেন। এই দুইজন এলাকার চিহৃিত মাদক কারবারী। তাদের বিরুদ্ধে হেরোইনসহ অন্যান্য মাদকের একাধিক মামলা রয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা জোড়পুকুরিয়া-ষোলটাকা রাস্তায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হিরোক ও আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

এই ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুই মাদক কারবারীকে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃতদের আজ বেলা ১২ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে দীর্ঘ ১৮ মাস দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ফিরছেন এই সিরিজ দিয়ে।

এছাড়া ১৫ সদস্যের এই দলে সাইফুদ্দিন ছাড়াও ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলাম। আফিফ মূলত অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। তবে সম্প্রতি ডিপিএলে ভালো করায় তাকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ডিপিএলে পারফর্ম করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। এই তরুণ ওপেনার ডিপিএলে ধারবাহিক রান পেয়েছেন। পারভেজ দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছেন ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে।

এছাড়া আর টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেলেন ওপেনার তানজিদ হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। চোটের কারণে নেই সৌম্য সরকার ও আলিস আল ইসলাম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

সূত্র: ইত্তেফাক