পছন্দের পুরনো রিলস ফেসবুকে খুঁজে পেতে

ফেসবুকে কখন ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে যায় বোঝা দায়। এর পেছনে ফেসবুকের যে ফিচারটির সবচেয়ে বেশি অবদান রয়েছে সেটি হচ্ছে ‘রিলস’। ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় খুব সময়ের মাঝেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকের রিলস।

তবে সব ভিডিও তো আর সব সময় সবার পছন্দ হয় না। কিন্তু দীর্ঘদিন পর পছন্দের রিলস ভিডিওগুলো খুঁজে পেতে তৈরি হয় বিপত্তি। তবে চিন্তার কিছু নেই, ব্যবহারকারীদের লাইক দেওয়া সব রিলস ভিডিওর তথ্য সংরক্ষণ করে রাখে ফেসবুক। তাই অনেক দিন পেরিয়ে গেলেও পছন্দের রিলস ভিডিওগুলোর তালিকা জানা যায়।

যেভাবে তালিকা খুঁজে পাবেন
পছন্দের রিলস ভিডিওগুলোর তালিকা দেখার জন্য শুরুতেই ফেসবুক অ্যাপে প্রবেশ করে ভিডিও আইকনে চেপে করে ‘রিলস’ অপশন নির্বাচন করুন। এরপর যেকোনো একটি রিলস ভিডিও চালিয়ে এ র ওপরের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন।

এবারে পরের পৃষ্ঠায় ‘লাইকড’ বাটনে ক্লিক করলেই লাইক করা রিলস ভিডিওগুলোর তালিকা দেখা যাবে। এবারে সংরক্ষণ করা ভিডিওগুলোর তালিকা দেখার জন্য ‘সেভড’ বাটনে ক্লিক করুন।

সূত্র: ইত্তেফাক




জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পানি, স্যালাইন ও শরবত বিতরণ

জীবননগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১২টার সময় জীবননগর বাসস্ট্যান্ডের উন্মুক্ত মঞ্চের সামনে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বিভিন্ন শ্রমজীবী, পেশাজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি খাওয়ার স্যালাইন ও লেবুর শরবত বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাংবাদিক মাজেদুল মিল্টন, রিপন মিয়া, প্রমূখ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের সি,এ মোঃসালাউদ্দিন।




নোমান গ্রুপে চাকরি সুযোগ

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ডেপুটি ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৪ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : নোমান গ্রুপ

পদ ও বিভাগের নাম : ডেপুটি ম্যানেজার/ম্যানেজার, এইচআর অ্যান্ড পিএমএস

পদসংখ্যা : ১টি

বয়স : কমপক্ষে ৩৫ বছর

কর্মস্থল : ঢাকা (গুলশান)

বেতন : ৬০,০০০/- (মাসিক)

অভিজ্ঞতা : কমপক্ষে ৮ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল, ২০২৪

কর্মক্ষেত্র : অফিস

কর্মঘণ্টা : ফুলটাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ২৪ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : মানবসম্পদ ব্যবস্থাপনায় ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি।

দক্ষতা ও অভিজ্ঞতা : এইচআরডি, কেপিআই ব্যবস্থাপনা এবং পিএমএস (কেপিআই) সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অন্যান্য সুবিধা : নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, বছরে ২টি বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : আদমজী কোর্ট, (৪র্থ তলা), ১১৫-১২০ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০




মেহেরপুরে বৃষ্টির জন্য ইস্তিসকারের নামাজ আদায়

তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা করে মেহেরপুরে ইস্তিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

নামাজে মহান আল্লাহর কাছে মুসল্লিরা প্রার্থনা করে চলমান আবহাওয়া পরিবর্তন করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
এ সময় মাঠের কৃষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আপামর জনতা নামাজে অংশগ্রহণ করে বৃষ্টি ও তাপপ্রবাহ থেকে বাঁচাতে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করেন।

নামাজে ইমামতি করেন জেলা ওলামা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম ও ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান।

রোজার পর থেকে মেহেরপুরে প্রতিদিনই প্রখর রোদ আর টানা তাপপ্রবাহের সঙ্গে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষসহ প্রাণিকুল।

এমন অবস্থা চলতে থাকলে জনজীবনের পাশাপাশি কৃষকের চাষাবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থা থেকে বাঁচতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা জাতীয় ইমাম সমিতি ও জেলা ওলামা পরিষদ।




দয়া করে বোলারদের বাঁচান –অশ্বিন

ক্রিকেট মানে ব্যাট-বলের লড়াই। ব্যাটার বোলারকে আবার বোলার ব্যাটারকে চ্যালেঞ্জ জানাবে ক্রিকেটের জন্মলগ্ন থেকে এমনটাই হয়ে আসছে। কিন্তু এবারের আইপিএলে দেখা যাচ্ছে ভিন্নচিত্র। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটারদের তাণ্ডবে কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছেন না বোলারা।

এবারের আইপিএলয়ে বোলাদের চ্যালেঞ্জ তো দূরের কথা উল্টো ব্যাটারদের বেধড়ক পিটুনি থেকে নিজেদের বাঁচাতে পারছেন না। শুক্রবার রাতে যেমন ইডেন গার্ডেনসে বোলারদের বুকে চাকু বসিয়ে যেন ব্যাটিং করলেন ব্যাটাররা। দুই দল মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ড যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৫২৩ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস। রেকর্ড ৪২ ছক্কার এমন রান বন্যার ম্যাচে অস্তিত্বের সংকটে ভুগেছে বোলাররা।

দুই দলের দুই স্পিনার রাহুল চাহার এবং সুনিল নারাইন ছাড়া বাকি বোলাররা গড়ে ১০ রানের বেশি দিয়েছে। কয়েক জন তো গড়ে ১৬ কিংবা তারচেয়ে বেশি রান দিয়েছে। ম্যাচে এমন ব্যাটিং তাণ্ডব দেখে মাঠের বাইরে থেকে বোলারদের ব্যথাটা অনুভব করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তা না হলে গতকালের ম্যাচ নিয়ে এমন পোস্ট শেয়ার করতে না সামাজিক মাধ্যমে।

ক্রিকেট যে এখন ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে নিজের পোস্টে সেটারই ইঙ্গিত দিয়েছেন অশ্বিন। ভারতীয় স্পিন কিংবদন্তি লিখেছেন, ‘দয়া করে বোলাদের বাঁচান।’ সঙ্গে তিনবার ‘এসওএস’ লিখেছেন তিনি। যার পূর্ণ রূপ—‘সেভ আওয়ার সোলস’। অর্থাৎ, আমাদের অস্তিত্ব বাঁচান। কলকাতা-পাঞ্জাব ম্যাচ নিয়ে পোস্টটা দিলেও ৩৭ বছর বয়সি অফ স্পিনারের এই আকুতি আসলে বোলাদের অস্তিত্ব রক্ষারই।

এবারের আইপিএলে যেভাবে রানের ফোয়ারা ছুটছে তাতে সামনেও ভয়ংকর দিন অপেক্ষা করছে বোলারদের জন্য। ৪২ ম্যাচ শেষে ইতিমধ্যে ২৪ ইনিংসে ২০০ কিংবা তারচেয়ে বেশি দলীয় রান হয়েছে। সবশেষ টুর্নামেন্টে মোট ৩৭ ইনিংসে ২০০ কিংবা তার বেশি রান হয়েছিল। এভাবে চলতে থাকলে রেকর্ডটা যে ভেঙে যাবে সেটা না বললেও চলে।

সঙ্গে আইপিএলের ইতিহাসে বোলার হিসেবে সর্বোচ্চ ৭৩ রান দেওয়ার বিব্রতকর রেকর্ডটিও এবারই হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমন রের্কডের সাক্ষী হয়েছেন গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মা। এবারের টুর্নামেন্টেই ৬৮ রান দিয়ে খরুচে বোলারের তালিকায় শীর্ষ চারে জায়গা পেয়েছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার রিচ টপলি। টুর্নামেন্টে শেষে হয়তো আরও অনেকে শীর্ষ পাঁচে যোগ দিতে পারেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৬২ রান তাড়া করে ৮ উইকেটে জয়ের পর স্যাম কারানও জানিয়েছেন ক্রিকেট ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে। পাঞ্জাব অধিনায়ক বলেছেন, ‘শিশিরের সঙ্গে ছোট মাঠ, ভেজা বল এবং মাঝে মাঝে ওয়াইড। আপনি ভাবছেন ডট হয়েছে কিন্তু রিভিউয়ে বলটি ওয়াইড। এর অর্থ অতিরিক্ত একটা বল। তাই এখনই বলছি না খেলাটা ব্যাটারদের হয়েছে, তবে সেদিকেই যাচ্ছে। আমি নিশ্চিত এখন সবাই ছক্কা দেখতে চায়।’

সূত্র: যুগান্তর




আমঝুপিতে উপজেলা ডাইলগ সভা ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন উইক ফর এডুকেশন-২০২৪ উদযাপন উপলক্ষে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে গত বুধবার সকাল ১০ টার সময় উপজেলা ডায়লগ সভা ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ সভার আয়োজন করে।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মউকের  নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।

এবারের শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহের থিম হচ্ছে- Transformative Education! (শিক্ষায় রূপান্তর)। শিক্ষার রয়েছে বাস্তবতাকে রূপান্তরিত করার বিশাল ক্ষমতা। জিসিই-এর মূল এডভোকেসি হচ্ছে, রূপান্তরমূলক শিক্ষার সমর্থনে কাজ করা। বক্তারা রূপান্তমূলক শিক্ষা সামাজিক ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ব্যক্তি ও সমষ্টিগত স্বাধীনতাকে চালিত করে। শিক্ষা বিস্তারের মাধ্যমে শান্তি, মূল্যবোধ, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, দক্ষতা, আচরণ গড়ে তোলার জন্য নিজেকে ও অন্যদের উন্নয়ন এবং পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপুর্ণ অবদান রাখতে পারবে বলে জানান।

“এ বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন শিক্ষক আবু লায়েছ, সমাজসেবক আ: রকিব, পৌর কাউন্সিলর আ: রহিমসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫৫জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মানবাধীকার কর্মী মোছাঃ কাজল রেখার সঞ্চারনায় অনুষ্ঠানে কী-নোট পেপার পাঠ করেন মউক এর প্রোগ্রাম অফিসার রিচার্ড রিমন মন্ডল।




গরমে যে রঙের পোশাক আরাম দেবে?

তীব্র গরমের দাপটে সবার প্রতীক্ষা বৃষ্টির। স্কুল বা অনেক প্রতিষ্ঠান বন্ধ হলেও রয়ে গেছে কিছু সমস্যা। গরমে বাইরে বেরুলে অনেক সময় পোশাকই ঝামেলা পাকিয়ে ফেলে। গরমেও অনেকে ফ্যাশন নিয়ে ভাবনায় থাকেন। তাদের চিন্তা থাকে এই গরমে আসলে কী রঙের পোশাক আরাম দেবে? সুতি আর লিনেন এই দুই ফ্যাব্রিকের পোশাক পেলেই তো হলো। কেমন রঙ লাগবে তা তো রুচির বিষয়। তবে গরমে কিছু রঙ থাকেই যা আপনাকে আরাম দেবে। কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার জরুরি কিছু অনুষঙ্গ:

পোশাক হোক ঢিলেঢালা
এই গরমে ঢিলেঢালা পোশাককে গুরুত্ব দিন। কারণ গরমে টাইটফিট পোশাক আপনাকে অস্বস্তিতে ফেলে দিতে পারে। ঢিলেঢালা পোশাক আপনার শরীরকে আরাম দিতে পারে। টাইটফিট পোশাকে ঘাম শরীর থেকে বের হতে গেলে সমস্যা দেখা দেয়। সেগুলো শরীরে জমে আরও সমস্যা বাড়ায়। তাই এমন পোশাক বাছাই করুন যা আপনাকে স্বস্তি দেবে। আজকাল ঢিলেঢালা পোশাকেই ফ্যাশন বেশি হয়। আর ফ্যাশনেবল ওয়ারের ক্ষেত্রে বিভিন্ন ফ্যাশন হাউজের সামার কালেকশন দেখতে পারেন। সামার কালেকশনগুলোতে গরমে স্বস্তি পাওয়া যায় এমন রঙের সম্মেলন ঘটানো হয়। ফলে আপনার জন্য আরামদায়ক পরিস্থিতিই এখানে মুখ্য ভূমিকা পালন করে থাকে।

পোশাকের মানানসই রঙ
গরমে হালকা রঙ বাছাই করাই ভালো। সচরাচর তাপ কম শোষণ করতে পারে এমন কোনো রঙ পোশাকে বেশি মানায়। সাদা এক্ষেত্রে সবচেয়ে ভালো। তবে সাদা দ্রুত ময়লা হয়। সাদা বাদে আকাশি, হালকা সবুজ, গোলাপি ধরনের রঙ নেওয়া ভালো। কালো পোশাক যথাসম্ভব এড়িয়ে যেতে হবে। কারণ কালো পোশাক অনেক তাপ শোষণ করে। আর তখন আপনার গরম লাগে বেশি। এ কথা মেনে নিতেই হবে যে, গরমে হালকা রঙের পোশাক নির্বাচন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চড়া কিংবা গাঢ় রঙ তাপ শোষণ করে অনেক বেশি। আর সেজন্য এমন ধরনের পোশাক নিলে আপনার গরম লাগতে পারে অনেক বেশি। তাই হালকা রঙই এখানে গুরুত্বপূর্ণ।

তাহলে কেমন রঙের পোশাক চাই
এই গরমে গাঢ় ও চড়া রঙের পোশাক চোখে লাগে। রোদ আর তীব্রতায় আপনাকে অনেক সময় অনেকের কাছে মানানসই নাও লাগতে পারে। ওয়ার্ডরোবে থাকা হালকা রঙের পোশাক এই সময়টিতে বাছাই করুন। সাদা রঙ এক্ষেত্রে সেরা। গরমের সময় সাদা পোশাক আপনার জন্য সবচেয়ে বেশি আরামদায়ক। সাদার পাশাপাশি যেকোনো হালকা রঙের পোশাকও গরমে স্বস্তি দেবে। কিন্তু এমন হালকা রঙ আসলে কি হতে পারে? সচরাচর এই গরমে পিচ কালার, হালকা টিয়া সবুজ বা মিষ্টি গোলাপির মতো রঙে মিলবে আরাম। ফ্যাশনসচেতন মানুষের জন্য পোশাকের ক্ষেত্রে নিজের সঙ্গে মানানসই রং বেছে নেওয়া ভালো। কিন্তু কালো রং যতটা সম্ভব এড়িয়ে চলুন। তাছাড়া সাদা কিংবা যেকোনো ধরনের হালকা রঙের পোশাক পরলেই গরমে কিছুটা হলেও আরাম পাবেন। এসব পোশাক আরামের পাশাপাশি চোখকে দেয় প্রশান্তি। হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসরসহ হালকা রঙের যেকোনো পোশাক এই গরমে প্রাধান্য দিতে পারেন।

জমকালো রঙ এড়াবেন কেন
বিজ্ঞানের ভাষায়, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। কিন্তু সব বস্তুর এই তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সমান নয়। সাদা রঙের তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম। অপরদিকে কালো রঙের বস্তু এই তাপ শোষণ করে সবচেয়ে বেশি। এ কারণে সাদা রঙের বস্তু কালো রঙের বস্তুর তুলনায় কম তাপ শোষণ করে। তাই গরমে সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয় ও গাঢ় রঙের পোশাক পরলে হাঁসফাঁস অবস্থা হতে পারে।

জমকালো রঙ বা কাজ এড়িয়ে চলবেন আপনার নিজের জন্যই। উজ্জ্বল রঙের পোশাক যাদের পছন্দ তারা চাইলে হালকা রঙ এড়াতে পারেন। তবে এক্ষেত্রে পোশাকের বেজ কালারটি হালকা রাখতে পারেন। বেজ কালার যদিওবা হালকা হয় তাহলে উজ্জ্বল রঙের কাজ দিতে পারেন। মূলত মোটিফে বাছাই করতে হবে ফ্যাশনের রসদ। একটি উদাহরণ দিলে বোঝা যাবে। সাদা রঙের টপ বাছাই করলে তার মাঝ বরাবর হাতে আঁকা নকশা থাকলে সমস্যা নেই। অনেক ক্ষেত্রে নকশিকাঁথার কাজ থাকতে পারে। চুমকি, কাচ কিংবা লেসের মতো জমকালো কিছু এড়িয়ে যাওয়া অনেক ভালো। আর এত ভারী কাজ এই আবহাওয়ায় মানাবেও না।

সূত্র: ইত্তেফাক




নির্বাচনে অংশ নেওয়ায় রোমানা আহমেদকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের কারণে রোমানা আহমেদকে বহিষ্কার করেছে বিএনপি।গতকাল শুক্রবার বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের খবর জানা গেছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় নির্দেশনা না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে রোমানা আহমেদকে বহিষ্কার করা হলো।

রোমানা আহমেদ মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামি ৮ মে মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




পাকিস্তানে মুক্তি পেল ‘মোনা: জ্বীন-২’

দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানে মুক্তি পেল ঈদের সিনেমা ‘মোনা: জ্বীন-২’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি মাল্টিপ্লেক্সসহ পাকিস্তানের ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে।

সংবাদমাধ্যম অনুযায়ী, পাকিস্তানে মুক্তির ব্যাপারে সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ বলেন, এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) থেকে ইংরেজি সাবটাইটেলে সিনেমাটির প্রদর্শিত হচ্ছে সেখানে।

তিনি আরও বলেন, গত ঈদের আগে সেন্সরের জন্য ওখানে সিনেমাটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি সিনেমাটি ওখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে এটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।

প্রযোজক আব্দুল আজিজের দাবি, ‘মোনা: জ্বীন-২’ এর বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহ থেকে উঠে আসতে পারে।

কামরুজ্জামান রোমান নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ অনেকে।

সূত্র: ইত্তেফাক




সাংবাদিক মোহাম্মদ মহসীন কে মেহেরপুর জেলা প্রেস ক্লাব থেকে বহিষ্কার

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সকল পদ থেকে মোহাম্মদ মহসীনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রেস ক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভায় নৈতিক স্থলনের অভিযোগ উঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, কোষাধাক্ষ দিলরুবা খাতুন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, গণযোগাযোগ সম্পাদক এ সিদ্দিকী শাহিন, সদস্য মোর্তজা ফারুক রুপক।

উল্লেখ্য, আমাদের সূর্যোদয় পত্রিকার সাংবাদিক মোহাম্মদ মহসীন সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মেহেরপুর সদর থানায় এক ব্যবসায়ী লিখিত অভিযোগ করেন। এছাড়া ওই ব্যবসায়ীর সাথে চাঁদা নেওয়া ও পরে বিষয়টি জানাজানি হলে তার ফেরত দেওয়ার চেষ্টার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।