গরমে রূপচর্চায় যত্ন নিতে পাকা পেঁপের ব্যবহার

পেঁপে কমবেশি সবারই প্রিয় একটি ফল। শরীরের জন্য যেমন উপকারী, তেমনি রূপচর্চায়ও কাজে লাগে এই ফল। প্রতিদিনের রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বল হবে না, ত্বকের নানান সমস্যাও দূর হবে। চলুন জেনে নিই পাকা পেঁপের ব্যবহার:

সপ্তাহে ৩-৪ বার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে ও পায়ে ভালো করে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে।

পাকা পেঁপের সঙ্গে সামান্য মধু, লেবুর রস, একটু অলিভ অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার এই প্যাক মুখে ও গলায় ম্যাসাজ করুন। অল্প দিনেই ট্যান আর দাগছোপ দূর হবে। ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। ডার্ক সার্কেলের সমস্যাও দূর হবে এই ফেসপ্যাকের সাহায্যে।

পেঁপের বিভিন্ন উপকারি এনজাইম মুখের রোদে পোড়া দাগ দূর করে। কালো ভাব দূর করতে সাহায্য করে। নাক বা থুতনির কালো দাগ, কনুই বা হাঁটুর কালো দাগসহ বিভিন্ন দাগ দূর করে পেঁপের এনজাইম।

পাকা পেঁপের সাহায্যে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসস্ক্রাব। পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে নিতে পারেন ওটস বা সামান্য ময়দা আর অল্প পাতিলেবুর রস। এই মিশ্রণ গোসলের আগে লাগিয়ে স্ক্রাব করে নিন। তারপর ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখে ধুয়ে নিতে হবে।

মুলতানি মাটি কিংবা চন্দনের গুঁড়োর সঙ্গে পাকা পেঁপের পাল্প মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে নিয়মিত মুখে স্ক্রাব ও ম্যাসাজ করুন। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। অল্প দিনের দূর হবে ট্যান। ফিকে হবে ত্বকের কালচে দাগছোপ আর চোখের নীচের কালচে ভাব।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে সোনার বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি চোরাচালান বিরোধী অ‌ভিযান চা‌লিয়ে প্রায় ২০ ভ‌রি ওজনের দু‌টি সোনার বারসহ পাচারকারী অটো চালক‌ কাওসার আলীকে (৪০) অটোসহ আটক করতে সক্ষম হয়ছে।

আজ বুধবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর পাঁকা রাস্তায় চোরাচালান বিরোধী এ অ‌ভিযান চালায় ৬ বি‌জি‌বির মু‌ন্সিপুর সীমান্ত ফাঁ‌ড়ির বি‌জি‌বি সদস্যরা।

অ‌ভিযানের সত্যতা নি‌শ্চিত করে চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি)  এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে জানান, অদ্য ০৫ জুন বুধবার সকাল ১০ টার দিকে চোরাকারবারী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্গত মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুতুবপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে গোপন সূ‌ত্রে সংবাদ পাই।

গোপন সংবাদের ভি‌ত্তি‌তে ৬ বিজি‌বির উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ও মুন্সিপুর বিওপি’র টহল কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশ করে।

এমন সময় একটি অটোরিক্সা উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে বি‌জি‌বি। এসময় অটোরিক্সা চালক উপজেলার মু‌ন্সিপুর গ্রামের মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে কাওছার আলী পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। পরে তার দেহ তল্লা‌শি করে কোমরে রাখা ১৯ দশ‌মিক ৮৯ ভ‌রি (২৩২ গ্রাম) ওজনের ২ টি সোনার বার উদ্ধার করেন।

বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত অটোরিক্সা চালক মোঃ কাওছার (৪০), পিতাঃ মৃত আব্দুল কুদ্দুস, গ্রামঃ মুন্সিপুর, পোষ্ট- কুতুবপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরে পরিহিত লুঙ্গির ভাজে কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৩২ গ্রাম (১৯.৮৯ ভরি) ওজনের ০২টি স্বর্ণের বার উদ্ধার করে।

এ ব্যাপারে হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দা‌য়ের ক‌রে আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত সোনার বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




না খেলে আবার শীর্ষস্থানে ফিরলেন সাকিব

না খেলেই টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরছেন সাকিব আল হাসান। গত সপ্তাহে শ্রীলংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকার কাছে টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান হারিয়ে ছিলেন সাকিব।

এক সপ্তাহ না যেতেই নিজের হারানো অবস্থান ফিরে পেলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এতে সাকিব আল হাসানের কোনো কৃতিত্ব নেই। তার কারণ তিনি কোনো খেলায় ছিলেন না। খেলা ছিল শ্রীলংকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় শ্রীলংকা। সেই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি হাসারাঙ্গা যে কারণে তার রেটিং পয়েন্ট কমে যায়। তার রেটিং পয়েন্ট কমে যাওয়ায় লাভ হয়েছে সাকিবের। তিনি না খেলেই এক সপ্তাহ আগে হারানো শীর্ষস্থান ফিরে পেলেন।

বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আজ বুধবার সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ব্যাটিংয়ে কোনো রানই করতে পারেননি হাসারাঙ্গা। ৭৭ রানে অলআউট হয়ে টি-টোয়েন্টি নিজেদের সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ড গড়ে লংকানরা। পরে বল হাতে ২২ রান দিয়ে ২ উইকেট নেন হাসারাঙ্গা।

রেটিং পয়েন্ট হারানোয় অলরাউন্ডারদের মধ্যে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২২২। শীর্ষস্থান ফিরে পাওয়া সাকিবের রেটিং পয়েন্ট ২২৩।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে। এতে জেলা ও উপজেলার ২০ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। এতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক তাদের উৎপাদিত ফসল প্রদর্শণ করেছেন। আগামী শুক্রবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।




পপগুরুর মৃত্যুর ১৩ বছর আজ

পপগুরু আজম খানের প্রয়াণের ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১১ সালের আজকের দিনে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যু হয় এই কিংবদন্তির।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে জন্মগ্রহণ করেন আজম খান। শৈশবের ৫ বছর সেখানেই কাটিয়েছেন তিনি। ৫ বছর বয়সে ঢাকেশ্বরী স্কুলে ভর্তি হন।

এরপর সপরিবারে কমলাপুরের বাড়িতে চলে যান। পরবর্তীতে ১৯৭০ সালে টিঅ্যান্ডটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করেন আজম খান।

১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময়েই সোচ্চার হয়ে ওঠেন আজম খান। সে সময়ের ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণসংগীত প্রচারে অংশ নেন তিনি। দলটির সঙ্গে ঘুরে ঘুরে গানও করেছেন। বরাবরই দেশের মানুষের কল্যাণে গান গেয়ে গেছেন এই পপগুরু।

এরপর ১৯৭১ সালে পাক হানাদারের বিরুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন আজম খান। কুমিল্লা ও ঢাকার আশপাশে সেকশন কমান্ডার হিসেবে অনেকগুলো গেরিলা আক্রমণে অংশ নেন এই গায়ক।

দেশ স্বাধীন হওয়ারপর ‘উচ্চারণ’ নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন আজম খান। দেশের সংগীত জগতে তখন দারুণ আলোড়ন তোলে ব্যান্ডটি। এখান থেকে তিনি পশ্চিমা ঢঙে গান বানানো শুরু করেন। তবে তার গানগুলো ছিল সহজ-কথা সুরে।

কাগজ-কলমে কখনও গান লিখতেন না আজম খান। এমনকি নিজের এত এত গানের সংরক্ষণও তার কাছে ছিল না। মাথায় কোনো শব্দ এলে সেটাকেই বড় করে গানে রূপ দিতেন। এরপর সুর দিয়ে সেটাকে গাইতেন। জাদুকরি উপায়ে সেই অলিখিত কথা-সুর ছড়িয়ে যেতো দেশজুড়ে; যা এখনও সমানভাবে আকৃষ্ট করে দর্শক-শ্রোতাদের।

১৯৭২ সালে তার ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ আর ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি বিটিভিতে প্রচার হয়ে প্রশংসিত হয়। পরবর্তী সময়ে বিটিভিতে ‘রেললাইনের ওই বস্তিতে’ গান গেয়ে ব্যাপক আলোড়ন আলোড়ন সৃষ্টি করেছিলেন আজম খান।

আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে-‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অ্যাকসিডেন্ট’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘পাপড়ি’, ‘বাধা দিও না’, ‘যে মেয়ে চোখে দেখে না’, ‘অনামিকা’, ‘আমি যারে চাইরে’ ইত্যাদি।

২০১১ সালের ৫ জুন দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজম খান। শিল্পকলায় (সংগীত) অবদানের জন্য ২০১৯ সালের মরণোত্তর একুশে পদক দেওয়া হয় তাকে। তবে আজম খানের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

‘‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পরিবেশ রক্ষার আইন ও নীতির কার্যকর প্রয়োগ এবং বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার (৫ জুন) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহ এর উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনে তারা পরিবেশ সংক্রান্ত আইন ও নীতির কার্যকর প্রয়োগ এবং বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে আহ্বান জানান।

এ বছর বাংলাদেশ সরকার ‘‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’ প্রতিপাদ্য নির্ধারণ করে দিনটি উদযাপন করছে। সরকারের সহায়ক শক্তি হিসেবে পরিবেশ খাতে সুশাসনের গুরুত্ব বিবেচনায় টিআইবি প্রতি বছরই বিশ^ পরিবেশ দিবস পালন করে।

এরই ধারাবাহিকতায়, এ বছর টিআইবি ‘‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’ প্রতিপাদ্য হিসেবে নিয়ে দিবসটি পালন করছে। সনাক আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন সনাক সহসভাপতি সালমা খানম, সুজন সভাপতি ও পিএফজি সদস্য এবং বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুর রহমান টুকু, সনাক সদস্য এন.এম. শাহজালাল, পরিবেশ উপকমিটির সদস্য ডা.হাসানুজ্জামান, স্বাস্থ্য কর্মী কাজল কুমার বিশ^াস ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।

পরিবেশ বান্ধব টেকসই বাংলাদেশ এবং সবুজ ভবিষ্যৎ উন্নয়নে প্রতি বছরের ন্যায় বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে টিআইবি দেশব্যাপী নানাবিধ প্রচারণামূলক কর্মসূচী পালন করছেন।

এ সকল কর্মসূচির পাশাপাশি অধিপরামর্শমূলক কাজের অংশ হিসেবে টিআইবি নীতিনির্ধারণী পর্যায়ে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরেণ। তার মধ্যে তাপমাত্রা হ্রাস এবং খরা ও মরুকরণ প্রতিরোধে সরকারের কর্মসূচী বাস্তবায়ন নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করণ, জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব প্রদান করা ও পলিথিনসহ শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত আইন ও বিধিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করাসহ ১৯দফা দাবি বাস্তবায়নের সুপারিশ জানান।




জি-মেইল থেকে বড় ফাইল ডিলিটের নিয়ম

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিনিয়ত অনেকে কোনো না কোনো কিছু গুগলে সার্চ করছেন। ব্যবহার করছেন গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। গুগলের পক্ষ থেকে ব্যবহারকারীকে ফ্রি ১৫ জিবি স্টোরেজ দেওয়া হয়ে থাকে। তবে কয়েকদিনের মধ্যেই সেই স্টোরেজ ফুল হয়ে যায়।

তিনটি জি-মেইল অ্যাকাউন্ট থাকলে ৪৫ জিবি স্টোরেজ ফ্রি পাওয়া যায়। বাড়তি স্টোরেজ পাওয়ার ক্ষেত্রে এটিও একটি উপায়। তবে গুচ্ছের মেইল, অপ্রয়োজনীয় ফাইল ও অ্যাটাচমেন্ট, ছবি, ভিডিও সব মিলিয়ে স্টোরেজ ভরে যায় গুগল ড্রাইভের। তবে চাইলে কিন্তু জি-মেইলে ১০ এমবির বড় ফাইলগুলো একসঙ্গে ডিলিট করতে পারবেন।

জি-মেইলে একসঙ্গে ১০ এমবির বেশি ফাইল ডিলিট করবেন যেভাবে :গুগল জি-মেইল ওপেন করুন। সার্চ বারে টাইপ করুন—has:attachment larger:10MB। তারপর যে ই-মেইলে ১০ এমবির বেশি অ্যাটাচমেন্ট থাকবে সেগুলো চলে আসবে। তারপর প্রয়োজনীয় ফাইল রেখে বাকিগুলো রিডিলিট করে দিতে পারেন।

অন্যদিকে ড্রাইভে বড় ফাইলগুলো ডিলিট করতে চাইলে :প্রথমে গুগল ড্রাইভে লগ ইন করুন। তারপর ওপরে থ্রি লাইন ডটে ক্লিক করে, স্টোরেজ অপশনে ক্লিক করুন। এবার এখানে ‘ফ্রি আপ স্পেস’ নামে একটি অপশন থাকবে সেখানে ট্যাপ করুন। এখানে দেখতে পাবেন কোথায় কত স্টোরেজ ব্যবহার হয়েছে। তারপর ‘স্টোরেজ ম্যানেজার’-এর অধীনে যেখান থেকে স্টোরেজ খালি করতে চান ক্লিক করুন। এবার একে একে সেগুলো ক্লিয়ার করলেই অনেকটা জায়গা বেঁচে যাবে।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গার সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

আলমডাঙ্গার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল গ্রহীতা ও দাতাদের জিম্মি করে দলিল প্রতি মোটা অংকের উৎকোচ নেয়াসহ নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে। খাজনা খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকার পরও দলিল প্রতি মোটা অংকের উৎকোচ না দিলে সাব-রেজিস্ট্রার দলিল স্বাক্ষর করছেন না বলে খোদ দাতা গ্রহীতারা অভিযোগ করেছেন।

এ নিয়ে অফিস চত্বরে হর-হামেশা উচ্চবাচ্য ও হট্টোগোলের ঘটনা ঘটছে। জমির ত্রুটিপূর্ণ কাগজের জন্য মোটা অঙ্কের উৎকোচ। এ অবস্থায় যে সকল গ্রহীতা উৎকোচ দিতে অনিচ্ছুক তারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। আর যারা বাধ্য হয়ে উৎকোচ দিচ্ছেন তারা সীমাহীন ক্ষতির শিকার হচ্ছেন।

গত বুধবার ২৯ শে মে সরেজমিনে সাব- রেজিস্ট্রার অফিসে গিয়ে দেখা যায়, দাতা গ্রহীতাদের মধ্যে যারা সাব-রেজিস্ট্রার কর্তৃক দলিল প্রতি নির্ধারিত উৎকোচ জমা দিচ্ছেন তাদের দলিলে বিশেষ চিহ্ন দিয়ে এজলাসে দাখিল করা হচ্ছে। আর যারা উৎকোচ দিচ্ছেন না তাদের কাগজপত্রে বিভিন্ন ত্রুটি দেখিয়ে ফেরত দেয়া হচ্ছে।

সাবরেজিষ্ট্রারের লাগামহীন দুর্নীতির মধ্যে পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে জমি বিক্রি করলে দলিল প্রতি চার হাজার টাকা দিতে হয়। এই টাকা সংগ্রহ করেন সাবরেজিষ্ট্রি অফিসের সাবেক দলিল লেখক সমিতির ক্যাশিয়ার রবিউল হক ঝন্টু। এছাড়া ডিসিআর না থাকলেও দিতে হয় আরোও তিন হাজার টাকা। রেকর্ডীয় বসতবাড়ির জমি বিক্রি অথবা কিনতে গেলে গ্রাহকের গলার কাঁটায় পরিণত হয়। রেকর্ডীয় জমি রেজিস্ট্রির নামে বিভিন্ন অজুহাতে সাবরেজিষ্ট্রার ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত অর্থের মাধ্যমে জমি সম্পাদনা করেন।

প্রতি বুধ ও বৃহস্পতিবার দুদিন চুয়াডাঙ্গা সদর সাবরেজিষ্ট্রার অফিসে কর্মরত জর্ডান নামের এক কর্মচারীকে সাথে নিয়ে আসেন। এসব অবৈধ টাকা তাঁর মাধ্যমে সংগ্রহ করেন সাবরেজিষ্ট্রার গোলাম মর্তুজা। এছাড়া হায়ার ভেলুর নামের লাখ প্রতি ৫০০ টাকা নেন আলমডাঙ্গা সাবরেজিস্ট্রি অফিসের ফাতেহা। রশিদ বিহীন দাখিলা বাবদ ৮০০ টাকা ও হেবা নামা দলিলে ১ হাজার ৮ টাকা দাখিলা বাবদ নেন। এসব অপকর্ম খোদ উপজেলা চত্বর প্রাঙ্গণে চললেও দেখার কেউ নেই। হতাশাগ্রস্থ হয়ে ফিরছে অনেক জমি ক্রেতা-বিক্রেতারা। এতে সপ্তাহের দুদিন প্রায় ১৫/২০ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করছেন সাবরেজিষ্ট্রার গোলাম মর্তুজা।

এ বিষয়ে সাবরেজিষ্ট্রারের সহকারী জর্ডান ও দলিল লেখক ঝন্টুর নিকট যোগাযোগ করা হলে তারা জানান, সাবরেজিষ্ট্রার গোলাম মর্তুজা তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বার কাউকে দেয় না। এইজন্য সাবরেজিষ্ট্রারের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।




মেহেরপুরে হিরোইনসহ আটক ১

মেহেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হিরোইনসহ জসীম উদ্দীন নামের এক জন আটক।

আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার হরিরামপুর বাজিতপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক জসীম উদ্দীন সদর উপজেলার বাজিতপুর গ্রামের এমাদুলের ছেলে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর বাজিতপুর সড়কে অভিযান চালান।
এ সময় জসিমকে আটক করার পর তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নি*হ*ত ১

ঝিনাইদহের মহেশপুরের বারমাসিয়া মোড়ে মঙ্গলবার বিকেল ৩ টার সময় মটরসাইকেল আর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মশিয়ার রহমান নামের এক কীটনাশক কোম্পানির প্রতিনিধি মারা গেছে।

মৃত মশিয়ার রহমানের মামাত ভাই পান্না বলেন,কালিগঞ্জের নলডাঙ্গার দুতরাজপুর গ্রামে বাড়ি মশিয়ার রহমানের (৩৫)। সে ওই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। মশিয়ার কোটচাঁদপুর জীবননগর এলাকা এসআই এগ্রো ইন্টারন্যাশনাল কীটনাশক কোম্পানিতে চাকুরী করতেন।

সকালে বাড়ি থেকে বের হয়ে জীবননগর গিয়ে ছিল। ওই সময় সে মার্কেট শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মহেশপুরের বারমাসিয়া নামক স্থানে পৌছালে শাপলা পরিবহনের যাত্রী বাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে সে গুরুতর আহত হন।

খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। মশিয়ার রহমান দুই সন্তানের জনক।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সুমন ঘোষ বলেন,ফায়ার সার্ভিস কর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে আসেন। আমরা চিকিৎসা দেয়ার সময় হয়নি।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ আল মামুন বলেন, ঘটনাটি ঘটেছে মহেশপুরের ভিতর। তারা বাসটি উদ্ধার করেছেন,কিনা জানিনা। তবে মৃত দেহের সুরতহাল করবো আমরা। ওই ঘটনায় মামলা হবে কিনা জানিনা।