ঝিনাইদহ পাট ক্ষেত থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে পাট ক্ষেত থেকে তারাপদ বিশ্বাস (৮৭) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মাঠ থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ চিহ্নত করে পুলিশ বলেছে এই লাশ মাগুরা জেলার শালিখা উপজেলার শ্রীফল তলা গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে তারাপদ বিশ্বাসের।

স্থানীয়রা জানায়, ওই মাঠের একটি পাটক্ষেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মেহেদি হাসান বলেন, মরদেহটি কালীগঞ্জ উপজেলার বাসুদেবপু মৌজার মধ্যে পাওয়া গেছে। ওই বৃদ্ধ গত শুক্রবার তার বাড়ি থেকে বের হয়েছিলো শিকারপুর গ্রামে নামযজ্ঞ শোনার জন্য। বাসুদেবপুর গ্রামের তার এক আত্মীয় রয়েছে। ধারনা করা হয়েছে, নামযজ্ঞ শেষে মাঠের মধ্য দিয়ে তার আত্মীয় বাড়িতে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।




চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশু সুরক্ষা নিশ্চিত করি প্রতিপাদ্য জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের
আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে চুয়াডাঙ্গার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‍্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

আলোচনা সভায় বক্তারা তামাকজাত পণ্যের উপর প্রতিহত এবং ব্যবহার নিরুৎসাহিত করার উপর বিশেষ জোরদার এবং একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থের উপর সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক প্রভাব তুলে ধরেন। তামাক চাষ ও তামাকজাত পণ্যের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকজাত পণ্যের প্রভাব মুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পরিশেষে, তামাকজাত দ্রব্য ও ধূমপান নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা প্রত্যাশা করেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া

র‍্যালি ও আলোচনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও সংস্থা, স্কুল কলেজের শিক্ষক, রোভার স্কাউটস ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না হাসিবুলের

দামুড়হুদায় নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসিবুল মল্লিক (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত হাসিবুল মল্লিক নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে মহাসড়কে উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে এদূর্ঘটনা ঘটে।

জানাযায় দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে হাসিবুল মল্লিক আলমডাঙ্গার হাট থেকে পালসার মোটরসাইকেল কিনে বাড়িতে ফিরছিলেন। এসময় উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর পড়ে গিয়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহতর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, আমার গ্রামের হাসিবুল মল্লিক নামের এক যুবক মারা গেছে। শুনেছি মোটরসাইকেল কিনে আসার পথে এদূর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি কার এটা এখনো জানতে পারেনি।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে বলেন, হাসিবুল নামের এক যুবক নিহত হয়েছে।এখনও পযন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। লাশের সুরতাহাল রির্পোট করবেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।




শাকিবের সঙ্গে নতুন পথ চলা তিশার

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিশা নিজেই।

অভিনেত্রী জানান, চিত্রনায়ক শাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন।

ছুটির দিন শুক্রবার বেলা ১২টা ৪ মিনিটে তিশা শাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন।

ছবিটি থেকে জানা যায়, শাকিবের কোম্পানি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা। এ যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী।

পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, হারল্যানের সঙ্গে যুক্ত হওয়াটা খুশির ও গর্বের। আমি বিশ্বাস করি, ক্রেতাদের সেরার তালিকায় এক নম্বরে থাকবে হারল্যানের অথেনটিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট।

একই সঙ্গে তিশা সুখবর দিয়ে পোস্টে জানান, খুব শিগগিরই তাকে হারল্যানের বিভিন্ন স্টোর ও আউটে লেটে দেখা যাবে।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে মুজিবনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।

দিবসটি পালন উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, আজ শুক্রবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে একটা আলোচনা সভায় মিলিত হয়।

বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, স্বাস্থ্য কমপ্লেক্সেরের আবাসিক মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান।

বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনের র‌্যালী ও আলোচনা সভায় সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, উপজেলার কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ।




আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বৈরি আবহাওয়ায় অবকাঠামো অবনতির কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরে। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিল টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারনে মাঠে নামার সুযোগ পায়নি তারা।

যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।’

দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি। প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মেহেরপুর সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইসমাইল হোসেন সভাপতি ও মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (৩১ মে) সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত কবি নজরুল শিক্ষা মঞ্জিলে একটানা ভোটগ্রহণ হয়। মোট ৮২২ ভোট থেকে কাস্ট হয়েছে ৬৭২ টি।

এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আমিনুল ইসলাম খোকন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইসমাইল হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী মোহাম্মদ মানিক ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। তার প্রাপ্ত ভোট ২১৪ টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ পেয়েছেন ১৭৮ ভোট এবং সুমন আলি পেয়েছেন ১১২ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাফর আলী। তার প্রাপ্ত ভোট ২০৫ টি। তার নিকটতম প্রার্থী হাফিজুল ইসলাম পেয়েছেন ১৫০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সানোয়ার হোসেন ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী শাহজাহান আলী পেয়েছে ১৩৬ ভোট।

কোষাধক্ষ্য পদে মনিরুল ইসলাম ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী শাহ জামান পেয়েছেষ ১৯৮ ভোট। লাইনম্যান সম্পাদক পদে রুস্তম আলী ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুল হান্নান পেয়েছেষ ১৯৮ ভোট। প্রচার সম্পাদক পদে মিলন ইসলাম সনি ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আরিফ পেয়েছেন ১৮৬ ভোট।

দপ্তর সম্পাদক পদে বজলু ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাহাবুদ্দিন শেখ পেয়েছেন ১১৭ ভোট।

নির্বাহী সদস্য পদে খোকন আলি পেয়েছেন ৩২৫ ভোট, আজগর আলী পেয়েছে ২৩২ ভোট, রায়হান আলী পেয়েছে ১৮৭ ভোট এবং মোহাম্মদ কালু ১৭৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হন।

এ সময় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, মিজানুর রহমান হিরন প্রমূখ উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।




উপজেলা শিল্পকলা একাডেমি গাংনীর ৫ সদস্যের এডহক কমিটির অনুমোদন

উপজেলা শিল্পকলা একাডেমি গাংনীর ৫ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী গত ১৫ মে ২০২৪ তারিখে এই কমিটির অনুমোদন দেন। যার স্বারক নং ৪৩.২০.০০০০.০১২.৩৬.০০২.২০.১০৩৮(১-৫)(১-৫)।

কমিটির আহবায়ক গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সদস্য সচিব গাংনী উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল আলম মন্টু, সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু ও জুলফিকার আলী কানন।

এডহক কমিটি গঠণতন্ত্র মোতাবেক ৬ মাসের মধ্যে উপজেলা শিল্পকলা একাডেমী গাংনীর কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

এদিকে উপজেলা শিল্পকলা একামি গাংনীর ৫ সদস্যের এডকমিটির অনুমোদন দেওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে অভিনন্দন জানিয়েছেন গাংনীর বিভিন্ন স্তুরের শিল্পী,

কলাকোশুলী, গীতিকার, সাংস্সাংকৃতিকসেবী ও বিভিন্স্কৃন তিক সংগঠণ।

এডহক কমিটির হাত ধরে আগামীতে একটি সুন্দরকিার্য নির্বাহী কমিটি গঠণ ও সাংস্কৃতিক অঙ্গণ এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।




মেহেরপুর সওজের এক্স-ইএন, এসডিই ও সার্ভেয়ারকে কারণ দর্শানোর আদেশ

অবৈধভাবে ব্যক্তি মালিকানা জমি দখলের পাঁয়তারার অভিযোগে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (এক্স-ইএন) খন্দকার গোলাম মোস্তফা, উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মিজানুর রহমান ও সার্ভেয়ার মিসকাতুল্লাহকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার গাংনীর সহকারী জজ আদালতের বিচারক এ আদেশ দেন। আদেশের দিন থেকে ১০ দিনের মধ্যে আসামিদের কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার একই আদালতে মামলাটি দায়ের করেন গাংনী উপজেলার তেরাইল গ্রামের কলেজ শিক্ষক কামরুল ইসলাম। যার মামলা নং দেওয়ানি ৭৮/২০২৪।

মামলার বাদি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরনে জানা গেছে, সরকারের কাছ থেকে ১৯৫৮ সালে চিরস্থায়ী বন্দোবস্ত পান তৎকালিন এমএনএ (এমপি) নুরুল হক। নুরুল হক বৃটিশ সরকারের সেনাবাহিনীতে চাকুরির সুবাদে পাকিস্থানে থাকার কারনে সিএস রেকর্ড জনৈক ব্যক্তির নামে হয়। পরে দেশে ফিরে এসে আরএস (খতিয়ান যার নং ১৪৫২, আরএস দাগ নং ৫৭৪২ সংশোধনীতে নুরুল হকের নাম নথিভূক্ত হয়।

পরে নুরুল হক ৮৮ সালে ওই জমি ওলিনগর গ্রামের কয়েকজনের কাছে বিক্রি করেন। সেখান থেকে ২০১২ সালে কামরুল ইসলাম ওই জমি কিনে খারিজ, হোল্ডিং খুলে নিয়মিত সরকারকে খাজনা পরিশোধ করে আসছেন। আরএস ম্যাপেও ৫৭৪২ নং দাগটি ব্যক্তি মালিকানাতেই আছে। মেহেরপুর কুষ্টিয়া সড়কের উন্নয়ন চলমান।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও সার্ভেয়ার মিসকাতুল গাংনী উপজেলার তেরাইল গ্রামে নির্মিত ব্রীজের কাছ বাদীর নিজস্ব জমিতে তৈরী দোকান ঘর ভাঙ্গার জন্য বিনা নোটিশে সীমানা নির্ধারণ করেছেন।

এদিকে, জমির মালিক কামরুল ইসলামের জমি থেকে মার্কেট উচ্ছেদ করার হুমকি দিয়ে এবার এই অবৈধ কাজে ব্যবহার করছেন বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ও তার অনুগত কয়েকজন লোকজনকে। সওজের ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের পর সাব ডিভিশনাল প্রকৌশলী মিজানুর রহমান তড়িঘড়ি করে জমির মালিক কামরুল ইসলামের মার্কেট ভেঙ্গে দেওয়ার জন্য প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট দিনভর চেষ্টা চালিয়েছেন।

সেখানে ব্যার্থ হয়ে স্থানীয় রাজনীতিক ও সাবেক ইউপি চেয়ারম্যানকে দিয়ে গতকাল বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নিকট একটি লিখিত অভিযোগ দেন। তবে সড়ক ও জনপথ বিভাগ ও ব্যক্তি মালিকানা দুই পক্ষেরই কাগজপত্র দেখে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া এবং ওই স্থানে সড়ক ও জনপথ বিভাগের জমি থাকলে সেটা উদ্ধার করার কথা জানান ইউএনও প্রীতম সাহা।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাস্তার পুরানো ব্রীজের পাশ দিয়ে সড়ক বিভাগের নিজস্ব যায়গা থাকলেও সেটি ফেলে রেখে ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা চালাচ্ছেন তারা। যেখানে ৫ বছর আগে বাদি ওই জমির উপর মাটি ভরাট করে ৫টি দোকান ঘর তৈরী করে ব্যবসা চালিয়ে আসছেন। তারা বলেন, একটি পক্ষের প্ররোচনায় সড়ক বিভাগের প্রকৌশলী এবং কর্মকর্তারা ওই যায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন।

মামলার বাদি কামরুল ইসলাম বলেন, স্থানীয় একটি চক্রের সহায়তায় সড়ক বিভাগ তাদের নিজস্ব জমি ফেলে রেখে আমার নিজ নামিয় জমি দখল করার চেষ্টা চালাচ্ছেন। রাস্তা ও ব্রীজ নির্মাণ প্রায় এক বছর আগে শুরু হয়েছে। রাস্তা ও ব্রীজ নির্মাণের জন্য সীমানা নির্ধারণ করে কাজ শুরু হলেও কাজ শেষ পর্যায়ে এসে আমার জমি ভেঙ্গে তা দখলের চেষ্টা চালাচ্ছেন। এব্যাপারে সুরাহা পেতে আমি মেহেরপুর সহকারি জজ আদালতে মামলা দায়ের করেছি।

মামলার পরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় উপবিভাগীয় প্রকৌশলী মোবাইল ফোনে কল দিয়ে আমাকে নানা ধরনের হুমকী দেন। হুমকি দিয়ে ওই কর্মকর্তা বলেছেন, আপনী নাগরিক হিসেবে আদালতের দারস্থ হতেই পারেন। তবে, আপনি চাইলেও আদালত আপনার পক্ষে ইনজানকশন দেবেনা। এটা আদালতের বিষয় এটি আপনি কিভাবে বললেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, এটা আমরা উর্দ্ধতন কর্মকর্তা ও প্রশাসন দিয়ে দেখবো।

সরেজমিনে দেখা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল বাজারের নিকট একটি ব্রীজ ছিল। পুরানো ব্রীজের বলবৎ থাকলেও পাশে আরেকটি ব্রীজ নির্মাণ করা হয়েছে। নির্মিত ব্রীজ থেকে বাদি কামরুল ইসলামের মার্কেটটি প্রায় দেড় শ ফুট দুরে অবস্থিত। ব্রীজের পাশে প্যালাসাইড দিয়ে মাটি ধরে রাখা হয়েছে। রাস্তার দুপাশে জমি উদ্ধারের সময় সওজের নিজস্ব জমি যতটুকু ছিল সেটি ভেঙ্গে ফেলা হয়েছে।

দীর্ঘ এক বছর পরে মামলার বাদি কামরুল ইসলামের ক্রয়কৃত জমির উপর নির্মিত দোকান ঘর ভাঙ্গার পাঁয়তারা করছে সওজ। তবে জমি দখল করার চেষ্টা করলেও কেবল তা মৌখিকভাবে। কোন অফিসিয়াল পত্র দেওয়া হয়নি এমনকি এলাকাতে মাইকিংও করা হয়নি সম্প্রতি।

এদিকে, কয়েকদিন আগে বাদিকে এসডিই মিজানুর রহমান অফিসে ডেকে এক্স-ইএনকে দিয়ে নানারকম হুমকিও দিয়েছেন।




চাঞ্চল্যকর বেল্টু হত্যা মামলা ফের আলোচনায়

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বেল্টু হত্যা মামলা ফের আলোচনায় উঠে এসেছে।

দীর্ঘদিন ধরে মামলাটি স্থবির হয়ে থাকলেও আগামী ধার্যদিন থেকে সাক্ষ্যগ্রহণ শুনানি হবে বলে জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক।

গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ^াসের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার বাদি সাইদুর রহমান বেল্টুর মা সখিনা খাতুন বছর খানেক আগে মুত্যুবরণ করেন। গতকাল সাইদুর রহমান বেল্টুর ছেলে সারেক রহমান আদালতে হাজির হয়ে মামলার বাদি হয়ে মামলাটি পরিচালনা করার আবেদন করলে বিজ্ঞ বিচারক অনুমতি দেন।
আদালতে আসামিদের মধ্যে বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল বিশ^াসসহ ৮ আসামি উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে জানা গেছে, ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে গাংনী উপজেলার দেবীপুর গ্রামে নিজ বাড়িতে গুলি করে খুন করা হয় এলাকার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বেল্টুকে। একদিন পর ১ ডিসেম্বর সাইদুর রহমান বেল্টুর মা সখিনা খাতুন বাদি হয়ে অজ্ঞাত আসামি উল্লেখ করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ২৯ জুন বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল বিশ^াস প্রধানসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

বাকি আসামিরা হলেন- বামন্দী পশ্চিমপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে মো: সুজন, জয়নাল আবেদীনের ছেলে সেন্টু, মৃত বুলুর ছেলে কনক, বামন্দী পশ্চিমপাড়ার মৃত আবুলের ছেলে রফিকুল ইসলাম, আব্দুর রহিমের ছেলে মো: রহিদুল, কাজিপুর ফকিরপাড়ার শামসুল হকের ছেলে ফজলু, ছাতিয়ানের নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম ইমন, বামন্দী নিশিপুরের আশরাফুল ইসলামের ছেলে সাগর আলী, তেরাইলের আমিরুল ইসলামের ছেলে মো: সামরুল, বালিয়াঘাটের রাশিদুলের ছেলে মিঠুন আলী, হাড়াভাঙ্গার মৃত আব্দুল কাদেরের ছেলে লাভলু হোসেন, ছাতিয়ানের মৃত গঞ্জের আলীর ছেলে আশরাফুল ইসলাম, ঝোড়াঘাটের জহির মালিথার মো: লালন, নিশিপুর গ্রামের আমীর আলীর মো আলী, বালিায়াঘাটের আত্তাহিমের ছেলে আরজ আলী। এর মধ্যে কয়েকজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং বাকিরা জামিনে রয়েছেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক বলেন, বাদির মৃত্যুসহ নানা কারণে মামলাটি দীর্ঘদিন পার হয়েছে।

মামলার অন্যতম সাক্ষী ও হত্যার শিকার সাইদুর রহমান বেল্টুর ছেলে সারেক রহমান বাদি হয়ে মামলাটি পরিচালনার আবেদন করায় মামলাটি এবার দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করছি।