‘ইউরোভিশন সং কনটেস্ট’র মুকুট জিতলেন ‘নন-বাইনারি’ গায়ক নিমো

ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন দ্বারা আয়োজিত ৬৮তম ‘ইউরোভিশন সং কনটেস্ট’র মুকুট জিতে নিলো সুইজারল্যান্ডের গায়ক নিমো মেটলার।

বিবিসির প্রতিবেদন অনুযাযী, মোট ২৫ দেশের প্রতিযোগীর মধ্যে ২৪ বছর বয়সী নিমো তার ‘দ্য কোড’ গানের জন্য জয়ী হয়েছেন। অপেরা এবং হিপ-হপ কম্পোজিশনের এই গানটি ৫৯১ পয়েন্ট অর্জন করে জুরিদের বিচারে এবারের শ্রেষ্ঠ সংগীত হিসেবে বিবেচিত হয়েছে।

নিমো নিজেকে একজন ‘নন-বাইনারি’ (যদি কোনো ব্যক্তি নিজেকে আলাদা করে পুরুষ কিংবা নারী হিসেবে সংজ্ঞয়িত করতে না চান) হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আর ‘দ্য কোড’ শিরোনামের গানে নিমো নিজের ‘নন-বাইনারি’ পরিচয়ের ব্যাখ্যা তুলে ধরেছেন।

সুইডেনের মালমো অ্যারেনায় শনিবার এ প্রতিযোগিতার ৬৮তম আসর বসে। আসরের গ্র্যান্ড ফিনালেতে সুইডেন, ফ্রান্সসহ ইউরোপের ২৫ দেশের প্রতিযোগীর সঙ্গে বিজয়ীর নাম ঘোষণার পর গেলবারের জয়ী সুইডিশ গায়িকা লরিন ক্রিস্টাল ট্রফি তুলে দেন নিমোর হাতে।

ট্রফি হাতে নিয়ে নিমো বলেন, ‘আমি আশা করি এই প্রতিযোগিতা তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে এবং এই বিশ্বের প্রতিটি মানুষের জন্য ইউরোভিশন শান্তির জায়গা ও মর্যাদা নিয়ে হাজির হবে।’

লরিন বলেন, ‘নিমোর জন্য এই পুরস্কার জরুরি ছিল। একজন নন-বাইনারির প্রতি আমাদের সমর্থন প্রকাশও প্রয়োজন ছিল। ইউরোভিশন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা রয়েছে। এই প্রেমময় জায়গাটি আমরা শিল্পীরা তৈরি করেছি সৃজনশীলতার মাধ্যমে।’

এছাড়া এ প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ক্রোয়েশিয়ার শিল্পী বেবি লাসাগনা; তিনি ‘রিম টিম তাগি ডিম’ শিরোনামের একটি গান গেয়েছিলেন।

ইউক্রেইনের অ্যালোয়না এবং জেরি হেলি হয়েছেন তৃতীয়; ফ্রান্সের স্লিমেন নেবেচি চতুর্থ স্থান পেয়েছেন। ইসরায়েলের আলোচিত শিল্পী ইডেন গোলান ‘হারিকেন’ শিরোনামের গান গেয়ে পঞ্চম স্থান দখল করেছেন। আর এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের অবস্থান ১৮তম।

এবারের প্রতিযোগিতায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার ছায়া ছিল।

ইউরোভিশনে ইসরায়েলকে সুযোগ দেওয়ায় সপ্তাহখানেক ধরে মালমোতে উত্তেজনা চলেছে। গোলান যখন মহড়ায় অংশ নিয়েছিলেন, তখন তাকে উপস্থিত দর্শকরা বিদ্রূপ করেন ও দুয়োধ্বনি দেন।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের আগে হাজারো মানুষ সুইডেনের মালমোতে পথে নামেন। আর চূড়ান্ত পর্বের আগে মালমো অ্যারেনার সামনেও মানুষ বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতিযোগীকে বাদ দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবি তোলেন। মঞ্চে উঠে পর্তুগালের প্রতিযোগী আইওলান্ড গান শুরুর আগে গিটার উঁচিয়ে বলেন. “শান্তির জয় হোক।“

ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন দ্বারা আয়োজিত বার্ষিক গানের এ প্রতিযোগিতাটি, ১৯৫৬ সালের ২৪ মে সুইজারল্যান্ডের লুগানোতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: ইত্তেফাক




গাংনীর তেঁতুলবাড়িয়াতে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা

দরিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচির আওতায় বিশ্ব মা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে রবিবার (১২ মে) সকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নে সমৃদ্ধি শাখার কার্যালয়ে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন তেতুলবাড়ীয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ রমজান আলী।

এছাড়াও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ জামিদুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামসহ তেতুলবাড়ীয়া ইউনিয়নের সর্বস্তরের মায়েরা উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় নবনির্বাচিত চেয়ারম্যান বাবুকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বীতিয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলী মুনসুর বাবুকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

শনিবার রাত ৮ টার দিকে দর্শনা পৌর আ’লীগের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান আলী মুনসুর বাবু প্রেসক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করে সার্বিক খোজ খবর নেন এবং মিষ্টি মুখ করান।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, চঞ্চল মেহমুদ, আসান হাবিব মামুন, এফএ আলমগীর, মেহমুদ হাসান রণি, রিফাত, সুকমল বাঁধন প্রমুখ।




আলমডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পৌর এলাকার আলিফ উদ্দিন মোড়ে মেসার্স আলতায়েবা স্টোর ও মেসার্স জামিল স্টোরে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, আলমডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্যসহ নকল মালামাল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে আজ শনিবার চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলিফ উদ্দিন মোড়ের মেসার্স আলতায়েবা স্টোরে বিদেশী নকল সিগারেট ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য পাওয়া গেলে স্টোর মালিক হায়দার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মেসার্স জামিল স্টোরের মালিক সালাউদ্দিনের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেক ও কসমেটিকস থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নকল সিগারেট ও অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ অভিযানের সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।




তৃতীয় বারের মতো চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার সাকিব বিশ্বাস

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার হয়েছেন আল মুতাকাব্বির সাকিব।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র আল মুতাকাব্বির সাকিব চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট ও প্রাক্তন চুয়াডাঙ্গা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০২২ ও ২০২৩ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। চুয়াডাঙ্গা সদরের হায়দার পুর গ্রামের শহিদুল ইসলাম ও সাবিনা ইয়াছমিন দম্পতির দুই মেয়ে ও একমাত্র ছেলে সাকিব। তার এই অর্জনে পিতা মাতার উৎসাহ ও উদ্দীপনা এবং চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ জেলা রোভারের কর্মকর্তাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামীকাল ১২মে চুয়াডাঙ্গা জেলাকে প্রতিনিধিত্ব করে খুলনা বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে অংশগ্রহণ করবেন তিনি। আগামী দিনগুলোর জন্য তিনি দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।




বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ওয়ানপ্লাস

প্রযুক্তিপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস। বিশ্ববাজারে স্মার্টফোন নিয়ে আসার শুরু থেকেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া জাগায় ওয়ানপ্লাস।

পুরোনোকে ঝেড়ে ফেলে নতুনের সন্ধানে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ব্র্যান্ড স্লোগান ‘নেভার সেটেল’-কে মূলমন্ত্র করে বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে। দেশে যাত্রা শুরুর আগে ব্র্যান্ডটি শিগগিরই এক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তিপ্রেমী ও আগ্রহী ব্যবহারকারীদের সামনে তাদের পণ্য ও সুবিধাগুলো বিষয়ে বিস্তারিত তুলে ধরবে।

এই আয়োজনে অতিথিরা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টফোন মডিউল এবং আইওটি ডিভাইসসমূহের ব্যাপারেও সরাসরি জানার সুযোগ পাবেন। সামনে আসছে ওয়ানপ্লাসের দুর্দান্ত সব চমক, ব্র্যান্ডটির অফিসিয়াল চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন আপনিও!

সূত্র: কালবেলা




ঝিনাইদহে উপজেলা নির্বাচনে ভোটের ফলাফল কারচুপির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ সদরে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর তালা মার্কা প্রতীকের ত্রুটিপূর্ণ ফলাফল ও গেজেট স্থগিত রেখে পূনঃরায় ফলাফল প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের মিলনাতায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস।

এতে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, ইউপি সদস্য বদরুল হাসান, পৌর আওয়ামী লীগ নেতা শেখ সেলিমসহ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কর্মী সমর্থকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস অভিযোগ করে বলেন, গত ৮ মে প্রথম ধাপে সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। কিন্তু এই পদে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা বে-সরকারীভাবে যে ফলাফল প্রকাশ করেছে তা ত্রুটিপূর্ণ ও গরমিল ছিল। এছাড়া সুরাট ও ঘোড়শাল ইউনিয়নে আমার পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে সেই ভোট কেন্দ্রের ফলাফল রাত ১১ টার পরে প্রকাশ করা হয়ছে।

উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পোল হয়েছে ১লাখ ৫হাজার ৫’শ ৫৮ ভোট। কিন্তু সকল প্রার্থীর বৈধ ও অবৈধ ভোট যোগ করে দেখা যায় পোলকৃত ভোটের থেকে ৩ হাজার ৩’শ ৯৮ ভোট বেশি হয়ে তা দাড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯’শ ৬ ভোটে।

এতে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতিত্ব করে নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এনামুল হককে বিজয়ী ঘোষনা করে। এমনকি নির্বাচন কর্মকর্তারা ৩টি রেজাল্ট শীট তৈরি করে তাতেও ফলাফলের ব্যাপক অসংগতি রয়েছে।

এমন অনিয়মে নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস।

সংবাদ সম্মেলন শেষে প্রার্থীর সমর্থকরা প্রেসক্লাবের সামনে অবৈধ ফলাফল বাতিল ও গেজেট স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, রেজাল্ট শীটে ভুল হতেই পারে সেটা আমরা পরে সংশোধন করেছি। তবে ফলাফল ঘোষনা সঠিক আছে। প্রার্থীর কোন অভিযোগ থাকলে নির্বাচনী ট্রাইবুনালে মামলা দিতে পারে।

ভোট গণনার অনিয়মের বিষয়ে রির্টানিং অফিসার ঝিনাইদহ জেলা নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল তথ্যগত শীটে ভুল ছিল এটা আমরা পরে সংশোধন করেছি। তবে তিনবার রেজাল্ট পরিবর্তনের বিষয়ে তিনি জানান, একমাস অফিসাররা কাজ করছে কিছু টেকনিক্যাল ভুল হতে পারে।




এইচএসসি পাসে নিয়োগ দেবে এসএমসি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে। প্রতিষ্ঠানটিতে কমিউনিটি মবিলাইজার পদে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

কমিউনিটি মবিলাইজার

পদসংখ্যা

একটি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। এসএমসি ক্লিনিক এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কাজের দক্ষতা প্রয়োজন। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন

চুক্তিভিত্তিক

কর্মস্থল

ঢাকা (মোহাম্মদপুর)

বেতন

আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের শেষ সময়

২১ মে ২০২৪

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে কৃষক সহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে বজ্রাঘাতে আহাম্মেদ মল্লিক (৭০) নামের এক কৃষক ও ঝাজরী বেগমপুরে রুবেল হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

বজ্রপাতে নিহত আহম্মেদ আলী পাটাচোরা গ্রামের মল্লিকপাড়ার মৃত খেদের মল্লিকের ছেলে এবং রুবেল বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামের আবদুল মালেকের ছেলে।

শনিবার সকাল ৯টার দিকে পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে ।

দামুড়হুদা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর কবির জানান,  শনিবার সকালে পৌনে ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার গ্রামের খড়েরগাড়ী মাঠে জমিতে যায় আহম্মেদ মল্লিক। বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। এসময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে নিহত হয়।

অন্য দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোঃ শফিকুল ইসলাম জানান, শনিবার ৯ টার দিকে বৃষ্টি শুরু হয়। এসময় দর্শনা থানার ঝাজরী বেগমপুর গ্রামের বস্তির পাশে রুবেল হোসেন একটি দোকানের নিচে বসে ছিল। এ সময় হঠাৎ করে বজ্রপাত এসে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি নিহত হয়।




সড়ক দুর্ঘটনায় নিহত ‘অড সিগনেচার’-এর পিয়াল

বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’-এর সদস্যরা ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় ব্যান্ডটির গায়ক ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল ও গাড়িচালক নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে ৫ টায় মহাসড়কের নরসিংদীর চৈতাব এলাকায় ড্রীম হলিডে পার্কের সামনে হানিফ পরিবহন ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম অনুযায়ী, বিষয়টি নিশ্চিত করেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটির সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক ও চার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুজন মারা যান এবং আহত তিনজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

এদিকে মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি।

আহতরা হলেন- রাজধানী মহাখালী এলাকার আফতাব উদ্দিনের ছেলে আকিব (২৬), হবিগঞ্জের খোরশেদ আলমের ছেলে সাকিব (২৬) ও চট্রগ্রামের পাথরঘাটার অনুপের ছেলে অমিত (২৭)।

এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আশেপাশের হাসপাতালে নিয়ে ভর্তি করে।’

এছাড়া খবরটি ‘অড সিগনেচার’ ব্যান্ডের ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়েছে।

ব্যান্ড অড সিগনেচারের অফসিয়াল ফেসবুক পেজের পোস্টে লেখা হয়, ‘সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হয়।

এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মক ভাবে আহত হয়। ড্রাইভার সাহেব ‘সালাম’ আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দূর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।’

এ খবরে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।

অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। ২০১৭ সালে এর আত্মপ্রকাশ। শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি।

‘দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা’ গানের ভোকালিস্ট ও ‘অড সিগনেচার’ মিউজিক ব্যান্ডের অন্যতম সদস্য ছিলেন আহসান তানভীর পিয়াল।

সূত্র: ইত্তেফাক