মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর শহরের বড়বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অভিযান চালিয়ে মেসার্স মেজবা স্টোর ও মেসার্স পংকজ স্টোরের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বড়বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অভিযোগে মেসার্স মেজবা স্টোরের মালিক মো: মোহিনুজ্জামান মিতুলকে ৫,০০০ টাকা এবং মেসার্স পংকজ স্টোরের মালিক পংকজ কুমার দাসকে ২৫,০০০ টাকা মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং পণ্য সম্পর্কিত যথাযথ তথ্য না থাকার কারণে এ জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, প্রতিষ্ঠান দুটিকে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করে সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানকালে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

সার্বিক সহযোগিতায় করেন কৃষি বিপণন কর্মকর্তা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: তারিকুল ইসলাম, মো: রিয়াজ মাহমুদ, শিক্ষার্থী প্রতিনিধি মো: তামিম ইসলাম, এবং জেলা পুলিশের একটি টিম।




সেন্সরের গণ্ডি এখনো পার হয়নি ঈদের সিনেমা

ঈদ এলেই সিনেমা মুক্তির হিড়িক পড়ে। প্রতিবছরই এ চিত্র লক্ষণীয়। গত বছর ঈদে প্রায় এক ডজন সিনেমা মুক্তি দেওয়া হয়েছিল। এবারও এখন পর্যন্ত যুক্ত হয়েছে আটটি সিনেমা। এ সংখ্যা আরও বাড়তে পারে। তালিকায় রয়েছে শাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশো, মোশরারফ করিমের সিনেমা। বিস্তারিত লিখেছেন রিয়েল তন্ময়।

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। দুই ঈদেই জমে ওঠে সিনেমা বাজার। প্রযোজক-পরিচালক থেকে শুরু করে প্রেক্ষাগৃহ মালিকরাও তীর্থের কাকের মতো ঈদের অপেক্ষায় থাকেন। দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত হয় অনেক বড় বাজেটের তারকানির্ভর সব সিনেমা। এ ছাড়া বছরের অন্য দিনগুলোতে মানহীন সিনেমাই বেশি মুক্তি দেওয়া হয়। যা থেকে সিনেমাপ্রেমী দর্শকদের অনাগ্রহ সৃষ্টি হয়, তার সঙ্গে লোকসানের ঘানি টানতে হয় প্রেক্ষাগৃহ মালিকদের। সে তুলনায় ঈদেই একটু দর্শক সমাগম বাড়ে, ভালো ব্যবসা হয়, একটু লাভের মুখ দেখেন সংশ্লিষ্টরা।

এবারের ঈদুল ফিতরেও মুক্তির অপেক্ষায় আছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘পিনিক’, ‘জিন-৩’, ‘ইনসাফ’সহ প্রায় এক ডজন সিনেমা। চালু থাকা প্রেক্ষাগৃহের সংখ্যার তুলনায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও, প্রযোজক-পরিচালকরা ঈদকেই বেছে নিতে চাইছেন। কনটেন্টের জোরেই সিনেমা চলবে, এটাও তাদের বিশ্বাস। তবে ঈদের বাকি আর মাত্র কিছুদিন। অনেক সিনেমার শুটিং এখনো শেষ হয়নি। এদিকে যেগুলোর কাজ মোটামুটি শেষ হয়েছে, সেগুলোর মধ্যেও কোনো সিনেমা এখন পর্যন্ত সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি। এমনকি পরিবেশক সমিতিতেও সিনেমার নাম লিপিবদ্ধ করা হয়নি এখনো। সমিতির কাছে নেই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকা।

সেন্সরে জমা না পড়লেও, ঈদের সিনেমাগুলো নিয়ে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। প্রকাশ করা হচ্ছে সিনেমার পোস্টার, টিজার, ট্রেলার, গান। তাতে করে ঈদ সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহও দেখা যাচ্ছে। এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত মুক্তির মিছিলে কোন সিনেমাগুলো টিকে যায়, বা কারাই ছিটকে পড়ে।

এখনো সেন্সরে জমা না দেওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ সিনেমার গানের কাজ এখনো বাকি আছে। সম্প্রতি এর টিজার প্রকাশ করা হয়। আলোচনা-সমালোচনার পাশাপাশি সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। এটি নির্মাণ করছেন মেহেদি হাসান হৃদয়। তিনি জানান, সিনেমার কাজেই এখন ব্যস্ত রয়েছেন। গানের কাজ শেষ হলেই সেন্সরে জমা দেওয়া হবে। তার আগে তাদের প্রচারণার কাজ চালিয়ে যাবেন।

সিয়াম আহমেদ, শবনম ইয়াসমিন বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। এটি গত বছর থেকেই প্রস্তুত হয়ে আছে। নির্মাণ করেছেন এম রাহিম। গত বছরের কুরবানি ঈদেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। সেভাবেই প্রচার-প্রচারণাও করা হয়েছিল। কিন্তু শেষ বেলায় এসে পিছিয়ে যায়। নির্মাতা পরে ঘোষণা দেন, আসন্ন রোজার ঈদে মুক্তি দেওয়ার। তাই প্রচারণাও চলছে পুরোদমে। এরই মধ্যে পোস্টার, গান প্রকাশ করা হয়েছে। তবে সিনেমাটি এখনো সেন্সরে জমা পড়েনি। পরিচালক বলেন, ‘ঈদে মুক্তির জন্য আমরা প্রস্তুত। কিছু টেকনিক্যাল কারণে আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে। তাই সেন্সরে জমা দেওয়া হয়নি। শিগ্গির আমরা জমা দেব।’

২০২৩ সালে বড় পর্দায় অভিষেক হয় নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’তে তিনি সঙ্গী হিসাবে পেয়েছিলেন তমা মির্জাকে। এ জুটি এবারের ঈদেও থাকছেন ‘দাগি’ নামের একটি সিনেমা নিয়ে। এটি নির্মাণ করছেন শিহাব শাহীন। এবার নিশোর সঙ্গে থাকছেন আরেক নায়িকা সুনেরাহ বিনতে কামাল। কিছুদিন আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। প্রচারণার অংশ

হিসাবে মঙ্গলবার প্রকাশ হয় এর টিজার। নির্মাতা জানিয়েছেন, আরও কিছু প্যাঁচওয়ার্কের কাজ বাকি আছে। কাজ সম্পন্ন করে শিগ্গির এটি সেন্সরে জমা দেওয়া হবে। এর আগে প্রচারণা চলবে।

এদিকে ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েই শুটিং শুরু হয় ‘পিনিক’ নামের একটি সিনেমার। খুব দ্রুতগতিতে শুটিং শেষ হয় সিনেমাটির। এখন এডিট প্যানেলে আছে এটি। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম ইয়াসমিন বুবলী। নির্মাণ করেছেন জাহিদ জুয়েল। তবে প্রচারণার অংশ হিসাবে শুধু পোস্টার ছাড়া আর কিছুই প্রকাশ করেনি সংশ্লিষ্টরা। নির্মাতা জানান, এখন কালার গ্রেডিংয়ের কাজ চলছে। সব কাজ শেষ করে শিগ্গির এটি সেন্সরে জমা দেওয়া হবে। তার পাশাপাশি প্রমোশনের কাজও শুরু করবেন।

জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবার ঈদে থাকছেন তার সিনেমা ‘জিন-৩’ নিয়ে। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে সজলের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। জানা গেছে, এখনো সিনেমাটির শুটিং শেষ হয়নি। শুটিং শেষে অন্যান্য কাজে শুরু করবেন সংশ্লিষ্টরা। এরপর সেন্সরে জমা পড়তে বেশ খানিকটা সময় লাগবে। তবে প্রচারণা চালিয়ে যাচ্ছে সিনেমাটির। এরই মধ্যে দুটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’ সিনেমার শুটিং এখনো চলছে। এটি নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। জানা গেছে, গানের শুটিং এখনো বাকি আছে। কয়েকদিনের মধ্যেই সেগুলোর কাজ করা হবে। এরপর সেন্সরে জমা পড়বে। তবে এখনো সিনেমার কোনো প্রচারণা শুরু করেননি সংশ্লিষ্টরা।

এগুলো ছাড়া আরও বেশকিছু সিনেমা (যেগুলো আগেই নির্মাণ করে রাখা হয়েছে। যা এতদিন নানা কারণে মুক্তি দিতে পারেনি) মুক্তির প্রস্তুতি নিচ্ছেন

সংশ্লিষ্টরা। সেগুলোর মধ্যে কয়েকটি সেন্সর সার্টিফিকেশন পেয়ে থাকলেও, বেশ কিছু সিনেমা এখনো সেন্সরের গণ্ডি পার হয়নি।

সূত্র: যুগান্তর




মহেশপুর সীমান্তে আটক ২ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার (১১মার্চ) বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপি, সুন্দরপুর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।

এরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় উত্তর পূর্ব পাড়া গ্রামের মৃত শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্রী শ্যামল কুমার ৯(৬৬) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে শ্রী রতন সরকার (৫৮)।

গতকাল মঙ্গলবার রাত ১২ টায় বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা জানিয়েছেন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য বিজিবিকে আহব্বান জানায় বিএসএফ। জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে বিএসএফের কাছ থেকে তাঁদের গ্রহণ করে বিজিবি।

পরে মঙ্গলবার রাতেই ২ জনকে মহেশপুর থানায় পুলিশের কাছে সোপর্দ করে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস।




রাফিনিয়ার জাদুতে শেষ আটে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। যদিও ব্যবধান ছিল কম, তবে সেই জয় কাতালান ক্লাবটিকে শেষ আটের পথে এগিয়ে রেখেছিল।

দ্বিতীয় লেগে ঘরের মাঠে আরও উজ্জ্বল বার্সেলোনা। ৩-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে হানসি ফ্লিকের দল। ম্যাচে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া দুটি গোল করে জয়ের নায়ক হন। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে প্রতিপক্ষকে বিদায় করেছে বার্সা।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে ১১ মিনিটেই প্রথম গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। কিন্তু এক মিনিট পরেই নিকোলাস ওটামেন্ডির গোলে সমতায় ফেরে বেনফিকা।

২৭ মিনিটে লামিনে ইয়ামালের গোল বার্সেলোনাকে আবার এগিয়ে নেয়, ২-১। এরপর ৪২ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন, যা বার্সেলোনার বড় জয় নিশ্চিত করে।

বার্সেলোনা এই জয়ের ফলে শেষ আটে জায়গা করে নিলো, যেখানে তাদের অপেক্ষা করছে আরও কঠিন প্রতিপক্ষ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

মেহেরপুরে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল দশটার দিকে জেলা প্রশাসক আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার‌ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দীন, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আমানুল্লাহ, মাস্টার ট্রেনার মাওলানা আব্দুল হামিদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা।




মেহেরপুরে পুলিশ ও বিজিবির অভিযানে গ্রেফতার ৭

জামায়াত নেতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি, আওয়ামী লীগের নেতাসহ বিভিন্ন মামলার পলাতক ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে, অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় হুসাইন নামের এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

গত ২৪ ঘণ্টায়, সোমবার থেকে মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে এসব আসামি গ্রেফতার হন।

মেহেরপুর সদর থানার বারাদি পুলিশ ক্যাম্পের অভিযানে সদর উপজেলার হিজুলী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আব্দুল জব্বার হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও মোমিনপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাব্বারুল ইসলামের ঘরবাড়ি ভাঙচুর মামলার আসামি হিজুলী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বল্টুকে (৪৪) গ্রেফতার করা হয়।

সোমবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে হিজুলী গ্রামের মিনাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া, আদালতের পরোয়ানাভুক্ত অপর একজন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

মুজিবনগর থানা পুলিশের অভিযানে মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগের নেতা, আনন্দবাস গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. শাহিন উদ্দিন (৪২), নারী ও শিশু মামলা নং ৭৬/২৪-এর আসামি দারিয়াপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (৩৫), ভবেরপাড়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মোছা. সুমি খাতুন (২৮), আনন্দবাস গ্রামের আরশাদ আলীর ছেলে মো. রিফাতুল ইসলাম (৪০), এবং গাংনী থানার আমতৈল গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) (প্রসিকিউশন নং ৭/২৫, ধারা ২৯০ পেনাল কোড) গ্রেফতার হন।

জানা গেছে, গ্রেফতারকৃত ওয়াহিদুজ্জামান বল্টু আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন সময়ে বিভিন্ন লুটপাট, দুর্নীতি ও খুনের সঙ্গে জড়িত ছিলেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, মেহেরপুর সদর উপজেলার নবীনগর খালপাড়া সীমান্তের ১১৬ নম্বর পিলারের কাছে দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নাদাগাড়ি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে হুসাইন (৪৫) কে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে বুড়িপোতা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল তাকে আটক করে।

এ ঘটনায় বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (১১ মার্চ) আদালতে নেওয়া হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।




অরিজিতের বাড়িতে হাজির বিশ্বখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্স! কিন্তু কেন?

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে এসে হাজির হয়েছেন বিশ্বখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্স। আর সেই ফুটেজ সামনে আসতেই চক্ষুস্থির নেটিজেনদের। অবশ্য খবরটি প্রথম মার্টিন গ্যারিক্স নিজেই দিয়েছেন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ওই পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এঞ্জেলস ফর ইচ আদার @arijitsingh-এর সঙ্গে। শীঘ্রই আপনাদের জন্য নতুন কিছু আসছে।’

শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ সিংয়ের নিজের বাড়ি অর্থাৎ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হাজির হয়েছেন ডিজে মার্টিন গ্যারিক্স। সেখানেই চলে দুই গায়কের জ্যামিং সেশন। ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎকে জড়িয়ে ধরছেন গ্যারিক্স। আর উৎসাহের সঙ্গে বলছে, ‘লেটস স্টার্ট…’ অর্থাৎ চলো শুরু করি।

জানা গেছে, দোভাষী একটি গান নিয়ে একসঙ্গে কাজ করছেন তারা। গানের নাম এঞ্জেলস ফর ইচ আদার।

অরিজিতের বাড়ির স্টুডিওতেই একসঙ্গে সেই গানটিই রের্কডিং করতে দেখা গেল দুজনকে। হিন্দি ও ইংরেজি দুটি ভাষাই ব্যবহার করা হয়েছে সেই গানে। গানের কথা খানিক এরকম…

‘সঙ্গ মে রহু, কিতনা ভি হো অন্ধেরা, অর জিকর হো তেরা, মেরি হর দুয়া মে… লাইফ উইল বি বিউটিফুল, নো (know) দ্যাট ইউ আর নট অ্যালোন, উই রাইজ অ্যান্ড উই ফল, আই সি হু ইউ আর…’

মার্টিন গ্যারিক্স ২০২৪ সালের জুন মাসে অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তিনি ‘দুর্দান্ত সপ্তাহ’-এর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আর এই ফোটো থেকেই তাদের কোলাবরেশনের ইঙ্গিত মিলেছিল। আর এবার সেই অনুমান বাস্তবে পরিণত হল।

পোস্টটি ইতিমধ্যেই ৯ লক্ষ লাইক এবং ১০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে, এবং মন্তব্যের ঘর প্রায় উত্তেজনায় ভরে গেছে। ডিজে এবং সঙ্গীত রচয়িতা জুলিয়ান জর্ডান এটিকে ‘লেজেন্ডারি কোলাব’ বলে অভিহিত করেছেন। গানটি EDM এবং বলিউড রোমান্সের এক অসাধারণ এবং অনন্য মিশ্রণ হতে চলেছে বলেই ধারণা সংগীতপ্রেমীদের। খুশিতে নাচথে অরিজিতের ভক্তরাও।

সূত্র: যুগান্তর




মুজিবনগরের বাগোয়ান ১ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৫ টার সময় নাজিরাকোনা গ্রামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব ও মুজিবনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড:কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সিনিয়র যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হাজী মশিউর রহমান। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম আলী, মোনাখালি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রাইহান কবির, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সালাউদ্দীন প্রিন্স। মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, বিএনপি নেতা রেজাউল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লিংকন, যুবনেতা ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগোয়ান ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হিসাবে মানিকনগর গ্রামের আব্দুল করিম, সাধারণ সম্পাদক হিসাবে নাজিরাকোনা গ্রামের রমজান আলী নির্বাচিত হন।




ভারতকে হারাতে বাংলাদেশ দলে যোগ দিলেন ইতালি প্রবাসী ফুটবলার

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শক্তি আরও বাড়াল বাংলাদেশ। সবশেষ বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম।

আগে থেকেই নির্ধারিত ছিল সৌদি আরবে বাংলাদেশ দলের বিশেষ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন ইতালির সেরি ডিতে খেলা এই ফরোয়ার্ড। হয়েছেও তাই। নির্ধারিত সময়েই বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহামেদুল। এখন ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ সময় পাবেন তিনি।

এর আগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছিল, ১০ মার্চ ক্যাম্পে যোগ দিতে পারেন ফাহামেদুল। হয়েছেও তাই। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ওলবিয়া কালসিওর ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ডের বাংলাদেশ দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবে ক্যাম্প শেষে দেশে ফিরে ভারতে রওনা হবে বাংলাদেশ দল। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে কাবরেরার দল। সেই ম্যাচটি সামনে রেখে এখন বর্তমানে সৌদি আরবে নিবিড় অনুশীলন করছে দল।

৩০ জনের ক্যাম্পে এখনও যোগ দেননি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডে খেলা ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার আগামী ১৭ বা ১৮ মার্চ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার। যা দেখার অপেক্ষায় এখন বাংলাদেশি ফুটবলপ্রেমীরা।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের ২ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার

মেহেরপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে শহরের ২ নম্বর ওয়ার্ডের বোসপাড়ায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ।

এছাড়াও এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান সাতু, রোমানা আহমেদ, খাইরুল বাশার, ওমর ফারুক লিটন প্রমুখ।

জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এছাড়াও সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল রহমান লাভলু, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তপন, মোশিউল আলম দ্বীপু, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, বিএনপি নেতা আব্দুল লতিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, নাহিদ আহমেদ, আবুল হাশেম, সৌরভসহ ২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মেহেরপুরের ২ নম্বর ওয়ার্ড সম্মেলনে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সাঈদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ইমন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক আব্দুল সালাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এনামুল হক দায়িত্ব পালন করবেন।