আলমডাঙ্গার হাপাঁনিয়ায় বসতবাড়িতে অগ্নিকান্ড, ৮টি বাড়ি পুড়ে ছাই

আলমডাঙ্গার হাঁপানিয়া গ্রামে আগুন লেগে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্বান্ত হয়ে পড়েছে দরিদ্র পরিবার গুলো।

আজ শুক্রবার বেলা ১২টায় দিকে হাঁপানিয়া গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটে। আগুনে আসবাবপত্রসহ রান্না করার সরঞ্জামও পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শিরা জানান।

প্রত্যক্ষদর্শি সুত্রে জানাগেছে,আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের হুদাপাড়ার হযরতের বাড়িতে সর্ট শার্কিট থেকে আগুন ধরে যায়। আগুনের ললিহান শিক্ষা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলোতে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৮টি পরিবারের সর্বস্ব। ক্ষতিগ্রস্ত পরিরাব সাইফুল ইসলাম, প্রবাসে অবস্থানরত শাহীন, হযরত, মিজানুর রহমান, নাজমুল হুদা, সাইফুল ইসলাম , মেহের আলী, হাসানুজ্জামান।
গরীব এই আটটি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। নেই রান্নার সরঞ্জামাদিও।

চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই ৮টি বাড়ি পুড়ে যায়। উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এতে আটটি বাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা অত্যন্ত গরিব। পরনের পোশাক ছাড়া আর নেই তাদের। এমনকি তারা দুপুরে রান্নাবান্না করে খাবে সেই পরিস্থিতিও নেই। আজকের মধ্যেই তাদেরকে সহযোগিতা করা হবে।

ক্ষতিগ্রস্তরা বলেন, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ৮টি বাড়ি পুড়ে গেছে। আমাদের কিছুই আর নেই। কেউ চাল-ডাল দিলেও রান্না করার সরঞ্জাম টুকুও নেই।

প্রবাসী শাহীনের স্ত্রী বলেন, আমার নগদ টাকাসহ সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে। চোখের সামনে মুহূর্তেই আমাদের সব শেষ হয়ে গেল। এখন আমরা কোথায় থাকবো।
সাবেক ইউপি সদস্য ইনতাজুল হক বলেন, ৮টি বাড়ির কোনো অস্তিত্ব নেই। নগদ টাকাসহ আসবাবপত্র সব পুড়ে গেছে। এক বেলার খাবারও নেই তাদের।




মেহেরপুরে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের পৃথক দুটি স্থানেঅভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে সদর উপজেলার হরিরামপুর ও বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ভূমি অফিস পাড়ায় অভিযানপরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাশেম আলী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিরামপুর দক্ষিণপাড়ায় অভিয়ান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ রেজাউল হকেবর ছেলে ইকবাল হোসেনকে এবং শহরের ভূমি অফিস পাড়া থেকে শমসেরে শেখের ছেলে মিয়ারুল ইসলামকে ৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।




বলিউডে পা রাখছেন টম ফেল্টন

হ্যারি পটার সিরিজে ড্রাকো ম্যালফয় চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ব্রিটিশ অভিনেতা টম ফেল্টন। এবার এই আন্তর্জাতিক তারকা বলিউড ইন্ডাস্ট্রিতেও পা রাখতে যাচ্ছেন। ৩৬ বছর বয়সী এই তারকাকে এবার দেখা যাবে ভারতীয় নির্মাতা হংসল মেহতার নতুন সিরিজ ‘গান্ধী’তে।

বৃহস্পতিবার (২ মে) চলচ্চিত্র নির্মাতা নিজেই এই খবর গণমাধ্যমকে জানিয়েছেন।

টম ফেলটন ছাড়াও ‘গান্ধী’ সিরিজে যোগ দিয়েছেন- লিবি মাই, মলি রাইট, রাল্ফ অ্যাডেনিয়েই, জেমস মারে, লিন্ডন আলেকজান্ডার, জননো ডেভিস, সাইমন লেননের মতো বিদেশি অভিনেতারা।

বিবৃতিতে পরিচালক জানান, আমাদের দলে কিছু ব্যতিক্রমী আন্তর্জাতিক অভিনেতাদের উপস্থিতি খুবই আনন্দদায়ক। কারণ, আমরা বিশ্বব্যাপী দর্শকদের কাছে আমাদের ভালোবাসা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। মোহনদাস করমচাঁদ গান্ধীর গল্প, বিশেষত লন্ডন এবং দক্ষিণ আফ্রিকায় কাটানো তার আরও বছরগুলো… এই গল্প নিয়ে আগে কাজ হয়নি। এই গল্প এমন এক তরুণের যে নিজেকে খুঁজতে বেরিয়েছিল…. এই মহাকাব্যিক কাহিনীকে পর্দায় জীবন্ত করে তোলার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।

এ সিরিজে অভিনয় প্রসঙ্গে টম বলেন, গান্ধীর জীবনে লন্ডনে কাটানো সময়ের গল্পে আমি থাকছি। হংসল ও প্রতীকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত।

এই সিরিজে টম ফেল্টনকে লন্ডনে গান্ধীর বন্ধু জোসিয়া ওল্ডফিল্ডের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গায় টানা এক সপ্তাহ বৃ‌ষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

চুয়াডাঙ্গায় টানা ২২ দি‌ন ধ‌রে অব্যাহত র‌য়ে‌ছে দে‌শের স‌র্বোচ্চ তীব্র থে‌কে অতি তীব্র তাপমাত্রা। আজ শুক্রবার সহ গত তিন দিন ধরে তাপমাত্রার পারদ একটু একটু ক‌রে নাম‌তে শুরু ক‌রে‌ছে চুয়াডাঙ্গায়। এরই মধ্যে আবহাওয়া অফিস জানাল আগামী ৬ মে থে‌কে ১২ মে পর্যন্ত টানা বৃ‌ষ্টি হতে পারে চুয়াডাঙ্গাতে।

এখা‌নে ধীরে ধীরে তাপমাত্রা কম‌লেও বাতাসে বইছে আগুনের হল্কা। বাইরে বের হ‌লে রো‌দের তীব্রতায় ম‌নে হ‌চ্ছে শরীর ঝল‌সে যা‌চ্ছে। বেলা বাড়ার সা‌থে রো‌দ্রের তীব্রতা ও ভ্যাপসা গরম তরতর ক‌রে বাড়‌ছে। দাবদাহের এই পরিস্থিতিতে প্রতিদিনই জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রিকশা-ভ্যান চালক ও পথচারীদেরকে ক্ষণিকের স্বস্তি দিতে ও পিপাসা নিবারণেন জন্য সুপেয় পানি, শরবত, স্যালাইন, আখের রস, ডাব খাওয়ানো হচ্ছে এবং ছাতা উপহার দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার স‌র্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেল‌সিয়াস ‌রেকর্ড করা হ‌য়ে‌ছে। এ সময় বাতা‌সের আদ্রতা ছিল ১১ শতাংশ। বাতা‌সে জলীয় বা‌ষ্পের প‌রিমাণ অ‌নেক বেশি থাকায় ঘ‌রে ভ্যাপসা গরম আর বাইরে রো‌দের তা‌পে শরীর জ্বালা পোড়া অনুভূত হ‌চ্ছে ব‌লে জানান চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্য‌বেক্ষণাগা‌রের ইনচার্জ জা‌মিনুর রহমান।

আর এই দাবদা‌হে সবচাইতে বে‌শি বিপা‌কে প‌ড়ে‌ছেন দিন মজুর খে‌টে খাওয়া রিকশা ভ্যান চালকরা। হিটস্ট্রো‌কের ঝুঁকি মাথায় নি‌য়ে রিকশা ভ্যান চালক ও দিন মজুর শ্র‌মিকরা কাছ কর‌ছে বাধ্য হ‌য়ে। চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এই জেলায়। একটানা প্রায় ২২ দিন দে‌শের স‌র্বোচ্চ তীব্র থেকে অতিতীব্র দাবদাহে হাসপাতালে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে সামান্য জনবল নি‌য়ে চিকিৎসা দিতে হিম‌শিম খা‌চ্ছেন ডাক্তাররা। গরমজ‌নিত রো‌গে আক্রান্ত হ‌য়ে প্র‌তি‌দিনই ভর্তি হচ্ছেন শতা‌ধিক রোগী। শয্যা সংকুলান না হওয়ায় রোগীরা হাসপাতালের বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আউট‌ডো‌রে শত শত গরমজ‌নিত রো‌গে আক্রান্ত মানুষ চি‌কিৎসা নি‌য়ে বা‌ড়ি ফির‌ছেন। আর এ রো‌গে আক্রা‌ন্তের বেশির ভাগ রোগীই শিশু ও বৃদ্ধ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বেলা বাড়ার সা‌থে রো‌দ্রের তীব্রতা ও ভ্যাপসা গরম তরতর ক‌রে বাড়‌ছে। আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশ‌মিক ৫ ডিগ্রি সেল‌সিয়াস। এ সময় বাতা‌সের আদ্রতা ছিল ৪৪ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশ‌মিক ৫ ডিগ্রি সেল‌সিয়াস। এ সময় বাতাসে আদ্রতা ছিলো ১২ শতাংশ। বেলা ৩টায় জেলার স‌র্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশ‌মিক ৮ ডিগ্রি সেল‌সিয়াস। এ সময় বাতা‌সের আদ্রতা ছিল ১০ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্য‌বেক্ষণাগা‌রের ইনচার্জ জা‌মিনুর রহমান জানান, গত প্রায় ২২ ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ অবস্থায় জেলায় হিট অ্যালার্ট জারি আছে। আজ পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৪০ থে‌কে ৪৩ দশ‌মিক ৭ ডিগ্রি‌তে উঠা নামা কর‌ছে।

তি‌নি আ‌রো ব‌লেন, আগামী ৬ মে থে‌কে ১২ মে পর্যন্ত টানা বৃ‌ষ্টির দেখা মিল‌তে পা‌রে। সে কার‌ণে বৃ‌ষ্টি শুরুর আ‌গে কৃষক‌দের‌কে মা‌ঠের ফসল ঘরে তোলার জন্য বি‌শেষ ভা‌বে অনু‌রোধ ক‌রে‌ছেন তি‌নি।




১২৪ রানের শেষ জিম্বাবুয়ে

শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপে বিপর্যয়ে জিম্বাবুয়ে। ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সিকান্দার রাজার দল। সেখানে থাকে ঘুরে দাঁড়িয়ে সম্মানজনক পুঁজি পেয়েছে সফরকারীরা। ওয়েলিংটন মাসাকাদজা ও ক্লাইভ মানদান্দের ব্যাটে ভর করে বাংলাদেশকে ১২৫ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে।

শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন সান্ত। টস হেরে ব্যাট করতে প্রথম ওভারে দুই চারের সাহায্যে ৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই বাংলাদেশকে উইকেট উপহার দেন স্পিনার শেখ মেহেদি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ক্রেগ আরভিন।

এরপর জয়লর্ড গাম্বি ও ব্রায়ান বেনেটে মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বেনেট। তবে দলীয় ৩৬ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

গাম্বি ১৪ বলে ১৭, বেনেট ১৫ বলে ১৭ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অধিনায়ক রাজা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই সেন উইলিয়ামস ও রায়ান বার্ল। ৩৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

এরপর দলীয় ৪১ রানে আবারও উইকেট হারায় জিম্বাবুয়ে। ৬ বলে মাত্র ২ রান করে ফিরে যান লুক জঙ্গি। তার বিদায়ের পর ক্রিজে আসা ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ক্লাইভ মানদান্দে। ৭৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ১১৬ রানে ৩৯ বলে ৪৩ রান করা মানদান্দেকে আউট করে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। মানদান্দের বিদায়ের পর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে তাসকিন ও সাইফুদ্দিন নেন ৩টি করে উইকেট।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদার পড়শী এইডের পক্ষ থেকে শরবত বিতরণ

সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলায় প্রচন্ড তাপদহের কারনে পথচারীদের সাময়িক স্বস্তি দিতে পড়শী এইড সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফ্রী লেবুর শরবত বিতরণ করেছেন।

আজ শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর ৪টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠাল তলায় এই শরবত বিতরণ করা হয়।

জানাগেছে বিগত টানা ৩ সপ্তাহ ধরে সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলায় প্রচন্ড তাপদাহ চলছে। এরই মধ্যে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১. ২ ডিগ্রি সেলসিয়াস। এতো গরমে জীবন জিবিকার তাগিদে মানুষ ঘর থেকে বের হলেও তাপদহের কারনে মানুষ স্বস্তি পাচ্ছেনা। ঠিক এসময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন পাড়ায় অবস্থিত সামাজিক সংগঠন পড়শী এইড মানুষের সাময়িক স্বস্তি দিতে ফ্রী লেবুর শরবত বিতরণের উদ্যোগ নেন। এরই আলোকে গতকাল শুক্রবার পাখি ভ্যান চালক, ইজিবাইক চালক, বাইসাইকেল চালক, ট্রাক চালক সহ সাধারণ পথচারী ও যাত্রীদের মাঝে প্রায় ১ হাজার লিটার লেবুর শরবত ফ্রী বিতরণ করেন।

এবিষয়ে পাখি ভ্যান চালক জিয়া ইসলাম বলেন, এই প্রচন্ড রোদ গরমে সব সময় গলা শুকিয়েই থাকছে। মন চাচ্ছেনা ঘর থেকে বের হতে। কিন্তু কাজ না করলে খাবো কি? তাই কষ্ট হলেও জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে। শুকনো গলায় ঠান্ডা লেবুর শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেলো। এমন রোদে ফ্রী’তে লেবুর শরবত দেওয়ায় পড়শী এইড কে ধন্যবাদ জানায়।

এসময় উপস্থিত ছিলেন পড়শী এইড সামাজিক সংগঠনের সভাপতি মোঃ হানিফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম,সহ সাধারণ সম্পাদক রিপন আলী, প্রচার সম্পাদক আসাদুল ইসলাম, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম,ইনতাজ,মাসুম রান্না,কৌশিক, লিখন,ইমন,সজীব, খালিদ,জুনমুন, হাবিবুর রহমান,সাইমুর রহমান ,মারুফ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।




আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মঞ্জিলুর রহমানের মিছিল ও পথসভা

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক কে,এম মুঞ্জিলুর রহমানের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মোটর সাইকেল প্রতিকের পক্ষে আলমডাঙ্গা পৌর শহরে মিছিল ও আলিফ উদ্দিন মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রার্থী কে,এম মঞ্জিলুর রহমান।

এছাড়াও পথ সভায় অন্যান্যের মধ্যে বত্তব্য রাখেন,আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাবেক পৌর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা,বাড়াদির সভাপতি মকবুল হোসেন,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু, কালিদাসপুর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চেয়ারম্যান,জামজামি ইউনিয়ন সভাপতি দিদার আলী, সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, খাসকররা ইউনিয়ন সাধারণ সম্পাদক বিল্লাল গনি, আইলহাঁসের জাইদুল ইসলাম বাদল,মিজানুর রহমান জমির,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, জহুরুল ইসলাম স্বপন, সিরাজুল,বাবলু, দিনেশ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন,মজিবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদসা,হাসান,রকি,অটাল,
সাকিব প্রমুখ।

পথসভায় বক্তাগণ বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন স্বচ্ছ ভালো মানুষকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জিল একজন ভালো মানুষ। সে বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি সে বিজয়ী হয় এই উপজেলাকে একটি মডেল স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আসন্ন ২১ মের নির্বাচনে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে মঞ্জিলুর রহমানকে বিজয়ী করবেন।




আলমডাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রার্থী ডাবুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ঢাকা উত্তর দারুস সালাম থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোমিন চৌধুরি ডাবু গনসংযোগ ও পথসভা করেছে।

তিনি আজ  বৃহস্পতিবার উপজেলার কুমারি,কামালপুর,পশুহাট ও আলমডাঙ্গা শহরে গনসংযোগ করেন।গনসংযোগ কালে মোমিন চৌধুরি ডাবু বলেন আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে দাড়িয়েছি,আমার প্রতিক আনারস।

আপনারা আনারস প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আলমডাঙ্গা উপজেলার অসামাপ্ত কাজ সমাপ্ত করব,আলমডাঙ্গা উপজেলা একটি বৃহত উপজেলা,১৬ টি ইউনিয়ন ১ টি পৌর সভা,আমি আপনাদের সমর্থন প্রত্যাসা করছি,আপনারা আমাকে নির্বাচিত করলে প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগানোর চেষ্টা করব।

এসময় তার সাথে ছিলেন,ইকলুসুর রহমান,এমদাদুল হক,মোজাম্মেল হক,আবু দাউদ,আনারুল,আকবর আলী মন্ডল,শাহাবুদ্দিন,আশরাফুল ইসলাম,লিমন আলী,আলম হোসেন,জাহিদুল ইসলাম তোতা,শাহাদৎ হোসেন,আনোয়ার হোসেন,ঠান্ডু রহমান,নজরুল ইসলাম,মোল্লাহ জাফর উল্লা,আলেম মেম্বার, আতিক বিশ্বাস প্রমুখ




দামুড়হুদা বাল্য বিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে জরিমানা

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী গ্রামে বাল্য বিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও বরযাত্রীদের খাদ্য সামগ্রী এতিমখানায় দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

জানাগেছে, উপজেলার ডুগডুগী গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে মো: আমির হোসেনের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করলে গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন।

সরজমিনে ঘটনাস্থলে আসেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস। ঘটনাস্থলে এসে তিনি বাল্য বিয়ের আয়োজনের সত্যতা পান এবং কন্যার পিতা মাতা দোষ স্বীকার করে। তারই ধারাবাহিকতায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কন্যার পিতা মো: আমির হোসেন (৪২) কে ৮ হাজার টাকা জরিমানা করেন। বিয়ের অনুষ্ঠানের আয়োজিত খাদ্য সামগ্রী গুলো উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা মুকামতলা এতিম খানায় বিতরণ করা হয়। সেই সঙ্গে মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা মর্মে মুচলেকা প্রদান করেন মেয়ের পিতা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকস টিম।




কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত নাদিরা খানম

কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম।

কুষ্টিয়া সদর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

স্কুল পর্যায়ে টানা তৃতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম।

তীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির বিচারকরা উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উৎযাপন কমিটির বিচারকরা শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদরাসা) উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল থেকে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানমকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন।

একসময়ের বিতার্কিক এ নারী শিক্ষক আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বর্তমানে তিনি বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালনসহ শিক্ষার্থীদের মাঝে বিতর্ক শিল্প তৈরির কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ছাড়াও রেড ক্রিসেন্টের স্কুল সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কুষ্টিয়া জেলার সরকারি শিক্ষক সমিতির সেক্রেটারির পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি ও লালন একাডেমীর আজীবন সদস্য, কুষ্টিয়া লেডিস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ মহিলা সংস্থার সদস্যসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, এই পুরস্কার আমার জন্য আরও কর্মস্পৃহা বাড়িয়ে দিলো। তাই আমি দুস্থ-অসহায় নারী ও শিশুদের কল্যাণে অবিরাম গতিতে কাজ করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মেয়েদের জন্য নিরলসভাবে কাজ করে যাবো।