৩০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক(জিএইচআইটিএল) । প্রতিষ্ঠানটিতে ‘ডেটা এন্ট্রি অপারেটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ডেটা এন্ট্রি অপারেটর।

পদসংখ্যা

মোট ৩০০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এইচএসসি/ ডিপ্লোমা পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: ১৮-৩৫ বছর।অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

কর্মস্থল

ঢাকা (মহাখালী)।

বেতন

আলোচনা সাপেক্ষে

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

০৬ মে, ২০২৪।

সূত্র : বিডিজবস




সুর গুনগুন করলেই গুগলে খুঁজে পাবেন গান

গুনগুন করে গান গাইতে গাইতে অনেক সময়ই পুরো গানটি শুনতে ইচ্ছে করে। কিন্তু বিপত্তিটা ঘটে তখন যখন সুর মনে থাকলেও কিছুতেই গানের কথা মনে পড়ে না। তাহলে কিকরে অনলাইনে গান খুঁজে পাওয়া সম্ভব? এসময় এক অদ্ভুত অস্থিরতা কাজ করে মনে।

তবে এর সমাধান কিন্তু রয়েছে। গুগলের সার্চ সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট গানের সুর গুনগুন করে গাইলেই কাঙ্ক্ষিত গানটি অনলাইনে সহজে খুঁজে পাওয়া যায়। গুগলের এ সুবিধা ব্যবহার করে বাংলা, ইংরেজিসহ ২০টির বেশি ভাষায় পছন্দের গান খুঁজে পাবেন। চলুন জেনে নেই কিভাবে সুবিধাটি ব্যবহার করবেন:

শুরুতেই আপনার স্মার্টফোন থেকে গুগল অ্যাপে প্রবেশ করুন। এরপর সার্চবারের নিচে থাকা ‘সিং’ নামের অপশনে চালু করুন। এরপর কাঙ্ক্ষিত গানের সুর ১০ থেকে ১৫ সেকেন্ড গুনগুন করে উচ্চারণ করলেই একটি প্রাসঙ্গিক বিভিন্ন গানের ফলাফল তালিকা দেখা যাবে। ফলাফলে গানের নাম, শিল্পীর নাম ও উচ্চারণ করা সুরের সঙ্গে কত শতাংশ মিলেছে সেটিও দেখা যাবে। এবার প্রদর্শিত ফলাফল থেকে কাঙ্ক্ষিত গানের বাটনে প্রেস করলেই পেজ চালু হবে এবং গান শোনা যাবে।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রাণি সম্পদে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে কোটচাঁদপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে কোটচাঁদপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অবঃ মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি অফিসার রাজিবুল হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাবেক এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির লতা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান।




কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, ঈমাম প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালের দিকে কোটচাঁদপুর অফিসার্স ক্লাবে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় আলোচ্য বিষয় ছিল আইনশৃংখলা, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়ন মূলক কার্যক্রম, মানসম্মত শিক্ষা ও সার্বজনীন পেনসন স্কীম।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

তিনি আলোচ্য বিষয়ের অন্যান্য দিক নিয়ে আলোচনা না করলেও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সার্বজনীন পেনসন স্কীম।

এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তন পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, ঈমাম প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।




মুজিবনগরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

“প্রাণীসম্পদে ভরবো দেশ গড়বো স্মাট বাংলাদেশ”স্মাট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্য প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এবং প্রাণীসম্পদ অধিদপ্তর এর প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায়, উপজেলার বল্লভপুর গ্রামের খাল সংলগ্ন আমবাগানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে ভারচুয়ালি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এক যোগে সমগ্র দেশে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিআরডিপি কর্মকর্তা কাওছার আলী, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা:তানিয়া আক্তার, উপজেলা উপসহকারী প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জয়নাল আবেদিন সহ প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তা।

এছাড়াও সদস্য সচিব হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ হারিছুল আবিদ।

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সপ্তাহ ব্যাপি বিনামূল্যে টিকাদান কর্মসূচি, বিনামূল্য কৃমিনাশক বিতরণ, স্কুল ফিডিং কর্মসূচি সহ বিভিন্ন সেবামূলক কার্যকম পালন করবে উপজেলা প্রণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।




মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) দুপুরে লাইভস্টক ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক,জেলা প্রাণিসম্পদ অফিসার (ভাঃ প্রঃ) ডাঃ মোঃ হারিছুল আবিদ।

প্রদর্শনীতে গরু, ভেড়া, ছাগল, মুরগি, কবুতর, সৌখিন পাখি এবং অন্যান্য প্রাণীর মোট ৪০টি স্টল স্থান পেয়েছে। আলোচনার পরবর্তীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে প্রত্যেক ক্যাটাগরি থেকে ১,২,৩ স্থান অধিকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।




আগামীকাল শিল্পী সমিতির নির্বাচন

আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ। ঈদের পর নির্বাচনের শেষ সময়ে প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি।

২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারের নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহ-সভাপতির পদে লড়বেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।

অন্যদিকে, মাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন- সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান। সহ-সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান।

কার্যকরী পরিষদের সদস্য পদের হিসেবে থাকছেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো.সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।

ইতোমধ্যেই ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছ নির্বাচন কমিশন। এবারই প্রথম শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার খসরু বলেন, ‘এবার ভোটার আছেন ৫৭০ জন। নির্বাচনে যেন কোনো ঝামেলা না হয় সেই চেষ্টা থাকবে। সুষ্ঠু পরিবেশে ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব। গতবারের কোনো প্রভাব যেন এই নির্বাচনে না পড়ে সেটাও খেয়াল রাখছি।’

সূত্র: ইত্তেফাক




প্যারিস অলিম্পিক গেমসের ক্ষণ গণনা শুরু

শুরু হয়ে গেছে অলিম্পিক গেমস-এর এবারের আসরের দামামা। দিন হিসেবে এবারের আসরের আর মাত্র বাকি ৯৯দিন। গতকাল মঙ্গলবার গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়ায় এবারের আসরের আনুষ্ঠানিকভাবে প্রজ্জ্বলিত ভাবে দিন গণনা শুরু হয়েছে। সেখানে গতকাল থেকে এবারের আসরের ১০০ দিন গণনা শুরু হয়।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ জুলাই ফ্রান্সের সিন নদীর তীরে বসবে এ প্রতিযোগিতার ভিন্নধর্মী উদ্বোধনী অনুষ্ঠান। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রঁদ্ধ জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে পরিবর্তন হতে পারে উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পাশাপাশি দর্শকের উপস্থিতির সংখ্যাও কমিয়ে আনা হবে। আগে থেকেই জানা গিয়েছিল এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ হাজার দর্শক উপস্থিত থাকবে। সেই সঙ্গে বলা হয়েছে, এই অনুষ্ঠান দেখার জন্য বিনা মূল্য টিকিট পাবে অনেক দর্শক।

তবে নিরাপত্তার কথা মাথায় রেখে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজক দেশ ফ্রান্স। বাদ দেওয়া হয়েছে ফ্রি টিকিট দেওয়ার পরিকল্পনাও। সেই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ হাজার দর্শকের বদলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে মোট ৩০ হাজার দর্শক।

এছাড়াও প্যারিস অলিম্পিকের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২০ হাজার সেনাসদস্য এবং ৪০ হাজার পুলিশ সদস্য। এবারের আসর আয়োজন করতে খরচ হবে মোচ ৯.৭ বিলিয়ন ডলার। যা ২০২১ টোকিও অলিম্পিক, ২০১৬ রিও অলিম্পিক ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকের চেয়ে কম।

এ বিষয়ে গতকাল একটি সংবাদ সম্মেলনে প্যারিস অলিম্পিকের প্রধান সংগঠক টনি এস্টানগুয়েট বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে জমকালো একটি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এই ধরনের বড় ইভেন্টের আগে, সবসময় অনেক প্রশ্ন থাকে, অনেক উদ্বেগ থাকে। আমাদের দেশের জন্য এই ইভেন্টটি আয়োজন করার। বিশ্বকে স্বাগত জানানোর জন্য এবং ফ্রান্স কী করতে যাচ্ছে সেটা প্রদর্শন করার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।’




চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিশোর ও কিশোরদের নিয়ে সেমিনার

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাকের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যো এক ঝাঁক কিশোর ও কিশোরদের নিয়ে সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।

সেমিনার সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস। এরপর শুরু হয় চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থী ও কিশোর কিশোরীদের সুপথে ফেরার গল্প ও কিভাবে সুস্থ সবল জীবন গড়া যায় তা নিয়ে সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করে সেমিনারে। এরপর কিশোর অপরাধ বন্ধ দমন করা নিয়ে আলোচনা সভায় উঠে আসে। মাদক মুক্ত কিশোর কিশোরী গড়তে হবে। সমাজে কোন রকম কিশোর গ্যাং তৈরি করা যাবে না। আগামি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জন্য কিশোর কিশোরীদের ভুমিকা থাকবে। মাদক মুক্ত সমাজ গড়লে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা আরও সহজ হবে বলে সভায় আলোচনা করা হয়। কিশোর কিশোরীদের স্বাস্থ্যের ঝুঁকি যাতে কোন ভাবে না হয়। সেজন্য সকল কিশোর কিশোরীদের সচেতনার তাগিদ দেয়া হয় সভায়।

এসময় সভার প্রধান অতিথি খুলনা রেঞ্জের পুলিশ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা রওশন জাহান নূপুর বলেন, আজকের কিশোর কিশোরীরা সামনের দিনের ভবিষ্যত। তাই কিশোর কিশোরী দের মাদক মুক্ত সমাজ গড়তে হবে। আজকের এই সেমিনারের মাধ্যমে কিশোর কিশোরীরা তারা তাদের নতুন ভাবে নিজেকে জাগ্রত করবে। আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য কিশোর কিশোরীদের অবদান রাখবে। সমাজের কিশোর গ্যাং অপরাধ দমনে কাজ করবে সমাজের সকল কিশোর কিশোরীরা। কিশোর কিশোরী যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে জন্য এই সেমিনারের আয়োজন। সেমিনারের মাধ্যমে কিশোর কিশোরীরা নতুন ভাবে জাগরণ গড়ে তুলবে বলে মনে করি।

এসময় সেমিনার সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর কে ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা জজ কোর্টের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাইফুদ্দীন হোসাইন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক ড. মো: মফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আকলিমা খাতুন, চুয়াডাঙ্গা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাই বুনাল স্পেশাল পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস, চুয়াডাঙ্গা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর, চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা ছানোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, প্রমুখ।

সেমিনারের শেষ পর্বে অংশ গ্রহণকারি সকল কিশোর কিশোরীদের মাঝে বিভিন্ন লেখকদের বই তুলে দেয়া হয়।




ঝিনাইদহে এনপিএস’র সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)’র সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁন এর প্রতারণার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব অডিটোরিয়ামে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আবু হাসান ওয়াহেদ নামের এক ব্যক্তি।

ভুক্তভোগী জেলা শহরের আরাপপুর জামতলা সড়কস্থ মোঃ নুরুন নবী’র ছেলে আবু হাসান ওয়াহেদ ঝিনাইদহ ন্যাশনাল প্রেস সোসাইটির প্রতারকচক্রের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁন এর প্রতারণার সত্যতা তুলে ধরে সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন দীর্ঘ দুই বছর ন্যাশনাল প্রেস সোসাইটির দপ্তর সম্পাদক পদে থাকা কালীন সোসাইটির সভাপতি প্রতারক নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁন এর যোগসাজসে আমাকে বাদী বানিয়ে হরিণাকুন্ডু উপজেলার সড়াতলা বর্তমান চটকাবাড়ীয়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে মোঃ কুদ্দুস মিয়া’র নামে ১৭/১০/২০২২ ইং তারিখে হরি.সি.আর-২৭৩/২২ নম্বর মামলা করেন। পরবর্তীতে খোঁজ-খবর নিজে জানতে পারি যে, আমাকে প্রতারণার ফাঁদে ফেলে বাদী করে নির্দোষ ব্যক্তি মোঃ কুদ্দুস মিয়া’র নামে মিথ্যা মামলা দায়ের করান। আমি প্রকৃত সত্য ঘটনা জানতে পারি যে, মামলার আসামী কুদ্দুস মিয়া নির্দোষ। তাই আমি বিবেকের তাড়নায় আমার দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিই। ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি প্রতারক নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁন ক্ষিপ্ত হয়ে আমার উপর প্রতিশোধের নেশায় মেতে ওঠেন। এবং তারা সু-কৌশলে আমাকে দিয়ে ১০০/- (একশত) টাকার তিনটি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ফাঁকা স্বাক্ষর করিয়ে নেন। বিগত ২০২৩ সালের ১ নভেম্বর প্রতারকচক্রের হোতা মহিউদ্দিনের মিথ্যা বয়ান এর কারণে আমাকে কোর্ট থেকে জেল হাজতে যেতে হয়। ৪ দিন জেল হাজতে থাকার পর ০৫/১১/২০২৩ ইং তারিখে জামিনে মুক্তি পায়। আমাকে জামিনে মুক্তি পাওয়ানোর জন্য আমার স্ত্রীর নিকট থেকে তারা ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ১০০/- (একশত) টাকার ৩টি নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাপ ও একই সাথে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখার একটি স্বাক্ষরিত চেক নেয়। আমি চলতি বছরের গত ২৭ জানুয়ারি ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করি।

বর্তমানে এই প্রতারকচক্র আমাকে ও আমার পরিবার পরিজনদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে এই বলে যে, তাদেরকে মোটা অংকের টাকা দিতে হবে তা না হলে আমার পরিবারের জীবনের নিরাপত্তা থাকবে না। তাই আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই প্রতারকচক্রের মুলহতার মুখোষ উন্মোচন করে প্রশাসনের মাধ্যমে তাদের জালিয়াতির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত দুই প্রতারক ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁন এর সাথে মোবাইলের মাধ্যমে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।