আলমডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালন

‘নারীর সম অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা কার্যালয়ের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই ফিরে আসে।

পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, ইন্সটেক্টর জামাল হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আলম।

স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উদ্যোক্ত হেলেন আক্তার কামনা, নারীর উদ্যোক্তা সুরভী শরিফা, নারী উদ্যোক্তা রুসনি আক্তার তামান্না, আফিয়া জয়নব। কবিতা পাঠ করেন ভাংবাড়িয়া কিশোর কিশোরী ক্লাবের ছাত্রী শামসুন্নাহার শম্পা।কোরআন থেকে তেলাওয়াত করেন মহিউদ্দিন একাডেমীর ছাত্র হাফেজ মনিরুল ইসলাম।




দর্শনার ১০টি স্বর্ণেরবারসহ চোরাচালানী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে চােরাচালান বিরোধী অভিযানে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণেরবারসহ এক ব্যক্তিক আটক করেছে বিজিবি। সেই সঙ্গে চোরাচালানী কাজ ব্যবহৃত তার কাছ থাকা একটি মোবাইল ফোন ও বাইসাইকেল জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের অবৈধ স্বর্ণেরবারসহ এক ব্যক্তিকে আটকের খবরটি জানান।

আটক ব্যক্তি হলো, জেলার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামর মুজিবুর মন্ডলের ছেলে আল-মামুন মন্ডল (২৮)।

ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান, ভারতে স্বর্ণ চোরাচালান হবে এমন খবর পেয়ে তারই নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের প্রধান খুঁটি ৭৮/৮-আর হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যান্তরে নাস্তিপুর গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। এদিন বিকালে প্রায় ৪টার দিকে বাইসাইকেলকযােগে এক ব্যক্তিক সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য বলে। সে বাইসাইকেলযোগে পালিয়ে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। ওই মুহুর্ত তার দেহ তল্লাশী করার সময় তার কোমর ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি (১০০ ভরি) অবৈধ স্বর্ণেরবারের সন্ধান পায় বিজিবি সদস্যরা। এরপর তাকে অবৈধ স্বর্ণেরবারসহ আটক করা হয়।

আটক চোরাকারবারী ব্যক্তি আল-মামুন মন্ডলের বিরুদ্ধে বিজিবি সদস্য হাবিলদার আব্দুল হাকিম দর্শনা থানায় মামলা করে তাকে থানায় সোপর্দ করেছে এবং জব্দ করা অবৈধ স্বর্ণেরবার গুলো পরীক্ষার পর নিশ্চিত হয় চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।




কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা এই স্লোগান নিয়ে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি খাতুন, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির লতা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি অফিসা রাজিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রমিজ উদ্দিন তপু, মহিলা কাউন্সিলর পিউলি, বীর জনতা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ বাশার প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা। আলোচনা সভায় বক্তারা নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। সে সময় প্রশিক্ষণ আর্থি, উপজেলা প্রশাসনে কর্মকর্তা, নির্যাতিত নারী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন




মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“নারীর সম-অধিকার সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুস সাদাত রত্ন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি নয়নতারা বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম, এস আই ইস্রাফিল। এ সময় পরিষদের কর্মকর্তা-কর্মচারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন । এছাড়াও এসময় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী আশরাফুল আলম সহ সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

মাইক্রোবাসের ধাক্কায় আহত ভূষিমাল ব্যবসায়ী ইন্তাজ আলী (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ইন্তাজ আলীর ছেলে সুমন আলীর বরাত দিয়ে স্থানীয় পিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাদি এই তথ্য নিশ্চিত করেছেন। ইন্তাজ আলী গাংনী উপজেলার কাজিপুর গ্রামের নিমস্বরণ পাড়ার বাসিন্দা।
স্কুল শিক্ষক আব্দুল হাদি জানান, গত বুধবার (৬ মার্চ) বিকালের দিকে বাইসাইকেল চড়ে বামন্দী-কাজিপুর রাস্তায় যাওয়ার পথে সাহেবনগর বাজারের কাছে একটি চলন্ত মাইক্রোবাসে ধাক্কা মারে। এতে ইন্তাজ আলী গুরুতর আহত হন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে, এই দুর্ঘটনার পর থেকেই  মাইক্রোবাস চালক কাজিপুর বুড়িপোতা পাড়ার আশিকুজ্জ্মান পলাতক রয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে কেউ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দর্শনায় সবুজ সংগঠনের মোটরসাইকেল র‌্যালি

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দর্শনায় সবুজ সংগঠনের পক্ষ থেকে মোটরসাইকেল র‌্যালি করছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা কেরুজ সবুজ সংগঠনের নিজস্ব কার্যলয় থেকে এ র‌্যালিটি বের হয়। র‌্যালিটি বের হয়ে দর্শনা শহরে প্রদিক্ষন শেষে দর্শনা পৌর আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালনে জনসভায় যোগ দেয়। মোটরসাইকেল র‌্যালিটি বিভিন্ন সড়কে প্রদিক্ষন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সবুজ সংগঠনের সাধারন সম্পাদক মানিক মিয়া, ইসমাইল ড্রাইভার, হেলফার বকুল মিয়া, মিরাজুল ইসলাম, সাবেক সভাপতি কুষ্টিয়া সুগার মিল পিচি আতিয়ার রহমান, সিডিএ মেম্বার হারিজুল ইসলাম, ছাত্রলীগ যুবলীগের রফিকুল ইসলাম ববি, লোমান, তোফাজ্জেল হোসেন তপু, মিল্লাত ও নাসির উদ্দীন, কেরুজ বিভিন্ন বিভাগের শ্রমিকবৃন্দ। র‌্যালিটি সার্বিক পরিচালনা করেন ডিষ্টিলারী বিভাগের মানকরনিক রাসেল আহম্মেদ টগর।




দর্শনায় গাঁজাসহ এক মাদককারবারী গ্রফতার

দর্শনা থানা পুলিশ মাদকবিরাধী অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার করেছে এক মাদককারবারীকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা।

গতকাল বুধবার রাত পৌন ১১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই ফাহিম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরাধী অভিযান চালান দর্শনা পারকষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামে। পুলিশ ওই এলাকার আজাত আলীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করে একই ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের মসজিদ পাড়ার খোরশেদ মন্ডলের ছেলে মোকারিম মন্ডলকে (৩৯)।

পুলিশের পক্ষ থেক বলা হয়েছে, গ্রেফতারকৃত মোকারিম মন্ডলের কাছ থেকে ২ কজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ফাহিম হোসেন বাদী হয়ে গ্রফতারকৃত মোকারিম মন্ডলের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় একটি মামলা দায়র করেছেন।




দর্শনায় পৌর আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

দর্শনায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিবসটি পালন করা হয় দর্শনা পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে। জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন করা হয় পৌর আওয়ামীলীগের কার্যালয়ে।

বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, দামুড়হুদা উপজলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, পৌর আওয়ামী লীগের যুগ্নসম্পাদক গােলাম ফারুক আরিফ, আওয়ামীলীগ নেতা শফিকুল আলম, হাজি ইদ্রিস আলী, কামাল উদ্দিন আহমদ সান্টু জয়নাল আবদীন নফর, কেরুজ শ্রমিক নেতা মনিরুল ইসলাম প্রিন্স, দামুড়হুদা উপজলা যুবলীগের সভাপতি আব্দুল হানান ছােট, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তােতা, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন প্রমুখ।




আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন-আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করেছে।

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা, ভাষণ, সংগীত, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন,থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী তাওহিত আহমেদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম,তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের শেফালী বেগম, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহেম ডন, ওসি, প্রানী সম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রেহানা পারভীন, শিক্ষা অফিসার জিয়াউল হক, জনস্বাস্থ প্রকৌশলী আব্দুর রশিদ, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, খাদ্যকর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।

এদিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে ৭ই মার্চ উপলক্ষে সকাল সাড়ে ৮ টার সময় দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষন দিবস পালন করেছে।জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা,সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, হাজী ঠান্ডু রহমান, সাবেক পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, জেলা সদস্য সিরাজুল ইসলাম, শাহ আলম, কাজী খালেদুর রহমান অরুন,ছাত্র নেতা আশরাফুল ইসলাম, নাহিদ হাসান তমাল, বাদশা, সাকিব ,অটল, জেলা মৎসজীবি লীগের সভাপতি শাহাবুল ইসলাম, সহসভাপতি আলতাব হোসেন, ববিতা খাতুন, স্বপন, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, মহিলা আওয়ামীগের সভাপতি সাহিদা খাতুন সহ নেতৃবৃন্দ।

অন্যদিকে ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ উপলক্ষে আলমডাঙ্গা সরকারি কলেজ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। সকাল ৯ টার সময় র‌্যালি সহ শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ, ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সকাল ১০ টার সময় সরকারি কলেজের হলরুমে শিক্ষক ছাত্রছাত্রীদের সম্মিলিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর ডক্টর জে এম রকীব।

তাপস রশীদ এর সঞ্চালনায় এই দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক মোনায়েম হোসেন, সিনিয়র প্রভাসক ডক্টর মহবুব আলম, সহকারি অধ্যাপক মহিতুর রহমান, আব্দুল মালেক, মো: আনোয়ার হোসেন, শরিয়ত উল্লাহ, সহকারি অধ্যাপক সাইদুর রহমান, সহকারি অধ্যাপক, মো: গোলাম ছরোয়ার।

কুইজ প্রতিযোগিতায়, ৩য় স্থান অধিকার করে মোছা: শ্যমলী খাতুন দ্বাদশ-বিজ্ঞান বিভাগ, ২য় স্থান অধিকার করে, মোছা: বিউটি খাতুন দ্বাদশ-বিজ্ঞান বিভাগ এবং ১ম স্থান অধিকার করে মোছা: উম্মে রাফিয়া রোশনি দ্বাদশ -বিজ্ঞান বিভাগ বিজয়ী হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রাহাত আরা, সহকারী অধ্যাপক দিলরুবা শিরিন, সহকারি অধ্যাপক মো: ইকবাল হাসান, জেসমিন আরা পারভিন, মো: মাকসুদর রহমান, মো: হাবিবুর রহমান মোছা: রওজাতুল জান্নাত, পলি রানি সিনহা, মো: নুরুজ্জামান, সাব্বিরআহম্মেদ, মো; আমিরুল।