মেহেরপুর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ৭ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তি সনদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জি এম সিরাজুম মনীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম ।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।




মুজিবনগরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

১৯৭১সালের এই দিনে ঢাকার রমনার রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে) অনুষ্ঠিত জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। তিনি উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়।এই ভাষণের মাধ্যমে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

২০১৭ সালের ৩০শে অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।

সেই ঐতিহাসিক দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল সাড়ে ৯টার সময় মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, উপজেলা প্রকৌশলী খালিদ হাসান, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমান হোসেন মিলু,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন সাধারণ সম্পাদক তহমিনা খাতুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা ইয়ং বাংলা ফিউচার লিডারের সভাপতি হাসানুজ্জামান লালটুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ই মার্চের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




ব্যস্ততায়ও হোক ফিটনেস চর্চা

হাতে সময় কোথায়? খাওয়া-দাওয়ার সময়টাই হাতে নেই, ব্যায়াম তো পরের ব্যাপার। এমন ভাবনা থাকলে বুঝে নিতে হবে ব্যায়ামের ক্ষেত্রে আপনি গুরুত্ব দেন কম। তবে আমাদের দৈনন্দিন ব্যস্ততায় অনেক কিছুতেই ব্যায়ামের মতো কার্যক্রমে যুক্ত হতে পারি। কাজগুলো আপনার ব্যস্ত শিডিউলের সঙ্গেই মানিয়ে ফেলা সম্ভব। কাজের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও অনেক ব্যায়াম কার্যকর। সেগুলো হয়তো আপনি সচেতনভাবে জানেনও না। কিন্তু এগুলো আপনার প্রাত্যহিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

ঘুম ভাঙার পর
ঘুম থেকে জেগেই ক্লাস বা অফিসে যাওয়া খুবই কষ্টকর। আলসেমিতে ভর করা নিস্তেজ শরীর আর ঘুম কাতুরে দেহকে নিয়ে তখন অনেক যুদ্ধ করতে হয়। সুতরাং সবচেয়ে ভালো হয় যদি দেহকে একটু নড়াচড়া করানো যায়, তাহলেই সকালটা সহজ হয়ে উঠবে। বিছানা থেকে ধুম করে উঠে পড়া অবশ্যই ভালো নয়। আবার ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তাড়াহুড়োও নয়।

ঘড়িতে অ্যালার্ম বাজার পর থেকে প্রতি মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং বিছানায় শুয়ে না থেকে বসে পড়া উচিত। পারলে তড়িঘড়ি করে বাথরুমে যাওয়া উচিত। ক্লাস বা অফিসে যাওয়ার জন্য দ্রুত হাঁটা ও দীর্ঘ পথ বেছে নিতে দ্বিধা করবেন না। এই ছোট ছোট কাজগুলো দ্রুত করার চেষ্টা আপনার দেহকে নড়াচড়া করতে সাহায্য করবে।

বাথরুমে কিছুক্ষণ
প্রতিদিন অন্তত দুই মিনিট করে দুইবার দাঁত ব্রাশ করার অভ্যাস দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। এই দুই মিনিটের সর্বোচ্চ ব্যবহার করবেন না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করার পরিবর্তে ওয়াল সিট (দেয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে চেয়ার আকৃতি ধারণ) জাতীয় ব্যায়াম অথবা পা নানাভাবে নাড়িয়ে ব্যায়াম করা যেতে পারে। ব্রাশকালীন সময়ে দিনে দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে শিগগির এর কার্যকর ফলাফল পাবেন।

সাধারণ ব্যায়াম
প্লাঙ্ক, মাউন্টেইন ক্লাইম্বারস এবং লেগ লিফটস সবগুলো ব্যায়ামই দ্রুত এবং অল্প সময়ে করা যায়। তবে মেঝেতে শুয়ে করতে হয় বলে পুরো সময়টা এক ঘেয়ে লাগতে পারে এবং কত সময় লাগবে তা নিশ্চিত করা যায় না। ব্যায়ামের কারণে পড়াশোনা ব্যাহত হবে বলে দুশ্চিন্তা হচ্ছে? তাহলে নিয়মগুলো একটু পরিবর্তন করা যেতে পারে। যেমন একজায়গায় বসেই পড়তে হবে এই নিয়মের পরিবর্তে ব্যায়ামাগারেই গাইড বা বই নিয়ে আসতে পারেন অথবা প্রয়োজনীয় অংশটুকু ফোনের মধ্যে সেভ করে রাখতে পারেন।

বিনোদনের সময় ব্যায়াম
বিনোদনের জন্য সিরিয়াল বা মোবাইলে অনেক কিছু দেখার অভ্যাস থাকে। তখন এক কাজ করুন। হাতে মোবাইল নিয়ে পায়চারি করুন। এভাবে শরীর এক্টিভ থাকবে। নড়াচড়াও হবে। বই পড়ার ক্ষেত্রেও একই কাজ করা যায়। একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও এমন অভ্যাস ভালো।

লিফটের বদলে সিড়ি
আপনি কোনো ভবনে উঠতে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে পারেন। ঘরে অথবা ক্লাসে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে ওপরে ওঠার ক্ষেত্রে নিজেই নিজের কাছে একটা চ্যালেঞ্জ নিতে পারেন। সিঁড়ি দিয়ে ওপরে ওঠা আর নিচে নামা আপনার দৈনন্দিন জীবনের একটা নিয়মিত ব্যায়াম হতে পারে।

পুশ আপ চর্চা
রাতের রুটিনে পুশ আপ থাকলে এটা আপনার জীবনের একটা বড় পরিবর্তন আনতে সক্ষম। পুশ আপ চর্চা কঠিন। প্রথমে চারটি করে দিন। আস্তে আস্তে মানিয়ে নিন। অভ্যস্ত করুন নিজেকে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে প্রি-ভলান্টিয়ার সেমিনার অনুষ্ঠিত

মুজিবনগরে গুডনেইবারস বাংলাদেশ-এর মেহেরপুর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এর আয়োজনে, প্রি- ভলান্টিয়ার(প্রাক স্বেচ্ছাসেবক) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবারস (Good Neighbors) বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানবিক সাহায্য ও উন্নয়নকারী সংস্থা যা জাতিসংঘ অর্থনৈতিক কাউন্সিলের কনসালটেটিভ স্টেটাস্ যুক্ত। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সাল হতে বাংলাদেশের ১৩টি জেলায় দরিদ্র জনসাধারনের নানা ধরনের উন্নয়নমূলক কাজ করছে। গুড নেইবারস্ পরিচালিত “মেহেরপুর কমিউনিটি ডেভলপমেন্ট প্রোজেক্ট” ২০০৮ সাল থেকে নিবেদিত ভাবে এলাকায় শিশু অধিকার প্রতিষ্ঠায় তাদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিতকরণ, গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবা, পরিবারের আয়বৃদ্ধিমূলক কাজ, নারী উন্নয়ন, যুব উন্নয়ন কার্যক্রম, জরুরী ত্রাণ সহায়তা ও পূনর্বাসন সহ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে মুজিবনগর উপজেলায় সফলতার সাথে কাজ করে যাচ্ছে।গুডনেইবারস এর এ সমস্ত সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে এক ঝাক তরুন ভলেন্টিয়ার। তাদের কর্মকান্ড এবং সমাজ উন্নয়নে ভলেন্টিয়ারদের অবদান নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রি-ভলান্টিয়ার সেমিনার।

আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগরে গুডনেইবারস মেহেরপুর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে, প্রজেক্টের হল রুমে গুডনেইবারস প্রি-ভলান্টিয়ার সেমিনারে মেহেরপুর সিডিপি এর প্রজেক্ট ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সিডিপি এর সহসভাপতি ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য এবং পেনেল চেয়ারম্যান- বাবুল মল্লিক, মেহেরপুর সিডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ, সিডিপি সদস্য ও সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমান।

প্রি-ভলান্টিয়ার সেমিনারে অতিথি বৃন্দ “কে স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবকতা কি? শিশু অধিকার কি? বাল্য বিবাহ ও শিশুশ্রম কি? বাল্যবিবাহ ও শিশুশ্রম কিভাবে প্রতিরোধ করা যায়? PSEA/সেফগার্ডিং এবং প্রি-ম্যাচিউর ডেথের উপর বিস্তারিত আলোচনা করেন।

প্রি-ভলান্টিয়ার সেমিনারে ২৪ জন অংশগ্রহন করে।




ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৭ মার্চ ) সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হোসেনের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মহী উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মাজাহারুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য।

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট রনি খাতুনের সঞ্চালনায় এছাড়াও এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সদস্য শামীম আরা হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।




আগামীকাল থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু

রবীন্দ্রসংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার (৮ মার্চ)। এবার উদ্বোধনী অধিবেশনে গাজায় ইজরায়েলি হামলা ও তাদের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে মনুষ্যত্বের জয়গান করা হবে। এ ছাড়া আরও বৈচিত্র্যময় সব আয়োজন থাকবে এবারের উৎসবে।

শুক্রবার (৮ মার্চ) ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে’- বোধন সংগীত হিসেবে কবিগুরুর এই গান পরিবেশনার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হবে।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (৬ মার্চ) ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে সম্মিলন পরিষদের এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারের আব্দুল আউয়াল (৪২) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মার্চ ) সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

নিহত আব্দুল আউয়াল গাংনী উপজেলা জেলার বামন্দি গ্রামের রকবুল হোসেনর ছেলে।

জেলার মোঃ আমানুল্লাহ বলেন, তিনি ৩৬/১/৮ খ মাদক মামলার আসামী ছিলেন। তিনি গত ১৫ জানুয়ারি জেল হাজতে আসেন। আজ ৭ মার্চ হঠাৎ করে অসুস্থ হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মো: লিওন বলেন, তাকে আমি মৃত অবস্থাতে পেয়েছি। মৃত্যুর কারণ ময়না তদন্তের পরে বলা যেতে পারে।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে ।




মেহেরপুরে বিকেবি’র শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) র শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মেহেরপুর কৃষি ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মহা ব্যবস্থাপক বিভাগীয় কার্যালয় ( কুষ্টিয়া) সঞ্জয় কুমার দত্ত।

মেহেরপুর কৃষি ব্যাংক আঞ্চলিক ব্যবস্থুাপক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা (কুষ্টিয়া) রামকৃষ্ণ দেবনাথ,  আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা (কুষ্টিয়া) রফিকুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন উপজেলার কৃষি ব্যাংক এর শাখা ব্যবস্থাপক, মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর আঞ্চলিক অফিস।




লাইপজিগের বিপক্ষে ড্র করে কোয়ার্টারে রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের মাঠে জয়ে পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই সবাই ধরেই নিয়েছিল দ্বিতীয় লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাজত্ব করবে লস ব্লাঙ্কোরা। তবে উল্টো লাইপজিগের একের পর এক আক্রমণ সামাল দিতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। সেই আক্রমণ সামলে ১-১ গোলে ড্র করে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগে লাইপজিগের ঘরের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল রিয়াল। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে লস ব্লাঙ্কোরা।

বুধবার (৬ মার্চ) সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে লাইপজিগ। ম্যাচের ৪১ মিনিটে ভালো সুযোগ পায় সফরকারীরা। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। গোল করে দলকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ৬৮ মিনিটে উইল ওরবান গোল করে লাইপজিগকে সমতায় ফেরান।

তবে ম্যাচে টিকে থাকতে আরও এক গোলের প্রয়োজন ছিল লাইপজিগের। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সূত্র: ইত্তেফাক




এক ঘণ্টা বন্ধ থাকায় ফেসবুকের ক্ষতি ১১০০ কোটি টাকা

বাংলাদেশ, ভারত, আমেরিকা, পশ্চিম ইউরোপসহ প্রায় গোটা বিশ্বে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং থ্রেড মঙ্গলবার রাত ৯টার পর হঠাৎ বন্ধ হয়ে যায়। ‘সেশন এক্সপায়ার্ড’ বলে বার্তা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনা থেকেই লগ আউট হয়ে যায় অ্যাপ।

ওয়াশিংটন পোস্ট জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে না পেরে অনেকেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক। যদিও তখনই ইনস্টাগ্রাম সচল হতে আরো সময় নেয়। কী কারণে এই বিপত্তি তা মেটা প্রধান মার্ক জাকারবার্গ না বললেও সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সার্ভারের সমস্যা থেকেই এই বিভ্রাট। এই সময়ের মধ্যেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়ে গেছে এই প্রতিষ্ঠানটির।

ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং থ্রেড বন্ধ হয়ে যাওয়ার কারণে আচমকা মেটার শেয়ার দরে পতন ঘটে। আর্থিক মূল্যে ক্ষয়ক্ষতি পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানায়নি মেটা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসভিত্তিক অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, এই বিভ্রাটে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে মেটা। এ ঘটনায় মেটার শেয়ারের দাম ১.৫ শতাংশ কমে যায়। জাকারবাগের্র অন্তত ১০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় (বর্তমান বাজার দর অনুসারে) ১ হাজার ৯৮ কোটি টাকারও বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম যখন মেটার প্ল্যাটফরমগুলোর লগ-আউট ও লগ-ইন বিপত্তি দেখা দেওয়ার পরপরই মেটার শেয়ার দর পড়ে যায় ১ দশমিক ৫ শতাংশ। প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমেছে। প্রায় দেড় ঘণ্টার ঐ বিভ্রাটে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে মেটা। সবমিলিয়ে ৩ বিলিয়ন অর্থাত্ প্রায় ৩০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

এর আগে, ২০২১ সালের ৪ অক্টোবর ছয় ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সেসময় ছয় ঘণ্টার ঐ বিভ্রাটে ৭০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিলেন জাকারবার্গ। আর এর প্রভাবে বিশ্ব অর্থনীতি ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির মুখে পড়েছিল তখন।