ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ইজিবাইক চুরি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের জগদ্বীশপুর গ্রাম থেকে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী জগদ্বীশপুর গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে ইজিবাইক চালক ইব্রাহিম মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় সারাদিন শহরে ভাড়া মেরে রাত ৯ টার দিকে নিজ বাড়ির ভিতর চার্জে বসিয়ে লোহার শিকলি দিয়ে ঘরের জানালার সাথে তালা মেরে বাড়ির সবাই ঘুমাতে যায়। এরপর রাত ২ টার দিকে ঘুমথেকে উঠে বাইরে বের হয়ে দেখি ইজিবাইক টা আছে। ভোর রাতে আমার স্ত্রী ঘুম থেকে উঠে ইজিবাইক টি দেখতে না পেয়ে আমাকে ঘুম থেকে ডাক দিলে উঠে এসে দেখি শিকলি কেটে চোর চক্র ইজিবাইক টি নিয়ে গেছে। তারপর অনেক খুজাখুজির পর না পেয়ে কোটচাঁদপুর মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয় মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সারমিন আক্তার বলেন, ইজিবাইক চুরির ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি স্যার অফিসে আসলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাতে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় ভীত সন্তস্ত্র হয়ে ছোটাছুটি করতে থাকেন রোগীর অভিভাবকরা। এতে ক্ষয়ক্ষতি না হলেও আতংক কাটেনি তাদের মধ্যে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আক্কাস আলী।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রমিজ উদ্দিন (তপু) বলেন, রাত তখন ১০ টা বাজে। হঠাৎ চিৎকার শুনতে পেলাম আগুন লাগার। ঘটনাস্থলে এসে দেখতে পেলাম স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার ডায়রিয়া শিশু ওয়ার্ড এটি। ওই ওয়ার্ডে বৈদ্যুতিক সুইসে থেকে আগুনের সুত্র হয়েছিল বলে জানতে পেলাম। এ সময় আগুনের ভয়ে ভীত সন্তস্ত্র হয়ে ছোটাছুটি করতে থাকেন রোগীর অভিভাবকরা। তবে ওই ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি।

শিশু ওয়ার্ডের সার্থকের পিতা সজিব দাস বলেন, আগুন লাগার পর খুবই ভয় পেয়ে ছিলাম। এ সময় ওই ওয়ার্ডে আমার বাচ্চা সহ অনেক বাচ্চা ছিল। সবাই নিজ নিজ বাচ্চা নিয়ে নিচে নামার চেস্টা করেন। খোজেন নিরাপদ আশ্রয়।

তিনি বলেন, পরে আগুন নিয়ন্ত্রনে আসলে কিছু রোগী ওয়ার্ডে ফিরে আসে। আর কিছু রোগী রাতেই বাড়িতে ফিরে যান। তবে রোগীরা ওয়ার্ডে ফিরলেও আতংক ছিল সবার চোখে মুখে।

একই কথা বলেন, কামরুন নাহারের অভিভাবকসহ ওই ওয়ার্ডের অনেকে। তারা বলেন, আমরা ছিলাম পাশের সাধারণ ওয়ার্ডে। আগুন লাগার পর ওয়ার্ডের সবাই সব কিছু ফেলে রেখে বাচ্চাগুলো নিয়ে নিচে নেমে যায়। পরে ওয়ার্ডে ফিরে এলেও আতংক ছিল সবার ভিতর।

ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা সিনিয়র স্ট্যাফ নার্স শাহানাজ পারভিন বলেন,রাত সে সময় ১০ টা বাজে।হঠাৎ করে আগুন লাগার চিৎকার শুনতে পারি। এ ছুটে বৈদ্যুতিক সার্ভিস বন্ধ করে দেয়ার পর আগুন নিভে যায়। তবে ধোয়া উঠতে থাকে।

তিনি বলেন, ঘটনার সময় ডায়রিয়া আর সাধারণ ওয়ার্ডে ৪০ টি বাচ্চা ভর্তি ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভয়ে কিছু রোগী বাড়ি চলে যান ওই সময়।তবে বেশির ভাগ রোগীই ভর্তি ছিল।

এ ব্যাপারে কোটচাঁদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা আক্কাস আলী বলেন,রাত ১০ দিকে আগুন লাগার খবর পেয়ে ছিলাম। ১০.১০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে আগুন দেখতে পায়নি। তবে গন্ধ আর ধোয়া ছিল সে সময় ও।

তিনি বলেন, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছিল।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন,বৈদ্যুতিক বোডের মধ্যে টিকটিকি ছিল। এ কারনে শর্টসার্কিটের ঘটনা ঘটে। এ সময় আমাদের নার্স শাহানাজ পারভিন রোগীদের মাধ্যমে জানতে পেরে দ্রুত মেইন সার্ভিসের সুইস বন্ধ করে দেন। এছাড়া অন্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। এতে করে তেমন কোন দূর্ঘটনা ঘটেনি। তবে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক ব্যবস্থা। এতে সাময়িক অসুবিধা হয় রোগী ও অভিভাবকদের। এ কারনে তিনি দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া ঘটনার সময় যারা দূর্ঘটনা মোকাবিলায় সহায়তা করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’। সিলেটের লাক্কাতুরায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ যেভাবে পারফরম্যান্স করেছে, সেটি কঠিন এক যুদ্ধেরই নামান্তর। তবে সেই যুদ্ধের শেষটা টাইগারদের পক্ষে কথা বলেনি। তাতে একটি অঘোষিত চাপ তৈরি হয়েছে নাজমুল হোসেন শান্তদের ওপর।

আর এটা নিয়েই আজ সন্ধ্যা ৬টায় লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচ জিতে লঙ্কান বাহিনী চাইবে সিরিজ নিশ্চিত করতে আর স্বাগতিকদের লড়াই সিরিজ বাঁচানোর। সেই লড়াইয়ের আগে দুই দলই গতকাল বিশ্রামে সময় পার করেছে। এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাগতিকদের এগিয়ে রাখছেন লঙ্কানদের পরামর্শক সনাথ জয়াসুরিয়া।

গতকাল গণমাধ্যমে জয়াসুরিয়া বলেছেন, ‘এর আগে যখন বাংলাদেশে আসতাম, তখন মূলত উদ্দেশ্য ছিল ক্রিকেট খেলার। মানে খেলোয়াড় হিসেবে আসতাম। এবার এসেছি নতুন দায়িত্ব নিয়ে। শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসন নিয়ে কাজ করছি।’ আজকের ম্যাচ নিয়ে বলেছেন, ‘শ্রীলঙ্কা প্রথম ম্যাচটি জিতেছে, এর মানে এই নয়, তারা এগিয়ে আছে। বুঝতে হবে, এটি বাংলাদেশের পরিচিত জায়গা। এখানে তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে।’ প্রথম ম্যাচে জাকের আলি অনিকের খেলাও জয়াসুরিয়ার নজর কেড়েছে। বাংলাদেশি তরুণকে নিয়ে বলেছেন, ‘সে অসাধারণ ইনিংস খেলেছে। বাংলাদেশ তরুণদের নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটি খুবই ভালো।’

এর আগে প্রথম ম্যাচে অল্পের জন্য জয় থেকে ফিরেছেন জাকের, ফিরেছে বাংলাদেশও। যেই ব্যাটের হাতল ধরে বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছিলেন, আউটের পরে সেই ব্যাট যেন আর টেনেই তুলতে পারছিলেন না জাকের আলি অনিক। হতাশায় নুয়ে পড়া বাংলাদেশি তরুণকে সাজঘরে ফিরতে হয়েছে সেই ব্যাটেই ভর দিয়ে। জয়ের পথে হাল ছেড়ে ড্রেসিংরুমে ফেরার সময় ব্যাট কিছুটা উঠিয়ে আবার যখন সবুজ গালিচার বুকে রাখছিলেন, তখন যেন আর তুলতেই পারছিলেন না সেটি।

রোমাঞ্চকর ঐ মুহূর্তে হতাশায় ডোবেন কোটি কোটি ভক্তও। মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেওয়া জাকের থেমেছিলেন ৩৪ বলে ৬৮ রান করে। বাংলাদেশের তখন দরকার ছিল ৪ বলে ১০ রান। দাসুন শানাকার করা তৃতীয় বলটিতে সজোরে ব্যাটও চালিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। কিন্তু লং অফে চারিথ আসালাঙ্কার হাতে ধরা পড়েন তিনি। এরপর ৩ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। এটি ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ ক্ষুদ্র ব্যবধানে পরাজয়।

প্রথম ম্যাচটিতে ২৭ বলে রিয়াদও করেছিলেন ফিফটি। তবে এরপর তিনি ইনিংসটাকে আর বড় করতে পারেননি। বাংলাদেশের বড় ধাক্কাটা আসে সেখান থেকেই। রিয়াদ যদি আর কিছু বল খেলে যেতে পারতেন, তাহলে ম্যাচের ফল অন্য রকমও হতে পারত। ম্যাচ শেষে শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা বলেন, ‘প্রথমত, আমি যখন মাহমুদউল্লাহর ক্যাচ ছেড়ে দিলাম, আমার মনে হয়েছিল ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। পরে মাহিশ (থিকশানা) মাহমুদউল্লাহর উইকেট নিয়ে নিল। সেটাই টার্নিং পয়েন্ট ছিল মনে হয়। আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে চাপের মধ্যে। মাহিশ থিকশানা দারুণ বোলিং করেছে। শেষ ওভারে দাসুন শানাকা দুর্দান্ত করেছে। এর ফলেই ম্যাচ ঘুরে গেছে।’

এদিকে প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচেও বাংলাদেশের ট্রাম্পকার্ড হিসেবে থাকবেন রিয়াদ ও জাকের। ব্যাট হাতে এ দুই তারকা আলো ছড়াতে পারলে বাকি কাজটুকু সারতে হবে বোলারদের। প্রথম ম্যাচে বল হাতে হতাশ করেছেন পেসাররা। প্রথম ওভারটা শরিফুল ইসলাম যেভাবে শুরু করেছিলেন, সেটি আর ধরে রাখতে পারেননি। কাজের কাজটি করতে পারেননি তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরাও। তবে এই জায়গা থেকে ব্যবধান গড়ে দিয়েছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যক্তিগত কোটার চেয়ে ১ ওভার কম বল করেও থামিয়ে দিয়েছেন বাংলাদেশের জয়রথ। সেই পরিকল্পনা মাথায় রেখেই সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। তবে লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয় কিংবা অধিনায়ক নাজমুল হোসেন শান্তদেরও দায়িত্ব কম নয়। লঙ্কান কিংবদন্তি জয়াসুরিয়া যেভাবে বাংলাদেশকে এগিয়ে রাখছেন, সেই ভাবনা নিয়ে স্বাগতিকদেরও এগিয়ে যেতে হবে।

আজকের ম্যাচে হারলে ২০২২ সালের সেপ্টেম্বরের পরে প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পাবে টাইগার বাহিনী, বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তান তিন জাতির সিরিজ বাদে। এর আগে সংযুক্ত আরব আমিরাত (২-০), ইংল্যান্ড (৩-০), আয়ারল্যান্ড (২-১) ও আফগানিস্তানকে (২-০) হারিয়ে এসেছে লাল-সবুজের দল। শ্রীলঙ্কার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজটাও (১-১) ড্র করেছিল বাংলাদেশ। তাতে দলটিকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে অপ্রতিরোধ্য হিসেবেই দেখা হচ্ছে। এবার সেটি আরো একবার প্রমাণ করতে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে জেএনএনপিএফের সহযোগিতায় শিশু বিবাহ প্রতিরোধ সেমিনার

গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) এর সহযোগিতায় শিশু বিবাহ প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৬ মার্চ ) সকাল ১০টার সময় চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রীতম সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক সাধন কুমার মন্ডল ।

অনুষ্ঠানে পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের বাৎসরিক কার্যক্রম রিপোর্ট উপস্থাপন করেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ ফাহিমা আক্তার।

এ ছাড়াও সেমিনারে মেহেরপুর জেলার বর্তমান পারিবারিক সহিংসতা সহ শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন তথ্যবহুল আলোচনা হয়।




ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত

“বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা পাট কর্মকর্তা এম আব্দুল বাকী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জের এমাস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক রাসেলসহ অন্যান্যরা। বক্তারা, পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে কৃষকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে শ্রেষ্ঠ পাটবীজ উৎপাদন, পাটের বস্তা ব্যবহারসহ ৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে পুরস্কৃত করা হয়।




ঝিনাইদহের শৈলকুপায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামের একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

আজ বুধবার (৬মার্চ) সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় প্রদাণ করেন। দন্ডিত তরিকুল ইসলাম উপজেলার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের ৫ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণ করে পার্শবর্তী ক্ষুদ্র রয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি। নির্যাতিতা পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই মামলার আসামী তরিকুলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়।




নারী দিবসে ঘুরে দেখতে পারেন যেসব জায়গা

৮ মার্চ নারী দিবস। এ দিনটি নারীর একান্ত নিজের। নিজের আবেগ-অনুভূতি-অধিকার সম্পর্কে সচেতন থেকে বিশেষভাবে উদযাপনের সুযোগ তৈরি হয়। অবশ্য এ দিনে নারীর কর্মব্যস্ত জীবন ঠিকই থাকে। এছাড়াও এবার নারী দিবস পালন করা যাবে আরামে। কারণ সেদিন শুক্রবার। ভ্রমণের মাধ্যমে নিজেকে সময় দেওয়ার সুযোগ আসে। কিন্তু নগরবন্দি জীবনে তা কি সম্ভব? সম্ভব তো বটেই।

বিশেষত আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ঘরের কাছেই তো ঘোরার কত সুযোগ। রবিবাবু ভুল বলেননি, অনেক বিদেশ ঘুরে নানা দেশ ঘুরতে পারলেও নিজের বাড়ির কাছটাই দেখা হয় না।

নারী দিবসেও কি আপনার উচিত নয়, এই সীমাবদ্ধতাকে শনাক্ত করে নতুন আয়েশে বাঁচার? আর সে সম্ভাবনাকে দেখার জন্যই ঢাকায় ও আশপাশের কিছু দর্শনীয় স্থানে ঘুরে আসতেই পারেন। আমরাই দেখিয়ে দিচ্ছি জায়গাগুলো।

সুবর্ণগ্রাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় ১০০ একর জায়গা জুড়ে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট সাজানো হয়েছে। বিভিন্ন আকর্ষণীয় রাইড, ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট, জুস বার, কফি শপ, লাক্সারি রিসোর্ট, কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়াও এই পার্কে স্পিড বোটে চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘোরে দেখার ব্যবস্থা রয়েছে।
সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টে যেকোনো ধরণের সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট সভা-সেমিনার এবং পিকনিক আয়োজনের সুব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকার বেশ কাছে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের সর্ববৃহৎ এই বিনোদন পার্কটিতে প্রতিদিন সব বয়সের অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে।

নিকলি হাওড়
ডে ট্রিপের জন্য উপযুক্ত জায়গা নিকলি হাওড়। খোলামেলা পরিবেশে লিপ্ত প্রকৃতির ছোঁয়া পেতে ঘুরে আসতে পারেন কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে। ঢাকা থেকে বাইক নিয়ে যেতে পারেন কিশোরগঞ্জ শহরে। সেখান থেকে নিকলি ঘাট। ঘাট থেকে নেকা ভাড়া করে ঘুরে দেখুন হাওর। মনে রাখবেন, বর্ষার শেষ দিকে হাওর ভ্রমণের উপযুক্ত সময়। বাইক নিয়ে গেলে হাওরের পাশে বাইক রেখে আপনি ঘুরে আসতে পারবেন। তবে নিকলী হাওর যেতে চাইলে খুব সকালে রওনা ঢোকা থেকে রওনা হতে হবে।

পানাম নগর
পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ১০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটাপথেই পৌঁছানো যায় অর্ধ্বচন্দ্রাকৃতি পানাম পুলে। (যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে)। পুলটির দৈর্ঘ্য ছিলো ৭২ ফুট আর প্রস্থ ছিলো ১৫.৫ ফুট, মাঝখানটা ছিলো উঁচু। এই পুল পেরিয়েই পানাম নগর এবং নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক। আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর।

জিন্দা পার্ক
জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে প্রায় ১৫০ একর এলাকা জুড়ে অবস্থিত। জিন্দা পার্কে ২৫০ প্রজাতির দশ হাজারের বেশি গাছ, ৫ টি জলাধার ও অসংখ্য পাখি রয়েছে। চারপাশে সবুজের আচ্ছাদন। যেদিকেই তাকাবেন এখানে সবুজ গাছপালা তার সাথে রয়েছে নানা রকমের ফুল ও ফল। গাছের উপর রয়েছে টং ঘর, বড় সান বাধানো পুকুর, পুকুরের উপর সাঁকো, রয়েছে মাটির ঘর। এছাড়া পার্কের ভেতরে আছে মার্কেট, একটি অতি সুন্দর স্থাপত্যশৈলীর লাইব্রেরী, ক্যান্টিন ও মিনি চিড়িয়াখানা। আর নৌবিহারের জন্য পার্কের লেকে আছে ৮ টি সুসজ্জিত নৌকা। জিন্দা পার্কের বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে। এই পার্কটির বিশেষত্ব হল এটি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠেছে। ১৯৮০ সালে ৫০০০ সদস্য নিয়ে যাত্রা শুরু করা অগ্রপথিক পল্লী সমিতির দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই জিন্দা পার্ক।

বঙ্গবন্ধু সাফারি পার্ক
একসময় সবার ডে ট্রিপের উপলক্ষ চিড়িয়াখানা হলেও এখন সবাই বঙ্গবন্ধু সাফারি পার্কের কথাই ভাবেন। বঙ্গবন্ধু সাফারি পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে প্রায় ৩,৬৯০ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে। এই পার্কে প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণীদের বিচরণ দেখতে সারা বছরই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। এছাড়াও এখানে রয়েছে পাখি শালা, প্রজাপতি সাফারি, জিরাফ ফিডিং স্পট, অর্কিড হাউজ, শকুন ও পেঁচা কর্নার, এপ ওয়ার্ল্ড, বোটিং, লেইক জোন, আইল্যান্ড, প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, ফ্যান্সি কার্প গার্ডেন আরো অনেক বিলুপ্ত প্রায় প্রাণীর সমারোহ। এখানে একা একা ঘুরতে গেলে মন্দ লাগবে না। অনেকেই দলবেধে ঘুরাঘুরির পক্ষে না। তাদের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক একটি আদর্শ জায়গা।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার (৬মার্চ) সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রমজান আলীর ছেলে। এবছর এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেরিয়ে কালীগঞ্জ শহরে আসছিল সাহেদ আলী। পথিমধ্যে শহরের বিহারীমোড় নামক স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।




নিয়োগ দেবে রকমারি ডটকম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডটকম। প্রতিষ্ঠানটিতে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

জুনিয়র এক্সিকিউটিভ।

যোগ্যতা

প্রার্থীকে বিবিএ পাস হতে হবে। প্রার্থীর ধরন: পুরুষ। বয়স: ২২-২৮ বছর।

কর্মস্থল

ঢাকা (মতিঝিল)।

বেতন

১৮,০০০-২৫,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

০৪ এপ্রিল ২০২৪

সূত্র : বিডিজবস




মেহেরপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সরকার নির্ধারিত মুল্যের চেয়ে কারসাজি করে অধিক মুল্যে সার বিক্রির অভিযোগে সার ব্যবসায়ীর ম্যানেজারকে ৫০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ফাস্ট ফুড দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক মেহেরপুর শহরের কলেজ রোড ও কাথুলি মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এই অভিযান চালান।

অভিযান সহযোগিতায় ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মেসার্স আশাবুল হক নামের শহরের বিসিআইসি সারের ডিলার সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করছিলেন। সরকার নির্ধারিত ১৩৫০ টাকা দামের টিএসপি সার ১৮৫০ টাকা বিক্রি করছিলেন। যা বস্তা প্রতি ৫০০ টাকা বেশি। ডিলারদের এই অতিরিক্ত মুল্য কারসাজির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক। এই অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: রেজাউল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শহরের কলেজ মোড় এলাকার মেসার্স ক্যাফে গার্ডেন নামক ফাস্টফুড প্রতিষ্ঠানে ফ্রিজে ও রান্না ঘরে অস্বাস্থ্যকর অবস্থায় রেখে বাসি খাবার বিক্রি করছিলেন। পুরো রান্নাঘর আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য তৈরি ও প্রক্রিয়াকরণের অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামকে একই আইনের ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফাস্ট ফুড দোকানটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রির ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়