পেছালো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

আগামী ১৯ এপ্রিল এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেই তারিখে নির্বাচন হচ্ছে না। সোমবার (৪ মার্চ) নির্বাচন কমিশনারের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু, সদস্য এ জে রানা ও বি এইচ নিশান সই করা তফসিলে এ তথ্য জানানো হয়।

তফসিল অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণ ও প্রাথমিক ফলাফল প্রকাশ ঘোষণা করা হবে। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

জানা গেছে, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ মার্চ। এর আগে ২০ মার্চের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করতে হবে। তবে চেক বা অনলাইনে চাঁদা পরিশোধের ক্ষেত্রে ১৮ মার্চ বিকেল ৩টার মধ্যে নগদায়ন করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ বিকেল ৫টায়।

আরও জানা গেছে, মনোনয়ন বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হবে ৩ এপ্রিল (প্রতিদ্বন্দ্বী ও প্রতিনিধির উপস্থিতিতে)। আপত্তি ও নিষ্পত্তি করা হবে ৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ৭ এপ্রিল। এর আগে ৭ এপ্রিল দুপুর ২টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

নির্বাচনের পর প্রাথমিক ফলাফলের বিরুদ্ধে আপিল আবেদন করা যাবে ২৯ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৩০ এপ্রিল বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আপিল আবেদনের নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১ মে বিকেল ৫টায়।

মনোনয়নপত্র ক্রয়, দাখিল ও আপিল ফি অফেরতযোগ্য। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য এক হাজার টাকা। জমা দেওয়ার ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০ হাজার, সহ-সভাপতি পদে ২০ হাজার, সম্পাদকীয় পদের জন্য ১৫ হাজার, কার্যনির্বাহী পদের জন্য সাত হাজার এবং সমপরিমাণ টাকা আপিল ফি প্রতিটির ক্ষেত্রেও প্রযোজ্য।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) র অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিনারুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯ টা ৪৫ মিনিটের সময় গাংনীর লক্ষীনারায়ণপুর ধলা দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মিনারুল ইসলাম ঐই গ্রামের নুরুল ইসলাম ছেলে।

ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফ, এএসআই হেলাল, এএসআই ইমরুল এবং এএসআই সেলিমের সহায়তায় পুলিশের একটি দল গাংনীর লক্ষীনারায়ণপুর ধলা দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে মিনারুল ইসলামকে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেফতার করা হয় ।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসা করলে আটককৃত জানান সে ভারত সীমান্ত থেকে অবৈধ পথে গাজা ক্রয় করে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৮।

আসামি মিনারুল ইসলামকে আজ বুধবার (৬ মার্চ ) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।




ফেসবুক-ইনস্টাগ্রামে এখন যা করা যাবে না

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেডসে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছিলেন না। রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন ব্যবহারকারীরা। তবে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এখন কিছু কাজ করতে নিষেধ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

ব্যবহারকারীরা জানান, রাত ৯টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মোবাইল ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, সারা পৃথিবীতে এই সমস্যা হয়েছে। অ্যাকাউন্ট লগ–আউট হয়ে যাওয়া, দ্বিস্তরের যাচাই পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) কাজ না করা ইত্যাদি সমস্যা দেখা দিয়েছিল।

এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ সাইফুল ইসলাম খান। তিনি চারটি কাজ করা থেকে ব্যবহারকারিদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এগুলো হলো:
ক. ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা
খ. ফেসবুক অ্যাপ আনইন্সটল না করা
গ. বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেওয়া
ঘ. অ্যাপের ডেটা ক্লিয়ার না করা

সূত্র: ইত্তেফাক




বরখাস্তের এক মাস পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসছেন বিপুল জোয়ার্দ্দার

দীর্ঘ এক মাস পর নিজের পদ ফিরে পেলেন নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার। হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের স্বাক্ষরিত এক স্বারক লিপিতে এ তথ্য জানানো হয়।

তথ্যানুসারে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলাধীন ১১নং নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুলের বিরুদ্ধে দায়েরকৃত জিআর মামলা নং-৪৯/২০২৩ এর অভিযোগপত্র আদালতের মাধ্যমে গত ৯/১০/২০২৩ তারিখে গৃহীত হয়। তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১)ধারা অনুযায়ী জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। পরবর্তীতে এজাজ ইমতিয়াজ বিপুলের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুলের মাধ্যমে সংঘটিত কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থ পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১)ধারায় অপরাধ সংগঠিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ আদেশের পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের দারস্থ হন এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার। তার আপিলে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-১৭০৮/২০১৪ এর ১৩-০২-২০১৪ তারিখের আদেশ অনুযায়ী পূণরায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকে।

গত ৩ মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকের কার্যালয়ে ০৫,৪৪.১৮০০,১০৬,৯৭.০১৮ (অংশ-১), ১৪-১০৫ নং স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসারকে। হাইকোর্ট ও জেলা প্রশাসনের যৌথ স্বারকে উল্লেখিত নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পূণরায় দায়িত্বপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস জানান, হাইকোর্টের রিটের আদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠির পরিপ্রেক্ষিতে এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার পূণরায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাকে চিঠি করা হয়েছে।




আওয়ামীলীগ নেতা বিকাশ মন্ডলের বিরুদ্ধে টিসিবি’র কার্ড দেবার নামে প্রতারণার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে (ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবি কার্ড করে দেয়ার নামে প্রতারণা করে গণ হারে চাঁদা আদায়য়ের অভিযোগ উঠেছে ওই গ্রামের আওয়ামীলীগ নেতা বিকাশ মন্ডল নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।

বিকাশ মন্ডল ধানখোলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। গ্রামের দুস্থ ও অসহায়দের কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণা হাতিয়ে নেয় নিরঞ্জন মন্ডলের ছেলে বিকাশ মন্ডল। বিকাশ মন্ডলের এই চাঁদা আদায়ে সহায়তা করেন ওই গ্রামের মিখা মন্ডল। অথচ টাকা আদায়ের কয়েক মাস পেরিয়ে গেলেও আজও টিসিবি কার্ড ভাগ্যে জোটেনি চাঁদা প্রদানকারি অসহায়দের কপালে। প্রতি জনের কাছ থেকে নেয়া হয় ৭০০ থেকে ৮০০ টাকা। টাকা উত্তোলনের প্রয়োজনীয় প্রমানাদী সাংবাদিকদের কাছে থাকলেও তা আংশিক অস্বীকার করেন বিকাশ মন্ডল।

জানাগেছে, দেশের বিভিন্ন জেলায় দরিদ্র পরিবারের জন্য সরকার স্বল্প মুল্যে খাদ্য সহায়তা (ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবি কার্যক্রম চালু করেন। উক্ত কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে মেহেরপুর জেলায়। এর ধারাবাহিকতায় গাংনী উপজেলয় প্রায় ৩৮ হাজার পরিবার টিসিবির সুফল পাচ্ছেন দীর্ঘদিন ধরে।

উপজেলার ৯টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে টিসিবি পন্য বিতরণ করা হয় পৃথক পৃথক ভাবে॥ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে প্রায় ৪ হাজার পরিবার এর আওতাভুক্ত। অথচ সরকারের এই সফলতাকে পুঁজি করে অসহায় মানুদের কাছ থেকে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত গণহারে চাঁদা আদায় করেন আওয়ামীলীগ নেতা বিকাশ মন্ডল।

সরেজমিনে নিত্যানন্দনপুর গ্রাম ঘুরে জানা যায় বিকাশ মন্ডলের অনেক অবিযোগের কথা। ওই গ্রামের খুশি মন্ডল জানান, টিসিবির কার্ড করে দেয়ার কথা বলে তার কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, মহন মন্ডলের কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, শুকুমারি মন্ডলের কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, সমিতা রানীর কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, মার্থা মন্ডলের কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, আরতির কাছ থেকে-৭৫০ টাকা, মেরি মন্ডলের কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, ঝুনু মন্ডলের কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, মুক্তা মন্ডলের কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, শুরভির কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, বিজয় মন্ডলের কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, চামেলি সরকারের কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, অঞ্জলির কাছ থেকে নেয়া হয় ৭৫০ টাকা, রতন সরকারের স্ত্রীর সাথে নেয়া হয় ৪ জনের জন্য ৩০০০ টাকা। শুধু নাম প্রকাশ কারিরাই নয়, এভাবে পুরো গ্রাম বাসীরে কাছ থেকেই ৭৫০ টাকা করে আদায় করেন বিকাশ মন্ডল। টাকা নেয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও আজও তাদের ভাগ্যে জোটেনি টিসিবি’র কার্ড। এ নিয়ে গ্রাম বাসীদের মধ্যে দানা বেধেছে ক্ষোভ আর কষ্টের।

নাম প্রকাশ না করার শর্ত দিয়ে গ্রামের অনেকেই জানান, বিকাশ মন্ডল আওয়ামীলীগ নেতার পরিচয় দিয়ে বিভিন্ন কাজের অজুহাতে গ্রামে এভাবে টাকা তোলেন। তার প্রতিবাদ করার কেউ নেই। যদি কেউ প্রতিবাদ করেন তাকে নানা ভাবে হয়রানী করেন বিকাশ মন্ডল ও তার বাহিনীর লোকজন। গ্রামবাসীরা আরও জানান, বিকাশ মন্ডল গ্রামর কয়েকজনকে নিয়ে একটি বাহিনী গঠন করেছে। তাদেরকে নিয়ে নানা অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। কেউ তার ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেনা। বিষয়টি প্রশাসনের দৃষ্টি দেয়ার দাবী এলাকাবাসীর।
বিকাশ মন্ডল বলেন, আমি টাকা নিয়েছি ঠিকই, তবে ৭৫০ টাকা নয়, ২৫০ টাকা। এ টাকায় যাদের কার্ড রয়েছে তাদের কার্ড পুনরায় অনলাইন করতে হবে। সেই অনলাইন করতে যে টাকা খরচ হয়েছে সে টাকায় নেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মস্তফা জানান, ওই গ্রামে টিসিব কার্ড বিষয়ে বিকাশ মন্ডলের দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যান। টাকা নেয়ার বিষয়টি আমি জানিনা। যদি গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে তা খুবই দুঃখ জনক ও অমানবিক।

ধানখোলা ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক জানান, টাকা নেয়ার বিষয়টি জানিনা। এমন অভিযোগ পেলে বিকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, হত দরিদ্র মানুষের কাছ থেকে এভাবে টাকা আদায়ের কোন নিয়ম নেই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




জীবননগরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

জীবননগরে বাসের ধাক্কায় মো. ইসমাইল হোসেন (৭০) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেনের বাড়ি পাশ্ববর্তী কোটচাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি একই এলাকার মৃত ফকির চাঁনের ছেলে। আর আহতরা হলেন কোটচাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মুজাহিদেরর ছেলে মো. রমজান ও মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত আজহারের ছেলে এলাহি বক্স।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এলাহি বক্সকের পাখি ভ্যানে ইসমাইল ও রমজান জীবননগর বাজার থেকে হাসাদাহের দিকে যাচ্ছিল। ভ্যানটি বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁদের মধ্যে ইসমাইল ও রমজানের অবস্থা আশস্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে যশোর নেওয়ার পথে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। আর আহত এলাহি বক্সকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামের একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপুবক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




জীবননগরে হারল্যান স্টোরের শুভ উদ্বোধনে ইমন ও অপু বিশ্বাস

জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে জীবননগর শহরে হারল্যান স্টোরের শুভ উদ্বোধন করলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ মঙ্গলবার বেলা ৩টার সময় জীবননগর উপজেলা মার্কেটে ফিতা কেটে এই দোকানের উদ্বোধন করেন তাঁরা। পরে জীবননগর মুক্তমঞ্চে উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপস্থিত দর্শকের অনুরোধে ধীরে ধীরে তুমি হলে হৃদয়ের মেহমান গানের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেন অপু বিশ্বাস ও ইমন।

উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, স্কিন নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চায় না। আমরা সবাই সুন্দর হতে চায়। অনেকেই নায়ক-নায়িকাদের দেখে তাঁদের মতো হতে চায়। স্কিনের যত্ন নিতে চায়। তবে যেমন-তেমন কসমেটিকস ব্যবহার করলে স্কিনের বিভিন্ন রোগসহ ক্যান্সার হতে পারে। তাই পরীক্ষিত কসমেটিক ব্যবহার করতে হবে। আমি আপনাদের হারল্যানের পণ্য ব্যবহারের পরামর্শ দেব।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর পৌরসভার ৯ নম্বর ওর্যাডের কাউন্সিলর মতিয়ার রহমান, জীবননগর হারল্যান স্টোরের স্বত্বাধিকারী আশিক প্রমুখ।




কোটচাঁদপুরে পিতা-মাতা আর ছোট ভাইয়ের লাটির আঘাতে জীবন গেল যুবকের 

স্ত্রীর উপর নির্যাতনের প্রতিবাদ করায় পিতা-মাতা আর ছোট ভাইয়ের লাটির আঘাতে জীবন গেল রেজাউল ইসলামের (২৪)। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামে। ওইদিন রাতে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ওই ঘটনায় মা সালেহাকে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য সামসুল আলম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌগাছার বড়খানপুর গ্রামের ঢাকা পাড়ার বাসিন্দা আয়তাল হোসেন (৬০)। পারিবারিক কলহের কারনে বড় দুই ছেলে বাবা- মা থেকে আলাদা সংসারে বসবাস করতেন রেজাউল ইসলাম।

রেজাউল ইসলাম বিয়ের পর থেকে মা সালেহা স্ত্রী সুমি আক্তারের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করতেন।গতকাল সোমবার সকালে মা সালেহা বেগমের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করেন ছেলে রেজাউল।

এতে করে কলহে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে পিতা আয়তাল হোসেন ও ছোট ছেলে মনির রেজাউলকে ধরে রাখেন। আর মা সালেহা বেগম রেজাউলের শরিরের বিভিন্ন স্থানে শক্তলাঠি দিয়ে মারপিট করে। ওই ঘটনায় গুরুতর আহত হন রেজাউল ইসলাম।

এ সময় স্ত্রী সুমি গ্রাম্য ডাক্তার ডেকে আনলে চিকিৎসায় বাধা দেন তারা। এরপর সময় যত যেতে থাকে অবস্থার অবনতি হয় রেজাউলের। পরে রাত ১০ টার দিকে অবস্থা খারাপ দেখে স্ত্রী সুমি আক্তার স্থানীয়দের সহযোগীতায় স্বামী রেজাউলকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিয়া সুলতানা (ডানা) বলেন,রোগী ভর্তি করা হয়েছিল। কি কারনে ভর্তি করেছিলাম । আর রোগী কেমন ছিল সেটা খাতায় লেখা আছে দেখে নেন।

এ দিকে ওই ঘটনায় মা সালেহাকে আটক করেছেন বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন। তিনি বলেন, পারিবারিক কলহের কারনে এ হত্যা কান্ড ঘটেছে। মৃত দেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানানো হয়েছে, ওনারা এসে মৃত দেহ ও আটককৃত সাহেলাকে নিয়ে যাবেন।

চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ওই ঘটনায় কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




ঝিনাইদহের শৈলকুপায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে শি*শু*র মৃ*ত্যু

ঝিনাইদহের শৈলকুপায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে সিয়াম হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫মার্চ) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন ওই গ্রামের জামিরুল ইসলামের বড় ছেলে।

স্থানীয়রা জানান, সিয়াম আজ সকাল আনুমানিক ৯ টার সময় বাড়ির পাশে ইদ্রিসের বাড়িতে যায় পাওনা টাকা আনার জন্য। সেখান দ্রুত যাওয়ার সময় ইদ্রিস আলীর বাড়ির উঠানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, সিয়াম হোসেন (৮) নামের এক শিশু অসাবধানতা বসত: হোঁচট খেয়ে পড়ে মৃত্যু বরণ করেছে।




পুরনো উইন্ডোজ ডিভাইস হ্যাং মুক্ত করবেন যেভাবে

মাইক্রোসফট ১০ ও ১১ সংস্করণে অনেক নতুন অ্যানিমেশন যুক্ত হয়েছে। অ্যানিমেশনের কারণে অনেক সময় পুরোনো ডিভাইস হ্যাং করে। এই হ্যাং থাকার কারণে এখনও অনেকে আরও পুরোনো উইন্ডোজ সংস্করণে চলে যান। কিন্তু পুরোনো সংস্করণে সিকিউরিটি সংকট রয়েছে। তাই অনেকে হ্যাং রেখেই উইন্ডোজে থাকেন। এক্ষেত্রে অবশ্য একটি সেটিংস ফিচারই যথেষ্ট। সেটি কি?

প্রথমত, উইন্ডোজ সেটিংসে যেতে হবে। সেখানে ‘সিস্টেমস’ অপশনে যান। উইন্ডোজ সেটিংস থেকে ‘অ্যাডভান্স সিস্টেম সেটিংস’ নির্বাচন করুন। স্ক্রিনের ডানসাইডে ‘রিলেটেড সেটিংস’ নির্বাচন করুন। এবার ‘অ্যাডভান্সড সেটিংস ট্যাব’ চলে আসবে।

এই অপশনে ‘সেটিংস’ এ ক্লিক করুন। নতুন সেটিংস বারে ‘ভিজুয়াল ইফেক্টস’কে ‘কাস্টম’ নির্বাচন করুন। এখানে ‘অ্যানিমেট উইন্ডোজ হোয়েন মিনিমাইজিং অ্যান্ড মাক্সিমাইজিং’ টিকমুক্ত করুন। এভাবে আপনার উইন্ডোজ আর হ্যাং করবে না। পার্ফর্ম্যান্স বুস্ট হবে।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস