মাঠেই হার্ট অ্যাটাকে ক্রিকেটারের মৃত্যু

খেলার মাঠে অকস্মাৎ মৃত্যু নতুন ঘটনা নয়। ক্রিকেট হোক কিংবা ফুটবল সব ক্ষেত্রেই এমন একাধিক ঘটনার উদাহরণ রয়েছে। খেলতে নামার আগের মুহূর্ত, খেলা চলাকালীন অথবা খেলা শেষ হয়ে যাওয়ার পর- এমন অকস্মাৎ মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছে ক্রীড়া প্রেমীরা।

এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলেন এবার ক্রিকেট খেলার সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পর পরই ঘটে গেল এমন দুর্ঘটনা।

ভারতীয় ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলতেন ওয়াইসি হোইসালা। তিনি তার রাজ্যের হয়ে একটি ম্যাচ খেলা শেষ করার পরই হৃদরোগে আক্রান্ত হন। আর এই অকস্মাৎ হার্ট অ্যাটাকের কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়াইসি হোইসালা।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। বেঙ্গালুরুতে এক টু্র্নামেন্ট চলাকালীন ঘটেছে এই ঘটনাটি। এইজিস সাউথ (দক্ষিণ) জোন টু্র্নামেন্ট চলাকালীন ঘটেছে ঘটনাটি। ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা সাজঘরে ফিরে যাওয়ার তোড়জোড় করছিলেন; সেই সময় মাঠেই ঘটে যায় এই দুর্ঘটনা। হঠাৎ করেই মাঠে জ্ঞান হারান ওয়াইসি হোইসালা। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ছুটে আসেন সকলেই। তাকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বেঙ্গালুরুর বাউরিং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার বেঙ্গালুরুতে কর্ণাটকের হয়ে খেলতে নেমেছিলেন। কর্ণাটকের আরএসআই মাঠে তাদের প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু।

হোইসালা দলের সঙ্গে নৈশভোজে যোগ দিতে যাচ্ছিলেন। এই সময়েই ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা। মাঠেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে থাকা মেডিক্যাল স্টাফেরা তার কাছে চলে আসেন। তাকে সিপিআর দেওয়া হয়। তবে কোনো রকম চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। ফলে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার পরিবারের সদস্যদেরও জানানো হয়। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা জানান, দেরি হয়ে গেছে।

অনূর্ধ্ব-২৫ পর্যায় থেকেই কর্ণাটকের হয়ে খেলেছেন তিনি। কর্ণাটক প্রিমিয়র লিগেও খেলেছেন তিনি। নিয়মিত খেলতে দেখা গেছে তাকে। শিবামোগ্গা লায়ন্সের হয়ে খেলতে দেখা গেছে তাকে।

সূত্র: যুগান্তর




গোরস্থানের মিটিং শেষ করে এসে দেখলেন মোটরসাইকেলটি নেই

গোরস্তানের মিটিং শেষ করার আগেই মোটরসাইকেল নিয়ে চম্পট দিলো চোর। মোটরসাইকেল মালিক গাংনী শহরের মাঠপাড়ার রেজাউল হকের ছেলে রায়হান আলী বলেন, ওলিপাড়া কবরস্থানের ম্যানেজিং কমিটির সভায় যোগ দেওয়ার জন্য ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে ঘাড় লক করে গেছিলাম।

সভা শেষ করে ফিরে এসে আর গাড়িটি খুঁজে পাইনি। সিসি ক্যামেরাতে তেখা গেছে মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নং (মেহেরপুর-ল ১২-৩৩২৬) তালা ও ঘাড়ের লক ভেঙ্গে নিয়ে পালিয়ে গেছে।

এ ঘটনায় রায়হান আলী বাদি হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।




ঝিনাইদহে ২ দিন ব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠানের উদ্বোধন

‘স্বাস্থ্য আপনার মূল্যবান সম্পাদ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী কারাতে সেমিনার।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সোতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। সেসময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, বাংলাদেশ আনসার দলের কারাতের কোচ জাপানের সিহান কিতামুরা তেতসুরো, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরো, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, ঝিনাইদহ সোতোকান কারেতর প্রতিষ্টাতা পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু।

এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।




চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৫২৭ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় শহীদ আলাউল হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক পদধ্বনি অনুষ্ঠিত হয়।

১৫২৭ তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের জীবন সদস্য নটরাজ হারুন অর রশিদ।
স্বরচিত লেখা পাঠ করেন বনলতা, হুমায়ুন কবীর, কাজল গুরু, সুমন মালিক, এম এ মামুন হারুন অর রশিদ, আবু নাসিফ খলিল, শহিদুল ইসলাম, সুমন ইকবাল, জামাল উদ্দীন বেঙ্গলী প্রমুখ।

স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান।

বাংলা সাহিত্যের পুরোধা কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোকপাত করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সুমন ইকবাল। অনুভূতি ব্যক্ত করেন শব্দসারি সংকলনের প্রকাশক ও সম্পাদক শেখ পিন্টু । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




মেহেরপুরে চিহ্নিত মাদকসেবী ডালিম শেখ ফেনসিডিলসহ আটক

৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মেহেরপুর শহরের চিহ্নিত মাদক সেবি ডালিম শেখকে (৪০) আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। ডালিম শেখ মেহেরপুর শহরের পিয়াদাপাড়ার মাহাবুল শেখের ছেলে।

আজ শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকা থেকে ডালিম শেখকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

গোপন সূত্রে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি টিম অভিযানে অংশ নেন।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪ ক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।




মেহেরপুরে বিদ্যুৎস্পর্শে কৃষক নিহত

জমিতে মটারে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৬৫) নামের এক কৃষক মারা গেছেন।

নিহত আলমগীর হোসেন মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের উত্তর পাড়ার সালামত উল্লাহ’র ছেলে।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে স্থানীয় আলমপুর মাঠে এই ঘটনা ঘটে।

এদিকে লাশ দাফনের সময় পুলিশী বাঁধা সৃষ্টি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতা পরে সুরাহা হয়।

স্থানীয়রা জানান, কৃষক আলমগীর হোসেন তার নিজ জমিতে মটারে সেচ দিতে যান। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে সে মারাত্মক আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সন্ধ্যার সময় পারিবারিকভাবে লাশের জানাজার প্রস্তুতি চলছিল।

এসময় সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের দাফনে বাঁধা দেন। এবং লাশের ময়না তদন্তের জন্য মেহেরপুর মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার চেষ্টা করেন।

পরে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের হস্তক্ষেপে রাত সাড়ে ৯ টার দিকে দাফন করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, এই মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় পুলিশ লাশের ময়না তদন্তের পর দাফনের কথা বলা হয়েছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় লাশের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




গাংনীতে কুলের আটি শ্বাসনালীতে আটকে স্কুল ছাত্র নিহত

বরইয়ের (কুল) আটি শ্বাসনালীতে বেঁধে মো: মুরছালিন ইসলাম ওরফে জয় (১১) নামের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

নিহত মুরছালিন ইসলাম ওরফে জয় গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার জহির উদ্দিনের ছেলে ও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।

মুরছালিনের শিক্ষক সহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুজ্জামান তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মো: মুরছালিন ইসলাম বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

তিনি জানান, আজ শুক্রবার (২৩ ফেব্রয়ারি) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

মুরছালিনের মা রওশনারা খাতুন জানান, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালের দিকে বাড়ির গাছের কুল খেয়েছিলো। এসময় অসাবধানতাবসত কুলের একটি আটি খেয়ে ফেলে। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একদিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় মুরছালিন।

মা রওশনারা খাতুন আরও জানান, আটিটি তার শ্বাসনালীতে আটকিয়ে মারা গেছে বলে চিকিৎসক জানিয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গ্রামের বাড়ি সহড়াবাড়িয়াতে শিশটির দাফন সম্পন্ন হয়েছে।




মেহেরপুরে যুগান্তরের ২৫ বছরে পদার্পনে আলোচনা সভা সম্মাননা প্রদান

মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও চারণ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ মেহেরপুর কমিটির উপদেষ্টা পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সভাপতিত্ব করেন।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুস সালাম, যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম, চারণ সাংবাদিক আব্দুস সালাম, ইউএনবি প্রতিনিধি ও মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুণ জুয়েল, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, গাংনী উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল হক মন্টু, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় দৈনিক সংবাদের সাবেক চারণ সাংবাদিক আব্দুস সালামকে। তাকে উত্তরীয় পরিয়ে দেন মেয়র রিটন। ক্রেস্ট তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়া চারন সাংবাদিক আব্দুস সালামকে উৎসর্গ করা যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযমের লেখা ‘মুজিবনগর : যুদ্ধজয়ের উপখ্যান’ বই ও পোষাক তুলে দেয়া হয়।

মেয়র রিটন বলেন- এখনও যুগান্তর নিরপেক্ষতা রেখে সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতেও এমনটা থাকার প্রত্যাশা করেন মেয়র।

জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন- গত ২৪ বছরে জেলার ২৪ জন সম্মাননা পেয়েছেন। আগামীতে সম্মানীয়রা স¤মানীত হবেন যুগান্তরের মাধ্যমে। এ মেহেরপুরের বড় পাওয়া।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খ, ম, ইমতিয়াজ বিন হারুণ জুয়েল তার বক্তব্যে বলেন- যুগান্তরসহ যেকোন সাংবাদিকের বিরুদ্ধে কোন মামলা হলে তিনি ওই সাংবাদিককে কোন সম্মানীছাড়া আইনী সহায়তাসহ তার পাশে থাকবেন।




মেহেরপুরে মুরুব্বীদের ১০ তম মিলন মেলা

মেহেরপুর জেলার ৪৭ গ্রামের ৬ শতাধিক বয়োবৃদ্ধদের নিয়ে ১০তম ‘মুরুব্বীদের মিলন মেলা’ হয়েছে সদর উপজেলার কুলবাড়িয়া হাইস্কুল মাঠে। জেলার ৪৭ গ্রামের মুরুব্বীরা কেউ লাঠিতে ভর করে, কেউ যাত্রিবাহী বাসে, ইজিবাইকে, কেউবা বাইক চালিয়ে আজ শুক্রবার সকালে কুলবাড়িয়া স্কুল মাঠে জড়ো হয়।

সকালে তাদের দেয়া হয় দই, মুড়ি মুড়কি, কলা, গুড় দিয়ে নাস্তা। দুপুরে দেয়া হয় সাদা ভাত, খাসির মাংস, সবজি, ডাল।

সকালে প্রথম পর্বে উন্মুক্ত আলোচনা, কে কেমন আছেন, শিশুকাল, যুবককাল ও বর্তমান কাল নিয়ে স্মৃতিচারণ কথা। ২য় পবের্ জুম্মার নামাজ শেষে দুপুরের খাওয়ার পরে মেলায় আলোচনা অনুষ্ঠানে কুতুব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খায়রুল ইসলাম, রফিকুল মোল্লা, আবদুর রহমান, সাইদুর রহমান, আবদুস জোহা, রুহুল আমিন, সাজেদুর রহমান প্রমুখ। মেলায় সিদ্ধান্ত হয় আগামীতে প্রতিটি গ্রামের সামর্থবান মুরুব্বিরা নিজ নিজ গ্রামের মুরুব্বিদের নিজ দায়ীত্বে সাথে করে মিলন মেলাতে নিয়ে আসার।

কুলবাড়িয়া থেকে তিন কিলোমিটার দুর ককুতুবপুর থেকে লাঠিতে ভর করে এই মেলায় আগত আমিরুল ইসলাম বলেন- বয়সের ভারে চলতে পারিনা। তারপরেও সমবয়সীদের মিলন মেলায় হাজির হবার জন্য লাঠিতে ভর করে চলে আসি। দেখা হয় কতজনের সাথে। খুব ভালো লাগে। প্রতিবারই ভাবি আবার যেন সামনের বার আসতে পারি। এখানে একদিনের জন্য হলেও দিনটি আনন্দে কাটে।

অন্যতম আয়োজন কুতুব উদ্দীন জানান, মানুষের বয়স হলে অবহেলা আর অনাদরে কাটে। তাদের একটি দিনের জন্য হাসিমুখ দেখতে, প্রবীনদের একাকিত্ব দুর করতেই দশ বছর ধরে ফেব্রুয়ারি মাসের ৩য় আজ শুক্রবার এমন আয়োজন করা হয়।

এই মিলন মেলায় এবার বাজেট ছিলো ২ লাখ টাকা। যার সিংহভাগ ব্যয়ভার বহন করেছে আমেরিকা প্রবাসী আবুল বাশার, হাজি হাসেম আলী ও মামুন হোসেনসহ স্থানীয় ৫২ জন দাতা।




চুয়াডাঙ্গায় বিপি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদার সাথে স্কাউট এর প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৭তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, র‍্যালি ও র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এবং চুয়াডাঙ্গা জেলা রোভারে যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এবং জেলা রোভারের সভাপতি ড.কিসিঞ্জার চাকমার উপস্থিতিতে কেক কাটা এবং বিপি দিবস অনুষ্ঠিত হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলার রোভারের সভাপতি ড. কিসিঞ্জার চাকমা বলেন, স্কাউট এর তিনটি শাখা কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট সবসময় আর্ত মানবতার জন্য কাজ করে থাকে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ২১ লক্ষ স্কাউট তৈরীর লক্ষ ইতিমধ্যে অর্জন করেছে বাংলাদেশ। সেইসাথে ২০৪১ সালের মধ্যে ৪১ লক্ষ স্কাউট তৈরীর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। স্কাউট রাষ্ট্রের সকল প্রকার কার্যক্রমে বিশেষভাবে সেবা প্রদান করে থাকে । এ সময় তিনি বিপি দিবসের আনুষ্ঠানিক সফলতা কামনা করেন।

এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সভাপতি ড. কিসিঞ্জার চাকমা বিপি দিবস উপলক্ষে কাব স্কাউট, স্কাউট, রোভার এবং ইউনিট লিডারদের নিয়ে স্কাউটের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে কেক কাটেন।

স্কাউট এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল স্কাউটদের মাঝে তিনি বি.পি. এবং গিলওয়েলের ব্যাডেন পাওয়েল নামেও সমাধিক পরিচিত।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ যে পথে এগিয়ে যাচ্ছে সেই জন্য তিনি কাব স্কাউট স্কাউট এবং রোভার স্কাউটদের বিশেষভাবে অবদান রাখা এবং ইউনিট লিডারদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জ্ঞাপন করেন।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কবির হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা রোভারের যুগ্ম সম্পাদক আবু নাসির, চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এর সম্পাদক তানভীর আহমেদ সহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ইউনিট লিডার ও জেলা স্কাউট এর বিভিন্ন প্রতিষ্ঠানের ইউনিট লিডার সহ চুয়াডাঙ্গা জেলার সকল প্রতিষ্ঠান রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।