জীবননগরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সময় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম জাবীদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা আক্তার সীমু, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার শিপলুসহ সকল দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।




মেহেরপুরে বিপি দিবস পালন

মেহেরপুর জেলা রোভারের আয়োজনে বিপি দিবস ও সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিলের পাওনিয়ার স্কুল ও প্রফেশনাল কলেজে  এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

জেলা রোভারের সহ সভাপতি নুরুল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম।

জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারের কোষাধ্যাক্ষ রফিকুল আলম বকুল, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান টিটু এবং সিনিয়র রোভারমেট অনিক ইসলাম।  অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের আরএসএলসহ রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রফিকুল ইসলাম রোভারের জনক ব্যাডেল পাওয়েল এর জীবনের বিভিন্ন মানবিক দিক ও রোভারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আজকের বিপি দিবসের তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি করে সেবার মন্রে উজ্জীবিত হতে রোভার সদস্যদের প্রতি আহবান জানান। তিনি এ রকম আন্তর্জাতিক মানের সেবা সংগঠন ও সকলের কাছে গ্রহণযোগ্য এ রকম একটি সংগঠন গড়ে তোলার জন্য ব্যাডেন পাওয়েলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রোভার স্কাউটস সদস্যদের মানুষের সেবায় আত্মনিয়োগের করতে আহবান জানান।




ঝিনাইদহে স্কাউটস’র প্রতিষ্ঠাতা পাওয়েলের ১৬৭ তম জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা ও সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৭ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)  সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি এস এম রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটস এর সভাপতি রাজিয়া আক্তার চৌধুরী, জেলা স্কাউটসের কমিশনার রমাঃ মহিউদ্দীন, সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দীক, সহকারী কমিশনার মুন্সী মোঃ আবু জাফর মোহাম্মদ আলী, জেলা রোভারের কমিশনার মোঃ ফিরোজ আল হাসান, সম্পাদক নাহিদ আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩’শতাধীক কাব, স্কাউট ও রোভারগণ।




স্নাতক পাসে নিয়োগ দেবে আড়ং

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটিতে ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ক্যাশিয়ার।

যোগ্যতা

প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয়।

কর্মস্থল

যেকোনো স্থান।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা career.aarong@brac.net- ইমেইলে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৬ ফেব্রুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে ফসলি জমির মাটি কেঁটে বিক্রয়ের অপরাধে জরিমানা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফসলি জমির মাটি কেঁটে অবৈধভাবে বিক্রি করার অপরাধে বসির উদ্দীন নামে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাতব্রীজ বাজার এলাকার মাঠে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সংশোধিত আইন ২০২৩ এর ১৫(১) ধারায় মাটি বিক্রেতা বসির উদ্দিনকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাঁটা, উত্তোলন ও বিক্রির অপরাধে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হবার আমন্ত্রণ পেলেন বাঁধন

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতোমধ্যেই নিজের অভিনয় দক্ষতায় দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডেও। ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাঁধন।

বিচারক হওয়ার জন্য আমন্ত্রণ পাওয়ার খবরটি জানিয়ে গণমাধ্যমকে বাঁধন বলেন, এ আমন্ত্রণ আমার জন্য অনেক সম্মানের। প্রথমে একটু অবাক হলেও, এখন ভীষণ সম্মানিত বোধ করছি। আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা।

রেহানা মরিয়ম নূর নিয়ে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছি, উৎসবে কাজ নিয়ে ঘোরার মধ্যে একটা আনন্দ আছে। এবার বিচারকের দায়িত্বে যাচ্ছি, রোমাঞ্চ কাজ করছে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি আগামী ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৭ মার্চ পর্যন্ত। উৎসবটির ১৫টি বিভাগে দেখানো হবে পঞ্চাশটির বেশি দেশের দুই শতাধিক সিনেমা। প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো থেকে সেরা কাজ বাছাই করতেই মূলত প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বাঁধন।

বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা সিনেমাগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন বাঁধন ও তার জুরিবোর্ড।

এই বিভাগটি ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। এই উৎসবে অফিশিয়াল জুরিদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে জোরপূর্বক জমি দখলের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

নামপত্তনসহ বৈধ কাগজপত্র থাকার পরও ফুফুর জমি জবরদখল করে চাষাবাদ করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে। ফুপাতো বোন উম্মে হাবিবা নামে এক নারী তার মামাতো ভাই স্কুল শিক্ষক জুয়েল রানা পেশী শক্তি খাটিয়ে এই জমি দখল করে চাষাবাদ করছেন বলে অভিযোগে উল্লখ করা হয়।

এ নিয়ে তারা চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কাছে ন্যায় বিচারের জন্য অভিযোগ করেছে। জুয়েল রানা আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের গোলাম সোবহানের ছেলে ও স্থানীয় বকশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ঝিনাইদহ শহরের মডার্ণপাড়ার বসবাসরত শহিদুল ইসলামের স্ত্রী লাভলী ইয়াসমিন ও তার খালাতো বোন উম্মে হাবিবা ঝিনাইদহ প্রেসক্লাবে লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাদের মা ও খালারা আলমডাঙ্গা উপজেলার মাধবপুর ও মাজু মৌজায় নানির ওয়ারেশ হিসেবে ৮ বিঘা জমি পাবেন। এই জমি দীর্ঘদিন ধরে তাদের মামাতো ভাই স্কুল শিক্ষক জুয়েল রানা জবর দখল করে খাচ্ছেন। ইতিমধ্যে তারা ওই জমি নাম খারিজও করেছেন। এখন জমি দখল করতে গেলে জুয়েল রানা জমির উপর যেতে দিচ্ছে না। অভিযোগকারীসহ তার মা ও খালারা গুরুতর অসুস্থ। জমি বিক্রি ছাড়া তাদের চিকিৎসা করার আর্থিক সঙ্গতি নেই।

উম্মে হাবিবা বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাবে এসে জানান, বিবাদী মোঃ জুয়েল রানা সরকারী চাকরী করলেও তিনি একজন প্রতারক। জমি দখলের জন্য জুয়েল কিছু জমির জাল দলিলও করেছেন। তার মা মৃত নাজমুন নাহার. খালা মোছাঃ শামছুন নাহার ও মেজো খালা আঞ্জুয়ারা বেগমের আট বিঘা জমি দখল করিতে গেলে বা অন্য কোথাও বিক্রি করতে গেলে বাধা সৃষ্টি করছেন। বিষয়টি স্থানীয় ও প্রশাসনিক ভাবে অনেকবার সমাধানের চেষ্টা করার পরও স্কুল শিক্ষক জুয়েল রানা কারো পাত্তা দিচ্ছেন না। এমনকি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে শালিসের জন্য ডাকা হলেও তিনি চরম ঔদ্ধত্য দেখিয়েছেন। পরে আলমডাঙ্গা উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার শামছুজ্জোহার ধমক খেয়ে গত ৩০ জানুয়ারি ইউএনওর দপ্তরে হাজির হয়ে ক্ষমা চেয়ে ও বাদীদের সহায়তা করার আশ^াস দিয়ে চলে যান। কিন্তু পরের দিন জুয়েল রানা ওই সব জমি দখল করে ধান লাগিয়ে দেন। বিবাদী জুয়েল রানা অভিযোগকারীদের শাসিয়ে এও বলেন, জমি যদি কেউ দখল করতে বা বিক্রি করতে আসে, তাবে তাকে প্রাণে মেরে ফেলা হবে।

এ বিষয়ে জুয়েল রানা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো জমি দখল করেনি বরং তাদের সহায়তা করেছি। তারপরও সরকারী বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা হচ্ছে, কারণ আমি সরকারী চাকরী করি। তিনি বলেন অভিযোগকারীরা মাজু ও মাধবপুর মৌজার ৫১ দাগে ৫৫ শতক জমির নামপত্তন করেছেন। সেই জমি তারা বিক্রি করতে চাইলে বেশি দাম চাচ্ছে। তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার শামছুজ্জোহা স্যার আমার চাকরীর অভিভাবক। তিনি যে বিচার করবেন তাই আমি মাথা পেতে নেব।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার শামছুজ্জোহা জানান, বিষয়টি আমার নলেজে আছে। আমি ওই অসহায় নারীদের জমির নামপত্তনে সহায়তাও করেছি। দেখি কি ভাবে বিষয়টি সমাধান করা যায়।




ঝিনাইদহে উইকেয়ার প্রকল্পের রাস্তায় আবাদি জমির মাটি কেঁটে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উই কেয়ার প্রকল্পের আওতায় ২৯ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ ও একটি মডেল বাজার নির্মাণের কাজ করছে যশোরের মাইনুদ্দিন বাশি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের ১৭ হাজার কোটি টাকার প্রকল্পে প্রতারণায় অভিযুক্ত এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি এবার ঝিনাইদহের কৃষকদের সর্বনাশ করতে মাঠে নেমেছেন। প্রকল্পের ৯২ কোটি টাকার বরাদ্দে প্রতিষ্ঠানের পক্ষে হরিণাকুণ্ডুতে এই কাজ করছে ঝিনাইদহের রেজাউল নামের এক সাব ঠিকাদার। তিনি কাজের শুরুতেই সর্বনাশ করেছেন শত শত কৃষকের।

কৃষকদের বোঝানো হয়েছে সরকারের নির্দেশে তারা আবাদি জমি থেকে মাটি কেঁটে নিচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাদি জমি রক্ষায় সকল ধরণের কাজ করছেন। কৃষকদের কথা চিন্তা করে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। কৃষিতে আগ্রহী করতে প্রণোদনা দিচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা কার কাছে অভিযোগ দেবে সেই জায়গাও খুঁজে পাচ্ছে না।

প্রকল্পে হরিণাকুণ্ডু-সাধুহাটি ১০.৫ কিলোমিটার সড়ক, হরিণাকুণ্ডু জিসি পায়রাডাঙ্গা ৬.৫ কিলোমিটার সড়ক, হরিণাকুণ্ডু-নারায়ণকান্দি ১০ কিলোমিটার সড়ক, ভবানীপুর-ভেড়াখালি ১.৭৫ কিলোমিটার সড়ক নির্মাণ ও ভবানীপুর বাজারে একটি মডেল মার্কেট নির্মাণ করা হবে। মোট ২৯ কিলোমিটার সড়কের ৫.৫ মিটার কার্পেটিং ও ১.৮২ মিটার সোল্ডারিংসহ মোট ৭.৩২ মিটার বা ২৪ ফিট চওড়া হবে। হরিণাকুণ্ডু জিসি পায়রাডাঙ্গা ৬.৫ কিলোমিটার সড়কের সোল্ডারিংয়ের কাজ ইতোমধ্যে শেষ করেছেন ঠিকাদার। এই কাজ করতে এই সড়কের দুপাশ দিয়ে কয়েকশত কৃষকের সর্বনাশ করেছেন তারা।

সরজমিনে যেয়ে দেখা যায়, এই মাঠে কৃষকরা বোরো ধানের আবাদ করেছেন। আবাদি জমি থেকেই মাটি কেটে নিয়ে সোল্ডারিং করেছেন ঠিকাদার। রাস্তার দুপাশ দিয়ে সাড়ে ৪ফিট গভীর খাল খনন হয়েছে এই মাটির চাহিদা মেটাতে। অনেক কৃষক বাধ্য হয়ে জমির অন্য অংশ থেকে মাটি কেটে জমি সমান করে আবারও ধানের চারা রোপন করেছে। অনেকেই বাধ্য হয়ে খনন করা খালে ছেড়েছেন মাছ।

হরিণাকুণ্ডু গ্রামের ওমর আলীর ছেলে তাহাজদ্দির ১৫ কাঠা জমির ৩ কাঠা খালে পরিণত হয়েছে, ফতেহ আলীর ছেলে মতলেবের ১ বিঘা জমির ৪ কাঠা খালে পরিণত, পাশাপাশি আজাহার মন্ডলের ছেলে পটলা, আনিস, রহিম হাজি, শমসের মন্ডলের ছেলে মওলা আলী, একই গ্রামের হাকিম, ভবানীপুর গ্রামের শাহ আলম, হরিণাকুণ্ডু গ্রামের মৃত এবাদত মন্ডলের ছেলে আব্দুল মজিদ, ইশারত মন্ডলের ছেলে হারুন অর রশিদসহ এই সাড়ে ৬ কিলোমিটার সড়কের ধার দিয়ে কৃষকের আবাদি জমি থেকে মাটি কেটে সোল্ডারিং করা হয়েছে। অনেকের জমির টপসয়েল কেটে নেয়ার কারণে বোরো মৌসুমের ধানের আবাদই করতে পারেনি।

হরিণাকুণ্ডু গ্রামের মৃত এবাদত মন্ডলের ছেলে আব্দুল মজিদ বলেন, রাস্তার পাশে আমার ১৩ কাঠা জমি। ধান লাগানোর পরে প্রায় আড়াই কাঠা জমিতে সাড়ে ৪ ফুট গভীর খাল খনন করে রাস্তায় মাটি দিয়েছে। আমার আড়াই কাঠা জমি নষ্ঠ হয়েছে। বাধ্য হয়ে এখন খালে তেলাপিয়া মাছের পোনা ছেড়েছি।

এই গ্রামের ওমর আলীর ছেলে তাহাজদ্দিন বলেন, আমার ১৫ কাঠা জমিতে ধান লাগানো ছিলো। ভেকু মেশিন দিয়ে কাউকে কিছু না বলেই ৩ কাঠার বেশি জমিতে খাল খনন করে রাস্তায় মাটি দিয়েছে। মাটি কাটার খবর পেয়ে এসে জিজ্ঞাসা করলে ভেকু ড্রাইভার বলে সরকারি রাস্তার মাটি লাগবে দিতেই হবে। ইশারত মণ্ডলের ছেলে হারুন অর রশিদ বলেন, আমার প্রায় ৭ কাঠা জমিতে মাটি কেটে বড় গর্ত করে ফেলেছিল। পরে আমি আবার ভেকু ভাড়া করে নিয়ে এসে আমার পার্শ্ববর্তী জমি থেকে মাটি কেটে সমান করে ধানের চারা রোপন করেছি। আমাদের কোন ক্ষতিপূরণ দেওয়া হয়ণি।

মাঠে উপস্থিত কৃষকরা জানালেন, এই মাঠে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলুর জমি রয়েছে কয়েক দাগ। তার একটি জমি থেকে মাটি কাটলেও সে এসে ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে অন্য জায়গা থেকে মাটি কেটে জমি সমান করেছে। সে প্রভাবশালী হওয়াই তার অন্য জমি থেকে মাঠি কাটেইনি। যেকারণে পার্শ্ববর্তীর জমির মালিকরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, সিডিউলে স্থানীয় সোর্স থেকে মাটি কাটার কথা বলা আছে তবে সেটা ঠিকাদরকে সমঝোতা করে নেওয়ার কথা বলা আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মাইনুদ্দীন বাশীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বলা হয় সাব ঠিকাদার রেজাউলের সাথে যোগাযোগ করতে। রেজাউল ইসলামের কাছে কৃষকের আবাদি জমি থেকে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে। ইঞ্জিনিয়ার সব জানেন। এই দিকে এই সড়কের পাশে জমি থাকা কয়েক গ্রামের মানুষ ও কৃষক এই ঘটনায় চরম নাখোশ হয়েছে। তারা আবাদি জমির ক্ষতিপূরণ দাবি করেছেন। তারা দাবি করেছেন সরজমিন তদন্ত করার।

হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলীর অফিস কাজের বিষয়ে জানান, ২৯ কিলোমিটার সড়কের ১.৮২ মিটার সোল্ডারিংয়ের জন্য অবশ্যই স্টিমেটে একটা বড় অংকের খরচ ধরা হয়েছে। কিন্তু কিন্তু ঠিকাদার যদি কৃষকের আবাদি জমি ক্ষতি করে সেটা দুঃখজনক। ঠিকাদারী প্রতিষ্ঠানের এক কর্মচারী নাম গোপন রাখার শর্তে বলেন, রাস্তার পাশ থেকেই মাটি কেটে নেওয়াই মাত্র ৪/৫ লাখ টাকার ভেকু ভাড়া দিয়েই সোল্ডারিংয়ের কাজ করা হয়েছে সাড়ে ৬ কিলোমিটার রাস্তায়।

এই বিষয়ে ঝিনাইদহ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অদিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, এই প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ পাচ্ছি। যদি কোন কৃষকের ক্ষতি করে থাকে তাহলে কাজ বন্ধ করে দেবো। আবাদি জমি থেকে মাটি কাটার কোন সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত কৃষকরা ঝিনাইদহের জেলা প্রশাসক ও কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করে পাশে দাঁড়ানোর দাবি করেছেন। তারা বলেছেন প্রয়োজনে তাদের দাবি নিয়ে মানবন্ধন করবেন।




ঝিনাইদহে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী জে.জে মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে। আড়মুখী জে. জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উদ্যোগে এবং ডাঃ শফিউল আলম সোহাগের সার্বিক সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।

এতে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গাইনী, অর্থোপেডিক, নাক-কান-গলা সহ ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার ১ হাজার ৫’শত রোগীকে বিনামূল্যে এই সেবা প্রদান করেন । বিনামূল্যে সেবা পেয়ে সবাই খুব খুশি ।

আড়মুখী গ্রামের গর্বিত সন্তান মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শফিউল আলম সোহাগ বলন , চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষের কথা চিন্তা করে আমি প্রতি বছর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প করে থাকি ।

সেসময় উপস্থিত ছিলেন গাজী টেলিভিশন ও দৈনিক সারাবাংলার জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিমুল বিশ্বাস , প্রধান শিক্ষক মমিনুর রহমান সহ এলাকার সুধিজন ।




অ্যাডোব অ্যাক্রোবেটের এআই ফিচার

এডোব বেটা সংস্করণে একাধিক বড় পরিবর্তন নিয়ে এসেছে। তারা একের পর এক নতুন জেনারেটিভ ফিচার যুক্ত করেই চলেছে। এবার যুক্ত হয়েছে এডোব অ্যাক্রোবেটেও। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নতুন ফিচারে দীর্ঘ ডকুমেন্টের সামারি এখন পাওয়া যাবে। এই সামারি ইমেইল, প্রেজেন্টেশন কিংবা রিপোর্টের ক্ষেত্রে নানাভাবে সহায়তা করতে পারে।

প্রতিষ্ঠানটির মতে, গোটা বিশ্বে তিন ট্রিলিয়ন পিডিএফের তথ্যের সারসংক্ষেপ ও প্রতিবেদন এখন সহজে পাওয়া যাবে।

অ্যাডোবের নতুন এই এআই অ্যাসিস্ট্যান্ট মূলত অ্যাডোব লিকুইড মোডের মতোই। আর এই মডেলের আদলে হওয়ায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার সহজেই ডকুমেন্টের ভেতরকার তথ্য উপস্থাপন করে দিতে পারবে। এ বিষয়ে প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানান, ‘পেশাদার ডকুমেন্ট গড়ার ক্ষেত্রে এখন আরও সুবিধা যুক্ত হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠকের কাছে এর আলাদা আবেদন থাকবে।’

নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগী তো রয়েছেই সঙ্গে নেভিগেশন বা অ্যাপ পরিচালনাও হচ্ছে সহজতর। অভিজ্ঞতাও হবে সমৃদ্ধ। বিশেষত দীর্ঘ ডকুমেন্টের ক্ষেত্রে শর্ট জেনারেটিভ সামারিও বেশ কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু রেফার করলে বা উত্তর দিলে তার প্রামাণিকতা যাচাই করাও সহজ হবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার আউটপুট আরও ফরম্যাট করে দেওয়া হবে।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস