দামুড়হুদায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্প যেনতেন ভাবে সমাপ্ত

দামুড়হুদায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক উপজেলা পর্যায়ে পিজি নন পিজি ফার্মারদের (PG Non-PG Farmer) প্রশিক্ষণ যেনতেন ভাবে সমাপ্ত করে বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেক টাকা পকেটস্থ করেছে বলে অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপির বিরুদ্ধে।

দামুড়হুদা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পর (এলডিডিপি) এই প্রশিক্ষন গত ১২ ফেব্রুয়ারী সমাপ্ত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দামুড়হুদা উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার পিজি ও নন পিজি ফার্মারদের (PG Non-PG Farmer) মধ্যে নির্বাচিত ৪০০ জনকে ১০ ভাগে বিভক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দামুড়হুদা উপজেলার দর্শনায় অবস্থিত উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ৩য় তলায় এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে দামুড়হুদা প্রাণিসম্পদ অধিদপ্তর।

৪০ জনের এই গ্রুপ সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে পরামর্শ করে করার কথা থাকলেও চেয়ারম্যানদের সাথে কোন পরামর্শ না করে নিজেদের ইচ্ছা মত ভূয়া নাম ঠিকানার ৪০ মহিলা ও পুরুষদের নিয়ে গ্রুপ গঠন করেছে।

সরেজমিনে গত ৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় প্রশিক্ষণস্থল উপজেলার দর্শনায় অবস্থিত উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ৩য় তলায় গিয়ে দেখা যায়, ৩৭ জন নারী ও ৩ জন পুরুষ (নারীদের বহন করা অটোরিক্সার চালক) প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষনার্থীরা কোন ইউনিয়নের জিজ্ঞাসা করলে জানানো হয় নাটুদহ ইউনিয়নের। দুপুর সাড়ে ১২ টার সময় প্রশিক্ষনার্থীদের কাছে জানতে চাওয়া হয়, তারা সকালে নাস্তা পেয়েছে কি না। উত্তরে সকলে জানায় তারা কোন নাস্তা পায়নি। এমনকি ওই সময় পর্যন্ত এসব প্রশিক্ষনার্থীদেরকে দেওয়া হয়নি কোন সরঞ্জাম। কথাবার্তার এক ফাঁকে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি তার অফিস সহায়কদেরকে বলেন এখনই সবাইকে প্রশিক্ষণ সরঞ্জামাদি দিয়ে দাও। তখন দ্রুত ২৫০ থেকে ৩০০ টাকার সরঞ্জামাদি প্রশিক্ষনার্থীদেরকে দেওয়া হয়। আর নাস্তা ও খাবার দেওয়া হয় ১দিনে সর্বোচ্চ ২০০ টাকা থেকে ২৫০ টাকার।

দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী জানান, এই প্রশিক্ষণের বিষয়ে আমি কিছু জানিনা। আমার কাছথেকে নামের কোন তালিকাও নেওয়া হয়নি।

প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষনার্থীদের প্রত্যকে ২দিনের জন্য বরাদ্দ আছে, যাতায়াত বাবদ ১ হাজার টাকা, সকালে নাস্তা, দুপুরের খাওয়া, বিকেলের নাস্তা বাবদ ১ হাজার টাকা ও প্রশিক্ষন সরঞ্জাম ৭’শ টাকা, প্রশিক্ষকদের ২ হাজার টাকা ও সহায়কদেরকে ১ হাজার টাকা। সর্বমোট ২০ দিনে উল্লেখিত এসব খাতে বরাদ্দকৃত ১৩ লাখ টাকা ব্যায় করতে হবে।

কিন্তু দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি তা না করিয়ে যেনতেন ভাবে অধিকাংশ গ্রুপকে ২ দিনের স্থলে নাম মাত্র ১ দিন ৩ ঘন্টা (সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত) করে প্রশিক্ষণ করিয়ে ২ দিনের উপস্থিতি শীটে স্বাক্ষর নেন। প্রশিক্ষন সরঞ্জামাদি দেওয়া হয়নি একাধিক গ্রুপকে।

ফলে সরকার ও বিশ্ব ব্যাংকের প্রকৃত উদ্দেশ্য একদিকে যেমন সফল হয়নি, অন্যদিকে বরাকৃত টাকা হয়েছে পকেটস্থ।

এভাবেই প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পর (এলডিডিপি) এই প্রশিক্ষণ কর্মশালা গত ১২ ফেব্রুয়ারী সমাপ্ত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি।

এছাড়া তিনি প্রতিদিন অফিসে আসেন বেলা ১১/১২ টায়। অফিসের মোবাইল ভেটেনারি ক্লিনিক গাড়িটি তিনি খামারীদের কাছে ব্যবহার না করে ব্যক্তিগত কাজে ব্যবহার ও বাড়ি যাওয়া আসা কাজে ব্যবহার করেন। এখানে সব অনিয়মই যেন নিয়মে পরিনত হয়েছে।

দামুড়হুদা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপি এ অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনে আমি খুব ভাল প্রশিক্ষণ করিয়েছি। তার পরও জানিনা কেন কি কারণে কে বা কারা সংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে আমাকে বিব্রত করছে।

এসব অভিযোগের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ মোঃ মশিউর রহমান জানান, উপজেলা পর্যায়ে পিজি নন পিজি ফার্মারদের (PG Non-PG Farmer) প্রশিক্ষণের বরাদ্দ সরাসরি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পাঠিয়েছি। সে কারণে এই প্রশিক্ষণ বা কর্মশালার বিষয়ে আমি খোজ খবর রাখি না। তবে কোন অভিযোগ উঠলে তা কঠোরভাবে তদন্ত করে দেখা হবে। তদন্তে দূর্ণিতীর প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




রায়হান রাফী’র ‘অমীমাংসিত’

এদেশের পরীক্ষিত সফল নির্মাতা রায়হান রাফি। এ পর্যন্ত তিনি যতগুলো ছবি বানিয়েছেন বলা যায় সবগুলোই হয়েছে আলোচিত। আবার তার ছবিগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও আছে; তা হলো-সত্য ঘটনার নির্যাস।

যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি অস্বীকার করেন নির্মাতা রাফী। কিন্তু ছবি মুক্তির পর কারো আর বুঝতে বাকি থাকে না। তবে নির্মাণের মুন্সিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে মেজাজে।

চলতি মাসেই আসছে রাফী’র নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। নামেই রহস্যের গন্ধ স্পষ্ট। গত ১২ ফেব্রুয়ারি যখন এর টিজার ছাড়া হলো অন্তর্জালে, তখন দর্শক বলছে, এটিও সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফী। কী সেই সত্য?

সোশ্যাল মিডিয়ায় দর্শকের কিছু মন্তব্য থেকে আঁচ করা যায়, তারা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছেন। একযুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। তবে কি সেই অমীমাংসিত ঘটনাই পর্দায় তুলে আনছেন ‘পরাণ’ নির্মাতা? জবাব দিলেন না। বরাবরের মতো অপেক্ষা করতে বললেন দর্শককে; অর্থাত্ ছবিটি দেখলেই সব বোঝা যাবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

৪৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আক্তারুল মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্প।

আটক আক্তারুল মোল্লা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রামের সামসুল মোল্লা ওরফে ভুলুর ছেলে।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে গাংনী উপজেলার মোমিনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিল সহ আটক করেন।
র‌্যাব-১২ সিপিস-৩ গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান আজ সোমবার বেলা ১২ টার সময় ক্যাম্পের হলরুমে প্রেসব্রিফ করে এই তথ্য জানান।

সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম মোমিনপুর গ্রামে অভিযান চালায়। আক্তারুল মোল্লা ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করলে ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ধরে ফেলে।

আটক আক্তারুল মোল্লা ও তার আপন মামা গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাইজেল (৫৫) দীর্ঘদিন যাবৎ ভারত থেকে চোরাই পথে মাদক নিয়ে এসে এলাকায় বিক্রি করে আসছিলেন। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১৪(খ)৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৫, তারিখ ১৯/০২/২৪ ইং। আসামি আক্তারুল মোল্লাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া মামলার অপর আসামি তাইজেল ইসলামকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।




টস হেরে বোলিংয়ে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে কুমিল্লাকে বোলিংয়ে পাঠিয়েছে সিলেট।

এবারের বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে লিটন দাসের দলের।

অন্যদিকে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিলেট। ১০ ম্যাচে মাত্র ৩টি জয়ের দেখা পেয়েছে দলটি। ৬ পয়েন্ট নিয়ে ছয়ে নম্বরে আছে তারা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, জনসন চার্লস, তাওহিদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মইন আলি, সুনিল নারিন, রিশাদ হোসেন, মুশফিক হাসান, আলিস ইসলাম।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সমিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলি, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ফলের ক্যারেটে মিললো ১৩৫ বোতল ফেনসিডিল, যুবক আটক

১৩৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জনি(২১) নামের এক কিশোরকে আটক করেছে গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্প।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডের ওয়াল্টন শো-রুমের সামনে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়।

আটক জনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরীফের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এসআই শরীফ জানান, ফেনসিডিলের একটি চালান ঢাকার উদ্দেশ্য যাচ্ছে এমন সংবাদ পেয়ে বামন্দী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। ঢাকার উদ্দেশ্য যাওয়ার জন্য ফেনসিডিল ভর্তি ফলের ক্যারেট নিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলো জনি।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার আসামি জনিকে আজ সোমবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।




অ্যান্ড্রয়েড ১৫ তে যা থাকছে

প্রতিবছরের ন্যায় এই বছরও অ্যান্ড্রয়েড আনতে চলেছে তাদের নতুন অ্যান্ড্রয়েড ভার্সন।২০২৪ সালের আগস্ট এবং অক্টোবরের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ রিলিজ হবে। তার আগে প্রি-বিটা এবং বিটা ভার্সন লঞ্চ করবে অ্যান্ড্রয়েড। নতুন নতুন ফিচার এবং আপডেট নিয়ে হাজির হবে অ্যান্ড্রয়েড ১৫। আর এই নতুন ভার্সনের নাম রাখা হয়েছে ভ্যানিলা আইসক্রিম।

নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে লক স্ক্রিন উইজেটগুলো, আবার ব্লুটুথ চালু করলে স্ক্রিনে বাবল উইজেট আসতে পারে। আবার ইদানীং ফোল্ডেবল ফোনের সংখ্যা বাড়ছে। বিভিন্ন স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো বাজারে ফোল্ডেবল স্মার্টফোন আনছে। তাই অ্যান্ড্রয়েড ১৫ তে একসাথে দুটো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সেভ করে রাখা যাবে। এতে করে ফোল্ডেবল ফোনে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

বয়স্ক ব্যক্তিদের সুবিধার জন্য অ্যান্ড্রয়েড আনতে পারে ‘ইজি প্রি সেট’ নামের অপশন। অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান বলেছেন বয়স্ক ব্যক্তি বা যাদের দৃষ্টিশক্তি কম তাদের জন্য উপকারী হবে এই ফিচার। ইজি প্রি সেট অপশন চালু করলে নেভিগেশন বাটন আসবে, স্ক্রিনের লেখা বড় আকারে দেখাবে, আইকনগুলো বড় হবে এবং কন্ট্রাস্ট বাড়িয়ে দেবে। আবার ওয়ালপেপারটাও পরিবর্তিত হবে স্ক্রিনের পাঠ্য সুবিধার জন্য। তাই সিনিয়র সিটিজেনদের থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করে এই ফিচার আনার প্রয়োজন হবে না।

কাগজের বই ছেড়ে ইদানীং পিডিএফের ব্যবহার বাড়ছে। স্মার্টফোনের স্ক্রিনে আগে পিডিএফ পড়ার সময় স্ক্রিনের চারপাশে কিছু অংশ খালি থেকে যেত। অ্যান্ড্রয়েড ১৫তে এই খালি জায়গাগুলো থাকবে না। পিডিএফ পড়াকে আরো বাস্তব রূপ দিতে এই পরিবর্তন।

অ্যান্ড্রয়েড ১৫তে প্রাইভেট স্পেস নামে নতুন একটি ফিচার যুক্ত হতে পারে। যেখানে একটি ফোল্ডার বানিয়ে নিজের প্রয়োজনীয় অ্যাপগুলো লুকিয়ে রাখা যাবে। স্ক্রিন লক বা পাসওয়ার্ড সেট করে লক করে রাখা যাবে। ফোনের নিরাপত্তা নিয়ে যখন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সংশয়ে তখন অ্যান্ড্রয়েড ১৫তে বিল্ট ইন ফিশিং প্রোটেকশন থাকতে পারে। ফিশিং লিংক এবং অনিরাপদ অ্যাপ থেকে সুরক্ষা পেতে এই ব্যবস্থা। এভাবে আরো অনেক পরিবর্তন নিয়ে অ্যান্ড্রয়েড ১৫ লঞ্চ হবে। আইফোনের মতো ব্যাটারি হেলথ সম্পর্কে আরো বিশদ জানতে চালু হচ্ছে নতুন ফিচার। আবার ফোনের সাথে যুক্ত ব্লুটুথ ডিভাইসগুলো সম্পর্কে আরো বিশদ তথ্য স্মার্টফোনের মাধ্যমে জানতে পারবে অ্যান্ড্রয়েড ১৫ ভ্যানিলা আইসক্রিম ব্যবহারকারীরা।

সূত্র: ইত্তেফাক




ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মেহেরপুর

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মেহেরপুর। সকাল থেকেই জেলার প্রকৃতি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। ভোরে সূর্যোদয় হলেও কুয়াশাচ্ছন্ন আকাশে নিখোঁজ রয়েছে সূর্যের আলোর ঝলকানি। সকাল পৌনে সাড়ে ৯টা পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি মেহেরপুরে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মেহেরপুরের গ্রাম-গঞ্জ আর শহরের পথঘাট ছিল কুয়াশায় ঢাকা। শহরের পিচঢালা সড়কগুলোও ভিজেছে ঘন কুয়াশার শিশিরবিন্দুতে। গাছগাছালি ভরা সবুজ-শ্যামল প্রকৃতিও কুয়াশায় ধোঁয়াচ্ছন্নরূপ পেয়েছে।

এ অবস্থায় ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহনগুলোকে গতি কমিয়ে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত মেহেরপুর শহরে, মেহেরপুর- কুষ্টিয়া সড়ক, মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়ক, গাংনী উপজেলা শহরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার দাপটে সড়কে মানুষের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মজীবি মানুষ ছুটছেন তাদের কর্মস্থলে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আজ সোমবার মেহেরপুরে সকাল ৯ টায় ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং বাতাসের আর্দ্রতা ৯৫%, কুয়াশার দৃষ্টি সীমা ৭০০ মিটার।

কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় পথঘাটে থাকা ছিন্নমূল অসহায় মানুষের কষ্ট বাড়িয়েছে। যদিও এই কুয়াশা আগবাড়িয়ে মনে করে দিচ্ছে শৈত্যপ্রবাহের কথা।

এমন ঘন কুয়াশা পড়লে কৃষিতে ক্ষতির আশংকা করছেন এ অঞ্চলের কৃষক। শীতে বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কোল্ড ইনজুরি ও পচনসহ মড়ক বেড়ে যায়। তবে এ ব্যাপারে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে তাদের অবগত করা হয়েছে বলে জানান গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।




দর্শনা পৌরসভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

দর্শনা পৌরসভায় একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১১ টার দিকে দর্শনা পৌরসভার আয়োজনে দর্শনা পৌরসভার হল রুমে অনুষ্টিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারী কলেজের উপাধ্যক্ষ মফিজুর রজমান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধো রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মাষ্টার, বীর মুক্তিযুদ্ধা রেজাউল করিম সবুর, নাগরিক কমিটির আহবাহক গোলাম ফারুক আরিফ, দর্শনা ডি এস মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন, সমাজ সেবক জাহিদুল ইসলাম, পৌর প্যালেন মেয়র রবিউল হক সুমনের।

কাউন্সিলার এনামুল হকের উপস্থাপনায়, আরও আলোচনা করেন, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, দর্শনা গনউন্নয়ন গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান,পৃর্ব রামনগরের প্রধান শিক্ষক হারুন অর রশিদ,দর্শনা পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দু প্রমুখ।




গাংনীতে পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক

১০০ গ্রাম গাঁজাসহ আলাউদ্দিন ওরফে আলা (৫০) নামের এক মাদক কারবারী আটক করেছে গাংনী থানা পুলিশ।

আলাউদ্দিন গাংনী উপজেলার হিন্দা গ্রামের ভিটাপাড়া এলাকার পাচু মন্ডলের ছেলে।

গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

গাংনী থানার তদন্ত অফিসার মনোজিত কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামি আলাউদ্দিনকে আজ সোমবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তদন্ত অফিসার মনোজিত কুমার নন্দী।




আমঝুপিতে মেহেরপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ

ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ ।