মেহেরপুরে ইটভাটা চালু রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ এবং এসব ইটভাটা চালু রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর সদর উপজেলা ইট ভাটা মালিক সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ ) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ইটভাটাগুলো এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনের অভিযানের ফলে ব্যবসা বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা বহু শ্রমিকের জীবিকা হুমকির মুখে ফেলবে।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এম এ নঈম, সাধারণ সম্পাদক মিলন খান, রাশেদুল ইসলাম ইরানী, জাহাঙ্গীর প্রমুখ।




সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।

এই ল্যাপটপটির নাম ‘ইয়োগা সোলার পিসি’, যা ল্যাপটপের লিড বা ঢাকনার ওপর সোলার প্যানেল বসিয়ে তৈরি করা হয়েছে। এটি যেকোনো আলোক উৎস থেকে শক্তি শোষণ করে নিজের ব্যাটারি চার্জ করতে পারে। তবে বাইরে সূর্যের আলোয় কাজ করার সময় এটি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করবে।

তবে এই ইয়োগা সোলার পিসিকে বাজারে আনার কোনো পরিকল্পনা এখনো ঘোষণা করেনি লেনোভো। তবে আগামী জুনে ৩ হাজার ৪৯৯ ডলার মূল্যে বাজারে আসবে লেনেভোর থিংকবুক প্লাস জেন ৬। গত বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কনসেপ্ট ল্যাপটপ হিসেবে এটি উন্মোচন হয়।

ইয়োগা সোলার পিসির সূর্য রশ্মি শোষণকারী প্যানেলটি ৮৪টি সৌর কোষের সমন্বয়ে তৈরি। প্যানেলের পেছনে সব মাউন্টিং ব্র্যাকেট এবং বৈদ্যুতিক কন্টাক্টগুলো অবস্থিত, যা শক্তি সংগ্রহ এবং স্থানান্তর করতে সাহায্য করে। প্যানেলের সামনের দিকটি বেশি আলো শোষণ করতে সক্ষম, যার ফলে লেনোভো ২৪ শতাংশেরও বেশি কনভারশন রেট (শোষিত সূর্যালোককে ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তর করার হার) অর্জন করতে পারে।

এটি বর্তমান ইলেকট্রনিকসে ব্যবহৃত অধিকাংশ সিলিকনভিত্তিক সোলার প্যানেলের চেয়ে আরও বেশি দক্ষ। তবে এটি সেই প্যানেলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে আছে, যেগুলোর ওপর একটি অতিরিক্ত পেরোভস্কাইট ফিল্ম থাকে। এটি আলো শোষণ এবং দক্ষতাকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।

লেনোভো দাবি করছে যে মাত্র ২০ মিনিটেই সূর্যালোক থেকে সরাসরি শক্তি শোষণ করে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করতে পারে ইয়োগা সোলার পিসির প্যানেলটি, যা ১ ঘণ্টার ভিডিও চালানোর জন্য যথেষ্ট।

এই ল্যাপটপে ইনটেলের লুনার লেক প্রসেসর, ৩২ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর পুরুত্ব ১৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২ দশমিক ২৯ পাউন্ড (১ দশমিক শূন্য ৪ কেজি), ওএলইডি ডিসপ্লের আকার ১৪ ইঞ্চি। ব্যবহারকারীরা যাতে সবচেয়ে ভালোভাবে সূর্যালোক ব্যবহার করতে পারে, সে জন্য ল্যাপটিতে ডাইনামিক সোলার ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যানেলের মাধ্যমে উৎপাদিত বর্তমান ও ভোল্টেজ দেখাবে এই সফটওয়্যার।

এছাড়া ইয়োগা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এক্সটার্নাল সোলার পাওয়ার কিট কনসেপ্টও উন্মোচন করেছে লেনেভো। এই কিট বইয়ের মতো খোলা যায় এবং এতে দুটি সোলার প্যানেল থাকে, যা ব্যাকপ্যাকের সঙ্গে সংযুক্ত করা যায় বা নিজের কাছে রেখে দাঁড়িয়ে চার্জ নেওয়ার জন্য একটি ‘কিকস্ট্যান্ড’ও রয়েছে। এই কিট ইউএসবি-সি কেবলের মাধ্যমে অন্য কোনো ডিভাইসে বিদ্যুৎ দিতে পারে বা এটি একটি পাওয়ার ব্যাংক চার্জ করতে পারে যা পরবর্তীতে অন্য ডিভাইসগুলোকে চার্জ দিতে পারবে।

লেনোভো বলছে, তারা ‘কার্যকারিতা এবং পরিবেশগত সচেতনতার মধ্যে একটি সেতু নির্মাণ’ করার জন্য এই কনসেপ্ট তৈরি করেছে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বিকল্প শক্তির উৎসে পৌঁছাতে পারেন। ছোট সোলার প্যানেলটি পুরোপুরি চার্জ করতে কিছুটা সময় নেবে এবং আবহাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করলেও বিদ্যুৎ বিভ্রাটের সময় এই ধরনের ল্যাপটপ বেশ কাজে দেবে।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

“ভাত চাই না, কাজ চাই” এই স্লোগানে সকল ইটভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ইটভাটায় কাজ করা প্রায় ২ হাজার শ্রমিক ও মালিক।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির ব্যানারে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাবর শ্রমিকদের দাবি তুলে ধরে একটি স্মারকলিপি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন ইটভাটা মালিক সমিতির নেতারা।

উক্ত স্মারকলিপিতে মোট ৭টি দাবি তুলে ধরা হয়। ১. ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও, উক্ত আইনের ৮(৩)(৫) এবং ৮(৩)(খ) উপধারায় “দূরত্ব নির্ধারণের” কারণে দেশের কিছু জিগজ্যাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিল্ন এবং টানেল কিল্নের ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে। সুতরাং, আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮(৩)(ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮(৩)(খ) ধারায় বন থেকে দূরত্ব ৭০০ মিটার নির্ধারণ করে লাইসেন্স ও ছাড়পত্র দেওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারি করার আবেদন জানাচ্ছি। ২. জিগজ্যাগ ইটভাটায় কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না। অন্যথায়, আমরা ভ্যাট-ট্যাক্স দেওয়া বন্ধ করতে বাধ্য হবো। ৩.কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। ৪. মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। ৫. পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র ইস্যু/নবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। ৬. ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি। ৭. ইটভাটা পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক তছলিমুল ইসলাম।

তারা বলেন, “আমরা, বাংলাদেশের ইটভাটা মালিকগণ, বিগত ৩৫-৪০ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছি। দেশের রাস্তাঘাট, ঘরবাড়ি ও অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি।”

তারা আরও বলেন, “এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছে, যা ৫০ লাখ পরিবারের তথা প্রায় ২ কোটি মানুষের রুটি-রোজগারের ব্যবস্থা করেছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই শ্রমিকরা বেকার হয়ে পড়বে। এছাড়াও, প্রতিটি ইটভাটার বিপরীতে প্রায় ১ কোটি টাকার বেশি ব্যাংক ঋণ রয়েছে, যা প্রায় ৮ হাজার কোটি টাকার সমান। ইটভাটা বন্ধ হলে এই ঋণ অনাদায়ী থেকে যাবে।”

তারা আশাবাদ ব্যক্ত করেন, “মাননীয় প্রধান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান অত্যন্ত আন্তরিক হলেও, বর্তমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজ্যাগ ইটভাটার সমস্যা সমাধান হচ্ছে না। আমরা আশা করছি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে ইটভাটা পরিচালনার একটি যৌক্তিক সমাধান হবে।”




প্রাইম ব্যাংকের কোচ-অধিনায়ক-ম্যানেজারকে জরিমানা

শুরুর দিনেই বিশৃঙ্খলা দেখেছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সোমবার আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ-ম্যানেজার ও অধিনায়ক। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে গতকালের ম্যাচটি বন্ধ ছিল প্রায় ৩০ মিনিট। সেই ঘটনায় মোটা অঙ্কের জরিমানা গুনেছে ক্লাবটি।

বিকেএসপির চার নম্বর মাঠে বসেছিল দুদলের লড়াই। প্রাইম ব্যাংকের ইনিংসের ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান অধিনায়ক ইরফান শুক্কুর। পড়েন রান আউটের ফাঁদে। ওই সিদ্ধান্ত নিয়েই বাঁধে বিপত্তি। যা অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যায়। রেফারির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ক্লাবটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরি ও অধিনায়ক ইরফান শুক্কুর।

ক্রিকেটাররা এক পর্যায়ে মাঠ থেকে উঠে আসেন। ডাগ আউটে প্রাইম ব্যাংকের কোচ জুবায়েরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের। এই ঘটনায় জুবায়েরকে নিষিদ্ধ করার হুমকি দেন আম্পায়ার শিপার। আজ ক্লাবটির সূত্র জানিয়েছে, অর্ধলাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে কোচ জুবায়েরকে।

তবে তিনি একা নন। দলের ম্যানেজার ও অধিনায়ক শুক্কুরকেও ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে অধিনায়ক শুক্কুরকে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

হট্টগোলের দিনে ম্যাচটি অবশ্য দারুণভাবে জিতে নেয় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের ছোঁড়া ২১৬ রানের লক্ষ্য ৩ উইকেট রেখে পেরিয়ে যায়। বিকেএসপিতে এদিন ব্যাটিংয়ে বীরত্ব দেখিয়ে দলকে জয় এনে দেন শামিম পাটোয়ারি। খেলেন ৯৮ রানের হার না মানা ইনিংস।

সূত্র: যুগান্তর




গাংনীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে চোরেরা ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ডিভিআরও নিয়ে গেছে চোরেরা, ফলে চুরির সময়কার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। তবে, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি এবং তাদের লেনদেন স্বাভাবিকভাবে চলবে।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (৪ মার্চ) সকালে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, “গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রিল ও ব্যাংকের ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে, ব্যাংকটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা তদন্তে উঠে এসেছে।”

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।




কুষ্টিয়ার কুমারখালিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে বালুভর্তি বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় মো. শিহাব (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. শিহাব ঘোষপুরের রতন শেখের ছেলে। বাবা নিরুদ্দেশ হওয়ার পর সে মা তাসলিমা খাতুনের সঙ্গে সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামে থাকত। সে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

শিহাবের মা তাসলিমা খাতুন জানান, পাশেই তাঁর বাবার বাড়ি। বেশির ভাগ সময় সেখানেই থাকত শিহাব। সে দিন বাড়ি থেকে বের হওয়ার পর তাঁরা ভেবেছিলেন ছেলেটি খালা কিংবা ফুপুর বাড়িতে গেছে। কিন্তু একদিন পার হয়ে গেলেও না ফিরলে সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।

বিলাপ করতে করতে তাসলিমা বলেন, ‘ওর বাপ আমাদের ছেড়ে নিরুদ্দেশ হওয়ার পর অনেক কষ্টে ছেলেকে নিয়ে গুচ্ছগ্রামে বাস করি। স্থানীয় একটি ইটভাটায় রান্না করে যা পাই তাই দিয়ে কোনোরকম সংসার চলে। এখন আমি কাকে নিয়ে থাকব।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, মাঠে স্তূপ করা বালুর বস্তার নিচে চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




সিনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে সিনিয়র অফিসার স্কেলে স্থপতি নেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: স্থপতি

পদসংখ্যা: ১

যোগ্যতা: আর্কিটেকচার বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৬,৫০০-৬৯,৫০০ টাকা। সফলতার সঙ্গে এক বছরের প্রশিক্ষণকাল শেষে বেতন হবে ৭৮,৯৫০ টাকা।

আবেদনের বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়

২০ মার্চ ২০২৫।

সূত্র: যুগান্তর




গাংনীতে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেসার্স জননী স্টোর ও থ্রি স্টার ফিলিং স্টেশনকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সকাল থেকে গাংনী উপজেলার বামুন্দী ও গাংনী বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঔষধ, সেমাই, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে মেসার্স জননী স্টোর-কে ৪,০০০ টাকা এবং থ্রি স্টার ফিলিং স্টেশন-কে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়, যা সর্বমোট ৩৪,০০০ টাকা আদায় করা হয়। দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযানের সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।




মেহেরপুরের সহ ২৯ সিভিল সার্জন ওএসডি

মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. মহীউদ্দিন সহ দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।

ওএসডির আদেশ পাওয়া ২৯ জন সিভিল সার্জন হচ্ছেন,

১. বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, ২. কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, ৩. শরিয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, ৪. সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ৫. নোয়াখালীর সিভিল সার্জন ডা. ইফতেখার, ৬. পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, ৭. কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, ৮. ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ৯. ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, ১০. পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, ১১. শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, ১২. জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, ১৩. পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হোসেন, ১৪. মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. মহীউদ্দিন, ১৫. নেত্রকোণার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, ১৬. টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ১৭. ঠাকুগাঁওয়ের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ, ১৮. গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, ১৯. জয়পুরহাটের সিভিল সার্জন ডা. রুহুল আমিন, ২০. গাজীপুরের সিভিল সার্জনডা. মাহমুদা আখতার, ২১. কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, ২২. বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডল, ২৩. নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, ২৪. রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, ২৫. নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, ২৬. মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন, ২৭. লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়, ২৮. পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এবং ২৯. কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ।




ঝিনাইদহে বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঝিনাইদহের মহেশপুরে আত্মগোপনে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথাকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে।

এ নিয়ে বিভিন্ন পত্রিকায় ‘লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। গতকাল রবিবার রাতে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দৈনিক কালেরকণ্ঠসহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু মালিথাকে ভারতে পালানোর সহযোগিতার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগের বিষয়টি তদন্তের জন্য জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. দবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। এছাড়াও আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহেশপুরের বোয়ালিয়া গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা হাফিজুলের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিচুর রহমান মিঠু মালিথা। এই খবর পেয়ে ওই বাড়ি ঘিরে ফেলে স্থানীয় জনতা। পরে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে পালাতে সহযোগিতা করে।

এ ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গতকাল রবিার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।