দর্শনায় ২ কেজি গাঁজাসহ ইজিবাইক উদ্ধার; গ্রেফতার ১

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।

জানাগেছে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে, অভিযান চালায় দর্শনা রেল বাজারের শহিদুল ইসলামের মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর।

এ সময় দর্শনা থানার এস আই খান আঃ রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ একটি ইজিবাইকসহ রিপনকে (৩৫)গ্রেফতার করে। পরে তার ইজিবাইক তল্লাশি করে কসটেপ মোড়ানো ভারতীয় ২ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতাররকৃত রিপন দর্শনা পৌরসভার রামনগর গ্রামের আঃ রহমানের ছেলে।

আজ শুক্রবার তার বিরুদ্ধে এস আই আঃ রহমান বাদি হয়ে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।




ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা পোস্টের চতুর্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্যদিয়ে ইতোমধ্যে দেশের মানুষের কাছে একটা জনপ্রিয় নিউজপোর্টাল হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকা পোস্ট। ঢাকা পোস্ট সত্যের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্ণারে ঢাকা পোস্টের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত কেককাটা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, ঢাকা পোস্ট যেভাবে হাঁটি হাঁটি পা পা করে চতুর্থ বছরে পদার্পণ করল। এর সবচেয়ে বড় বিষয় হলো পাঠক এটিকে পছন্দ করে। কারণ এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সত্য এবং বস্তুনিষ্ঠ লিখলেই মানুষ এটাকে পছন্দ করবে।

খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি বলেন, ঢাকা পোস্ট সত্যের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। তিন বছরের মধ্যে তারা যতদূর এগিয়ে গেছে, তাদের সত্য এবং ভালো সংবাদের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে চায়।

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আবু হাসান বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে অনলাইন নিউজ পোর্টাল সবচেয়ে বেশি মানুষ পড়ছে। ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্যদিয়ে ইতোমধ্যে দেশের মানুষের কাছে একটা জনপ্রিয় নিউজপোর্টাল হিসেবে আবির্ভূত হয়েছে। আমি এই নিউজপোর্টালের উত্তরোত্তর মঙ্গল কামনা করি।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা বলেন, পাঠকদের কাছে এরইমধ্যে ঢাকা পোস্ট একটা ভালো অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে এই পাঠকপ্রিয়তা আরও বাড়বে সেই প্রত্যাশা করি।

বাংলাভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা বলেন, দিন দিন পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকা পোস্ট। বিভিন্ন খুঁটিনাটি বিষয় খুবই সহজে তুলে ধরে পাঠকদের কাছে। আমি নিজেই মোবাইল হাতে নিলে সর্বপ্রথমই ঢাকা পোস্ট ওয়েবসাইট ঘুরে আসি আমার মতন হাজার আমি পাঠক রয়েছে ঢাকা পোস্টের। ঢাকা পোষ্টের জন্য সবসময় শুভকামনা রইল।

অনুষ্ঠানে ঢাকা পোস্ট খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন’র সভাপতিত্বে এবং বাংলানিউজ টোয়েন্টিফোরের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মণ্ডলীর সভাপতি ফেরদৌসী আলী, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিএযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক শাহা আলম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সাংবাদিক হাসান মোল্লা, কৌশিক দে বাপী, আলমগীর হান্নান, মিলন হোসেন, মহেন্দ্রনাথ সেন, বিমল সাহা, কামরুল আহসান, আনিসুজ্জামান, বাপ্পী খান, লিয়াকত হোসেন, মনির হোসেন, বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, হাবিবুর রহমান, মো. জাহিদ, আতিয়ার রহমান, ফেরদৌস আলম প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ঢাকা পোস্টের বাগেরহাট জেলা প্রতিনিধি আবু তালেব ও নড়াইল জেলা প্রতিনিধি রাজু আহমেদ।




মেহেরপুর সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমালো অর্পণ

মেহেরপুর সদর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্পমালা অর্পণ করেছে সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা।

আজ শুক্রবার দুপুরে যুব মহিলা লীগের নেত্রীদের নিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ সময় মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বুশরা পলি,সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুতশোভ মন্ডল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন,পৌর কাউন্সিলর শারমিন আক্তার শিলা, মুজিবনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন, মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য ডালিম হোসেন, বাগোয়ান ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় লতিফুন নেছা লতা উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন ও তার সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলামকে ধন্যবাদ জানান।




দামুড়হুদায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত

দামুড়হুদায় বাসের ধাক্কায় মফিজ উদ্দিন (৬৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি একই উপজেলার চন্দ্রবাস গ্রামের তৈয়ব আলির ছেলে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর।

ওসি আলমগীর কবীর বলেন, সকাল ১০টার দিকে মফিজ উদ্দিন মোটরসাইকেলে নিজের বাড়ি থেকে মাঠে যাচ্ছিলেন। তিনি তালসারি মোড়ে পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি পিকনিকের বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালো শিশু

অন্য শিশুদের সাথে খেলার সময় ইজিবাইকের ধাক্কায় এবার প্রান হারালো শাহিনা খাতুন নামের তিন বছর বয়সী এক শিশু।

নিহত শাহিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের শাহিনুজ্জামানের মেয়ে। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সুবিদপুর গ্রামের এই ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে ঘটনার সময় শাহিনা খাতুন তার সমবয়সী খেলার সাথীদের নিয়ে রাস্তার পাশে খেলা করছিল। এসময় একই উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের ইজিবাইক চালক কামরুল ইসলাম তার ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় শাহিনাকে ধাক্কা মারে।

এতে শাহিনা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি সেখ কনি মিয়া বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শৈলকুপার খালফলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় খালফলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কোন পত্রিকা, নোটিশ বোর্ড এবং এলাকায় মাইকিং না করে সভাপতির যোগসাজসে গোপনে তফসিল দিয়ে কমিটি গঠন করেছে বলে অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে স্থানীয় অভিভাবক ও প্রতিষ্ঠানের দাতা সদস্যরা এর প্রতিকার চেয়ে মাধ্যামক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর, জেলা প্রশাসক ঝিনাইদহ ও জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনের আলোকে তথ্য নিয়ে দেখা যায়, অভিবাভকদের কাছে গোপন রাখতে ঘোষিত তফসিল ঝিনাইদহ থেকে প্রকাশিত কোন পত্রিকায় না দিয়ে নিয়োম ভঙ্গ করে বাইরের পত্রিকায় দেয়ওয়া হয়েছে, তাছাড়া স্কুলের নোটিশ বোর্ড ও মাইকিং করে প্রচারের কথা থাকলেও তা করা হয়নি বলে জানা গেছে। স্থানীয়রা জানেননা কবে কখন কোথা থেকে মনোনয়ন ফরম কিনতে হবে এবং জমা দিতে হবে। এব্যাপারে যথেষ্ট প্রচার প্রচারণার কথা থাকলেও প্রধান শিক্ষককের পছন্দের ব্যক্তিকে সভাপতি বানাতে সব কিছু গোপন করা হয়েছে।

এক অভিভাবক সদস্য জানান, গত ২ ফেব্রুয়ারী সকালে অভিভাবকদের মিটিং এর চিঠি তাদের পছন্দের কিছু অভিভাবককে ১ফেব্রুয়ারী রাতে এবং ২ফেব্রুয়ারী সকালে পৌছানো হয়েছে। ফলে ২ফেব্রুয়ারী কয়েকজন অভিভাবক সদস্যের উপস্থিতিতে ৪জন অভিভাবক সদস্য এবং ২জন শিক্ষক প্রতিনিধি সদস্য মনোনিত করেছেন।

সভাপতি নির্বাচনের তারিখ ১৬ ফেব্রুয়ারী দেওয়া থাকলেও তা তড়িঘড়ি করে এগিয়ে নিয়ে সদস্যদের উপর প্রভাব খাটিয়ে ১১ ফেব্রুয়ারী উপজেলা শৈলকুপা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বসে জোর পূর্বক স্বাক্ষর করে গত কমিটির সভাপতি সোহেল আহম্মেদ পুনরায় সভাপতি নির্বাচিত হয়। ওই দিন তিনজন সদস্য উপস্থিত ছিলেন না ১৩ ফেব্রুয়ারী তাদের বাড়ির উপরে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে স্বাক্ষর করিয়ে নেয়।

এই সভাপতি বিধি বহির্ভূত ভাবে পর পর তিনবার সভাপতি হচ্ছে বলেও অভিযোগ আছে। এব্যাপারে অভিযোগকারী সাবেক ইউপি সদস্য বলাই বিশ্বাস বলেন, সম্পুর্ণ বে-আইনি ভাবে স্কুলের অভিভাবকদের না জানিয়ে সভাপতির ইচ্ছা মাফিক হেড মাস্টার পরিতোষ কুমার বিশ্বাস ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং সভাপতি বানিয়েছেন। আমার বাবা স্কুলের জমি দাতা হয়েও আমাদের কাউকে দাতা সদস্য রাখা হয়নি। আমি দাতা সদস্য থাকতে চাইলে আমার নিকট থেকে ১লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস বলেন, আমি নিয়োম মাফিক সব কিছু করার চেষ্টা করেছি কিন্তু কোন অভিভাবক সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মনোনয়ন ফরম কিনতে যায়নি এজন্য বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। প্রচার প্রচারণা নিয়ে প্রশ্ন করলে মাইকিং করার কোন প্রমান দেখাতে পারেননি তিনি। এবং কত তারিখের প্রত্রিকায় তফসিল দেওয়া হয়েছে তাও তিনি বলতে পারেন নি। স্কুলের শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখতে বিষয়টি তদন্ত স্বাপেক্ষে সুরাহার আবেদন জানান অভিভাবকরা।




ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে নিহত ১: আহত ১

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শহরের কলেজ বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানায়, বিকেলে শহরের কলেজ বাসস্ট্যান্ডে কাজ করছিলো উপজেলার ফতেপুর গ্রামের কাঠমিস্ত্রি খোকন সেন। এসময় ওজোপাডিকোর মেইন তার ছিড়ে তার গায়ের উপর পড়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের কিশোর তানজিল হোসেন।

মৃত খোকন সেন (৪৫) ফতেপুর ইউনিয়নের ফতেপুর মিস্ত্রী পাড়ার মৃত দুলাল মজুমদারের ছেলে। গুরুতর আহত মো. তানজিল হোসেন (১৪ ) মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল কলেজ হাসপাতালে রেফার্ড করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।




দর্শনায় পশু চিকিৎসকে ২৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের আসাদুলের ছেলে পল্লীপ্রাণি চিকিৎসক সাইদুজ্জামান কে মোবাইল কোর্টে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও পল্লী প্রাণী চিকিৎসক হিসাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ ভেটেনারী কাউন্সিল আইন ২০১৯ এর ৩৮ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন মোবাইলের কোর্টের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার( ভূমি)সজল কুমার।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারী সার্জন ডা:নাজমুল হাসান শাওন, কার্পাসডাঙ্গা লাইভস্টক সার্ভিস প্রোভাইটার বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।




আলমডাঙ্গায় টেকনিশিয়ান হয়ে চক্ষু চিকিৎসার দায়ে জরিমানা

আলমডাঙ্গায় এমবিবিএস চিকিৎসকের ভুয়া সিল ব্যবহার করে ভুয়া পরিচয় ও চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর-এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। যাঁকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম মনজুরুল ইসলাম (২৫)। তিনি ওই ক্যাম্পের চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বাড়ি মাগুরা জেলার আলাইপুর গ্রামের বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। এ সময় উপস্থিত ছিলেন হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা: হাদি জিয়াউদ্দীন আহমেদ ও থানা পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

ইউএনও স্নিগ্ধা দাস বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে চক্ষু ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ওই ক্যাম্পের টেকনিশিয়ান হয়ে তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে চক্ষু চিকিৎসা করছিলেন। নিজের নাম-পরিচয় গোপন রেখে একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের নামের সিলও ব্যবহার করেন। চক্ষু চিকিৎসার বিষয়ে তাঁর ডিগ্রি না থাকার পরও নিজেকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক পরিচয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প বসিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানে অভিযোগে সত্যতা পাওয়ায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




মেহেরপুরে এসএসসি ও সমমনা পরীক্ষায় অনুপস্থিত ৯৮

চলতি এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা প্রথমপত্রে মেহেরপুর জেলায় ৯৮ জন অনুপস্থিত ছিলো।

জেনারেল শাখায় জেলা তিনটি উপজেলার ১৩ টি পরীক্ষা কেন্দ্রে ৭১ জন, দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে ১৯ জন ও এসএসসি (ভোকেশনাল) ৩টি পরীক্ষা কেন্দ্রে ৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৭ হাজার ৩২ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৯৬১ জন, দাখিল পরীক্ষায় ৫৫৮ জন, নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ৫৩৯ এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯০৩ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ৮৯৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।