হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ করার নিয়ম

বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। ইনস্ট্যান্ট মেসেজিং হিসেবে হোয়াটসঅ্যাপ এর জনপ্রিয়তা এখন সবথেকে বেশি। একাধিক দুর্দান্ত ফিচার এবং তার সঙ্গে শক্তিশালী নিরাপত্তার জন্যই এই অ্যাপটি পছন্দের তালিকার শীর্ষে।

হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আরও একটি সুবিধা হল মোবাইল পরিবর্তন করলে অথবা ফোন রিবুট করার পর নতুন করে হোয়াটসঅ্যাপ ইন্সটল করলে, পুরনো হারিয়ে যাওয়া চ্যাট ফের পাওয়া সম্ভব। কারণ চ্যাট ব্যাক আপ নেওয়ার সুবিধা রয়েছে এই অ্যাপে।

প্রতিদিন অনেক মিডিয়া ও চ্যাটের আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। আর এগুলো ব্যাকআপ না করা হলে ডিভাইস পরিবর্তন করলে এসব ডেটা আর পাওয়া যাবে না। যারা ব্যক্তিগত কাজের বাইরেও পেশাদারি কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের জন্য তা আরও দুর্ভাগ্যজনক।

কী কী ব্যাকআপ নেওয়া সম্ভব
যে কোনও চ্যাট ব্যাক আপ নেওয়া সম্ভব। এরসঙ্গে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে ভিডিও ক্লিপ, অডিও নোট বা কোনও ছবি অথবা যেকোনও রকম কন্টেন্ট আপডেট নেওয়া সম্ভব। তবে অধিকাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী শুধুমাত্র চ্যাট ব্যাকআপ করেন। কারণ এতে ডেটা কম খরচ হয়।

হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ কীভাবে সম্ভব?
চ্যাট ব্যাকআপের জন্য প্রথমে একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। এবং ওই অ্যাকাউন্টেই হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ হবে।

কীভাবে পুরো কাজটি করবেন?
প্রথমে হোয়াটসঅ্যাপ লগ-ইন করে, সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানেই থাকবে চ্যাট ব্যাকআপ অপশন। ওই অপশনে ক্লিক করুন। এবং ব্যাকআপ অপশনে ক্লিক করতে হবে। ব্যবহারকারী নিজের সুবিধামতো সময়ে আপডেট অপশন চালু রাখতে পারেন। এর ফলে নিজে থেকেই আপডেট হবে। আলাদা ভাবে ম্যানুয়াল উপায়ে কোনও কিছু করতে হবে না।

যারা জি-ড্রাইভে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নিতে চান না বা যারা তাদের সমস্ত অ্যাপ-সম্পর্কিত ডেটাগুলো কোনো নতুন ডিভাইসে সরাতে চান তখন ব্যবহারকারীদের কাছে ইনবিল্ড হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ ট্রান্সফার টুল ব্যবহার করার অপশন থাকবে। যদিও এই টুলটির জন্য উভয় ফোন একই ওয়াই-ফাই কানেকশনে থাকা প্রয়োজন, যাতে এটি একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে পারে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ডিসি ইকোপার্কের দুটি দোকানে তালা ভেঙ্গে চুরি

গাংনীর ভাটপাড়া নীলকুঠি জেলা প্রশাসক ( ডিসি) ইকোপার্কে দুটি দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরির ঘটনা ঘটেছে।গতকাল সোমবার রাতের কোন এক সময় চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক শফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন জানান, ইকো পার্কের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন। পার্কে লোকজন দর্শনার্থী না থাকায় ব্যবসাও অনেক মন্দা। তার পরেও দোকান খুলে বসে থাকি। সোমবার সন্ধায় দোকানে তালা লাগিয়ে আমরা বাড়ি চলে যায়। সকালে দোকানে গিয়ে দেখি আমাদের দুজনের দুটি দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে। আমরা বিষয়টি গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। ব্যবসায়ীরা আরও জানান, পার্কে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় অনেকই ব্যবসা ছেড়ে দিয়েছে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, চুরির বিষয়টি শুনেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পার্ক পরিচালনা কমিটির সভাপতি প্রীতম সাহা জানান, চুরির বিষয়টি আমাকে জানিয়েছে। বিষয়টি পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। চুরির সাথে জড়িতদের সনাত্ব করে আইনের আওতায় আনা হবে।




স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

এরিয়া সেলস ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকানো বিষযে স্নাতক পাস হতে হবে। প্রার্থীর ধরন: পুরুষ ।

বয়স: ৩০-৩৫ বছর ।

কর্মস্থল

যেকোনো স্থান ।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




মেহেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই গার্ড অব অনার প্রদান করা হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে থেকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম অভিবাদন গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করেন। এসময় বিহ্গলের সুর বেজে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন।

বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব আলী, মিনহাজ উদ্দিন, আফজাল হোসেন, জালাল উদ্দিন, গুরুদাস হালদার, আজিজুল হক, মাসুদ আহমেদ, শুকুর আলী, আহাদ আলী, গাংনী উপজেলার খড়মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
পরে গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে স্থানীয় গােরস্থানে দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন গতকাল সােমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন কয়েকটি জটিল রােগে আক্রান্ত ছিলেন। তার ৫ সন্তান, স্ত্রী বন্ধু বান্ধব ও গুনগ্রাহি রয়েছে। মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে।




অলিম্পিক বাছাইপর্বে ব্রাজিলের হার, আর্জেন্টিনার ড্র

২০২৪ প্যারিস অলিম্পিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে একই দিনে আলাদা প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। আর ভেনেজুয়েলার মোকাবিলা করেছিল আর্জেন্টিনা। ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছে সেলেসাওরা। অন্যদিকে ২-২ গোলে ড্র করেছে আলবিসেলেস্তারা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে মাঠে নামে ব্রাজিল-প্যারাগুয়ে। ৩৫ ফাউলের ম্যাচে পুরো আধিপত্য বজায় রাখে প্যারাগুয়ে। যদিও বল পজিশনে এগিয়ে ছিল ব্রাজিলের যুবারা।

ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ব্রাজিলের বিস্ময়বালক এনদ্রিকে। অন্যদিকে প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে প্যরাগুয়েকে এগিয়ে দেন পেরাল্টা রামিরেজ। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত করে প্যারাগুয়ে।

এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। পাগলাটে এক ম্যাচ দেখেছে ফুটবলভক্তরা। তিন লালকার্ড আর দুই আত্মঘাতী গোলের ম্যাচে ড্র করে মাঠ ছেড়েছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

২ ফাউলের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার আক্রমণ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন আলবিসেলেস্তে গোলরক্ষক লিয়ান্দ্রো ব্রে। তবে প্রথমার্ধেই আত্মঘাতি গোলের কল্যাণে ম্যাচে সমতায় ফেরে আর্জেন্টিনা। ম্যাচের ৩৯তম মিনিটে ভেনেজুয়েলার কার্লোস ভিভাস নিজেদের জাল বল ঢুকিয়ে দিলে ১-১ গোলে সমতায় ফেরে।

বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন অধিনায়ক থিয়াগো আলমাদা। পাবলো সোলারির অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। আর্জেন্টিনা যখন জয়ের স্বপ্নে বিভোর তখনই পেনাল্টি পায় ভেনেজুয়েলা। সেখান থেকে সফল স্পট কিকে গোল করে ম্যাচে সমতায় ফেরান কেভিন কেলসি।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংঠনের ১২ নেতাকর্মীকে জামিন নামঞ্জুর

নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির ও অঙ্গসংঠনের ১২ নেতাকর্মীকে জামিন মঞ্জুর না করে জেল হাজলে পাঠিয়েছে ঝিনাইদহ সদর আমলী আদালতের বিচারক।

আজ সোমবার দুপুরে ঝিনাইদহ সদর আমলী আদলতের বিচারক ফারুক আজম এ আদেশ দেন। মামলা নম্বর-৩৩৪/২৩। জেল হাজতে প্রেরনকারীরা হলো-ঝিনইদহ জেলা বিএনপির সহ-সভাপতি বদরুদ্দোজা বাদশা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মিলন ও বখতিয়ার মাহমুদ।

ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস জানান, জেলা বিএনপির ও অঙ্গসংঠনের ১২ নেতাকর্মীর নামে গায়েবী মামলা হয়। সেই মামলায় হাই কোর্ট থেকে জামিনে ছিলেন তারা। নিন্ম আদালতে জামিনের জন্য হাজির হলে ঝিনাইদহ সদর আমলী আদালতের বিচারক ফারুক আজম জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।




আলমডাঙ্গায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ও ইউনিয়ন আ.মী লীগের সভাপতি গ্রেপ্তার

আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে আলমডাঙ্গা থানাপুলিশ পৌর এলাকার সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান বাবলু উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে।

তিনি খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।

বাবলু চেক জালিয়াতির একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। পরে সেই মামলায় বিজ্ঞ আদালত হাফিজুর রহমান বাবলুকে ৬ মাসের কারাদণ্ড দেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই পালাতক ছিলেন আওয়ামী লীগ নেতা বাবলু।

হাফিজুর রহমান বাবলুর আটকের বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার (ওসি) শেখ গণি মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।




দর্শনায় সবুজ সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সবুজ সংগঠন কার্যলয়ে দোয়া ও কমী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সময় সবুজ সংগঠনের নিজ কার্যলয়ে এ কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।

এ সমাবেশে কেরু এ্যান্ড কোম্পানীর ফোরম্যান রবিউল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দুই বারের কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বর্তমান সভাপতি সবুজ সংগঠনের কর্নধর ফিরোজ আহম্মেদ সবুজ।

এ সময় তিনি বলেন, আগামী ২৫ সালের নির্বাচন হবে খুবুই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা আমার সাথে আছেন এবং আমাকে সভাপতি বানিয়েছেন আপনাদের কথা ভুলবার নয়। তাই শ্রমিকদের স্বার্থে যা যা করার দরকার আমি করব। আপনাদের উপরে অনেক হুমকি ধামকি আসতে পারে তা আমি শক্ত হাতে দমন করব। তাই আগামী বছর নির্বাচনে আপনারা কাধে কাধ মিলিয়ে সবুজ সংগঠনের হাতকে শক্তিশালী করবেন।

এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি মফিজুল ইসলাম, সহ সভাপতি রেজাউল করিম, সহ সম্পাদক হাফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ আবু সাঈদ, ড্রাইভার আঃ রাজ্জাক, মিরাজুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নেন সদস্য কামরুল হাসান লোমান, মানিক হেসেন।

এ কর্মী সমাবেশে কোরআন তেলোওয়াত ও দোয়া পাঠ করেন, কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন। অনুষ্টানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন সিডিএ বর্তমান কেবিনেটের সদস্য হারিজুল ইসলাম।




কুষ্টিয়ায় জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’-এ প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, প্রতিটি বইয়ের পাতায় পাতায় আনন্দ ছড়িয়ে আছে। এ আনন্দ খুঁজে নিতে পারলে আলোকিত মানুষ হওয়া সম্ভব। আর আলোকিত মানুষরাই সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাই বই পড়ার সংস্কৃতিকে আরো শাণিত করতে হবে। তাই বেশি বেশি করে বই পড়ার প্রতি গুরুত্ব দেন তিনি।

সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীলসহ অন্যান্যরা।

এ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।




বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের( পদ্মা জোন) বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবসায় প্রশাসন ভবনের হল রুমে সকাল দশটার সময় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তরের আয়োজন করা হয়।

বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের কার্যকরী পরিষদ-২০২৩ এর সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের দপ্তর সম্পাদক হাসিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ, কে, এম সাইফুর রশীদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার আরেক নাম বাঁধন। বর্তমান সময়ে এবং করোনা কালীন মহামারিতে মানুষ যখন নিজের জীবন নিয়ে হিমসিম খেয়েছে সেখানে বাঁধনের কর্মীরা এগিয়ে গেছে মানুষের জীবন বাঁচাতে রক্ত নিয়ে । বাঁধন সংগঠনের মাধ্যমে যেমন মানুষ নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে থাকে তেমনি বাঁধন সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষ ফ্রী রক্ত পরিক্ষার মাধ্যমে নিজ নিজ রক্তের গ্রুপ জানতে পারছে। কখনো মানুষকে রক্ত দিয়ে কখনো রক্ত সংগ্রহ করে কখনো গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং শীতকালে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ইতিমধ্যে দেশের ভিতরে নজীর রেখে চলছে বাঁধন সংগঠন।এ সময় তিনি আরও বলেন,তোমরা ক্যাম্পাসকে পড়ালেখার পাশাপাশি সামাজিক ও মানবিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। বিগত বছরগুলো বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট জেলা বাসীর রক্ত দিয়ে মানবিকতার মাধ্যমে যেমন সেবা দিয়েছে তেমনি নতুন কমিটি মাধ্যমে বিগত বছর থেকে অধিক পরিমাণ সেবা পেতে পারে এই জন্য কার্যকরী পরিষদ-২০২৪ এর নতুন কমিটিকে তিনি আহবান জানান এবং সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।

একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই স্লোগান কে সামনে রেখে ১৯৯৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বাঁধন কেন্দ্রীয় কমিটি, জোন, ইউনিট, স্বতন্ত্র ইউনিট, পরিবার ধাপে ধাপে সাজিয়ে উঠেছে সমগ্রিক সংগঠনটি। এই বছরের বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের (পদ্মা জোন) বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিকাইল হোসেন এর নাম ঘোষণা করা হয় এবং জোনাল প্রতিনিধি হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।

বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মিকাইল হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মতিউর রহমান, সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসাইন, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। ছাত্র উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন সজিবুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন হাফিজ, টুটুল, আজিজ, আমিনুল, মিকাইল, জাহিদ, হাসিবুল, রাসেল, সামিউল, শামীম, টনিক, ফিরোজ, তানিয়া, শাহনাজ, আশিক, মর্তুজা, রাব্বি, শিশির, শারমিন, সোহেল, রিয়াদ, রাকিব, মুসলিমা, তুহিন, রাজিব, সুমি, সানজিদা, অনিত, মৌসুমি, মেঘলা সহ বাঁধন সংগঠনের কর্মীবৃন্দ।