স্মার্ট প্রযুক্তির মাধ্যমেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে হবে-জেলা প্রশাসক 

ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে চলেছেন। তাই, স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করা সম্ভব। এজন্য সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মী সহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃংখলা, যৌতুক, বাল্যবিবাহ, আত্মহত্যা, শিক্ষা ও দূর্নীতি বিরোধী সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, গত ৭ জানুয়ারি অবাধ, সুষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় মাননীয় প্রধানমন্ত্রী এ জেলার সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বার্তাটি তিনি সকল দপ্তরেই পাঠিয়েছেন। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন ভূয়া অভিযোগ করেছিল। সেই সময়ে অভিযোগটি নিয়ে জেলা প্রশাসন দুই জন ম্যাজিষ্টেট দিয়ে তদন্ত করিয়েছিলেন। কিন্তু তার অভিযোগটি ভূয়া প্রমানিত হওয়ায় ওই সময়ে প্রার্থীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছিল। সেটি এখনো চলমান এবং শাস্তির আওতায় আসবে। সর্বশেষ তিনি এ আসনে শান্তিপুর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রতিনিধি. শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।




শৈকুপায় চাঞ্চল্যকর লাল্টু হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে চাচা লাল্টু মোল্লাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাকুড়াডাঙ্গা গ্রামের ভাতিজা মোঃ মিরাজ মোল্লা (২২) কে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল, হত্যা মামলার প্রধান পলাতক আসামী মিরাজ মোল্লকে কুষ্টিয়া জেলার খোকসা এলাকা থেকে গ্রেপ্তার করে।

ঘটনার সূত্রপাত থেকে জানা যায়, প্রায় ১ বছর আগে উপজেলার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে ভিকটিম লাল্টু মোল্লা (৩৫) তার বড় ভাবি রিভা বেগমের সাথে পরকীয়ায় জড়িয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় ওই পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। ভিকটিম লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ভিকটিম লাল্টু বাজার থেকে বাড়ি ফিরার পথে বিলের ধারে একটি মাছের খামারের কাছে পৌঁছালে আসামী আসাদ ও মিরাজ পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিম এর মাতা গত ১ ফেব্রুয়ারি শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, শৈলকুপায় পরকীয়া প্রেমের জের ধরে চাচা লাল্টু মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার বিষয়ে র‌্যাব-৬ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, হত্যা মামলার প্রধান পলাতক আসামী মিরাজ মোল্লা কুষ্টিয়া জেলার খোকসা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর আভিযানিক দলটি কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান পলাতক আসামী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাকুড়াডাঙ্গা গ্রামের মিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।




দর্শনায় বাংলা মদসহ ব্যবসায়ী জয় গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ ২০ লিটার বাংলা মদসহ দীর্ঘদিনের মাদক ব্যাবসায়ী জয়দেব কুমার বিশ্বাসকে (৪৮) গ্রেফতার করেছে।

সে দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের মৃত মুরালী মোহন বিশ্বাসের ছেলে।

আজ  সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে অভিযান চালায় দর্শনা রেল বাজার মনোরঞ্জন মার্কেটের দক্ষিন পাশে।এ সময় দর্শনা থানার এসআই(নিঃ) খান আঃ রহমান সঙ্গীয় ফোর্সসহ ১৫ টি প্লাস্টিকের কন্টিনেটার ভর্তি ১২০ লিটার বাংলা মদসহ জয়দেব বিশ্বাসকে গ্রেফতার করে।

পুলিশ জানায় জয় দীর্ঘদিন ধরে এই বাংলা মদের ব্যবসা করে আসছে।তার বিরুদ্ধে নকল মদ তৈরি করে বিক্রি করে এমনও অভিযোগ রয়েছে।এই বাংলামদের আনুমানিক বাজার মৃল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

এ দিকে জয়দেব বিশ্বাসের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




নিয়োগ দেবে উপায়

উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম)।

যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষযে স্নাতক পাস হতে হবে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়।

কর্মস্থল

যেকোনো স্থান।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৫ ফেব্রুয়ারি, ২০২৪

সূত্র : বিডিজবস




মেহেরপুরে নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুরে নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময় নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মেহেরপুর নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার জহুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোমরপুর অনামিকা আইডিয়াল স্কুলের পরিচালক আনিসুর রহমান টিপু।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সামিরা শহিদুল্লাহ ইলা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন অনিমা হোসেন অন্তরা, সোহানা আক্তার, কাবিদুল, রেহেনা, প্রতিলতা মীম, লিখনসহ স্কুলের শিক্ষার্থীরা ।




গ্র্যামি অ্যাওয়ার্ড ঘরে তুললেন যারা

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’। ৪ ফেব্রুয়ারি ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এ অনুষ্ঠানে জমকালো আয়োজনের মাধ্যমে বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করা হয়েছে।

দি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস তার ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য। সেরা একক পারফরম্যান্সের পুরস্কারও (ফ্লাওয়ার) ঘরে তুলেছেন গায়িকা।

বিলি এইলিশ এবং তার ভাই ফিনিয়াস সং অব দ্য ইয়ার খেতাব জিতেছেন। তারা এই পুরস্কার হোয়াট ওয়াজ আই মেড ফর গানটির জন্য পেয়েছেন। এই গানটি বার্বি ছবিতে ছিল। অন্যদিকে টেলর সুইফ্ট ১৩ তম বারের জন্য এই পুরস্কার পেলেন।

সেরা পপ ভোকাল অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছেন টেলর সুইফ্ট। তিনি এই খেতাব তার মিডনাইট অ্যালবামের জন্য পেয়েছেন।

সেরা ‘আর এন্ড বি’ গানের বিভাগের পুরস্কার ঘরে তুলেছেন সর্বোচ্চ মনোনয়নপ্রাপ্ত এসজেডএ (স্নুজ)। সেরা প্রগতিশীল ‘আর এন্ড বি’ অ্যালবামের (স্নুজ) পুরস্কারও ঘুরে তুলেছেন এসজেডএ। ফোবি ব্রিজার্স-এর সঙ্গে সেরা যৌথ পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ।

সেরা আঞ্চলিক অ্যালবাম নির্বাচিত হয়েছে ক্যারল-জি’র ‘মানানা ছেরা বনিতো।’ বছরের সেরা নতুন আর্টিষ্ট নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়া মনেট। সেরা ফোক অ্যালবামের পুরস্কার জিতেছেন জনি মিচেল (জনি মিচেল এট নিউপোর্ট)।

সেরা র‌্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে কিলার মাইকের ‘মাইকেল।’সেরা রক পারফরম্যান্সের বিজয়ী হয়েছেন বয়জিনিয়াস (নট স্ট্রং এনাফ)।

এছাড়াও অন্যান্য ক্যাটাগরীতে বছরের সেরা পারফরমারদের দেওয়া হয়েছে গ্র্যামির পুরস্কার। মোট ৯৪টি বিভাগে বছর সেরা পুরস্কার জিতেছেন তারা।

ট্রেভর নোহ’র সঞ্চালনায় এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।




মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত ১০

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সৃষ্ঠ সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার রয়েছেন।

অন্যান্য আহতরা হলেন, সদর উপজেলার কালিগাংনী গ্রামের আজিজুর রহমানের ছেলে ফুরকান, নাসির উদ্দিনের ছেলে নাহিদুজ্জামান রাসেল, কামরুল ইসলামের ছেলে আবুল কালাম, আবুল কালামের ছেলে লিজন, মৃত রিয়াজউদ্দিনের ছেলে বদর উদ্দিন, এবং তার ভাই সবদুল ইসলাম।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বিরোধপূর্ণ জমিতে কালিগাংনী গ্রামের বদরুদ্দিনের নেতৃত্বে তার লোকজন চাষ করতে যান। এ সময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাধা দেন।

এসময় বাবুল আক্তার ও বদর উদ্দিনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্ততপক্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে ৭ জনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছেন।




অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কতা

গুগল কদিন ধরেই অনির্ভরযোগ্য সূত্রের অ্যাপ ব্যবহারের বিষয়ে সতর্ক করে আসছে। সম্প্রতি এসেট নামক একটি প্রতিষ্ঠান জানিয়েছে, অ্যান্ড্রয়েড কিছু অ্যাপ এসপিওনাজের ভূমিকা পালন করছে। এসব সফটওয়ার মূলত রিমোট এক্সেস ট্রোজান বা র‍্যাট ইনস্টল করে ফেলে ব্যবহারকারীর অজ্ঞাতে।

ভাজরাস্পাই নামক নতুন এই ম্যালওয়ার অ্যান্ড্রয়েড ফোনের অনেক স্পর্শকাতর ডাটা সংগ্রহ করতে পারে। ম্যালওয়ারটি হোয়াটস অ্যাপের ভেতরের অনেক গুরুতর তথ্যও সংগ্রহ করে হ্যাকারদের কাছে পৌছে দিতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মূলত অ্যান্ড্রয়েডের গুগল প্লেস্টোর থেকেই এসব অ্যাপ ব্যবহারকারীরা ডাউনলোড করছে। স্মার্টফোনে রোমান্স স্ক্যাম চালিয়ে ব্যবহারকারীদের চ্যাট অ্যাপ্লিকেশন নামাতে উৎসাহিত করা হয়। এসেট জানিয়েছে পাকিস্তানে এই ম্যালওয়ার বেশি ভুক্তভোগী বাড়িয়েছে। এক্ষেত্রে ব্যবহারকারীর সতর্কতা বাড়ানোর বিকল্প নেই।

সূত্র: মিরর




অবশেষে জয়ের দেখা পেলো মায়ামি

সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির। গেল কয়েক দিন আগে সৌদি আরবে রিয়াদ সিজন কাপ ২০২৪ এর ম্যাচে সৌদি ক্লাব আল-হিলালের কাছে ৪-৩ গোলে হারের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের সঙ্গে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারে মেসির মায়ামি। যদিও ঐ ম্যাচে ছিলেন না রোনালদো। ব্যর্থতার বোঝা সঙ্গে নিয়েই সৌদি ছেড়ে হংকংয়ে গিয়ে অবশেষে সফলতার মুখ দেখল ইন্টার মায়ামি।

গতকাল হংকং একাদশকে তাদের ঘরের মাটিতে ৪-১ গোলে হারিয়ে আবারও জয়ে ফিরল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। যদিও এই ম্যাচে মাঠে নামেননি ক্লাবটির সবচেয়ে তারকা ফুটলার লিওনেল মেসি। তবে ম্যাচের আগে দিন আর্জেন্টাইন সুপারস্টারের অনুশীলন দেখতে গ্যালারি ছিল দর্শকঠাসা।

রবিবার হংকং একাদশের বিপক্ষে ম্যাচে ৪০ মিনিটে স্বাগতিকদের জালে প্রথম বল জড়ায় রবার্ট টেলর। যদিও বিরতিতে যাওয়ার আগে গোল শোধ করে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় হংকংয়ের জালে বল জড়ায় লসন সাদারল্যান্ড। এর পাঁচ মিনিটের মধ্যেই আবারও সফরকারীদের হয়ে গোল করেন লিওনার্দো কাম্পানা। এদিন ইন্টার মায়ামির হয়ে শেষ গোলটি করেন রায়ান সেইলর। সেই সঙ্গে ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।

সূত্র: ইত্তেফাক




দর্শনায় তৈয়ব সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ রবিবার সন্ধা ৬ টায় তৈয়ব সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্টিত হয়। উক্ত কর্মী সভায় আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন তিন বারের সাবেক সভাপতি তৈয়ব আলী।

এ সময় তিনি বলেন,আগামী ২৫ সালের নির্বাচন খুবুই গুরুত্বপূর্ণ। তাই শ্রমিক ভাইদের প্রতি আশা আগামী নির্বাচনে আপনারা ভুল পথে পা বাড়াবেন না। আমি শ্রমিকদের ন্যায্য অধিকার যা আছে সব ফিরিয়ে আনবো। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার ক্ষমতায় নিয়ে আসেন তারপর আপনার অধিকার ফিরিয়ে দেবো।আপনাদের বিবেক বৃদ্ধি দিয়ে আমাকে ক্ষমতায় নিয়ে আসেন। আপনাদের ভয়ের কোন কারন নেই আপনাদের সাথে আছি থাকবো।

এ সময় শ্রমিকদের মধ্যে আরও বক্তব্য রাখেন, নুরুল ইসলাম সুরুজ, ফারুক আহম্মেদ, সাইফুদ্দিন সুমন, জাহিদুল ইসলাম, আব্বাস আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুল ইসলাম ঝন্টু।