দ্বিতীয়বার বাবা-মা হবেন কোহলি-আনুশকা,জানালেন ভিলিয়ার্স

২০২১ সালে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এবার দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। সম্প্রতি তা নিশ্চিত করেছেন কোহলির ঘনিষ্ঠ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

পারিবারিক কারণে খেলার বাইরে আছেন কোহলি। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে ভিলিয়ার্স বলেন, ‘আমি যতদূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে কোহলি। সেই কারণেই প্রথম দুই টেস্টে (ইংল্যান্ডের বিপক্ষে) ও (কোহলি) খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’

এরপরই কোহলি-আনুশকা দম্পতির আসন্ন সন্তানের খবর ফাঁস করেন ডি প্রোটিয়া কিংবদন্তি আরও বলেন, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে নেই।’

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মুজিবনগরে পলাশীপাড়ার সমাজ কল্যাণ সমিতির মোনাখালী সমৃদ্ধি শাখার উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দারিদ্র দূরীকরণের লক্ষ্যে “দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচীর আওতায়”পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর অর্থায়নে এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)এর বাস্তবায়নে, যশোর আদ দ্বীন চক্ষু হাসপাতাল পরিচালনায় রবিবার সকালে মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত চক্ষু ক্যাম্প , চক্ষু ক্যাম্পে ১৬৭ জন চক্ষু রোগীর চিকিৎসা প্রদান করা হয় এর মধ্য থেকে ৩১ জন চোখের সানিপড়া রোগীকে বাছাই করে বিনামূল্যে সানি অপারেশন করা হবে।মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোনাখালী প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল মান্নান , সাধারণ সম্পাদক অশকার মিয়া, উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী হাসানুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা সমাজ উন্নয়ন কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকগণ।




দামুড়হুদায় নাইটগার্ড ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ

দামুড়হুদায় বিভিন্ন স্থানে শীতার্ত নাইটগার্ড, পথচারী ও ভবঘুরের বেড়ানো ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর।

আজ শনিবার রাত ১১ টার দিকে তিনি সরজমিনে গিয়ে এসব মানুষের মাঝে কলম্ব বিতরণ করেন।

মৌসুম জুড়েই চলছে চরম শীত। জেলা উপজেলা জুড়ে শীতের প্রকোপ এবার অনেক অংশে বেশি। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রয়েছে এই চুয়াডাঙ্গা জেলায়। শীতার্ত মানুষের মাঝে গরম কম্বল বিতরণ করছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশও। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় উপজেলার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর দামুড়হুদা বাজার, বাসট্যান্ড, কাঁঠালতলা বাজার ও ডুগডুগি বাজারের শীতার্ত নাইটগার্ড, পথচারী ও পাগল ভবঘুরে মানুষের মাঝে গরম কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ, এএসআই মহানন্দ সহ আরও অনেকে।




দামুড়হুদার কাদিপুরে গলায় ওড়না পেচিয়ে নববধূর আত্ম*হ*ত্যা

দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামে এক নববধুর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। নববধূ সুখজান খাতুন(২০) চুয়াডাঙ্গা উপজেলার ঝাঝরি বেগমপুর গ্রামের কুদ্দুস আলীর মেয়ে।

দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। আজ শনিবার সন্ধা ৬ টার দিকে সুখজানের স্বামীর ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

জানাযায়, দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইকবল হোসেনের সাথে ১০ মাস পৃর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরি বেগমপুর গ্রামের কুদ্দুস আলীর মেয়ে সুখজানের বিবাহ হয়। বিবাহর পর থেকে সুখে শান্তিতে বসবাস করছিল। স্বামী স্ত্রী মধ্যে মিল থাকলেও মাঝে মাঝে ইকবল তার স্ত্রীর কাছে টাকা দাবি করায় উভায়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হতো। তার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। তবে পরিবারের দাবি তার মেয়েকে মেরে ফেলেছে।

মেয়ের চাচাতো ভাই জুড়ন আলী বলেন, আমার বোনের বিয়ের দেওয়া পর থেকে বিভিন্ন সময় টাকা চাইতে থাকে। কিছুদিন আগেও দেড় লক্ষ টাকা দাবি করে আমরা এটা দিতে পারি নাই তার কারণে আমার বোনকে তারা মেরে ফেলতে পরে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

সুখজানের মা সেলিনা বলেন,বিয়ের পর থেকেই জামায় বিভিন্ন জিনিস ও টাকা চাই আমি সব দিয়েছি। আবার কয়একদিন আগে দেড় লক্ষ টাকা চেয়েছে আমি এক লক্ষ টাকা দিতে রাজি হয়েছি তার পরও আমার মেয়েকে মেরে ফেললো।

দামুড়হুদা মডেল থানার ওসি অপেরেশন হিমেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, কাদিপুর গ্রামের এক নববধূ আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




দামুড়হুদায় শত্রুতাকরে জমির ধান বিনষ্ট করার অভিযোগ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে খালের ধারে বোরিং মাঠে পূর্ব শত্রুতার জের ধরে তিন বিঘা জমির বোরো মৌসুমের ইরিধান মই দিয়ে ও হাত দিয়ে উপড়ে ফেলে বিনষ্ট করার অভিযোগ উঠেছে।

জমির মালিক কানাইডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার মৃত: ইলাহী মন্ডলের ছেলে হায়াত আলী জানান তিন বিঘা আমাদের শরিকানা জমি। আমি সহ আমাদের গোষ্ঠির লোকজনের কানাইডাঙ্গা ৩৬ নং মৌজার ২৯২ খতিয়ানে ২০১ ও ২৯৭ দাগে আমাদের পৈত্রিক সুত্রে তিন বিঘা জমি আমরা দীর্ঘবছর থেকে ভোগদখল করে চাষাবাদ করে আসছি। জমিটির সিএস,এস এ,আর এস সব রেকর্ড আমাদের নামে। গতকাল শুক্রবার রাতে কানাইডাঙ্গা গ্রামের হবি মোল্লার ছেলে সিদ্দিক ও করিম পালের ছেলে কামরুল মিলে আমাদের জমিতে অনাধিকার প্রবেশ করে পুরো ধান মই দিয়ে বিনষ্ট করেছে।

আজ শনিবার সকালে জমিতে গিয়ে দেখেন পুরো জমির ধান উপড়ে কাদায় পুঁতে ফেলেছে। এতে করে আমাদের প্রায় ৮০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। দশ দিন আগে লাগানো ধান এভাবে ক্ষতি করায় তারা মাঠে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন সিদ্দিকদের সাথে দীর্ঘবছর ধরে আমাদের জমি নিয়ে মামলা চলে আসছে তাই তারা এ ক্ষতি সাধিত করেছে।

এ বিষয়ে জানতে কামরুলের সাথে কথা বললে তিনি জানান জমিটি নিয়ে মামলা চলছে। আমরা উভয়পক্ষ কয়েকবার মিলে থানাতেও বসেছি। তাও সমাধান আসেনি। তাই আমরা বলেছি জমির সমাধান না হওয়া পর্যন্ত জমিতে যাওয়া যাবেনা। তাদের ধান লাগাতেও বারন করি। তারা বারন না শুনে ধান লাগানোই আমরা গিয়ে ধান গাছ তুলে দিয়েছি। এ বিষয়ে হায়াত আলী গং বাদী হয়ে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে।




চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫৪ (চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা সংগীয় অফিসার ফোর্সসহ চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে আজ শনিবার বিকাল পাঁচটার সময় চুয়াডাঙ্গা থানাধীন আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর নিকস্থ জনৈক মুক্তার মিয়ার SBM-2 ইট ভাটার প্রবেশ গেটের সামনে কাঁচা রাস্তার উপর হতে আলমডাঙ্গা থানার ভালাইপুর মাঝের পাড়ার রবিউল ইসলামের ছেলে আসামি মানিক হোসেন(২৫) ও চুয়াডাঙ্গা সদর থানার হুচুকপাড়ার তৈয়ব আলীর ছেলে আসামি মোঃ মইনুল হোসেন(২৭) কে ৫৪ (চুয়ান্ন) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়।




আলমডাঙ্গায় সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সংবর্ধনা সভায় এমপি ছেলুন

আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার আয়োজনে ৪র্থ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা, দাখিল, আলিম ও এসএসসি (ভোক)-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনা, দাখিল, আলিম ও এসএসসি (ভোক)-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, তিনি বলেন,আমরা প্রায় বলে থাকি শিক্ষাই জাতীর মেরুদন্ড,তাইতো শিক্ষার কোন বিকল্প নেই।ফব্রুয়ারী মাস হচ্ছে ভাষার মাস,পৃথীবির খুব কম দেশ আছে,যারা ভাষার জন্য জীবন দিয়েছে,কিন্ত বাঙলার দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে তাদের ভাষার দাবি ছিনিয়ে এনেছিল,১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী আমরা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করে থাকি।সেদিন পত্রিকায় দেখলাম হাইকোর্টের একজন বিচারপতি গত ১ ফেব্রুয়ারী একটি বিচারের রায় বাংলায় লিখেছেন,আমি এই সভা থেকে উনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।বর্তমানে একজন শ্রমিক,পা ফাটা কৃষক,ভ্যানচালক সকলেই কিন্ত তার সন্তানকে শিক্ষিত করতে চাই।তবে আমি শিক্ষকদের বলব,আপনারা কিন্ত লক্ষ রাখবেন তারা ঠিক মত লেখা পড়া করছে কিনা না।তাদের প্রতি খেয়াল রাখতে হবে।আর একটা কথা তোমাদের বলতে চাই,লেখাপড়ার পাশাপাশি তোমরা খেলা ধুলা শিখবে,এতে তোমাদের শরীর ও মন দুটোই ভাল থাকে। একজন খেলোয়াড়ের জন্য পৃথিবীর সমস্ত মানুষ সেই দেশকে চিনে থাকে,যেমন আর্জেন্টিনার মেসির জন্য তোমরা আর্জেন্টিনাকে চিনেছো,খেলার সময় সেই দেশের পতাকা এই দেশে টাঙাচ্ছো,পেলের জন্য ব্রাজিল কে চিনেছি,বাংলাদেশের ছেলে,মেয়েরা ক্রীকেট ভাল খেলে,সাকিব আল হাসানের জন্য বিশ্বের মানুষ কিন্ত বাংলাদেশকে নতুন করে চিনছে।সুশিক্ষায় শিক্ষিত হতে হলে শুধু পুথিগত বিদ্যায় পারদর্শী হলে চলবে না,পুথিগত বিদ্যার পাশাপাশি তোমাদের অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।তবে,তোমাদের বিজ্ঞান বিষয়ে পারদর্শি হতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তালে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।

আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, ঠান্ডু রহমান, সাবেক উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আলমডাঙ্গা থানার ওসি (ভারপ্রাপ্ত) শেখ গণি মিয়া, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাদেমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, বাড়াদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও শিক্ষক মহাসিন কামাল।




মেহেরপুরে হজরত মুহাম্মদ (স:) নিয়ে ফেসবুকে কটুক্তি; জেল হাজতে প্রেরণ

মেহেরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সাদ্দাম হোসেন ওরফে মিঠুন শাহ নামের এক যুবকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

সকালের দিকে গ্রেফতারের পর আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) মিঠুন শাহাকে আদালতে নেয়া হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার সদর উপজেলার চাঁদবিল গ্রামের মিঠুর ছেলে মিঠুন শাহা তার ফেসবুকে হজরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি করে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় চাঁদবিলের মানুষজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিঠুন শাহকে আটক করে নিয়ে আসেন।

এ ঘটনায় চাঁদপুর গ্রামের একজন বাদি হয়ে মিঠুন শাহর নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আজ শনিবার বিকালে তাকে আদালতে নেওয়া হলে মিঠুন শাহ আদালতে ১৪৪ ধারায় জবানবন্দী দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




মুজিবনগরে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ

মুজিবনগরে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে বাংলাদেশ যুব মহিলা লীগ মুজিবনগর উপজেলা শাখার। আয়োজনে,প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ২০০০ জন শীতার্তদের মাঝে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রীর সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড: রুত-শোভা মন্ডল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন উপজেলা ইয়াং বাংলা ফিউচার লিডারের সভাপতি হাসানুজ্জামান লালটু সহ আওয়ামী যুব মহিলা লীগের উপজেলা নেতৃবৃন্দ।




দামুড়হুদার সুবুলপুরে গৃহবধূর আত্ম*হ*ত্যা

দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। দামুড়হুদা মডেল থানার পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন । গৃহবধূ চাঁদনি খাতুন (২১) মেহেরপুর জেলার মোনাখালি গ্রামের বাবর আলির মেয়ে। চাঁদনির বাবার দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে।

আজ শনিবার রাত ১টার দিকে তার স্বামীর বাড়িতে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে সকাল ৯ টার দিকে দামুড়হুদা মডেল থানার পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করেন।

জানাযায়, মেহেরপুর জেলার মোনাখালি গ্রামের বাবর আলির মেয়ে চাঁদনি খাতুনের সাথে প্রায় তিন বছর পৃর্বে দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামের মোবারকের ছেলে আলামিনের সাথে বিবাহ হয়। পরে তার কোল জুড়ে একটি ফুটফুটে ছেলে সন্তান হয়। এই সন্তান হওয়ার পর থেকেই স্বামী শাশুর-শাশুড়ী সাথে মাঝে মাঝে কলহ্যর সৃষ্টি হয়। তারই জের ধরে স্বামীর নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারণা। এদিকে মেয়ের পরিবারের ধারণা তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

মেয়র বাবা বাবর আলি বলেন,আমার মেয়েকে এখানে বিয়ে দেওয়ার কোন ইচ্ছা ছিল না জোর করেই মেয়ে তারা নিয়েছে। আর বিয়ের পর থেকে জামায় শাশুর ও শাশুড়ীর সাথে ঝগড়া লেগেই থাকে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে তারা হত্যা করেছে। এর সুষ্ঠু বিচার চাই।

দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত শেখ মহাবুবুর রহমান সতত্য নিশ্চিত করে বলেন, একজন গৃহবধূ আত্মহত্যা করেছে শুনার পর আমরা ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পযন্ত কিছুই বলা যাচ্ছে না।