ঝিনাইদহে বাস উল্টে গর্তে, ছাঁদ ঝুলছে গাছের ডালে

ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায় এসময় বাসের ছাঁদ খুলে গিয়ে গাছের ডালে ঝুলে থাকে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন তবে কোন মৃত্যুও সংবাদ পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ‘এফকে ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকুপা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে গর্তে পড়ে যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বাসের ছাঁদ আলাদা হয়ে গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়, যা ছিলো এক অভাবনীয় ও ভীতিকর দৃশ্য। দ্রুতই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। চারজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাস এবং ছাঁদ সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে।”




পাহেলগাম নিয়ে দূরদেশ থেকে যা বললেন প্রিয়াংকা

পাহেলগামওকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো ভারত। গত মঙ্গলবার নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রশ্ন উঠছে—ভারতের নিরাপত্তা নিয়ে। এ প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন বলেউডের তারকারাও। বিদেশ থেকে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও ফুঁসছেন এ ঘটনায়।

মঙ্গলবারের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রত্রিক্রিয়া জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

অভিনেত্রী বলেন, পাহেলগামে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। মানুষ তো ওখানে ভ্রমণের জন্য গিয়েছিলেন। কেউ গিয়েছিলেন মধুচন্দ্রিমায়, কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন, আবার কেউ বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন।

প্রিয়াংকা আরও বলেন, কতগুলো নিরীহ প্রাণ চলে গেল। ওরা কল্পনাও করতে পারেননি এমন হবে। চোখের সামনে প্রিয়জনদের হত্যালীলা চলল। এ ঘটনা থেকে আমরা এগিয়ে যেতে পারব। মানবিকতার দিকে প্রশ্ন তুলে দিয়েছেন এ নির্মম ঘটনা। বহু দিন পর্যন্ত এ ঘটনা আমাদের তাড়া করে বেড়াবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রিয়াংকা।

প্রিয়াংকার মতোই ক্ষোভ উগরে দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিভাইজান সালমান খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপেম খেররা।

সালমান লিখেছেন—পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথি। মনে রাখবেন—একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।

শাহরুখ লিখেছেন, কতবার বন্ধুরা ডেকেছে। আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গেছে। অনেকসময় শুটিংয়ের সুযোগও এসেছে। আমি বাকি দুটি জায়গা ঘুরেছি। কেবল কাশ্মীরছাড়া। বাবা নেই যে আর, কার সঙ্গে কাশ্মীর যাব? ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা সময় উপত্যকায় কেটেছে।

অক্ষয় লিখেছেন—পাহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহে নার্সদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে গণ্য করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ বিভিন্ন প্রতিষ্টানের নার্সরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠটির জেলা শাখার সভাপতি জুয়েল মন্ডল, সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা নার্সদের ডিগ্রি স্বীকৃতি না থাকায় পেশাগত জীবনে তারা নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা নার্সিং কোর্সকে সম্মানজনক ডিগ্রি হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পেশাজীবী নার্সরা। তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন।




১০ জুনের আগেই দেশের মাটিতে খেলবেন হামজা!

দেশের মাটিতে হামজা চৌধুরীকে খেলতে দেখার অপেক্ষা ফুরাচ্ছে দ্রুতই। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নামার কথা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলারের। তবে তার আগেই হোম গ্রাউন্ডে অভিষেক হয়ে যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার।

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ১০ জুনের ওই ম্যাচের পাঁচ দিন আগে অর্থাৎ ৫ জুন হবে ম্যাচটি। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘আমরা ৩১ মে জাতীয় দল ঘোষণা করব। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলব। ইথিওপিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি। তারা ঢাকায় আসতে আগ্রহ দেখিয়েছে।’

প্রস্তুতি ম্যাচেও হামজাকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে কদিন আগেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে শেফিল্ডে খেলা এই তারকার। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলছেন হামজা। তার দল অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পায়নি। তবে এখনও সুযোগ আছে হামজাদের।

এইতো সেদিন এসেছিলেন হামজা। কিন্তু রেশ রেখে গেছেন অনেকটা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং অল্পতেই রেখে গেছেন বড় ছাপ। ভারতের বিপক্ষে লড়ে আবার ইংল্যান্ডে যাওয়ার আগে হামজা বলে গেছেন, দেখা হবে জুনে।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের আমঝুপি আইডিয়াল স্কুলে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।

আমঝুপি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আবুল কালাম আরিফ, ম্যানেজিং কমিটির সদস্য ডা. আবুল হান্নান, হাফিজুর রহমান, আব্দুল কাদের, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান এবং প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী জোহরা খানম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুদ্দোজা আশিক।

ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার অংশ হিসেবে কেক কাটা, পুতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।




দর্শনায় বৈশাখী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং খেলোয়াড়দের মাঝে ফুটবল ও দাবার সেট বিতরণ অনুষ্ঠান।

বুধবার বিকেল ৫টায় কেরু অ্যান্ড কোম্পানির মাঠে আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে আট দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর।

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, বিএনপি নেতা মোমিনুল ইসলাম, ফরমান আলী, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম হুকুম, আশরাফুজ্জামান বেল্টু প্রমুখ।

অনুষ্ঠানে ওসি শহীদ তিতুমীর খেলোয়াড়দের মাঝে ফুটবল ও দাবার সেট বিতরণ করেন। অতিরিক্ত একটি ফুটবল উপহার দেন সাইফুল ইসলাম হুকুম।

বক্তারা বলেন, মাদকমুক্ত দর্শনা গড়া এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং অবসর সময়ে দাবার মতো মানসিক খেলার প্রতি আকৃষ্ট করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউল পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান ধীরু।




মেহেরপুর-চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

মেহেরপুর-চুয়াডাঙ্গায় আজ বুধবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ২৮। আজ বিকাল ৩টার সময় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানা গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তদরের আবহাওয়া সহকারী জামিনুর রহমান জানান, আজ মৌসুমের সর্বোচচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি পরিমাপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা হবে। আগামী ২/৩ দিন এ রকম আবহাওয়া বিরাজ করবে। ২৭ এপ্রিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, বাতাসের আদ্রতা গতকালের থেকে আজ অনেক কমছিলো, যার ফলে শরির ঘাম হচ্ছে না। গতকাল বাতাসের আদ্রতা ছিল ৬৭ এবং আজ বাতাসের আদ্রতা রয়েছে ২৮।




মেহেরপুরে প্রাণের সকল পণ্য ডেলিভারি বন্ধ ঘোষনা পরিবেশক সমিতির

জেলা পরিবেশক সমিতির সভায় প্রাণ বেভারেজ গ্রুপের কুষ্টিয়া অঞ্চলের টি.এস.এম আনিসুর রহমান খারাপ আচরণ করায় প্রাণ গ্রুপের সকল পণ্য ডেলিভারি বন্ধের ঘোষণা দিয়েছে পরিবেশক সমিতি।

আজ বুধবার মেহেরপুর জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তারা জানায়, অভিযুক্ত টি.এস.এম এর উপযুক্ত বিচার না করা হলে ২৪ এপ্রিল থেকে মেহেরপুরে প্রাণের সকল পণ্য ডেলিভারি বন্ধ থাকবে। সভায় প্রাণ গ্রুপের বিভিন্ন গ্রুপের ডিলারবৃন্দরা সহমত পোষণ করে স্বাক্ষর করেন।

মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলীর সভাপতিত্বে সভায় আরএন টেডার্স এর স্বত্ত্বাধীকারী সদরুল ইসলাম নাহিদ, পরিবেশক সোমেল রানাসহ সমিতির সদস্য ও প্রাণ গ্রুপের পরিবেশকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রাণ বেভারেজ গ্রুপের কুষ্টিয়া অঞ্চলের টি.এস.এম আনিসুর রহমান আরএন ট্রেডার্স এর ছাড়পত্র ছাড়াই অন্যজনকে ডিলার নিয়োগ দিয়েছেন। তার প্রতিবাদে পরিবেশক সমিতি টি.এস.এম কে নিয়ে একটি সভায় মিলিত হন। সভা চলাকালীন টি.এস.এম আনিসুর রহমান পরিবেশক সমিতির সদস্যদের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেছেন পরিবেশক সমিতির সদস্যরা।

তার প্রতিক্রিয়ায় ২৩ এপ্রিলের মধ্যে টি. এস. এম -এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে ২৪ এপ্রিল থেকে প্রাণের সকল গ্রুপের পণ্য ডেলিভারি ও মালামাল আনলোডিং বন্ধের হুমকি দেন।




ঝিনাইদহে ঘাতক ট্রাকের চাপায় প্রাণ গেল নৈশ প্রহরীর

ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা মোড়ে ট্রাকের চাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুণ্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং সে আলহেরা মোড় এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালনকারী।

স্থানীয়রা জানায়, ভোরে দায়িত্ব পালনের এক পর্যায়ে রাস্তার পশ্চিম পাশে দাড়িয়ে ছিল বাদল মোল্লা। সেসময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাদল মোল্লা।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করে।




আইপিএলের পরই বিয়ে করছেন কি না, প্রশ্নের জবাবে কী বললেন শুবমান

শুবমান গিলের ব্যক্তিগত জীবন তার ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায়। শেষ কিছু দিনে সে আলোচনা কিছুটা থিতিয়ে গেলেও বিষয়টা আবারও সামনে নিয়ে এসেছেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। জিজ্ঞেসই করে বসলেন, বিয়ে করছেন নাকি!

ঘটনাটা ঘটেছে গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে। ইডেন গার্ডেনে সেদিন প্রি-ম্যাচ সঞ্চালনার সময় মজার ঘটনাটা ঘটল। ড্যানি মরিসন হঠাৎ করেই শুবমান গিলকে ব্যক্তিগত প্রশ্ন করে বসেন— ‘তোমাকে দারুণ লাগছে, বিয়ের ঘণ্টা কি শোনা যাচ্ছে? কী ব্যাপার, সামনে বিয়েটাও সেরে ফেলছো নাকি?’

মরিসনের এই প্রশ্ন শুনে মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়ে যান গিল। একটু ইতস্তত করে হালকা হাসি দিয়ে বলেন, ‘না না, এমন কিছুই না।’ তাঁর সেই নড়াচড়ায় আর হাসির ভঙ্গিমাতেই বোঝা যাচ্ছিল প্রশ্নটা মোটেই প্রত্যাশিত ছিল না।

এই হালকা মজার মুহূর্তে অবশ্য অনেকেই হাসিতে মেতে উঠেছিলেন। তবে অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় মরিসনের এমন ব্যক্তিগত প্রশ্নকে মোটেও ভালোভাবে নেননি। তাদের একাংশের মতে, ম্যাচ-পূর্ব আলোচনায় খেলাধুলার প্রসঙ্গেই থাকা উচিত, ব্যক্তিগত বিষয়ে নয়।

গিল এ বছর আইপিএলে ব্যাট হাতে বেশ ভালো ছন্দে আছেন। সাত ম্যাচে তার সংগ্রহ ২১৫ রান, গড় ৩৫.৮৩ এবং স্ট্রাইক রেট ১৪৯.৩০। ইতিমধ্যে দুটি হাফসেঞ্চুরি করে ফেলেছেন, সর্বোচ্চ রান অপরাজিত ৬১।

অন্যদিকে গুজরাট টাইটান্স দারুণ ছন্দে রয়েছে। সাত ম্যাচে পাঁচটিতে জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। নেট রান রেট +০.৯৮৪। শেষ ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে এসেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বিয়ের গুঞ্জন নিয়ে যতই মজা চলুক না কেন, মাঠে গিলের মনোযোগটা ঠিকই ব্যাটে-বলে আছে। তার প্রমাণও দিচ্ছেন তিনি ধারাবাহিকভাবে।

সূত্র: যুগান্তর