মেহেরপুরে সড়কের শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশ।

আজ বুধবার বিকেলে ৫টার দিকে কলেজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ১৪ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, জেলা বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান, সার্জেন্ট মোজাফ্ফর সার্জেন্ট মামুন, এটিএসআই মকবুল, এটিআই মান্নান, হালিম, নূর মোহাম্মদ সহ পুলিশের একটি টিম সহায়তা করে।

 

মোবাইল কোর্ট চলাকালীন সময়ে করোতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি চালকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিয়মবহির্ভূতভাবে ট্রাকের কার্গো তৈরির অভিযোগে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪০ এর বিধান লংঘন করায় ৮৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো, অবৈধ আলগামনে যাত্রী বহন ও কাঠ বহনসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ১৪ টি মামলা করা হয় এবং বিভিন্ন ধারায় ৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন “সড়কের শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এধরনের অভিযান চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




গাংনীতে হত্যার ঘটনায় গ্রেপ্তার-১

মেহেরপুর জেলার গাংনীতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামে এক ব্যক্তি নিহত হওয়ার পর, স্থানীয় পুলিশ সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান মিলন (৪৫)-কে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। সাইদুর রহমান মিলন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আব্দুর রহমান ওরফে ফুলচাঁদ মাস্টারের ছোট ছেলে।

জানা গেছে, আজ দুপুরে চরগোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এ বিরোধের জেরে রামনগর বাজারে চরগোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে হৃদয় হোসেনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়। স্থানীয় মোটরসাইকেল মেকার জান্নাতের সঙ্গে হৃদয়কে হত্যার কাজে সাইদুর রহমান মিলনও তার লোকজনকে সহযোগিতা করে।

আহত হৃদয় হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে বামন্দির সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যু ঘটানোর পর বিক্ষুব্ধ জনতা জান্নাতের মোটরসাইকেল মেকারের ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল বলেন, “জান্নাতের সহযোগী সাইদুর রহমান মিলনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

উল্লেখ্যঃ জান্নাতের বিরুদ্ধে একটি অপহরণ মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন। ২০১৭ সালের ১৭ ডিসেম্বর, দেশীয় তৈরি পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ সাইদুর রহমান মিলনকে পুলিশ আটক করেছিল এবং অস্ত্র আইনের মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। এরপর ২০২১ সালের ৩ মার্চ আবার ইয়াবাসহ সাইদুর রহমান মিলনকে আটক করা হয়।

এছাড়াও, সাইদুর রহমান মিলন ২০১৭ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন এবং ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।




কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে জানালার গ্রিল কেটে চুরি

এক দিনের ব্যবধানে কোটচাঁদপুরে আবারও একটি কলেজে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তছনছ করেছে চোরেরা। এ ছাড়া দিনের বেলায় দুর্ধর্ষ চুরিও হয়েছে একটি বাড়িতে। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে স্থানীয় পৌর মহিলা কলেজে।

জানা গেছে, এর আগের দিন সোমবার রাতে জানালার গ্রিল কেটে চোরেরা কোটচাঁদপুর সরকারি কলেজে হানা দেয়। তারা শিক্ষকদের লকার, ড্রয়ার ও আলমারি ভাঙচুর করে। তবে কি চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেননি কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে কোটচাঁদপুরের সলেমানপুর বাজারপাড়ার আব্দুল মতিন বিশ্বাসের বাড়িতে। চোরেরা ওই বাড়ির তিনটি ঘরের তালার ছিটকানি ভেঙে নগদ ৪৬ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের চেইন, পাঁচটি আংটি এবং এক জোড়া বালা নিয়ে গেছে। বাড়ির মালিক আব্দুল মতিন বিশ্বাস থানায় অভিযোগ করেছেন।

ওইদিন রাতেই (মঙ্গলবার) চোরেরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে। তারা কলেজের বিভিন্ন কক্ষের লকার, ড্রয়ার ও আলমারি ভাঙচুর করে। তবে কী ধরনের ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেননি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুজ্জামান তুহিন। তিনি বলেন, “আজ কলেজ ছুটির দিন ছিল। তারপরও আমি কলেজে এসেছিলাম। অফিস কক্ষের দরজা খোলার পর দেখি জানালার গ্রিল কাটা। এরপর অন্যান্য কক্ষ খুলে দেখি ভাঙচুরের চিত্র।”

তিনি আরও বলেন, “চোরেরা কী ধরনের ক্ষতি করেছে, তা জানতে কিছুটা সময় লাগবে। এরপরই ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।” এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার জানান, এখন পর্যন্ত অন্য কোনো চুরির অভিযোগ থানায় আসেনি। তবে কলেজের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে।




মুজিবনগরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুজিবনগরে ইসলামিক সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ-এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গত মঙ্গলবার অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও মাদ্রাসার পরিচালক সোহেল রানা এবং প্রিন্সিপাল বায়জিদ হোসেন।

৪৫টি ইভেন্টে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজের প্রায় সাড়ে চারশত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এ সময় মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুর জেলা বিসিডিএস নবগঠিত কমিটির সংবর্ধনা

মেহেরপুর জেলা বিসিডিএস নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে মুজিবনগর পিকনিক স্পটে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য সেলিম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল লতিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য আসিফ আল মোনায়েম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রফিকুল হাসান (রণ), সহ-সভাপতি কাজী খয়রউদ্দীন আহম্মেদ, এবং নির্বাহী সদস্য মতিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য রিনু, বাবর আলী, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম (সেন্টু), জালাল উদ্দিন, বেনজির আহমেদ, আব্দুস সালাম, শফিকুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম, এস এম খাইরুল প্রমুখ।




কোটচাঁদপুরে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভা

বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কোটচাঁদপুর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় পৌর পাঠাগারে এ সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি বরকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলার ড্রাগ সুপার সিরাজুম মনিরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির পরিচালক ও ঝিনাইদহ জেলা কমিটি সভাপতি আখতারুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন, জেলার ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট কমিটির সিনিয়র সভাপতি হান্নান মিয়া, কোটচাঁদপুর ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির সিনিয়র সহসভাপতি হুমায়ুন সরদার, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান ডাবলু,সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সভাপতি হাসানুজ্জামান (হাসান)।

এ সময় ঔষধের এমআরপি ও মেয়াদোত্তীর্ন ঔষধ নিয়ে আলোচনা হয় সভায়।




হরিণাকুণ্ডুতে এক মাস ২৫দিন পর কবর থেকে লাশ উত্তোলন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আদালতের নির্দেশে এক মাস ২৫দিন পরে কবর থেকে হাবিবুর রহমানের লাশ উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খলিশাকুণ্ডু কবরস্থান থেকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেটের সামনে এই লাশ উত্তোলন করা হয়।

হাবিবুর হরিণ্কাুণ্ডু উপজেলার ওই গ্রামের মৃত হাজী আকবর আলী বিশ্বাসের ছেলে। গত ১ জানুয়ারী ঝিনাইদহ শহরের আরাপুর এলাকার পারভীনা নাম এক বাসায় তিনি মৃত্যু বরণ করেণ। এসময় তার ভাই ভাতিজারা জানান হাবিবুর রহমান স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেছে। কিন্তু এই মৃত্যু নিয়ে তার স্ত্রী বুলবুলি খাতুন সন্দেহ প্রসন করে এবং স্ট্রোক জনিত কারণে তিনি মারা জাননি বলে দাবি করেন। কয়েক দিন ৫ ফেব্রুয়ারি বুলবুলি খাতুন খলিশাকু-ু গ্রামের হাবুলের সাবেক স্ত্রী পারভীনাসহ কয়েকজন অজ্ঞাত নামাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেণ। পরবর্তিতে বিষয়টি নিশ্চিত হতে কোর্ট হাবিবুরের পোষ্ট মর্টেমের নির্দেশ দেয়। এই নির্দেশানুসারে হরিণাকুণ্ডু থানা পুলিশের সহযোগীতায় বুধবার দুপুরে হাবিবুর রহমানের মরদেহটি কবর থেকে উঠানো হয়। লাশ উত্তোলনের পর পুলিশ লাশটি পোষ্ট মর্টামের উদ্দেশ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন এখানে কোন মামলার নথি আসেনি কবে মামলা হয়েছে তা জানিনা তবে পোর্স্ট মর্টামের জন্য লাশ উত্তোলনে পুলিশের সহায়তা চেয়ে আদালতের থেকে পত্র দেওয়া হয়েছে আমরা সেই অনুসারে ভবানীপুর পুলিশ ফাঁড়িকে নির্দেশ দিয়েছি।




ঝিনাইদহে কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র সাধারণ সভা

কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ঝিনাইদহ-এর ৫৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের সমবায় ব্যাংক চত্বরের বার্ষিক সাধারণ সভা ঝিনাইদহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ ঝিনাইদহের নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক মিয়া, কোটচাঁদপুর উপজেলা সমবায় অফিসার মজিবর রহমান, শৈলকুপা উপজেলা সমবায় অফিসার মজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার শ.ম. রাশেদুল আলম, সদর উপজেলা সমবায় অফিসার শামিমা নাছরিন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ ঝিনাইদহের সহ-সভাপতি আঃ গফুর, সদস্য আজিজুর রহমান তিতু, ব্যাংক সদস্য সৈয়দ শফিউল ইসলাম, সমবায় ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার মো জাহিদুর রহমান জিহাদ সহ অন্যান্যরা।

পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ জাহিদুজ্জামান মনা সভাপতি ও মোঃ আনোয়ারুল ইসলাম বাদশাকে নির্বাহী সদস্য নির্বাচিত করেন।




হরিণাকুণ্ডুতে দুই টাকায় এতিম শিশুদের দুপুরের খাবার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ সিদ্দিকীয়া এতিমখানা (হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং) এ “দুই টাকায় হাসি” প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১৪ তম পর্বে প্রায় ৫০ জন এতিম শিশুদের নিয়ে বুধবার দুপুরের খাবার হিসাবে সাদা ভাত, ডাল, গরুর মাংস ও দইয়ের আয়োজন করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, “দুই টাকায় হাসি” পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ, সহ-সমন্বয়ক মোঃ মারুফ হোসেন, মোঃ তুহিন মোল্যা, আব্দুল্লাহ আল জুবায়ের, আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস সুবহান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারুদেশ সহ অন্যান্যরা।

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে “দুই টাকায় হাসি” কর্মসূচি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে আসেছে। পরবর্তীতেও এটি চলমান থাকবে বলেও জানান। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারুদেশ বলেন, প্রগতি সংগঠনের “দুই টাকায় হাসি” কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে এবং এই কার্যক্রম শুধুমাত্র ঝিনাইদহে নয়, বরং পুরো দেশব্যাপী যেন চলমান থাকে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

“দুই টাকায় হাসি” পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ বলেন, এই কর্মসূচি সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর অন্যতম মাধ্যম। তাই সবসময় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমরা যেন আরো দূর্বার গতিতে সামনে অগ্রসর হতে এবং এতিম ও সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে পারি।




মেহেরপুরের আমঝুপিতে লিংকেজ শেয়ারিং সভা

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও সরকারি সেবার সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে মেহেরপুরের আমঝুপিতে লিংকেজ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর আয়োজনে এবং এএলআরডি’র সহযোগিতায় মউকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এস.এম আবু সালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউকের সালিশ প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোঃ গোলাম আম্বিয়া।

সভায় বক্তারা সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে নারীদের বঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। মোছাঃ তাসলিমা খাতুন, সাবিত্রী দাস ও মোছাঃ সাহেরা খাতুনসহ উপস্থিত অনেকে তাদের অভিজ্ঞতা ভাগ করেন। এছাড়া গ্রামীণ পর্যায়ে প্রান্তিক নারীদের উৎপাদনমুখী উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

সভায় আমঝুপি ও বারাদী ইউনিয়নের ৩২ জন প্রান্তিক কৃষক অংশ নেন। সভার সঞ্চালনা করেন জনসমবায় দলের উন্নয়ন কর্মী মোঃ শাহিনুর হোসেন।