আলমডাঙ্গায় সেতু নির্মাণের দাবি থাকা সত্ত্বেও ৫০ বছরে সুফল মেলেনি

একটি সেতুর অপেক্ষায় কয়েক দশক পার করেছেন মনাকষা-এলাহীনগরসহ আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। এখন সাঁকোই ভরসা তাঁদের। নিজেদের বানানো সেই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তাঁরা। এতে অনেক সময় দুর্ঘটনায় পড়তে হয় তাঁদের।

স্থানীয়রা জানান, বিগত ১৯৭২ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের খাল খনন করা হয় উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মনাকষা ও এলাহীনগর গ্রামের মধ্য দিয়ে। এর ফলে পাশাপাশি অবস্থানরত দুটি গ্রাম আলাদা হয়ে যায়। সেই সময় মনাকষা গ্রামে তিন রাস্তার মোড়ে সাপ্তাহিক কাঁচাবাজার থাকায় একটি সেতু নির্মাণের দাবি থাকা সত্ত্বেও ৫০ বছরে সুফল মেলেনি। ফলে মনাকষা, এলাহীনগর, হাড়গাড়ী, সুকচা ও বাজিতপুরসহ আশপাশের অনেক অঞ্চলের মানুষের কাছে আধা কিলোমিটার যাতায়াতের রাস্তা এখন হয়ে গেছে ২-৩ কিলোমিটার। সমস্যা আরও প্রকট হয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের জন্য। তাদের ৫ মিনিটের রাস্তা পারি দিতে লাগে আধা ঘণ্টারও বেশি। তবে দূরত্বের চেয়ে বেশি সমস্যা নির্জন মাঠের নিরাপত্তাহীনতা। ফলে অনেক অভিভাবক তাঁদের মেয়ের পড়া বন্ধ করে দিয়ে বাল্যবিয়ের দিকে ঠেলে দিচ্ছেন।

এ বিষয়ে হাড়গাড়ি গ্রামের বাসিন্দা জান্নাতুন নাহার অ্যানির সাথে কথা হলে তিনি জানান, তার মেয়ে পাইকপাড়া জন-কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে লেখাপড়া করে। একটি সেতুর অভাবে প্রায় ২-৩ কিলোমিটার রাস্তা ঘুরে পায়ে হেটে তাকে স্কুলে যেতে হয়। পথে অনেক বখাটে ছেলেরা উত্যক্ত করে। সেকারণে বাড়ির কাজ শেষে মেয়েকে নিয়ে ছুটতে হয় স্কুলের পথে।

এলাহীনগর গ্রামের এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী সোনিয়া আর্ফিন তন্নী বলেন, বর্ষার সময় স্কুলে যেতে অনেক কষ্ট হলেও ঝুঁকিপূর্ণ সাঁকো পাড় হয়ে যেতে হয়। বৃষ্টির দিনে সড়কে কাদাঁ-মাটিতে জামাকাপড় নোংরা হয়ে যায়। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি থাকলেও ব্রিজ নির্মাণ হয়নি।

পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রাস্তা খারাপের কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চায় না। আবার আসতেও বিলম্ব হয়। তবে সবচেয়ে ভয়ের বিষয় ওই রাস্তায় ঝোপজঙ্গল রয়েছে। বখাটেরা প্রায়ই মেয়েদের বিরক্ত করে। আমি গ্রামবাসীর সহযোগিতায় সমস্যার সাময়িক সমাধান দিতেই একটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছি। কিন্তু এটা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এ ক্ষেত্রে একটা সেতু এপার- ওপার মানুষের মাঝে দারুণ সম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে পারে। দিতে পারে সব সমস্যার সমাধান।’
কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক মিকার সঙ্গে কথা হলে তিনি বলেন, আপাতত বাঁশের সাঁকো বানানো হয়েছে। তবে সেটাও ঝুঁকিপূর্ণ। কারণ বাচ্চা ও বৃদ্ধদের জন্য সাঁকো পারাপার ঝুঁকির। আমাদের একটা সেতু খুবই দরকার।’

চুয়াডাঙ্গা প্রধান প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, আপাতত আমাদের কোন বাজেট নাই। তবে ব্রিজ অথবা ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবো। তিনি আরো বলেন, সেতু মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ আমরা যে বরাদ্দ পেয়ে থাকি, তা দিয়ে এ রকম বড় সেতু তৈরি করা সম্ভব নয়।




আলমডাঙ্গায় নারী ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

আলমডাঙ্গার শ্যামপুর গ্রামের এক নারী ইউপি সদস্যের বাড়িতে নির্বাচন পরবর্ত্তী হামলার অভিযোগ উঠেছে। রোকসানা খাতুন নামের ওই নারী ইউপি সদস্য এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে কুমারি ইউনিয়ন পরিষদে প্রায় ৯ জন ইউপি সদস্য বিভিন্ন প্রার্থীর সমর্থনে নির্বাচনি প্রচার প্রচারণা করেন। নির্বাচনে শ্যামপুর গ্রামের মহিলা ইউপি সদস্য রোকসানাসহ কয়েকজন এম.এ রাজ্জাক খান রাজের ফ্রিজ প্রতিকের কর্মী হিসেবে কাজ করেন। এদিকে নির্বাচনের পর নৌকার সমর্থকরা নৌকার প্রতিকের বিপক্ষে ভোট করায় তর্কাতর্কিসহ তাকে হুমকি ধামকি দিতে থাকেন। এরই এক পর্যায়ে তারা গত শুক্রবার রাতে ওই নারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয় নারী ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশিদুল ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে চলন্ত মোটরসাইকেলের উপর থেকেও বাঁশের লাঠি দিয়ে তাদের উপর আক্রমণ করে। এতে রোকসানা খাতুন ও রাশিদুল আহত হয়। এছাড়া নারী সদস্য ও তার স্বামীকে অভিযুক্তরা মোবাইলে ও বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে উপজেলার কুমারি ইউনিয়নের গোপিবল্লভপুর গ্রামের মৃত গোপালের ছেলে টুটুল (৪৫), মৃত রমজান মন্ডলের ছেলে রহমত আলী (৪০), মৃত আজিবর রহমানের ছেলে সোহেল (৪০), মৃত খোদা বক্সের ছেলে জাহাঙ্গীর (৪৬)সহ আরও ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।




মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় সংবাদ সম্মেলন

মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আনন্দবাস গ্রামের আহত সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলী মেনতা।
আজ শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ফেরদৌস আলী মেনতা তার বক্তব্যে বলেন, মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ফরহাদ হোসেন বিজয় লাভের পর আমরা স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা শুরু করি।আনন্দ মিছিলটি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে অবস্থান নেয়ে তাদের কর্মীরা। আমরা মিছিলটি শান্তিপূর্ণ ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলি। মিছিলের অধিকাংশ লোকজন চলে যাওয়ার পর জিয়া বিশ্বাস আমাকে ডেকে আমার গলা চেপে ধরে এসময় জয়নাল নামের একজন হাতুড়ি ও রড দিয়ে আমার মাথায় আঘাত করে। জিয়া বিশ্বাস ও তার ছেলে আমাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে চলে যাওয়ার পর তাদের ঘরের ছাদের উপর থেকে মিছিলে অংশ নেওয়া আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বৃষ্টির মত ইট পাটকেল ছুড়তে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় মিছিলে অংশ নেয়া অসংখ্য কর্মী জখম হয়। এখনও আমাদের লোকজন চিকিৎসাধীন আছে। পরিকল্পিত ভাবে এই সহিংসতার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন‍্যদের মধ‍্যে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আইয়ুব হোসেনসহ আনন্দবাস গ্রামের আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ত্রৈ-মাসিক সভা

মউকের উদ্দ্যগে মেহেরপুর জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ত্রৈ-মাসিক সমন্বয় সভা সংগঠিত হয়। আজ শনিবার সকাল ১০ টার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিমুল বারি মুকুলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।

এ সময় নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিমুল বারী মুকুল, ইউপি সদস্য রাসেল আহাম্মেদ,বিশিষ্ঠ ব্যবসায়ী জাকরিয়া হাবিব লাল্টু, বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তি জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য মরিয়ম খাতুন সহ আরো অনেকে।

সভার কার্যবিবরণী পাঠ করেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা আখতার।

সভায় মেহেরপুর জেলার বর্তমান পারিবারিক সহিংসতা সহ নারী ও শিশু নির্যাতনের উপর বিভিন্ন তথ্যবহুল আলোচনা করে সকল ধরণের নির্যাতিতদের পাশে থেকে এই কমিটি কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ ফাহিমা আখতার ও মেহেরপুর জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সম্মানিত সদস্যগণ।




স্নাতক পাসে নিয়োগ দেবে প্রথম আলো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম আলো। প্রতিষ্ঠানটিতে নির্বাহী/জ্যেষ্ঠ নির্বাহী, কনটেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম

নির্বাহী/জ্যেষ্ঠ নির্বাহী, কনটেন্ট

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইরেজিতে সৃজনশীল স্ক্রিপ্ট, ফিচার, নিউজ লেখা ও সম্পাদনায় দক্ষ হতে হবে। ডিজিটাল ক্যাম্পেইন ভাবনা, পরিকল্পনা, কপিরাইটিং ও ভিডিও কনটেন্ট পরিকল্পনায় দক্ষতা থাকতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম কনটেন্ট সম্পর্কে প্রয়োজনীয় ধারণাসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দক্ষ হতে হবে।

বেতন

প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসারে;

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনসহ জীবনবৃত্তান্ত career@prothomalo.com ঠিকানায় ই–মেইলে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ

২০ জানুয়ারি, ২০২৪।

সূত্র : প্রথম আলো




শীতের আলসেমি কাটাতে মেডিটেশন

শীত মানেই আলসেমি। নাওয়া খাওয়া বাদ দিয়ে ঘুমেই কেটে যায় সারাবেলা। অনেকের তীব্র শীতে শরীরচর্চার অভ্যাসও কমে যায়। কিন্তু শীতে শরীরচর্চা বন্ধ করলে আখেরে আপনারই ক্ষতি। বাড়তি শীতে রোগের তো আর অভাব নেই। এসব থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ইয়োগা বা যোগাসন আপনার ভরসা। সারা দিনের ক্লান্তি, আড়ষ্টতা, শীতকালীন অবসাদ থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে এসব যোগাসন।

ভুজঙ্গাসন
প্রথমে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। খেয়াল রাখুন দুই পায়ের পাতা এবং কপাল যেন মাটিতে স্পর্শ করানো থাকে। পা দু’টি পাশাপাশি রাখুন যাতে গোড়ালি দু’টি পরস্পরের স্পর্শে থাকে। তারপর হাতের পাতা দুটিকে উল্টো করে কাঁধের কাছে রাখুন। খেয়াল রাখবেন কনুই দুটি যেন সমান্তরাল থাকে। হাতের পাতার ওপর ভর করে আপনার দেহের ওপরের অংশটি সামনের দিকে তুলুন। কিন্তু কোমর তুলবেন না। দশ পর্যন্ত গুনুন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

তীব্র শীতে অসুস্থ?তীব্র শীতে অসুস্থ?
শলভাসন
এটির ক্ষেত্রেও উপুড় হয়ে শুয়ে পড়ুন। থুতনিটি মাটিতে স্পর্শ করান। পা দু’টি টানটান করে গোড়ালি দু’টিকে স্পর্শ করান। হাতের পাতা উল্টো করে ঊরুর নিচে রাখুন। প্রথমে বাঁ পা সোজা করে সামান্য ওপরের দিকে তুলে পাঁচ অবধি গুনুন এবং নামিয়ে নিন। একইভাবে ডান পা-টি ওপরের দিকে তুলে নামিয়ে আনুন। দু’টি পা একসঙ্গে ওপরের দিকে তুলুন। দশ অবধি গুনে পা দু’টি নিচে নামিয়ে আনুন। পর পর তিনবার আসনটি করুন।

ত্রিকোণাসন
প্রথমে দু’টি পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান। হাত দু’টি দু’পাশে লম্বা করে দিন। এরপর বাঁ পাশে শরীরকে বেঁকিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুলকে স্পর্শ করুন। ডান হাতটি অপরের দিকে একেবারে সোজা করে রাখতে হবে। হাঁটু দু’টি ভাঙলে হবে না।




চুয়াডাঙ্গায় কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত পুনাক চুয়াডাঙ্গার অফিসকক্ষে শনিবার সকাল সাড়ে দশটার সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গার উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুনাক সভানেত্রী মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস।

এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকায় নারী ও শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষা প্রদানের জন্য নারী শিক্ষক না থাকায় নারী ও শিশুরা দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে।

ফলে পিতা মাতার সঠিক তত্ত্বাবধান, নৈতিক সুশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের অভাবে সমাজে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

জ্ঞান অর্জনের পাশাপাশি আল-কুরআন শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুনাক চুয়াডাঙ্গার উদ্যোগে।

উল্লেখ্য পুলিশ লাইন্স জামে মসজিদে সকল বয়সী পুরুষদের মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম চলমান আছে। এখন থেকে পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকার নারী ও শিশুরা পুনাক চুয়াডাঙ্গার উদ্যোগে প্রতিদিন সকালে মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত কোরআন শিক্ষার সুযোগ পাবে।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাক সভানেত্রী মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গা পুনাকের সহ-সভাপতি মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার ( দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।




মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের জন্য নিজস্ব জমিতে ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম।

শনিবার (১৩ জানুয়ারি ) মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকটির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, ব্যাংকের ভবন নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারবো।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম। গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী শহিদুল হক, সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, সাবেক সহসভাপতি তোজাম্মেল হক, মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান, সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামানসহ সমবায় বৃন্দ।

শনিবার বেলা ১১ টায় বার্ষিক সাধারণ সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও জনপ্রশাসন মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়।

১৯১৯ সালে প্রতিষ্ঠিত (নিবন্ধন নম্বর-১৬) মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ৩৫ টি সদস্য সমিতির মধ্যে ২০ টি সদস্য সমিতির প্রতিনিধিগণ এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বার্ষিক কার্যক্রমের রিপোর্ট পাঠ করেন। এ সময় সর্ব-সম্মতিক্রমে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়। অতঃপর মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




ফোন লক থাকার পরও যেভাবে ইউটিউবে গান শুনবেন

ইউটিউব বরাবরই গান শোনার জন্য অনেক জনপ্রিয়। কিন্তু একটা সমস্যার জন্য ইউটিউব অ্যাপকে মিউজিক প্লেয়ার হিসেবে ব্যবহার করা যায় না। স্মার্টফোনে ইউটিউব অ্যাপ থেকে বের হয়ে অন্য অ্যাপে কাজ করার সময় গান শোনা যায় না। আবার ফোন লক হয়ে গেলেও ইউটিউবের ভিডিও চলা বন্ধ হয়ে যায়।

তবে চাইলেই ব্যবহারকারীরা একটি কৌশল অবলম্বন করে ফোন লক থাকলে বা অন্য অ্যাপে গেলেও ইউটিউবে ভিডিও চালু রাখতে পারবেন। কীভাবে, তা জেনে নেওয়া যাক।

প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে যেতে হবে। যে গান বা ভিডিও ফোন লক থাকলেও চালু রাখতে হবে, সেই গান বা ভিডিও খুলুন। শেয়ার অপশনে ট্যাপ করে লিংক কপি করতে হবে। এরপর ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। কপি লিংকটি পেস্ট করতে হবে। ব্রাউজারের ওপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। ডেস্কটপ সাইটে ট্যাপ করে চালু করতে হবে। ভিডিও চালু করে ব্রাউজার থেকে বের হয়ে আসতে হবে। ফোনের পর্দায় ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে। ফোনের ব্রাউজারের ভিডিওটির একটি শর্টকাট দেখা যাবে। সেখানে ভিডিওটি চালু করতে হবে। এরপর ফোনে অন্য অ্যাপে কাজ করলে বা ফোন লক করলেও ভিডিওটি চলতে থাকবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এতিমখানার এতিম ও দুস্থ অসহায় শিশু এবং সহায়-সম্বলহীন শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংক মেহেরপুর জেলা শাখায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক মীর তৌহিদ আহম্মেদের নেতৃত্বে মোট ২ শত এতিম ও দুস্থ অসহায় শিশু এবং শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।

জামিউল কুরআন মডেল মাদ্রাসা ও হিফজখানার ২৫ জন,বারাদি মদিনাতুল উলুম করমিয়া মাদ্রাসার ২০ জন,শিশিরপাড়া নূরানী হাফেজী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ২০ জন এতিম ও অসহায় শিশু এবং বাকি ১৩৫ টি কম্বল সহায়-সম্বলহীন শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

এসময় ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।