দামুড়হুদায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সম্পত্তি, বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, চোরাচালান প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল রাখাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিস্তারিত আলোচনা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠতে পারে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, নাশকতাকারীরা যেনো জ্বালাও পুড়াও করতে না পারে সেদিকে সর্বক্ষণ আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বর্তমান দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অপরদিকে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শক্ত অবস্থানে থাকার নির্দেশ দেন। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা, অপ্রাপ্ত বয়সে বিয়ে হয়। বাল্যবিবাহ মেয়েদের উপর স্বাস্থ্য সমস্যা সহ বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলে। বাল্য বিবাহের কারণে তাদের শিক্ষার সুযোগ সীমিত হওয়া, সহিংসতা বৃদ্ধিসহ নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি পায়। উপজেলায় বিবাহ পরানোর কাজে নিয়োজিত কাজী ও ইমামদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা সহ জবাব দিহিতায় রাখা হবে, উঠতি বয়সী তরুণ প্রজন্ম স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মরণব্যাধি মাদকের সাথে জড়িয়ে পড়ছে ধ্বংস হচ্ছে পরিবার-পরিজন, মাদকের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সচেতন হতে হবে তাহলে মাদক নির্মূল করা সম্ভব।

এসময় বক্তারা বলেন, উপজেলায় যত্রতত্র ব্যাঙের ছাতার মত বিভিন্ন স্থানে ক্লিনিক খুলে অপারেশনের নামে চলছে রমরমা গলাকাটা বানিজ্য। এসব ক্লিনিকে নেই কোন ডিগ্রীধারী ডাক্তার ও নার্স। ফলে গ্রামের সাধারণ মানুষ বলির পাঠা হচ্ছে। কয়েকদিন আগেও কার্পাসডাঙ্গা বাজারে একটি ক্লিনিকে একজন প্রসূতির মৃত্যু হয়। তাই অতি দ্রুত এসব ক্লিনিক গুলোকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার তদন্ত ওসি মাহবুবুর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলার বিজিবি ক্যাম্পের প্রতিনিধি বৃন্দ, দামুড়হুদা উপজেলা আনসার ভিডিপি অফিসার রাফেজা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোছা: মারিয়া মাহবুবা, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




নিয়োগ দিবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক বিভাগ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

পদের নাম: আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক।

বিভাগ: ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন সেলস, ইলেকট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সেস, ফিল্ড ওয়ার্কের জন্য ইতিবাচক মানসিকতা, সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ।

বয়সসীমা: ২৫ থেকে ৩৪ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বীমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, টার্গেটের ওপর ভিত্তি করে প্রণোদনা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৩




মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

এসো নতুন করি বরণ, তোমাদের আগমনে ধন্য হোক এ ভুবন এ শ্লোগানকে ধারণ করে মেহেরপুর সরকারি মহিলা কলেজ এ নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে কলেজ চত্ত্বরে মেহেরপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল ইসলাম,কথাসাহিত্যিক রফিকুর রশীদ,প্রাক্তন সহকারী অধ্যাপক ড. গাজী রহমান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




ডিমের খোসার টিউলিপে সাজান ঘর

সাধারণত ডিম খেয়ে আমরা খোসা সঙ্গে সঙ্গে ফেলে দেই। এই খোসা দিয়ে অনেকে গাছের জন্য সারও তৈরি করে থাকেন। তবে ঘর সাজানোর জন্য ডিমের খোসা হতে পারে একটি চমৎকার উপকরণ সে বিষয়ে অনেকের ধারণা নেই।

টিউলিপ সুন্দর একটি ফুল। সবসময়ে ফুল কিনে ঘর সাজানো হয়ে ওঠে না। তবে অল্প সময়ে ঘর সাজাতে চাইলে ডিমের খোসা দিয়েও বানাতে পারেন টিউলিপ।

যা যা লাগবে

ডিমের আস্ত খোসা (যে কয়টি ফুল আপনি বানাতে চান)
কাগজ
আঠা/হট গ্লু
স্প্রে পেইন্ট
এক্রেলিক বা ফেব্রিক কালার
কেঁচি

যেভাবে বানাবেন

ডিম ভাঙার যময় যেকোনো এক মাথা ফুটো করে ডিম বের করে নিয়ে খোসাগুলোকে পরিষ্কার করে খোসার ওপরে ও ভেতরে পছন্দমতো রঙ করুন।

ফুলের ডাঁটি তৈরি করার জন্য চিকন ও লম্বা করে কাগজ কেটে রোল করে নিন। কেটে নেওয়া কাগজ রোল করে ডাঁটি বানান। একটি মাথায় কেঁচি দিয়ে লম্বাভাবে খানিকটা কেটে নিন, নির্দিষ্ট দূরত্বে রেখে কাগজের সরু অংশটুকু ৫/৬ টুকরো করে ছড়িয়ে নিয়ে বাইরের দিক দিয়ে একটু চাপ দিন। এর ফলে মাথাটি অনেকটা ফুলের মত লাগবে।

কয়েকটি সবুজ কাগজ পাতার শেইপে লম্বা করে কেটে নিন। ডিমের খোসাটিকে কাগজের রোলের ফুলের মতো মাথাটিতে আঠা দিয়ে লাগিয়ে নিন। এতে রোলের পছন্দমতো স্থানে পাতাগুলো লাগিয়ে ডিমের খোসার টিউলিপ ফুলগুলো সুন্দর করে সাজিয়ে ফেলুন ফুলদানিতে।




মুজিবনগরে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা

মুজিবনগরে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সমবায় সমিতির অফিস প্রাঙ্গণে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সু প্রতিবেশী মহিলা সমবায় সমিতি সভাপতি রেহেনা খাতুনের সভাপতিত্বে এবং কো-অপারেটিভ অফিসার জয় চক্রবর্তী ও মেহেরপুর সিডিপি এর সিএমসি সাবানা খাতুন এর সঞ্চালনায়,বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার শ্রী প্রভাস চন্দ্র বালা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা সমবায় অফিসার জহুরুল ইসলাম, গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, গুডনেইবারস এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ, গুডনেইবার্সের মেডিকেল অফিসার ডাক্তার শুভ কুমার মজুমদার, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনজুয়ারা খাতুন, কোষাধ্যক্ষা নাসিমা খাতুন।

বার্ষিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পেশ, নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন,২০২২-২৩ সালের আয় ব্যয় উপস্থাপন, আর্থিক বিবরণী হিসাবব নিকাশ পেশ, ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট ও সম্পূরক বাজেট উপস্থাপন আর্থিক বছরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, সার্ভিস রোল প্রণয়ন ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত, কার্যভাতা ও উৎসাহ ভাতা বার্ষিক লভ্যাংশের হিসাব উপস্থাপন, সদস্য ভর্তি ও বাতিল সংক্রান্ত সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সেই সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ কো-অপারেটিভ এর সার্বিক উন্নয়নের গুডনেইবারর্স এর সম্পৃক্ততা নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নের সমবায় সমিতির ভূমিকা, সমবায় সমিতির উন্নয়নে উপজেলা সমবায়ের ভূমিকা বিষয়ে আলোচনা করেন।

সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির ২৭৫ জন সদস্য অংশ অংশগ্রহণ করেন।




জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জণ

শিখর পাহাড়িয়ার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লেগেছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। তিরুপতির মন্দির দর্শন হোক কিংবা মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির পার্টি- সবখানেই একসঙ্গে হাজির হচ্ছেন তারা। সম্প্রতি শিখরের সঙ্গে উজ্জয়িনীর মহাকালের মন্দিরে পূজা দিলেন জাহ্নবী।

তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্দিরের পুরোহিতরা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জণ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ইদানিং মহাকাল মন্দিরে যাওয়ার ধুম পড়েছে বলি তারকাদের। আনুশকা-বিরাট গিয়েছিলেন পূজা দিতে। তার পর রাঘব-পরিণীতি বিয়ের দিন কয়েক আগেই পূজা দিতে যান ওই মন্দিরে। এবার পূজা দিলেন শিখর-জাহ্নবী। এতেই জোরালো হল তাদের বিয়ের জল্পনা।

বরাবরই পূজা পাঠ করতে ভালবাসেন অভিনেত্রী। প্রায় প্রত্যেকটি উৎসবে তাকে অংশ নিতে দেখা যায়। প্রতি বছর জন্মদিনে সিড়ি ভেঙে উঠে তিরুপতি পূজা দেন। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবীকে নিয়ে সারা আলি খান একটি মন্তব্য করে বসেন।

করণ জিজ্ঞেস করেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে স্বামীর জন্য ব্রত, পূজা পাঠ করবেন? জবাবে সারা জাহ্নবী কাপুরের নাম বলেন। সারার এই মন্তব্য নানা রকম জল্পনা উস্কে দিয়েছিল।

কিছুদিনের মধ্যেই যেন সেগুলোই সত্যি করলেন জাহ্নবী। তবে ঠিক কবে বিয়ে করছেন জাহ্নবী এবং শিখর, তা এখনো জানা যায়নি।

বলিউডে অভিষেকের আগে শিখর-জাহ্নবীর প্রেম ভেঙে গেলেও শ্রীদেবীর মৃত্যুর পরই যেন ফের কাছাকাছি আসেন তারা। একটা সময় বেশ লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী।

প্রথম সিনেমায় অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। প্রেমের ব্যাপারে বেশ লাজুক অভিনেত্রী। তবে পুরনো প্রেমিক জীবনে ফেরায় ধীরে ধীরে গভীর হতে থাকে হয় আগের সম্পর্ক।

এখন মনে হচ্ছে, ক্রমে পরিণতির দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন শ্রীদেবী কন্যা।




ভবিষ্যতে আরও সতর্ক থাকবো শোকজের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আচরণবিধি ভঙ্গের কথা অস্বীকার করে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির দেওয়া শোকজের উত্তর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এইচ এম কবির হোসেনের খাস কামরায় শোকজের উত্তর দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মনোনিত প্রতিনিধিগণ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতিনিধি হিসেবে শোকজের উত্তর দিতে আসেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী দুলাভাই বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয় থেকে জানা গেছে, শোকজ এর উত্তরে প্রতিমন্ত্রীর প্রতিনিধিরা বলেছেন, ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মেহেরপুর এসেছিলেন। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা অসুস্থ শুনে তিনি মানবিক কারণে রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চেয়ারম্যান কে দেখতে তার বাড়ি যান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী দুই বারের নির্বাচিত সাংসদ হওয়াতে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার আগমনের খবর পেয়ে সাধারণ জনগণ চেয়ারম্যানের বাসভবনে সামনে ভিড় করে। এসময় তিনি চার দেয়াল এর মধ্যে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মাত্র, কোন জনসভা করেননি।’ একই সাথে নির্বাচনের আচরণবিধে নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ভবিষ্যতে আরো সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে গত রবিবার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইচ এম কবির হোসেন এ শোকজ নোটিশ করেছিলেন। নোটিশে বলা হয়েছিল, ‘কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের শোলমারীস্থ বাসভবনের সামনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন এবং সরকারি গাড়িযোগে পুলিশ প্রটোকলসহকারে জনসভায় উপস্থিত হন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) এর লঙ্ঘন।’




ভয়েস মেসেজে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার ‘ভিউ ওয়ান্স’

হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠালে আপনি তা একবার ক্লিক করে খুলে ফেললে আর দ্বিতীয়বার দেখতে পাবেন না। ভিউ ওয়ান্স অপশন ব্যবহারের এটাই মজা। দু’বছর আগেই এই আকর্ষণীয় ফিচার এনেছিল এই মেসেজিং অ্যাপ। এবার ভয়েস মেসেজেও যুক্ত হলো এই ফিচারটি।

এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ গ্রাহক একবার শুনে ফেললে তা আপনা-আপনি গায়েব হয়ে যাবে। ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার যেভাবে কাজ করে, ভয়েস মেসেজেও সেভাবেই কাজ করবে।

খবরে বলা হয়, ফিচারটি এমন পরিস্থিতির জন্য উপযোগী, যখন গ্রাহক কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করতে চান। যেমন ক্রেডিট কার্ডের নম্বর, গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য যা শুধুমাত্র একবার শোনা উচিত। এর ফলে ভয়েস মেসেজটি গ্রাহকের অন্য কোনো ফোল্ডারে সেভ হয়ে থাকবে না।

ভিউ ওয়ান্স ভয়েস মেসেজ ছবি ও ভিডিওয়ের মতো ‘ওয়ান টাইম’ আইকন দিয়ে চিহ্নিত করা হয়। হোয়াটসঅ্যাপ বলেছে, ভিউ ওয়ান্স ভয়েস মেসেজগুলোও ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা পাবে।

সূত্র: ইত্তেফাক




বিপিএল ২০২৪, সাত দলের ফিকশ্চার

একনজরে ২০২৪ সালের বিপিএলের সাত দলের ফিকশ্চার:  কুমিল্লা ভিক্টোরিয়ান্স , চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা।

তারিখ           ম্যাচ                     দল                                              সময়                      ভেন্যু

জানুয়ারি ১৯     ১          কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা                বেলা ২টা                মিরপুর
জানুয়ারি ১৯     ২          সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স             সন্ধ্যা ৭ টা                মিরপুর
জানুয়ারি ২০     ৩          রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল               বেলা ১টা ৩০            মিরপুর
জানুয়ারি ২০      ৪         খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স              সন্ধ্যা সাড়ে ৬টা          মিরপুর

জানুয়ারি ২১ বিরতি
জানুয়ারি ২২      ৫          চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা বেলা             ১ টা ৩০                  মিরপুর
জানুয়ারি ২২      ৬         ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স            সন্ধ্যা সাড়ে ৬টা               মিরপুর
জানুয়ারি ২৩      ৭         সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স            বেলা ১টা ৩০                 মিরপুর
জানুয়ারি ২৩       ৮       কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল    সন্ধ্যা সাড়ে ৬টা             মিরপুর

জানুয়ারি ২৪-২৫ ভ্রমণ ও বিরতি

জানুয়ারি ২৬        ৯        রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স                 বেলা ২টা                    সিলেট
জানুয়ারি ২৬        ১০      কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স      সন্ধ্যা ৭টা                    সিলেট
জানুয়ারি ২৭         ১১      ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স           বেলা ১টা ৩০              সিলেট
জানুয়ারি ২৭         ১২       রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা            সাড়ে ৬টা                   সিলেট

জানুয়ারি ২৮ বিরতি
জানুয়ারি ২৯         ১৩        সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স          বেলা ১টা ৩০              সিলেট
জানুয়ারি ২৯          ১৪        খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা             সাড়ে ৬টা                   সিলেট
জানুয়ারি ৩০         ১৫        কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স       বেলা ১টা ৩০             সিলেট
জানুয়ারি ৩০          ১৬      সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল সন্ধ্যা      সাড়ে ৬টা                 সিলেট

জানুয়ারি ৩১ – ফেব্রুয়ারি ১ বিরতি
ফেব্রুয়ারি ২            ১৭        সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা                       বেলা ২টা                সিলেট
ফেব্রুয়ারি ২            ১৮      কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স      সন্ধ্যা ৭টা                 সিলেট
ফেব্রুয়ারি ৩           ১৯       ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স                  বেলা ১টা ৩০           সিলেট
ফেব্রুয়ারি ৩            ২০       সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স               সন্ধ্যা সাড়ে ৬টা         সিলেট

ফেব্রুয়ারি ৪-৫  ভ্রমণ ও বিরতি
ফেব্রুয়ারি ৬           ২১          রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা                      বেলা ১টা ৩০           মিরপুর
ফেব্রুয়ারি ৬           ২২          ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স           সন্ধ্যা সাড়ে ৬টা        মিরপুর
ফেব্রুয়ারি ৭            ২৩         কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স        বেলা ১ টা ৩০           মিরপুর
ফেব্রুয়ারি ৭            ২৪          সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা                  সন্ধ্যা সাড়ে ৬টা          মিরপুর

ফেব্রুয়ারি ৮ বিরতি
ফেব্রুয়ারি ৯           ২৫           সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স               বেলা ২ টা                 মিরপুর
ফেব্রুয়ারি ৯           ২৬          কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা              সন্ধ্যা ৭ টা                মিরপুর
ফেব্রুয়ারি ১০         ২৭          রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স             বেলা ১টা ৩০           মিরপুর
ফেব্রুয়ারি ১০          ২৮        ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা                  সন্ধ্যা সাড়ে ৬ টা          মিরপুর

ফেব্রুয়ারি ১১-১২ ভ্রমণ ও বিরতি
ফেব্রুয়ারি ১৩          ২৯        কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স      বেলা ১টা ৩০           চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১৩          ৩০        রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স                 সন্ধ্যা সাড়ে ৬টা         চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১৪            ৩১       ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা                     বেলা ১টা ৩০            চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১৪            ৩২        কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স        সন্ধ্যা সাড়ে ৬টা         চট্টগ্রাম

ফেব্রুয়ারি ১৫ বিরতি
ফেব্রুয়ারি ১৬           ৩৩        খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা                        বেলা ২টা                 চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১৬           ৩৪        রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স             সন্ধ্যা ৭টা                  চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১৭            ৩৫        সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল             বেলা ১টা ৩০             চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১৭            ৩৬       চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা                 সন্ধ্যা সাড়ে ৬টা           চট্টগ্রাম

ফেব্রুয়ারি ১৮ বিরতি
ফেব্রুয়ারি ১৯            ৩৭        কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স         বেলা ১টা ৩০          চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১৯            ৩৮      রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল                  সন্ধ্যা সাড়ে ৬টা       চট্টগ্রাম
ফেব্রুয়ারি ২০             ৩৯      খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স                 বেলা ১টা ৩০          চট্টগ্রাম
ফেব্রুয়ারি ২০              ৪০      কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স           সন্ধ্যা সাড়ে ৬টা      চট্টগ্রাম

ফেব্রুয়ারি ২১- ২২ ভ্রমণ ও বিরতি

ফেব্রুয়ারি ২৩              ৪১       কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল           বেলা ২টা              মিরপুর
ফেব্রুয়ারি ২৩              ৪২        সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স                  সন্ধ্যা ৭টা               মিরপুর

ফেব্রুয়ারি ২৪ বিরতি
ফেব্রুয়ারি ২৫               ৪৩ এলিমিনেটর (টেবিলের তৃতীয় ও চতুর্থ দল)         বেলা ১টা ৩০       মিরপুর
ফেব্রুয়ারি ২৫               ৪৪ প্রথম কোয়ালিফায়ার (১ম ও ২য় দল)              সন্ধ্যা সাড়ে ৬টা       মিরপুর

ফেব্রুয়ারি ২৬ বিরতি
ফেব্রুয়ারি ২৭                ৪৫ দ্বিতীয় কোয়ালিফায়ার (৪৪তম ও ৪৩ তম      সন্ধ্যা সাড়ে ৬টা       মিরপুর

ম্যাচের পরাজিত ও জয়ী দল)

ফেব্রুয়ারি ২৮ ও ২৯ বিরতি

ফাইনাল
১ মার্চ  ৪৪ ও ৪৫তম  ম্যাচের জয়ী দুই দল সন্ধ্যা ৭টা মিরপুর।

সূত্র: ইত্তেফাক

 




মেহেরপুরের রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন নিয়ে আইনী নোটিশ

দায়িত্বে অবহেলা ও সঙ্গোপনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের নির্বাচন-২০২৩ সম্পন্ন করার অভিযোগ তুলে আইনগত নোটিশ পাঠিয়েছেন রেহেনা খাতুন নামের এক আজীবন সদস্য। নোটিশে বিবাদি করেছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ইউনিট মেহেরপুর ইউনিটের সভাপতি মহা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার একরামুল হক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল আহমেদকে।

নোটিশে রেহেনা খাতুনের আইনজীবী সেলিম রেজা বলেন, রেহেনা খাতুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মেহেরপুর ইউনিটের একজন আজীবন সদস্য। তিনি নির্বাচনের বিষয় অবগত হতে পারেননি নাই। গত ২ ডিসেম্বর ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে জানতে পারেন যে, প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ ইতিমধ্যেই নির্বাচন- ২০০৩ সম্পন্ন করেছেন।

নির্বাচন বিষয়ে আদৌ কোন প্রচার প্রচারনা বা বিজ্ঞপ্তি প্রচার করে নাই বলে তিনি অভিযোগ করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সেক্রেটারী কর্তৃক ৫১তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তিতে আলোচ্য সূচিতে ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন সংক্রান্ত আলোচনার বিষয়টি উল্লেখ থাকিলেও উল্লেখিত সাধারণ সভায় উপস্থিত হইয়া নির্বাচন সম্পন্ন হওয়ার বিষয়টি জানতে পেরে তিনি হতবাক হন।

তিনি আরো বলেন, রেহেনা খাতুন নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা থাকা সত্বেও অংশগ্রহণ করিতে পারেননি। বিবাদীগণের যোগসাজসে সম্পাদিত নির্বাচনী ফলাফল বাতিল করে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে পুনরায় তফসিল ঘোষনা পূর্বক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি করেছেন। অন্যথায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।দায়িত্বে অবহেলা করে সঙ্গোপনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের নির্বাচন-২০২৩ সম্পন্ন করার অভিযোগ তুলে আইনগত নোটিশ পাঠিয়েছেন রেহেনা খাতুন নামের এক আজীবন সদস্য। নোটিশে বিবাদি করেছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ইউনিট মেহেরপুর ইউনিটের সভাপতি মহা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার একরামুল হক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল আহমেদকে।

নোটিশে রেহেনা খাতুনের আইনজীবী সেলিম রেজা বলেন, রেহেনা খাতুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মেহেরপুর ইউনিটের একজন আজীবন সদস্য। তিনি নির্বাচনের বিষয় অবগত হতে পারেননি নাই। গত ২ ডিসেম্বর ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে জানতে পারেন যে, প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ ইতিমধ্যেই নির্বাচন- ২০০৩ সম্পন্ন করেছেন। নির্বাচন বিষয়ে আদৌ কোন প্রচার প্রচারনা বা বিজ্ঞপ্তি প্রচার করে নাই বলে তিনি অভিযোগ করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সেক্রেটারী কর্তৃক ৫১তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তিতে আলোচ্য সূচিতে ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন সংক্রান্ত আলোচনার বিষয়টি উল্লেখ থাকিলেও উল্লেখিত সাধারণ সভায় উপস্থিত হইয়া নির্বাচন সম্পন্ন হওয়ার বিষয়টি জানতে পেরে তিনি হতবাক হন।

তিনি আরো বলেন, রেহেনা খাতুন নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা থাকা সত্বেও অংশগ্রহণ করিতে পারেননি। বিবাদীগণের যোগসাজসে সম্পাদিত নির্বাচনী ফলাফল বাতিল করে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে পুনরায় তফসিল ঘোষনা পূর্বক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি করেছেন। অন্যথায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।