নারায়ণগঞ্জে নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

ডেপুটি ম্যানেজার/ম্যানেজার।

যোগ্যতা

প্রার্থীকে বিবিএ/ এমবিএ(এইচআরএম) পাস হতে হবে। নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: সর্বনিম্ন ৩০ বছর।

কর্মস্থল

নারায়ণগঞ্জ (আড়াইহাজার)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদেরকে বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৮ ডিসেম্বর, ২০২৩

সূত্র : বিডিজবস




মেহেরপুরে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন

মেহেরপুরে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিকভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান।

২০২৩-২০২৪ অর্থবছরে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ৩০ টাকা কেজি দরে ১০০৯ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৪৪ টাকা কেজি দরে ৭২৫ মেট্রিক টন কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধান চাল কেনার আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধান চাল ক্রয় কমিটির সভাপতি মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক দেবদূত রায়, আমঝুপি খাদ্য গোডাউন কর্মকর্তা রেবেনা পারভিনসহ কৃষকও চালকল মালিক সমিতির সদস্যরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন জানান, ১০০৯ মেট্রিক টন ধান এবং ৪৪ মেট্রিক টন সিদ্ধ চাল কেনা হবে। ৩০ টাকা কেজি দরে ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল সরকারিভাবে সংগ্রহর এই কার্যক্রম চলবে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।




গাংনীতে ট্রাক ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে আন্তজেলা ট্রাক ট্রাংক লরি কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন মটমুড়া ইউনিয়ন বাউট নতুন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২.০০ সময় বাওট বাধাগ্রস্থ প্রাথমিক বিদ্যালয় হলরুমে শাখা অফিস উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সুরু হয়।

অনুষ্ঠানে আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদক ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, আন্ত জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম।

এছাড়া্ও ট্রাক মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ বাবু, জেলা ট্রাক মালক গ্রুপের যুগ্ম সাধারন সম্পাদক নুরুজ্জামান, কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম, কার্য নির্বাহী সদস্য ও মেহেরপুর জেলা পরিষদের প্যানেল মেয়র মুকুল হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নতুন শাখা অফিসের সভাপতি হিসেবে ঘোষণা করে হামিদুল ইসলাম কে এবং সাধারণ সম্পাদক বাবলু হক, সহ সভাপতি আলামিন হক,যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আলী, সাংগঠনিক সম্পাদক সাঈদ মেম্বর,কষাধ্যাক্ষ মামুনুর রশিদ কে ঘোষনা করেন।

এ বিষয়ে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান আমরা মালিক শ্রমিক একসাথে চলবো আমরা যদি এক হয়ে মিলেমিশে চলতে পারি তাহলে মেহেরপুর জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়ন আরো গতিশীল হবে সেই লক্ষ্য আজকে নতুন শাখা উদ্বোধন।

আপনার যাবতীয় সকল কার্যক্রমে জেলা ট্রাক মালিক গ্রুপ আপনাদের পাশে থাকবে।




গুগল চ্যাটে নতুন লোগো

গুগল ম্যাসেজের সাফল্যের আড়ালেই রয়ে গেছে গুগল চ্যাট। তবে সম্প্রতি গুগল চ্যাটকে নিয়ে তাদের নানা পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে।

নতুন চ্যাট অ্যাপের থিমটি অন্যান্য ওয়ার্কস্পেস অ্যাপের মতোই দেখায়। তবে অনেকে নতুন থিমটি দেখে গুগল মিটের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। মিটের চেয়ে সামান্য চিকন নতুন থিমের গড়ন।

বদল এসেছে স্ট্যাটাস বার আইকনে। সার্চেও এসেছে পরিবর্তন। কোনোকিছু লিখে সার্চ দিলে হাইলাইটেড কিওয়ার্ড দেখা যাবে। ফলে কোনো মেসেজ দ্রুত খুঁজে পাওয়া যাবে। শুধু তাই নয়, গুগল চ্যাটে মিউট অপশনও যুক্ত হয়েছে। এখন প্রয়োজনে-অপ্রয়োজনে আপনায় পুশ নোটিফিকেশন পাঠাবে না গুগল।

সূত্র: নাইন টু ফাইভ গুগল




দামুড়হুদাতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

দামুড়হুদায় মাই‌ক্রো পাখি ভ্যান মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ভ্যানচালক বৃদ্ধ হা‌রেজ আলী নামে একজন নিহত হয়েছে। বৃহস্প‌তিবার সকাল ৮ দি‌কে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়‌কের উজিরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত ভ্যান চালক দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের উত্তর পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

দামুড়হুদা সদর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হযরত আলী জানান, অন্যান্য দি‌নের মত বৃহস্প‌তিবার সকা‌লে ভ্যান চালক হা‌রেজ আলী বিষ্ণপুর গ্রাম থে‌কে উ‌জিরপুর মাদ্রাসার এক ছাত্রী‌কে মাদ্রাসায় নি‌য়ে আ‌সেন।

ওই ছাত্রী‌কে মাদ্রাসায় না‌মি‌য়ে দি‌য়ে ভ্যান ঘোরা‌নোর সময় চুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার অ‌ভিমু‌খে যাওয়া দ্রুত গ‌তির এক‌টি মাই‌ক্রো ভ্যা‌নের সাম‌নে ধাক্কা দি‌লে ভ্যান চালক হারেজ আলী গুরুতর আহত হ‌য়ে সড়‌কের উপর ছিট‌কে প‌ড়ে। এসময় স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা ভ্যান চালক‌কে উদ্ধার ক‌রে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত ডাক্তার তা‌কে মৃত ঘোষনা ক‌রেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আলমগীর কবীর জানান, ঘাতক মাই‌ক্রো সহ চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে। নিহতের প‌রিবা‌রের পক্ষ থে‌কে এখ‌নো পর্যন্ত কোন অ‌ভি‌যোগ ক‌রে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আই‌নি পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে।




আলমডাঙ্গার রামদিয়ায় জাল দলিলে প্রতারণার অভিযোগ

আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে জাল দলিলে জমি রেজিস্ট্রি করে প্রতারণাসহ মিথ্যে মামলার হয়রানীর অভিযোগ উঠেছে। এছাড়া জোরপূর্বক ওই জমিতে থাকা ২ লাখ ৫৮ হাজার টাকার গাছ কেটে নিয়েছে। গাছ কাটা বাঁধা দেওয়া মিথ্যে মামলায় জড়ানো হয়েছে ভুক্তভোগী জমির মালিক আব্দুল জব্বার আলোক সহ তার ভাই ও স্ত্রী এবং ছেলে। ওই জমিতে কর্মরত প্রতিবেশি শ্রমিক ও তার স্ত্রী এবং মাদ্রাসা পড়ুয়া ছেলের বিরুদ্ধেও মিথ্যে মামলা দেওয়া হয়েছে।

জানাগেছে, উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের মৃত আব্দুর বারীর ছেলে আব্দুল জব্বার আলোক তিনি গত ২০০৫ সালে ডা. সাহিদা খাতুনের নিকট থেকে তার পৈত্রিক বন্টনকৃত ৪২ শতক জমি ক্রয় করেন। আলোক প্রবাসে থাকায় তিনি ওই ক্রয়কৃত জমি নাম জারি করতে পারেনি। এসুযোগে প্রতিবেশী মৃত কামরুজ্জামানের ছেলে ইমরান হোসেন সে ২০১৯ সালে ডা. সহিদার বোন শরিফা রশিদকে ভুল বুঝিয়ে ৮ শতক জমির জাল দলিল করেন। প্রথম ক্রয়কৃত জমির মালিক আলোক তার জমি দখল নিতে গেলে তাদের হুমকি-ধামকি দেয় ইমরান ।

এরই একপর্যায়ে চুয়াডাঙ্গা জুডিশিয়াল আমলী দেওয়ানী আদালতে মামলা করেন। দীর্ঘ ২ বছর মামলা চলার পর কোর্ট আলোকের পক্ষে রায় দেন। এছাড়া ইমরানের জমির দলিল জাল (ভুয়া) বলে গণ্য করেন। এর আগে ইমরান জোরপূর্বক ওই জমিতে থাকা প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকার মূল্যের গাছ কেটে নেয়। গাছ কাটা বাধা দেওয়ায় তাদের দেশীয় অস্ত্রের মাধ্যমে হত্যার হুমকিও দেয় ইমরান গং।

গত কয়েক মাস পূর্বে শ্রমিক নিয়ে তার নিজ জমিতে আগাছা ও বেড়া নির্মাণের চেষ্টা করলে আলোক তার ছেলে আবু বক্কর সিদ্দিক আসিফ, স্ত্রী ডালিয়া খাতুন। এছাড়াও তার জমিতে কর্মরত প্রতিবেশী শ্রমিক তাইজাল, তার স্ত্রী রবুজা, ছেলে সোহাগের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন। এতে তারা হয়রানীর সম্মূখিন হচ্ছে।

এবিষয়ে ভুক্তভোগী আব্দুল জব্বার আলোক জানান, ক্রয়কৃত জমি দখল দিতে দিচ্ছে না ইমরান। সে ক্ষমতার জোর দেখিয়ে মিথ্যে হয়রানী শিকার করছে। এছাড়া শ্রমিকদেরও মিথ্যে মামলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছে।

অভিযুক্ত ইমরান হোসেন জানান, গত ২০১৯ সালে শরিফা রশিদের নিকট থেকে ৮ শতক জমি কিনেছি। আদালতে মামলা চলছে।




শীতে উষ্ণ রাখবে চা ও কফি

শীতে উষ্ণতা বাড়াতে হোক কিংবা নেশার কারণে হোক ‘চা’ নাকি ‘কফি’ তা নিয়ে নানা মতভেদ আছে। তবে যেটিই বেছে নিন না কেন, আপনার শরীরে উপকার ও অপকার, কোনটি বেশি হবে তা জেনে নিতে হবে।

চা : প্রচুর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই চা লিভার, ব্রেস্ট, কোলন ক্যান্সারসহ হৃদরোগ প্রতিরোধে খুব উপকারী। লেবু দিয়ে যাঁরা ব্ল্যাক টি ও গ্রিন টি নিয়মিত পান করেন, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে বেশি।

আদা ও লেবু দিয়ে তৈরি চিনি ছাড়া ব্ল্যাক টি হৃদরোগ ও ডেন্টাল ক্যারিজ প্রতিরোধ করে। চায়ে থাকা পলিফ্যানল নামের অ্যান্টি-অক্সিডেন্ট অ্যাংজাইটি ও স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে, মনোযোগ স্থির রাখতে সহায়তা করে। অন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখে। ক্যাফেইনসমৃদ্ধ পানীয়গুলোর মধ্যে চায়ে সবচেয়ে কম ক্যাফেইন থাকে।

তবে চায়ের উপকারিতা পেতে হলে আপনাকে অবশ্যই দুধ-চিনি ছাড়া চা পান করতে হবে। কেননা দুধ ও চিনি সমৃদ্ধ চা অ্যাসিডিটি, পেট ফাঁপা, বুক জ্বালাপোড়াসহ নানা উপসর্গ তৈরি করে, যার অপকারিতাই বেশি।

হারবাল চা : হারবাল বা ভেষজ চা আপনার পরিপাকতন্ত্রকে প্রশমিত করে, বমি ভাব কমায়, পেট ব্যথার প্রবণতা কমায়, কাশি দূর করে। সিজনাল ঠাণ্ডা-সর্দি দূর করতে হারবাল চায়ের রয়েছে ব্যাপক উপকারিতা ও জনপ্রিয়তা।

তুলসী, পুদিনাপাতা, আদা, জাফরান, লেমন গ্রাস, মাল্টা, দারচিনি, লং, এলাচ, নীল অপরাজিতা, ক্যামোমাইল প্রভৃতি ভেষজ উপাদানে তৈরি নানা হারবাল চা হার্টের স্বাস্থ্য ভালো রাখে, হজমপ্রক্রিয়া উন্নত করে এবং মানসিক চাপ কমিয়ে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করে দেয়।

কফি : যাঁদের ঘুম কম হওয়ার প্রবণতা রয়েছে তাঁদের জন্য ক্যাফেইন শত্রুতুল্য। কিন্তু যাঁদের ক্যাফেইনে সমস্যা নেই, তাঁরা দিনের শুরুতে ব্ল্যাক কফি খেতে পারেন। কফিতে বিদ্যমান মিনারেলস ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে নিয়মিত ব্ল্যাক কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

দুধ-চিনি ও কফিম্যাট ছাড়া ব্ল্যাক কফি নিয়মিত পান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, মেটাবলিজম বাড়ায়, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, শরীর নীরোগ রেখে আয়ু বাড়ায়, হার্ট ফেইলিওর প্রতিরোধ করে, পারকিনসন্স ডিজিজ হওয়ার আশঙ্কা কমায়। কফি শরীরের ভেতরের প্রদাহ কমিয়ে রোগ প্রতিরোধ করে, ফ্যাট বার্ন করে ওজন কমাতে সাহায্য করে, ক্লান্তি দূর করে এনার্জি লেভেল বাড়ায়, বিষণ্নতা দূর করে।

মনে রাখবেন, অত্যধিক ক্যাফেইন অ্যাংজাইটি, ডিহাইড্রেশন, হজমের সমস্যা, ঘুম না হওয়া, ঘুম কমে যাওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া প্রভৃতির কারণ। তাই সারা দিন যাঁদের দুই-তিন কাপ চা বা কফি পান কারার অভ্যাস আছে তাঁরা সন্ধ্যার পর, বিশেষ করে ঘুমনোর আগে চা বা কফি পান করা থেকে বিরত থাকুন।

সূত্র: কালের কন্ঠ




মেহেরপুরে আনন্দ ও প্রতিবাদ সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেরপুর মুক্ত দিবস ও ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে অরণি থিয়েটার ও চিলড্রেনস থিয়েটারের আয়োজন ” আনন্দ ও প্রতিবাদের সাংস্কৃতিক আয়োজন”।

গতকাল বুধবার ৬ ডিসেম্বর মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়কের পাশে উন্মুক্ত স্থানে এ আয়োজন বাস্তবায়ন করা হয়। প্রাকৃতিক বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষের আন্তরিক উপস্থিতি ছিল।

সংগীত পরিবেশন করেন চ্যানেল আই খুদে গানরাজ উদয়, সোনিয়া, সামারুল, মিঠু, বৈশাখী, ওয়াফা, আলো, মাহাবুব, দেলোয়ার, রুবেল, সানোয়ার, ওবায়দুল, কুতুব, মুক্তার,রবকুল,শফিকুল রিপন প্রমুখ শিল্পী।




পুনরায় সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু

দুই বছর মেয়াদি মেহেরপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম সভাপতি ও দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু।

তিনি বলেন, ১১টি পদের বিপরীতে কোনটিতেই কোন প্রতিদ্বন্দীতা না থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- আনোয়ারুল হক কালু ও মাহবুবুল হক মন্টু।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি দি নিউজ টাইমস প্রতিনিধি আবু নাসের চৌধুরি সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আকতারুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক বাসসের জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন, গণযোগাযোগ সম্পাদক দৈনিক জবাবদিহির সিদ্দিকী শাহীন ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক আমাদের অর্থনীতির মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যরা হলেন- ডেইলি স্টারের আঞ্চলিক প্রতিনিধি ড. আমানুর আমান, দৈনিক দিনকালের হারুনুর রশিদ রবি, আমাদের সূর্যোদয় পত্রিকার মুহম্মদ মহসীন ও ভোরের কাগজের মর্তুজা ফারুক রুপক।




পেলে-নেইমারের ক্লাব সান্তোসের প্রথম অবনমন

ফোর্তালেজার বিপক্ষে সান্তোসের ম্যাচের একটি মুহূর্ত। হেরে দ্বিতীয় বিভাগে নেমে গেছে সান্তোসছবি: সান্তোসের এক্স অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের পোস্টটি দেখে আন্দাজ করে নেওয়া যায়, ব্রাজিলিয়ান তারকার মন ভালো নেই। মুখে হাসি নেই।

সেটা শুধু চোট পেয়ে মাঠের বাইরে থাকার জন্য নয়, গতকাল রাতে নেইমারের মন খারাপ হওয়ার মতো আরও একটি ঘটনা ঘটেছে। ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’তে নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার কাছে ২-১ গোলে হেরে দ্বিতীয় বিভাগে নেমে গেছে সান্তোস।

নেইমার এ ক্লাব থেকেই উঠে এসেছিলেন ফুটবলের পাদপ্রদীপের আলোয়। তিনবার বিশ্বকাপজয়ী প্রয়াত কিংবদন্তি পেলেও তারকা হয়ে উঠেছেন এই সান্তোস থেকে। সেই পেলের মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগে অবনমন ঘটল সান্তোসের। গত বছর ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে।

কিংবদন্তির প্রস্থানের এক বছর পূর্ণ হওয়ার আগেই সান্তোসের অবনমনে নেইমারের মন একটু খারাপ হওয়াই স্বাভাবিক। ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার তাই লিখেছেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’

তবে সান্তোস সমর্থকদের মুখে আপাতত হাসি নেই। ‘সিরি বি’তে অবনমন নিশ্চিত হওয়ার পর সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর বাইরে রাস্তায় বেশ কিছু গাড়িতে আগুন দেন সমর্থকেরা। ক্লাবের ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনে বুকের ভেতর জ্বলতে থাকা আগুনটা সমর্থকেরা নেভাতে পারেননি।

ব্রাজিলের শীর্ষ লিগ থেকে কখনো অবনমনের শিকার না হওয়া ক্লাবগুলোর তালিকা থেকে সান্তোসের নাম কাটা পড়ার পর এখন বাকি রইল শুধু ফ্লামেঙ্গো ও সাও পাওলো। টানা ৫ ম্যাচ জয়শূন্য থাকায় ২০ দলের লিগে ১৭তম স্থানে নেমে গিয়ে অবনমন মেনে নিতে হয় সান্তোসকে।

একই দিন ক্রুজেইরোর সঙ্গে ১-১ গোলে ড্র করে সিরি আ-তে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে পালমেইরাস। মৌসুমে নিজের ১১তম গোল করে পালমেইরাসকে এগিয়ে দিয়েছিলেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এনদ্রিক।

রিয়াল মাদ্রিদ তাঁকে দলে টেনে নেওয়া মোটামুটি নিশ্চিত করেই রেখেছে। আগামী বছর জুলাইয়ে ১৮ বছর বয়স পূর্ণ করার পর তাঁর সঙ্গে পেশাদার চুক্তি করবে রিয়াল। জয়ের পর এনদ্রিক বলেছেন, ‘লোকে বলছে, এটা আমি জিতেছি।

কিন্তু আমি একাই এটা জিততে পারতাম না। বছরের শুরুতে লোকের কথায় কান দিয়ে মেজাজ ধরে রাখতে পারিনি। পরে বুঝেছি, এটা করা ঠিক হয়নি। অর্থাৎ আমি একটু হলেও পরিণত হয়েছি।’

সান্তোসকে বৈশ্বিক খ্যাতি এনে দিয়েছিলেন পেলে। পঞ্চাশ ও ষাটের দশকে বৈশ্বিক সফরে নাম কামানোর পাশাপাশি সে সময় ১০বার রাজ্য চ্যাম্পিয়নশিপ এবং ৬বার ব্রাজিলিয়ান লিগ জিতেছে ক্লাবটি। ১৯৬২ ও ১৯৬৩ সালে জিতেছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ নামে খ্যাত কোপা লিবার্তোদোরেস।

এই দুই বছরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা ইন্টারকন্টিনেন্টাল কাপও জিতেছে সান্তোস। ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোস সব মিলিয়ে ৮বারের চ্যাম্পিয়ন। তিনবার জিতেছে কোপা লিবার্তোদোরেস।