ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস আজ

আজ বুধবার ৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক হানাদার বাহিনী ঝিনাইদহ ছেড়ে গেলে মিত্র বাহিনী, মুক্তি বাহিনী ও মুজিব বাহিনী যৌথভাবে ঝিনাইদহ মুক্ত ঘোষণা করে। পাক হানাদারবাহিনী ঝিনাইদহ ছেড়ে কুষ্টিয়া অভিমুখে রওনা হলেও তাদের একটি গ্রুপ শৈলকুপা বাজারে অবস্থান করে।

খবর পেয়ে মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর সাথে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার বাহিনীর সাথে ২৬ ঘন্টা যুদ্ধ চলাকালে ৬০ রাজাকার ও ১৩ পাক আর্মি মারা যায়। মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে তৎকালিন ঝিনাইদহ মহাকুমার এসডিপিও মাহবুবুর রহমান গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে সশস্ত্র যুদ্ধ শুরু হয়।

ঝিনাইদহের মহেশপুর কোটচাঁদপুর, কালীগঞ্জ ও হরিনাকুন্ডু থানার বিভিন্ন এলাকা থেকে পাকবাহিনী ও তার দোসরা ৫ ডিসেম্বর রাত থেকে পিছু হটতে শুরু করে। পরাজয় নিশ্চিত জেনে পাকহানাদার বাহিনী গভীর রাতে মহেশপুর ও খালিশপুরের মহাসড়ক ব্রীজ, বিষয়খালি ব্রীজ উড়িয়ে দিয়ে ঝিনাইদহ ছেড়ে পালিয়ে যায়।

৬ ডিসেম্বর তৎকালিন মুজিববাহিনীর জোনাল লিডার মরহুম বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আয়ুব হোসেন, আঞ্চলিক কমান্ডার জেডএম ফিরোজ, আব্দুর রহমান সুমন, থানা কমান্ডার আব্দুল হাই, ফয়জুর রহমান চৌধুরী, মকবুল হোসেনসহ জেলার মুক্তি বাহিনী ও মুজিব বাহিনী সদস্যরা জেলা ও থানায় মুহুমুহু গুলিবর্ষন করে আনন্দ উল্ল¬াস করতে করতে থানা ও মহাকুমা সদরে প্রবেশ করে। সেই হিসাবে ৬ ডিসেম্বর ঝিনাইদহের মুক্তিযোদ্ধাদের একটি স্মরনীয় দিন হিসেবে ইতিহাসের পাতায় স্থান লাভ করেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন জানান, দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংর্বধনাসহ দিন ব্যাপি নানান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।




আজ ‘মেহেরপুর মুক্ত’ দিবস

আজ ৬ ডিসেম্বর। ‘মেহেরপুর মুক্ত’ দিবস। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় দিক-বিদিক হারিয়ে পাকিস্থানী হানাদার বাহিনীর শেষ দলটি ৫ ডিসেম্বর বিকেল থেকে গোপনে মেহেরপুর ছাড়তে থাকে। পরের দিন ৬ ডিসেম্বর রাজনৈতিক মর্যাদাপুর্ণ মেহেরপুর জেলা হানাদার মুক্ত হয়।

২ ডিসেম্বর গাংনী হানাদার মুক্ত হলে শিকারপুরে (ভারত) অবস্থিত মুক্তি বাহিনীর এ্যাকশন ক্যা¤েপর ক্যাপ্টেন তৎকালীন মেহেরপুর মহকুমা প্রশাসক (এসডিও) তৌফিক ইলাহী চৌধুরী হাটবোয়ালিয়ায় এসে মুক্তিবাহিনীর ঘাঁটি স্থাপন করেন। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিত ভাবে ৫ ডিসেম্বর মেহেরপুরে প্রবেশ করে। সীমান্তে পাকবাহিনীর পুঁতে রাখা অসংখ্য মাইন অপসারনের মধ্য দিয়ে মেহেরপুর পুরোপুরি ভাবে হানাদার মুক্ত হয় ৬ ডিসেম্বর। ঐদিন মেহেপুরের জনসাধারণ এবং আপামর মুক্তিযোদ্ধারা সর্বস্তরের লোক একযোগে রাস্তায় নেমে পড়ে আনন্দে উল্লাসিত হয় এবং মিষ্টি মুখ করে উল্লাসে মন প্রফুল্ল হয়।

এদিকে, মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকাল ৯টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।




কাথুলীর গাড়াবাড়ীয়াতে নৌকার প্রার্থী নাজমুল হক সাগরের কর্মী সভা

কাথুলীর গাড়াবাড়ীয়াতে নৌকা মনোনীত প্রার্থী নাজমুল হক সাগরের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৭ টার সময় কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানার নিজ রাজনৈতিক কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সভা অনুষ্ঠানে কাথুলী ইউ পি চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর -২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃশফিকুল আলম,গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী,কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান রেজা সহ কাথুলী ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বার বৃন্দ। আরো উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

আজকের এই কর্মী সভায় ২ নং ওয়ার্ড গাড়াবাড়ীয়া গ্রামের মিজানুর রহমান রানা চেয়ারম্যানের নির্বাচনী কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান রানা জানান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধান মন্ত্রী শেখহাসিনার মনোনীত ও পছন্দের প্রার্থী ডাঃসাগর কে ব্যাপক ভোটে বিজয় লাভ করিয়ে ৭৪ মেহেরপুর ২ গাংনী আসনটি উপহার দিব ইনশাআল্লাহ। তবে এই নির্বাচনে ভোটারের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট সংগ্রহ করার সৈনিক হিসেবে কাজ করতে হবে আপনাদের কে।আপনাদের ভূমিকায় এখানে মূখ্য।

কর্মী সভায় নৌকা মনোনীত প্রার্থী নাজমুল হক সাগর জানান আপনারা জানেন আমার বাবা সাবেক সংসদ সদস্য নূরুল হক গাংনী আপামর জনগনের জন্য কাজ করে গেছেন সেই সুবাদে জননেত্রী শেখ হাসিনা আমাকেও নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে আসার সুযোগ করে দিয়েছেন। আমি নির্বাচিত হলে আপনাদের কাউকে ব্যাক্তিগত ভাবে হয় তো গাড়ি বাড়ি উপহার দিতে পারবো না তবে এই গাংনী উপজেলা হবে বাংলাদেশের অন্যতম স্মার্ট উপজেলা। প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমরাও অগ্রনি ভূমিকা রাখবো। আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। সৃষ্টি কর্তার কাছে আমার চাওয়া পাওয়া কিছু নেই সব দিয়েছেন এখন যদি চান আপনাদের সন্তান এবং ভাই হিসেবে আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের সেবক হিসেবে সুযোগ করে দিবেন তাহলে এতটুকু বলতে পারি সরকারের সর্বোচ্চ সেবাটুকু প্রতিনিধি হিসেবে আপনাদের দৌড় গোড়া পৌছে দিব। আপনাদের কাছে অনুরোধ রাখবো আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।




জীবননগরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

জীবননগর উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, বিজয় দিবস অনুষ্ঠানে অনেকেই বিভিন্ন রঙের পোশাক পরে আসে। এটা খারাপ দেখায়। অনুষ্ঠানে যারা আসবে তারা লাল ও সবুজ পোশাক পরে আসলে ভালো লাগবে।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্ব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আক্তার, জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জীবননগর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. মনিরুল ইসলাম প্রমুখ।




দর্শনা ঘুঘুডাঙ্গা আশা অফিসের পিওনকে মারপিটের অভিযোগ

দর্শনা ঘুঘুডাঙ্গা আশা অফিসে ঋণ নেওয়ার বিষয়কে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে।এ ঘটনায় আশা এনিজিও অফিসের ম্যানাজার দর্শনা থানায় দায়ের করেছে লিখিত অভিযোগ।

ঘটনার বিবরণে জানা গেছে,  আজ মঙ্গলবার ৫টার দিকে ঘুঘুডাঙ্গা অফিসে এ মারপিটের ঘটনায় ৩ জনসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী আশা সংস্থার কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে এ অভিযোগ করেন।

আসামীরা হলেন, দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের হাশেম আলীর ছেলে দুই রিন্টু মিয়া (৩৫) ও মোঃ রায়হান (৪০) এবং মৃত্য আব্দুল আজিজ শেখ এর ছেলে হাশেম আলী (৬০) ও অজ্ঞাত আরো ২/৩ জন। ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ ডিসেম্বর বেলা ৩টার দিকে আশা অফিসে হাশেম আলী ও স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ঋণ নিতে আসে।

এ সময় তাদের কাগজপত্র ঠিক না থাকায় ম্যানেজার আগামী ১২/১২/২০২৩ তারিখ কাগজপত্র ঠিক করে নিয়ে আসতে বলে। এক সপ্তাহ পরে ঋণ নেওয়ার কথা বলতেই রিন্টু মিয়া ক্ষিপ্ত হয়ে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় অফিসের পিয়ন হাসান আলী তাদের অফিসের বাইরে বের করে দেয়। এর কিছুক্ষন পর আসামী ৩ জনসহ আরো অজ্ঞাত ২/৩ এসে হাসান আলী (৩৬) কে এলোপাতাড়ি কিল,ঘুষি মেরে শরীলে বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করে। এছাড়া বিভিন্ন হুমকি-ধামকি প্রদান ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

এ ঘটনায় সংস্থার ম্যানেজার মোশারফ হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেন।




দর্শনায় ২ লিটার বাংলামদসহ শম্ভু দাস আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ২ লিটার বাংলামদসহ শ্রী শম্ভু দাস (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ মাসের কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত শম্ভু দাস বলদিয়া গ্রামের নীলমণি দাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন। আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা বলদিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন মঙ্গলবার সকালে দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় বলদিয়া গ্রামের শ্রী শম্ভু দাসের বাড়ি থেকে ৩ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ তাকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।




স্নাতক পাসে নিয়োগ দিচ্ছে মধুমতি ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি টেলার/হেড টেলার (ক্যাশ ক্যাডার) : এও (ক্যাশ)-এসও (ক্যাশ) পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : মধুমতি ব্যাংক লিমিটেড

পদের নাম : টেলার/হেড টেলার (ক্যাশ ক্যাডার) : এও (ক্যাশ)-এসও (ক্যাশ)

পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : কম্পিউটারে এমএস প্যাকেজ (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে) জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর, নতুন প্রার্থীদের আবেদন করতে হবে না।
চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল : দেশের যেকোনো স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদনের শেষ সময় : ২৬ ডিসেম্বর ২০২৩

সূত্র : বিডিজবস




গাংনীতে নাশকতা মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি গ্রেফতার

নাশকতার মামলায় গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলালকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোররাতের দিকে থানা পুলিশের একটি টিম প্রধান শিক্ষক আল হেলালের গাংনী শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আল হেলাল গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের হাজু বিশ্বাসের ছেলে।

ওসি তাজুল ইসলাম জানান,বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলা নং ২, তারিখে ২/১২/২৩ এর আসামি প্রধান শিক্ষক আল হেলাল।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে প্রধান শিক্ষক আল হেলালকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার মুক্তি দাবি করেন তিনি।




স্বপ্ন ও লড়াইয়ের গল্প নিয়ে প্রকাশ্যে ‘ডানকি’র ট্রেলার

অবশেষে প্রতীক্ষার অবসান। টিজার ও দুটি গান প্রকাশের পর প্রকাশ্যে এলো ‘ডানকি’র ট্রেলার। দেশের মাটি, দেশের মানুষের আবেগের ওপর ভর করে পাঞ্জাব থেকে লন্ডন যাওয়ার স্বপ্ন এবং লড়াইয়ের গল্প বলবে শাহরুখ খানের আসন্ন সিনেমা।

চলতি বছর তৃতীয় সিনেমা নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন শাহরুখ খান। কৌতুক ও হৃদয় ভোলানো আবেগঘন মুহূর্তে পরিপূর্ণ ‘ডানকি’ সিনেমার ট্রেলার, যা রাজকুমার হিরানির জগতে প্রবেশ করতে সাহায্য করবে।

একদিকে, মধ্যমণি শাহরুখ খান। আর তাকে ঘিরে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভারের মতো তাবড় শিল্পীরা।

পাঁচ বন্ধু, যাদের শখ লন্ডন পাড়ি দেওয়ার, কিন্তু পথে বাধা তাদের ইংরেজি না বলতে পারা। ট্রেলারের শুরুতে দেখানো হয় এক স্টেশনে নামেন শাহরুখ। সেখানে তার সঙ্গে পরিচয় হয় চারজনের। ইংল্যান্ড যেতে ইচ্ছুক তারা। ইংরেজি না পারার কারণে হেস্তনেস্ত হতে হয় তাদের।

একসময় তারা অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে। এরপর তাদের জীবনে নেমে আসে অন্ধকার। শাহরুখের হাতে হাতকড়াও দেখা যায়। তবে ২৫ বছর পর শাহরুখকে দেখা যায় নতুন লুকে। নতুন মিশন নিয়ে এগিয়ে যায় এই শাহরুখ।

এবছরটা শাহরুখের বছর। তার ‘পাঠান’ ও ‘জওয়ান’ পুরো বিশ্বে দারুণ ব্যবসা করেছে। তাই এই ছবিটিকে ঘিরে দর্শকের প্রত্যাশা আরও বেশি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে গৌরির রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ২১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ শহর থেকে চাইনিজ কুড়ালসহ যুবক আটক

ঝিনাইদহ শহর থেকে চাইনিজ কুড়াল, চাকু, দেশিও থরকোচসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ইয়াছির আরাফাত (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের ক্যাসেলব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক সদর উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেমের ( টাইগার) ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ শহরের ক্যাসেল ব্রিজ এলাকায় সেভেন গিয়ারসহ এক যুবক অবস্থান করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াছির নামের যুবককে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে একটি সেভেন গিয়ার পায়।

গ্রেফতার যুবকের স্বীকারোক্তি মোতাবেক তার গ্রামের বাড়ি সদরের খাজুরা থেকে একটি ট্যাটা, একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করে।
ঘটনায় থানায় মামলা দায়ের করে যুবককে আদালতে পাঠানো হয়েছে।