মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশন বন্ধ

মাইক্রোসফট ৩৬৫-এর ব্রাউজার এক্সটেনশন সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। বিনামূল্যে ব্যবহারযোগ্য এক্সটেনশনটি মাইক্রোসফট এজ ও গুগল ক্রোমের মতো ব্রাউজারগুলোয় ব্যবহার করা যেত।

এ এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েব মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন চালাতে পারত। মাইক্রোসফটের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, ১৫ জানুয়ারির পর থেকে এক্সটেনশনটি আর কাজ করবে না। বর্তমানে ক্রোমে মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশনটির ব্যবহারকারীর সংখ্যা ৬০ লাখের অধিক। মাইক্রোসফট এজ ব্রাউজারে এক্সটেনশনটির ব্যবহারকারী ৪০ লাখেরও বেশি।

নির্ধারিত সময়ের পর থেকে এক্সটেনশনটি আর সিকিউরিটি আপডেট, অন্যান্য আপডেট, টেকনিক্যাল সাপোর্ট পাবে না। যুক্তরাষ্ট্রের কোম্পানিটি আরও জানায়, এক্সটেনশনটি এজ ও ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে।

এখন থেকে এজ ব্রাউজার ব্যবহারকারীরা সাইডবার থেকে সরাসরি মাইক্রোসফট ৩৬৫ ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।

সূত্র: যুগান্তর




পিএসএলের নিলাম ১৩ ডিসেম্বর, সর্বোচ্চ মূল্যে সাকিবসহ আছেন যারা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের নিলাম আগামী ১৩ ডিসেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে। নিলামে নিবন্ধন করা ২৫৪ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে ৬টি ফ্র্যাঞ্চাইজি ৩৪টি ম্যাচে অংশ নিবে। আগামী ১৩ ফেব্রুয়ারি পিএসএল শুরু হয়ে ১৮ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।

নিলামে থাকা ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরীতে রাখা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরী হলো প্ল্যাটিনাম। এরপর ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং উদীয়মান।

প্ল্যাটিনাম ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১ লাখ ৪৮ হাজার ৬৬ ডলার। ডায়মন্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৫২ হাজার ৪৩৩ ডলার। গোল্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৩৭ হাজার ৪৫২ ডলার। সিলভার ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১৮ হাজার ৭২৬ ডলাল। উদীয়মান ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৭ হাজার ৪৯০ ডলার।

প্ল্যাটিনাম ক্যাটারিতে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ ২০ জন বিশ্ব তারকা।

প্ল্যাটিনাম ক্যাটাগরীতে আছেন- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ইংল্যান্ডের তারকা অ্যালেক্স হেলস, ডেভিড উইজ, জেমস ভিন্স, আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, স্পিনার মুজিব উর রহমান, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কলিন মুনরো, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিশি ভেন ডার ডুসেনের মতো তারকারা।

সূত্র: যুগান্তর




কুষ্টিয়ায় চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঘরের জানালা-দরজা বানানোর ঘটনাকে কেন্দ্র আপন চাচাতো ভাইদের মধ্যে বাক-বিতণ্ডা ও সংঘর্ষে কুষ্টিয়ার মিরপুরে মনিরুল ইসলাম মনির মিস্ত্রি (৪৮) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতলে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (০৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম মনির মিস্ত্রি উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের মৃত রহিম মিস্ত্রির ছেলে।

নিহতের মেয়ে মিলি খাতুন অভিযোগ করে বলেন, আমার ভাই আব্দুল্লাহ ঘরের দরজা এবং জানালা তৈরি করতে দেয় চাচা আমিরুলের কাছে। গতকাল রাতে জানালা নেবে না বলে বাক-বিতণ্ডা বাঁধে। একপর্যায়ে মনিরুল ইসলামের চাচাতো ভাই আমিরুল তার ভাই নাজমুল, এনামুল, মিনা ও কালু লাঠি নিয়ে বাড়িতে এসে আমার ভাই আব্দুল্লাহকে মারধর করেন। এসময় আমার বাবা ঠেকাতে গেলে তাকেও মারধোর করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। এবং আমার ভাই আব্দুল্লাহকে (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের জানালা-দরজা বানানোর ঘটনাকে কেন্দ্র আপন চাচাতো ভাইদের মধ্যে বাক-বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনায় মনিরুল ইসলাম মনির মিস্ত্রি নামের একজন নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।




মুজিবনগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

“সম্মিলিত কর্মের শক্তি: যদি সবাই করত”বিশ্বের জন্য ভাল পরিবর্তন এই প্রতিপাদ্যে মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির বল্লভপুর প্রজেক্ট অফিস চত্তর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় শেষ হয়ে গুডনেইবারর্স এর সেমিনার কক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান এর সভাপতিত্বে ইয়ুথ লীডার ও প্রতিবেশী যুব সংঘের সাধারণ সম্পাদক শামীম খান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, গুডনেইবারর্স এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ,সিডিপি মেডিকেল অফিসার ডা:শুভ কুমার মজুমদার, প্রতিবেশী যুব সংঘের সভাপতি ইস্তিয়াক হোসেন, এস, এস সাপোর্টার ও প্রতিবেশী যুব সংঘের সহ-সভাপতি, সজীব হোসেন।

আলোচনা সভায় সিডিপি ম্যানেজার বিভব দেওয়ানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে দিবস উদযাপনের উদ্দেশ্য ও দিবসের তাৎপর্য শিশু অধিকার নিশ্চিতে যুবদের ভূমিকা (শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন প্রতিরোধ)।স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবকতা কি,দিবসের প্রতিপাদ্য নিয়ে শেয়ারিং বক্তব্য রাখেন অতিথি বৃন্দ।

আলোচনা সভা শেষে সেচ্ছাসেবকদের মধ্য উন্মুক্ত আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর সেচ্ছাসেবকবৃন্দ উপস্হিত ছিলেন।




গাংনীতে প্রস্তুতিমূলক সভা

গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার  সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, বিজয় র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাদির হাসান শামীম, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।




গাংনীতে ফুটবলের আঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে ফুটবল খেলতে গিয়ে বলের আঘাতে সপ্নীল হােসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। কলেজ ছাত্র সপ্নীল তেরাইল গ্রামের কাউছার আলীর ছেলে। এবং স্থানীয় তেরাইল-জােড়পুকুরিয়া (বঙ্গবন্ধু কলেজ) এর দ্বাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সপ্নীল এদিন বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলেন। খেলার এক পর্যায়ে ফুটবলের আঘাতে সে মাঠে লুটিয়ে পড়ে গুরুতর ভাবে অসুস্থ হয়। এসময় অন্য খেলোয়াড় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। বলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।




প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সম্পদ বেড়েছে বহুগুণ

নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোননয় পত্রের সাথে জমা দেওয়া হলফনামা, দশম ও একাদশ সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের থেকেও কয়েক গুণ বেশি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদে নির্বাচিত হওয়ার পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার আগে তিনি ঢাকার একটি প্রাইভেট কলেজে শিক্ষকতা করতেন।

গত ১০ বছরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের রেকর্ড পরিমাণ সম্পদের একটি বড় উৎস হলো কৃষি। এই খাতে বছরে ২৫ লাখ টাকার বেশি আয় করেন তিনি। এছাড়া অন্যন্যা খাতেও তার আয় বেড়েছে।

হলফনামায় তিনি লিখেছেন, কৃষি থেকে তাঁর বছরে আয় ২৫ লাখ ১৮ হাজার টাকা, ব্যবসা থেকে ১৭ লাখ ৭৯ হাজার ৩৭৪ টাকা, শেয়ারবাজার ও ব্যাংক আমানত থেকে ৪ লাখ ২৮ হাজার ২০১ টাকা এবং পারিশ্রমিক, ভাতা, সম্মানী হিসেবে ২৯ লাখ ৭৬ হাজার ২৭৫ টাকা আয় করেন। এই হিসাবে তাঁর আয়ের বড় অংশটি আসে পারিশ্রমিক, ভাতা ও সম্মানী থেকে।

তাঁর নগদ রয়েছে ১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬৯৬ টাকা, যা পাঁচ বছর আগে একাদশ সংসদ নির্বাচনের সময় ছিল ৬ লাখ টাকা। ১০ বছর আগে সংসদ নির্বাচনের সময় নগদ ছিলো ৯ লাখ টাকা এবং ব্যাংকে জমা ছিলো ১১ লাখ ৭৬ হাজার ২৩৮ টাকা।

এ ছাড়া বর্তমানে তাঁর ব্যাংকে আছে ২৯ লাখ ১ হাজার ৯১৫ টাকা এবং পোস্টাল সেভিংস রয়েছে ৪০ লাখ টাকার, যার অর্ধেক তাঁর স্ত্রীর নামে। তিনি যে গাড়িটি ব্যবহার করছেন তার দাম ৭৫ লাখ ৫০ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামে একটি মাইক্রোবাস রয়েছে, যার দাম ৭ লাখ ৫০ হাজার টাকা। তার স্ত্রী মোনালিসার নগদ টাকা রয়েছে ৪৭ লাখ, ব্যাংকে জমা আছে দেড় লাখ, সঞ্চয় পত্র কেনা আছে ২০ লাখ, ব্যবসায় বিনিয়োগ রয়েছে ৪০ লাখ টাকা।

ফরহাদ হোসেনের নিজের ২৫ ভরি ও স্ত্রীর ১৩০ ভরি স্বর্ণ রয়েছে। স্থাবর সম্পদ হিসেবে তিনি বেশ কিছু জমিজমার তথ্য এবারের হলফনামায় দিয়েছেন। তাঁর কৃষিজমি রয়েছে ২৭৪ শতক। রাজধানীর উত্তরায় ১ হাজার ৬০০ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট তাঁর নামে রয়েছে, তবে তা বুঝে পাননি। এ ছাড়া একটি দোতলা পাকা বাড়ি রয়েছে তাঁর।

তবে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরহাদ হোসেন যে হলফনামা দাখিল করেছিলেন তা নগদ ও ব্যাংকে জমা মিলিয়ে ২০ লাখ টাকা ছিলো। তখন তিনি কোন গাড়ির মালিক ছিলেন না, ছিলো না কোন কৃষি জমি, ব্যবসা এমনকি কোন ফ্ল্যাট।

একাদশ সংসদ নির্বাচনের সময় দেড় কোটিরও কম টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। ওই সময় তাঁর কাছে নগদ ছিল ৬ লাখ টাকা। এ ছাড়া তখন তাঁর ছিল ৮০ লাখ টাকা দামের একটি গাড়ি, স্বর্ণ ও মূল্যবান ধাতু ছিল ২০ লাখ টাকার, আসবাব ছিল ৫ লাখ টাকার এবং ব্যবসা ও অন্যান্য সম্পদ ছিল ৩০ লাখ টাকার। ওই বছর তাঁর সঞ্চয়পত্র ছিল ১ লাখ ৫ হাজার ৩৫৩ টাকার। কৃষি থেকে আয় ছিল ৪ লাখ ও অন্যান্য খাত থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা।

মেহেরপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত হলফনামা ও নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত হলফনামা বিশ্লেষণ করে এসকল তথ্য পাওয়া গেছে।




চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনে কাটা পড়ে ৫ গরুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ট্রেনে কাটা পড়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল সোয়া ৩টার দিকে উথলী রেলস্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, উথলী গ্রামের মসলেম মণ্ডল ও তপন বিশ্বাস নামের দুজন ব্যক্তি দীর্ঘদিন ধরে একপাল গরু (১৫-২০টি) উথলী এলাকার বিভিন্ন মাঠে চরিয়ে বেড়ান।

আজ সোমবার বিকালে তাঁরা গরুগুলো উথলী রেলস্টেশন এলাকায় লাইনের ধারে চরাচ্ছিলেন। হঠাৎ বেশ কয়েকটি গরু রেললাইনের উপর উঠে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা এক্সপ্রেস ট্রেনে ২টি গাভি, ১টি বকনা ও ২টি এঁড়ে গরু কাটা পড়ে। গরু কাটা পড়ায় গরুর মালিক উথলী গ্রামের মণ্ডল পাড়ার মৃত ফজল মণ্ডলের ছেলে মসলেম মণ্ডল (৭৫), একই এলাকার আজিজুল মণ্ডলের ছেলে মোমিন মণ্ডল (৪৫), হাসেম মিয়ার ছেলে আব্দুস সামাদ টেংরা (৩৬) এবং ভুলা বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৫০) কান্নায় ভেঙে পড়েন। একসাথে ৫টি গরু ট্রেনে কাটা পড়ার খবর শুনে ঘটনাস্থলে শত শত মানুষ উপস্থিত হন।

উল্লেখ্য, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার ৬ ঘণ্টার মতো দেরিতে চলছিলো। হঠাৎ ট্রেন চলে আসবে এটা তাঁরা ভাবতে পারিনি । তবে গরু চরানোর সময় তাদের আরও সতর্ক থাকা উচিত ছিলো বলে এলাকাবাসী মনে করেন।




দর্শনা- মুজিবনগর সড়কে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল শিশুর

দর্শনা-মুজিনগর সড়কের কুড়ুলগাছির পশ্চিমপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধ আলমসাধুর ধাক্কায় শাহরিয়ার হেলাল ঝরা খাতুন নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মুজিবনগর – দর্শনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝরা খাতুন (৪) কুড়ুলগাছি গ্রামের পশ্চিম পাড়ার শাহরিয়ার হেলাল ঝলকের মেয়ে।

নিহত শিশুর পরিবার ও প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রধান সড়কের পাশে অনেক শিশুদের সাথে খেলা করছিলো এমন সময় শিশু ঝরার মামা রাস্তার বিপরীত দিকে দাড়িয়ে ছিলো শিশু ঝরা তার মামাকে দেখে ছুটে রাস্তা পার হবার সময় কার্পাসডাঙ্গা থেকে দর্শনা দিকে একটি দ্রত অবৈধ আলমসাধু দ্রুতগতিতে যাবার সময় তার আলমসাধুর সাথে ধাক্কা লেগে শিশু ঝরা পিচরাস্তার ওপর ছিটকে পড়ে। তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেবার পর তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন। তাকে নিয়ে পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল হাসপাতালে পৌছানোর পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিশু শাহারিয়ার হেলাল ঝরা মারা যায়।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান আহত শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহ বলেন, ঘটনাটি শুনেনি কিন্তু কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




দামুড়হুদায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের মহড়া অনুষ্ঠিত

দামুড়হুদায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমস্ত ভোটকেন্দ্রে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেজন্য জেলা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নেতৃত্বে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে সম্পূর্ণ করার জন্য সকল ভোট কেন্দ্রে যেন সাধারণ জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, প্রতিটা নাগরিক যেন নির্বিঘ্নে ও নিরবিচ্ছিন্নভাবে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারে, এতে যেনো কেউ বাধা প্রদান করতে না পারে সে লক্ষে মহড়া প্রদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ। জেলার সব স্থানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার বৃন্দ মহড়ায় উপস্থিত ছিলেন।