মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা পরিষদের সভা কক্ষে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার একরামুল হক, সদস্য এ্যাড. এ কে এম শফিকুল আলম, এ্যাড. খন্দকার আব্দুল মতিন, শামীম আরা হারী, কে এম ফজলুল করিম, মোঃ সাজ্জাদুল, যুবনেতা খন্দকার শামসুজোহা সোহাগ
প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভার পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের ত্রৈ-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।




মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, কিন্তু বোমাটি ছিলো নকল

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে একটি একতলা বাড়ির ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে উর্ধতন কর্তৃপক্ষকে জানায় পুলিশ। উত্তেজনা পূর্ণ দিন অতিবাহিত করার পর রাতে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে জানালো নকল বোমা।

গতকাল শুক্রবার (১লা ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে (৩:৩০) গোপন খবরের ভিত্তিতে পিরোজপুর পুলিশ ফাড়ির সদস্যরা পিরোজপুর বাজার পাড়ার নইমুদ্দিনের ছেলে মোঃ মিঠুন (২৫) এর একতলা বসতবাড়ীর ছাদে বোমা সাদৃশ্য বস্তু থাকায় অভিযোগে বাড়িটি ঘিরে রেখেছিলো।

পিরোজপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটির সাথে মিঠুনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ক্যাম্পের সদস্যগণ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা খুলতে বললে বাড়ির সদস্যগণ গেইট খুলে দেয়। এরপর বাড়ির ছাদে গেলে একটি সিমেন্টের ব্যাগে লালটেপ প্যাচানো অবস্থায় ২ টি বোমাসদৃশ কৌটা ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় ১ টি অজ্ঞাত বস্তু দেখতে পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে র‍্যাবের একটি বিশেষ দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে আসার আহ্বান জানায়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত বস্তুু দুটি বােমা কি না নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাংনী র‍্যাব সিপিসি-১২ ক্যাম্পের কমান্ডার সরকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। বোমাটি সেখানেই পুলিশ ঘির। যশোর থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসছেন। এরপর বিস্তারিত বলা যাবে। ‘

সন্ধ্যায় বোম্ব ডিসপোজাল ইউনিটের টিম এসে পরিক্ষা নিরিক্ষা করার পর আনুষ্ঠানিকভাবে প্রেসব্রিফিং করে জানায় উদ্ধারকৃত বোমা সদৃশ্য বস্তু গুলি নকল বোমা।




কিউইদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়ানে যাত্রা শুরু বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে ২০২৩- ২০২৫ টেস্ট চ্যাম্পিয়ানের যাত্রা শুরু বাংলাদেশ। সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে এই যাত্রা শুরু হয়েছে। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। প্রথম সেশনেই নাঈম আর তাইজুল এই তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার হাতে নিয়েছেন তাইজুল।

গতকাল বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের টার্গেটে সেই লক্ষ্য ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে কিউইরা।তাইজুলের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের লড়াইয়ের শেষ আশা হয়ে ছিল ৪৪ রানে অপরাজিত ড্যারিল মিচেল। সকালে মিচেল তার টেস্ট ক্যারিয়ারের ৯ম ফিফটি তুলে নেয়। ১২০ বলে ৫৮ রান করে নাঈম হাসানের বলে সুইপ করতে গিয়ে তাইজুলের হাতে ধরা পরেন এই ব্যাটার। এরপর মাঠে এসে পাল্টা আক্রমন করে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। তাইজুলের বলে আউট হওয়ার আগে আক্রমণাত্বক ব্যাটিংয়ে ২ ছক্বা ও ১ চারে ২৪ বলে ৩৪ রান করেন সাউদি।

শেষ ব্যাটার হিসেবে আউট হন অনেকক্ষণ ধরে প্রতিরোধ গড়ে রাখা ইশ সোধি। তিনি ৯১ বলে ২২ রান করে তাইজুলের শিকার হন। ১৮১ রানে শেষ হয় নিউজিল্যান্ড এর দ্বিতীয় ইনিংস।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এ নিয়ে ৭ম টেস্ট খেলল বাংলাদেশ। ৩ হার ও ৩ ড্রয়ের পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর তাতে দারুণ অবদান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। নিউজিল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিলেন তিনি। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেট নিলেন তাইজুল। ২০১৮ সালে টেস্টে প্রথমবারের মতো তাইজুল ১০ উইকেট নিয়েছিলেন এই সিলেটেই! নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে নিলেন ৬ উইকেট।

সিলেট টেস্ট জয়ে ব্যাটসম্যানদের কথাও বলতে হবে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৮৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় ইনিংসে হাল ধরেছিলেন তিন ব্যাটসম্যান-অধিনায়ক নাজমুল হোসেন (১০৫), মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদী হাসান মিরাজ (৫০*)।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন আওয়ামী লীগ পন্থী পরিষদের নিরঙ্কুশ জয়

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন (২০২৪) এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে আইনজীবী সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সভাপতি সম্পাদকসহ ১৭টি পদের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে সম্মিলিত আওয়ামী আইনজীবী পরিষদ (ইসমাইল- মঞ্জুরুল) প্রার্থীরা জয়লাভ করেছে। বাকী ৩টি সদস্য পদে বিএনপি জামায়াত পন্থী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী পন্থী পরিষদের অ্যাড. ইসমাইল হোসেন ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী পরিষদের কাজী একরামুল হক আলম পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী পরিষদের মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ১৪৬ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থ’ী পরিষদের আব্দুর রশিদ বিশ্বাস পেয়েছেন ১৩০ ভোট। এছাড়া আওয়ামী পন্থী পষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে আব্দুল খালেক পেয়েছেন ১৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আলাউল হক পেয়েছেন ১৩৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম পেয়েছেন ১৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম রিয়াজ পেয়েছেন ১২৭ ভোট। হিসাব নিরিক্ষক পদে শাহিনুল ইসলাম শাহীন পেয়েছেন ১৭০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিউল ইসলাম পেয়েছেন ১০৮ ভোট, সাহিত্য সাংস্কৃতিক, গ্রন্থাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ পেয়েছেন ১৬৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বীনা খাতুন পেয়েছেন ১০৯ ভোট, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে আ.ম.সোহানুর জোয়ার্দ্দার (সাথী) পেয়েছেন ১৯৪ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ উর রহমান পেয়েছেন ৮১ ভোট, ধর্মীয় ও অপ্যায়ন সম্পাদক পদে আব্দুল মান্নান পেয়েছেন ১৭২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান মন্ডল পেয়েছেন ১০১ ভোট। এছাড়া সদস্য পদে আওয়ামী পন্থী পরিষদের হাবিবুল্লাহ বাহার, আব্দুল মতিন, মীর আক্কাছ আলী, আছাদুজ্জামান বাবু, ওবায়দুর রহমান (মিলন) ও কামাল হোসেন এবং বিএনপি পন্থী পরিষদের দবির হোসেন, রাশিদুল হাসান জাহাঙ্গীর এবং শামসুজ্জামান লাকী নির্বাচিত হয়েছেন। জেলা আইনজীবী সমিতির ২৮৭ ভোটারের মধ্যে ২৮৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে বলে আইনজীবী সমিতির সদস্যরা জানিয়েছেন




আবারো শুটিংয়ে ফিরছে ‘আগুন’ সিনেমা

বদিউল আলম খোকনের পরিচালিত ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হয়েছিল করোনার আগে। কয়েক ধাপে শুটিং হলেও এখনও সম্পন্ন হয়নি শাকিব খান অভিনীত এই সিনেমার শুটিং। আবারো এই সিনেমা নিয়ে শুটিং সেটে ফিরছেন নির্মাতারা।

আগেই শেষ হয়েছিল সিনেমার ৮০ ভাগ কাজ। বাকি ২০ ভাগ সম্পন্ন করতে আগামী ২২ ডিসেম্বর সেটে ফিরবেন বলে জানিয়েছেন পরিচালক। তিনি জানান, এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। আগামী ২২ ডিসেম্বর থেকে আটকে থাকা বাকি অংশের শুটিং হবে।

গণমাধ্যমে পরিচালক বলেন, ‘সামনের সপ্তাহ থেকে ‘‘রাজকুমার’’ ছবির শুটিং করবেন শাকিব। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।’

সিনেমাটিতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা জাহারা মিতু। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সুব্রতসহ অনেকে। কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল ‘আগুন’ ছবির কাজ। সে বছরই শেষ হয়েছিল এর দ্বিতীয় লটের শুটিং। এরপর নানা জটিলতায় তা আটকে যায়।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গাতে নারীর রহস্যজনক মৃত্যু

আলমডাঙ্গায় আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাসি খাতুন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার আসাননগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত হাসি খাতুন উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর কারিগরপাড়ার আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তাকে বিভিন্ন চিকিৎসকের নিকট স্বাস্থ্য পরিক্ষা করা হলেও রোগ নির্ণয় করতে পারিনি। এরই সূত্রে সে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির সামনে আম গাছে রশি জড়িয়ে আত্নহত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ আজ শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে পোস্টমোর্টামের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাম না প্রকাশে অনেকেই জানায় আজ শুক্রবার ভোরে গ্রামের লোকজন জানতে পারে হাসি খাতুন গলায় দড়ি দিয়েছে কিন্তু তাকে কেও গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখেনি। এমনকি থানা পুলিশকেও অবহিত করেনি সাথে সাথে। তাই এই মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে এলাকায়। অনেকেই আবার বলছে মেরে ফেলে গাছে ঝুলিয়ে রেখেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ লাশের সুরতাল রিপোর্ট সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়।




ওয়ালটনে চাকরির সুযোগ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট এবং কম্পিলিয়ান্স (ইন্টার্ন) পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : অ্যাডভান্স এক্সেল সহ অডিট সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

ওয়ালটনে নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও
আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরির সুযোগ
অভিজ্ঞতা : ১ থেকে ২ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন : ইন্টার্নশিপ

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল : গাজীপুর (কালিয়াকৈর)

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময় : ১৬ ডিসেম্বর ২০২৩




দর্শনা দক্ষিনচাঁদপুর গ্রাম থেকে মোটরসাইকেল চুরি

চুয়াডাঙ্গার দর্শনায় দক্ষিনচাঁদপুর গ্রাম থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। আজ শুক্রবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা থানায় একটি সাধারন ডাইরি করছে তারেক আহম্মেদ।

অভিযোগ সুত্রে জানাযায় দর্শনা পৌরসভার দক্ষিনচাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে তারেক আহম্মেদ ১৫০ সিসির পালসার মোটরসাইকেল যার ডিজিটাল নাং চুয়াডাঙ্গা ল ১১-৬৮৪৪ বাড়ির সামনে রিলিংয়ের ভিতর রেখে নামাজ পড়তে যায়।নামাজ পড়ে এসে দেখে তার ব্যাবহারকৃত মোটরসাইকেলটি আর নাই। পরে অনেক খুঁজাখুঁজি করে মোটরসাইকেলটির আর সন্ধান মেলেনি।

দর্শনায় হঠাৎ করে আবারো মোটরসাইকেল চোর চক্র সক্রিয় হয়ে উঠছে।গত ১ মাস আগেও দর্শনা মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। কোন উপায়ন্ত না পেয়ে দর্শনা থানায় একটি সাধারন ডাইরি করেছে।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা বলেন মোটরসাইকেল চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি সাধারন ডাইরি হয়েছে।একটি অভিযোগপত্র পাওয়া গেছে।তবে বিষয়টি তদন্ত করে চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।




অ্যান্ড্রয়েড অটোতে কালার স্কিমে পরিবর্তন

অ্যান্ড্রয়েড অটোতেও এবার কালার স্কিমে পরিবর্তনে নতুন রঙের প্যালেটের মধ্যে সেলফোন, ট্যাবলেট ও ডেস্কটপের গুগল ম্যাপে প্রয়োগ করা হয়েছে, যা এখন অ্যান্ড্রয়েড অটোতে দৃশ্যমান হচ্ছে। আপডেটের পর ম্যাপে উষ্ণ রঙের পরিবর্তে কিছুটা নীলাভ বা ঠাণ্ডা রঙ যুক্ত করা হয়েছে।

এ ছাড়াও গাড়িতে গুগল ম্যাপস ব্যবহার করার সময় অ্যান্ড্রয়েড অ্যাপটিতে শীতল ও গাঢ় রঙে নতুন পরিবর্তন দেখা যাবে।

আপডেটের অংশ হিসেবে পার্ক ও বনের প্রতিনিধিত্ব করতে সবুজ রঙের বদলে ব্যবহার করা হয়েছে মিন্ট রঙ। রাস্তাগুলোকে ধূসর রঙ করা হয়েছে। এমন পরিবর্তন ব্যবহারকারীদের নজর কাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

নেভিগেশন রুটের নীল লাইন ও ওপরে থাকা তথ্য কার্ডে দিকনির্দেশনাগুলো এখন আপডেট করা রঙের স্কিমের সঙ্গে মিলিয়ে দেখানো হবে। নতুন গুগল ম্যাপস তাদের মানচিত্রকে আরো আধুনিক করার অংশ হিসেবে পরিবর্তন এনেছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। তবে অনেকের কাছে এ পরিবর্তন গ্রহণযোগ্যতা পায়নি। উষ্ণ রঙগুলো সাধারণত আরো বেশি ব্যবহারকারীবান্ধব হয়ে থাকে। যে কারণে নতুন ঠাণ্ডা প্যালেট বা নীলাভ রঙ গাড়ির ভেতর ম্যাপ দেখা ব্যবহারকারীর জন্য কষ্টকর হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: গ্যাজেট৩৬০




দামুড়হুদাতে সড়ক দুর্ঘটনায় আহত ২ : একজনকে রাজশাহী রেফার্ড

দামুড়হুদায় বন্ধুর ভাইয়ের বিয়ের ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কোমরপুর ঈদগাহ নামক স্থানে এঘটনা ঘটে।আহতরা হলেন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুল মান্নান বিশ্বাসের ছোট ছেলে আইনুর বিশ্বাস(২৪) ও সুলতান আলীর ছোট ছেলে সিফাত হোসেন(১৭)। এর মধ্যে আইনুর বিশ্বাসের অবস্থা আশংকাজনক।

সড়ক দুর্ঘটনায় আহত সিফাত হোসেন জানায়, আমার বড় ভাই শামিম হোসেনের বিবাহ ছিল গতকাল। বরযাত্রীর গাড়ি ও বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনতে কার্পাসডাঙ্গা বাজারের উদ্দেশ্য দুলাভাই এর মোটরসাইকেল নিয়ে যায়। সাথে ছিল আইনুর বিশ্বাস নিজেই খুব দ্রুত চালাচ্ছিল মোটরসাইকেল, ফুল নিয়ে ফেরার পথে কার্পাসডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোমরপুর ঈদগাহর কাছাকাছি আসলে ইজিবাইক পাশ কাটিয়ে যায়। হটাৎ অপরদিক থেকে আসা পাওয়ারটিলার এর সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় দুজন। তারপর ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলি পরে আমার আর কিছু মনে নেই।

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন বিয়ের মাইক্রো নিয়ে দুজনকে দ্রুতই দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে দুজনকে। আহত আইনুর বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। মাথায় অতিরিক্ত জখম হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা রাজশাহীতে রেফার্ড করেন। এদিকে পরিবারের লোকজন জানান আহত সিফাত হোসেনের অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। মারাত্মকভাবে মাথায় জখম হওয়া আইনুর বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানান।