মেহেরপুরে ৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুরে র‌্যাবের অভিযানে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী র‌্যাব সিপিসি ১২ র একটি দল।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে গাংনী থানার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে আনিছুর রহমান হিড়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আনিছুর রহমান হিড়(৩৩),গাংনী থানার মোহাম্মদপুর বাগানপাড়া গ্রামের মোঃ আসাদুল হিড়ের ছেলে।

গাংনী র‌্যাব সিপিসি ১২ ক্যাম্পের কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক র‌্যাব-১২) মোঃ মারুফ হোসেন পিপিএমের নির্দেশনায় একটি চৌকষ দল গাংনী থানার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৮৭ (সাতাশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আজ মঙ্গলবার সকালের দিকে গ্রেফতারকৃত আসামীকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




হলিউড এর পাশেই গড়ে উঠেছে ‘লিটল বাংলাদেশ’

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমি জাহাজ নিয়ে চায়না থেকে লং বিচ পোর্টে যাই। লং বিচ সমুদ্র বন্দরটি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে অবস্থিত। আমার সী ক্যারিয়ারে প্রথমবারের মতো আমি ক্যালিফোর্নিয়াতে যাই। যদিও প্রায় প্রতিবছরই জাহাজে কারগো বা মালামাল লোডিং বা ডিসচার্জিং করার জন্য একাধিকবার আমেরিকার বিভিন্ন পোর্টে যেতে হয়। আমাদের জাহাজটি আয়রন ওর লোডিং করার জন্য আমেরিকার লং বিচ পোর্ট এ গিয়েছিল। সমুদ্র বন্দরটিতে আমরা প্রায় ৫ দিন অবস্থান করেছিলাম। লোডিং একটু ধীর গতিতে হওয়াই আমরা একাধিকবার লস অ্যাঞ্জেলেস শহরটি ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম।

লস অ্যাঞ্জেলেস শহরকে সিটি অফ অ্যাঞ্জেলেস বা দেবদূতের শহর বলা হয়। এটি বিশ্বের বিনোদন রাজধানী হিসেবেও পরিচিত। বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন গনমাধ্যমে প্রচারিত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের সুবাদে শহরটির এক ধরনের গৌরবময় ও চাকচিক্যমন্ডিত মূর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বৃক্ষ সৌভিত রাজপথ, মহাসমুদ্র পারের বেলাভূমি ও হলিউডের সব তারকাদের শহর লস অ্যাঞ্জেলেস কোটি কোটি মানুষের কাছে স্বপ্নের শহর।
লস অ্যাঞ্জেলেস শহরে গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট গুলোর অন্যতম হলো হলিউড সাইন, ইকোপার্ক, অলভেরা স্ট্রিট, অ্যাঞ্জেলেস নগর ভবন, গৃফিত মানমন্দির,ভেনিস সৈকত ইত্যাদি।

নাগরিক কেন্দ্রের ১১ কিলোমিটার উত্তর পশ্চিমে হলিউড এলাকাটি অবস্থিত যেখানে মার্কিন চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র। এখানকার শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, অক্সিডেন্টাল কলেজ এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এট লস অ্যাঞ্জেলেস উল্লেখযোগ্য। শহর কেন্দ্র থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর।

লস অ্যাঞ্জেলেস শহরের একটি গুরুত্বপূর্ণ এবং ওয়ার্ল্ড ফেমাস টুরিস্ট স্পট হলো হলিউড সাইন। আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। হলিউডের অনেক মুভিতেই এই বিখ্যাত হলিউড সাইনটি দেখানো হয়। যাওয়ার সময়েই দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক দর্শনার্থী এসেছে। ২০২৩ সালে হলিউড সাইন এর ১০০ বছর পূর্ণ হল। হলিউড সাইন্ টি ১৯২৩ সালের ৮ই ডিসেম্বর প্রথম স্থাপিত হয়েছিল। ইংরেজি বড় অক্ষরে সাদা রং এ হলিউড লেখা। এর একটি অক্ষর উচ্চতায় ৫০ ফিট এবং লেখাটি ৪৫০ ফিট লম্বা। এটি স্টিল কাঠামোতে নির্মিত। হলিউড সাইন টি সানতা মনিকা পর্বতের মাউন্ট লি তে অবস্থিত একটি দর্শনীয় স্থান।

লং বিচ সমুদ্র বন্দর থেকে হলিউড সাইন এর দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। লং বিচ থেকে হলিউড যাওয়ার পথে রাস্তায় আমাদের একটি সাইনবোর্ড চোখে পড়ে সেখানে ইংরেজিতে লেখা লিটল বাংলাদেশ। জানতে পারি এই এলাকাতে বাংলাদেশী কমিউনিটির লোকজন বসবাস করে। যার জন্য স্থানীয় সরকার এলাকারটির নাম দিয়েছে লিটল বাংলাদেশ। সুদূর প্রবাসে বাংলাদেশের নামটি দেখে খুবই ভালো লেগেছিল। এলাকাটি লস অ্যাঞ্জেলেস শহরের আলেকজান্দ্রিয়া ও নিউ হেমপসায়ার এভিনিউ এর মধ্যে অবস্থিত একটি লোকালয়। এর চারপাশে অবশ্য কোরিয়া টাউন রয়েছে।

লস অ্যাঞ্জেলেস শহরটি তার বিশাল আয়তন, প্রাকৃতিক সৌন্দর্য, রৌদ্রজ্জ্বল নাতিশীতোষ্ণ জলবায়ু, মার্কিন চলচ্চিত্র শিল্পের প্রাণ ভোমরা হলিউড ও বিনোদন শিল্পের জন্য সুপরিচিত। জনসংখ্যার বিচারে এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগরের পর দ্বিতীয় বৃহত্তম মহানগর। শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলে একটি প্রশস্ত সমতল ভূমিতে এবং মেক্সিকো সীমান্তের কাছে অবস্থিত।

ভ্রমণের সময় অনুভব করলাম আশেপাশের পরিবেশ অনেক স্বাস্থ্যসম্মত। সুন্দর একটা পরিকল্পিত শহর। আমেরিকার অনেক সিটিতেই গিয়েছি তবে লস অ্যাঞ্জেলেস শহরের পরিবেশটা সত্যিই মনমুগ্ধকর, যদিও এখানে জীবন যাত্রার ব্যয় আমেরিকার অন্যান্য স্টেটের থেকে অনেক বেশি।
লেখক: মাস্টার মেরিনার, এক্স ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমী চট্টগ্রাম।




প্রাথমিকের বই উৎসব মিরপুরে, মাধ্যমিকের কুমিল্লায়

অতীতের মতো এবারও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিন সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে প্রাথমিক স্তরের সব বই পৌঁছে গেলেও মাধ্যমিক স্তরের একটি শ্রেণির বই যথাসময়ে পৌঁছবে না। কারণ এই স্তরের পাণ্ডুলিপি প্রেসমালিকদের কাছে পৌঁছাতেই বিলম্ব করেছে জাতীয় শিক্ষাক্রমও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। ১ জানুয়ারি তিনি নিজ এলাকায় থাকবেন। তার উপস্থিতি নিশ্চিত করার জন্য এবার কুমিল্লায় পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করা হবে। প্রাথমিকের বই উৎসব এবার মিরপুরের ন্যাশনাল (সকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ধরা হয়েছে ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। তাদের জন্য বই ছাপা হচ্ছে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪২৩ কপি বই।

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার ২৭৪টি। প্রাক-প্রাথমিকের জন্য ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮ কপি বই ছাপা হয়েছে।

ষষ্ঠ শ্রেণিতে ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮ কপি, সপ্তম শ্রেণির ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার কপি, অষ্টম শ্রেণির জন্য ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১ কপি এবং নবম শ্রেণির জন্য ৫ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৫৭৩ কপি বই ছাপা হচ্ছে।

অন্যদিকে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (পাঁচটি ভাষায় রচিত) শিশুদের জন্য এবার মোট ২ লাখ ৫ হাজার ৩১ কপি বই ছাপা হচ্ছে। অন্য বইয়ের মধ্যে ৫ হাজার ৭৫২ কপি ‘ব্রেইল’ বই ছাপা হবে। তাছাড়া শিক্ষকদের ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি ‘শিক্ষক সহায়িকা’ দেওয়া হবে।

সূত্র: ইত্তেফাক




ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ভোটগ্রহণ শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। সোমবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (সিসি)।

পরিপত্রে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন সকালে অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে পার্বত্য, হাওর, বাওর, চর বা দ্বীপাঞ্চল বা অনুরূপ দুর্গম প্রত্যন্ত এলাকায় ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না। তাই সেসব ভোটকেন্দ্রে কখন পাঠানো হবে, তা উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসারের আলোকে রিটার্নিং অফিসার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ঠিক করবেন।

পরিপত্রে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিভাগ ও আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনি দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভাগ ও আঞ্চলিক পর্যায় হতে জেলা সভায় এবং জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এবারের সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

নির্বাচনে দায়িত্ব পালন করবেন চার লাখ ছয় হাজার ৩৬৪ জন প্রিজাইডিং অফিসার, দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন পোলিং অফিসার, মোট নয় লাখ নয় হাজার ৫২৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

সূত্র: ইত্তেফাক




জীবননগরের মনোহরপুর ইউনিয়ন ফ্রি চিকিৎসা প্রদান

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনয়নে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে মনোহরপুর ইউনিয়ন প্রবীন কেন্দ্রে ক্যাম্প হার্ট ও ডায়াবেটিস রোগের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

আজ সোমবার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে দিন ব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন। ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন হার্ট স্পেশালিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডাঃ মোঃ আবুল হোসেন। সহযোগি হিসাবে ছিলেন সহকারী মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম। এ চিকিৎসা ক্যাম্প থেকে চিকিৎসা নেন মনোহরপুর ইউনিয়নের ১২০ জন নারী পুরুষ।

এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন, সমৃদ্ধি কর্মসূচি প্রোগ্রাম কো-অডিনেটর মোঃ আওয়াল হোসেন, ইউনিয়ন সহকারী মেডিক্যাল অফিসার সোহেল রানা ও মোঃ আসাদুজ্জামান।




শৈলকুপাতে ট্রাকের চাপায় প্রাণ গেল প্রতিবন্ধী ভ্যানচালকের

ঝিনাইদহের শৈলকুপাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার শেখপাড়া বাজারের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম পারভেজ (১৮)। তিনি কুষ্টিয়া জেলার সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে।

এ ঘটনায় ভ্যানে থাকা আরও একজন যাত্রী আহত হয়েছেন। আহত ওই যাত্রীকে চিকিৎসা জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি বাস বেপরোয়া গতিতে আসলে ভ্যানচালক ভ্যান সাইড করতে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি।




দামুড়হুদায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মালিতা পাড়ায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ৭৫ বছর বয়সের আরজুবানু নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি উপজেলার আরামডাঙ্গা গ্রামের আবু কাশেম আলীর স্ত্রী।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রেজানা গেছে প্রতিদিনের ন্যায় আরজুবানু নামের বৃদ্ধ সে দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরের গোসল করতে নামে। বাড়ি আসতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তাকে খোঁজা খুঁজির একপর্যায়ে পানির মধ্যে থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাড়ির লোকজন জানায় তিনি দীর্ঘদিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন।




আলমডাঙ্গার কুমারি-নাগদাহ ইউনিয়নে নৌকায় ভোট চাইলেন নেতা-কর্মীরা

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন- এমপির সমর্থনে কুমারী ইউনিয়ন আওয়ামীলীগ ও নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে নির্বাচনি প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

আজ সোমবার সন্ধ্যায় প্রতিটি ইউনিয়নের স্ব-স্ব ওয়ার্ডে নেতা-কর্মীরা এ নির্বাচনি প্রচারণা ও নৌকা প্রতিকের পক্ষে স্লোগানে অংশগ্রহণ করেন।

এসময় কুমারী আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন কুমারি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলেপ মন্ডল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মালিতা, আওয়ামীলীগ নেতা আবু সাইম রিপন, রাজিব আহম্মেদ, কুমারি ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছলেমান ফারাজী, রেজাউল হক, নুর ইসলাম, গোলাপ আলী, হবিবর রহমান, শফি মোল্লা প্রমূখ।

এদিকে, আজ সোমবার সন্ধ্যায় আওয়ামীলীগের নৌকার প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন-এমপির প্রতিক বরাদ্দের পরপরই নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার তার নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে নেমে পড়েন। সাধারণ মানুষের নিকট নৌকা প্রতিকে ভোট চান। এছাড়া সোমবার সন্ধ্যার পর শত শত নেতাকর্মীদের উপস্থিতে একটি নৌকার পক্ষে মিছিল বের করেন।




মেহেরপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পক্ষে গনসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদীন পক্ষে গনসংযোগ করা হয়েছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে থেকে রাত পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন ও আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গনসংযোগ করা হয়।

গণসংযোগের নেতৃত্ব দেন ইসলাম হোসেন। এসময় তার সাথে ফকির মোহাম্মদ ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ঈগল মার্কায় ভোট ও দোয়া চান।




ঝিনাইদহের ৪টি আসনে ২৬ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমে পড়েছে প্রার্থী ও তার সমর্থকরা।

আজ সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করেন এবং নির্বাচনী বিধি মেনে চলার জন্য প্রার্থীদের বিভিন্ন রকম নির্দেশনা দেন। তবে আওয়ামী লীগ প্রার্থীর মুল প্রতিন্দন্দ্বীতায় থাকছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি-জামায়াতের কোন সতন্ত্র প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীরায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থাকছেন। প্রতিটি আসনের অন্য দলের প্রার্থীরা থাকলেও নির্বাচনী মাঠে তাদের তেমন কোন তৎপরতা নেই। ফলে তাদের জয়ী হওয়ার সম্ভবনাও নেই।

ঝিনাইদহ-১ আসনঃ প্রতিন্দন্দ্বীতায় নেমেছেন ৬জন প্রার্থী। এদের মধ্যে মুল প্রতিন্দন্দ্বীতায় থাকছেন আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক)। এই আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনিকা আলম (লাঙ্গল প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির আনিচুর রহমান(আম প্রতীক),তৃণমূল বিএনপির কে.এ জাহাঙ্গীর মাজমাদার (সোনালী আাঁশ প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন (ফুলকপি প্রতীক)।

ঝিনাইদহ-২ আসনঃ প্রতিন্দন্দ্বীতায় নেমেছেন ১১জন প্রার্থী। এদের মধ্যে মুল প্রতিন্দন্দ্বীতায় থাকছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি (নৌকা),স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল (ঈগল প্রতীক)। এই আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী মেজর (অবঃ) মাহফুজুর রহমান (লাঙ্গল), ন্যাপের প্রার্থী অধ্যক্ষ খোন্দকার হাফিজ ফারুক (কুঁড়েঘর) জাসদের ফজলুল কবির (মশাল),তৃনমুল বিএনপির জামরুল ইসলাম (সোনালী আাঁশ), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান মিজু (আম), বাংলাদেশ কল্যান পার্টির আব্দুল হান্নান খাঁ (হাতঘড়ি) ও বাংলাদেশ কংগ্রেস নাসির উদ্দিন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বদরুল হায়দার(ছড়ি প্রতীক), বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি) নজরুল ইসলাম (একতারা প্রতীক)।

ঝিনাইদহ-৩ আসনঃ প্রতিন্দন্দ্বীতায় নেমেছেন ৪জন প্রার্থী। এই আসনের অন্য আসনেগুলোর থেকে ভিন্ন। মুল প্রতিন্দন্দ্বীতায় থাকছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাউদ্দিন মিয়াজী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল আজম খাঁন চঞ্চল (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নবী নেওয়াজ (ঈগল প্রতীক)। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রহমান (লাঙ্গল প্রতীক)।

ঝিনাইদহ-৪ আসনঃ প্রতিন্দন্দ্বীতায় নেমেছেন ৫জন প্রার্থী। এদের মধ্যে মুল প্রতিন্দন্দ্বীতায় থাকছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার (নৌকা),স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন (ট্রাক)। এই আসনে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা (ঈগল), জাতীয় পার্টির ইমদাদুল ইসলাম বাচ্চু (লাঙ্গল) ও তৃনমুল বিএনপির সাবেক এমপি নুর উদ্দিন আহমেদ (সোনালী আঁশ প্রতীক)।

উল্লেখ্য: ঝিনাইদহের ৪টি আসনে বৈধ ২৯জনের প্রার্থীর মধ্যে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে। তারা হলেন-ঝিনাইদহ-২ আসনের জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সাইদুল করিম মিন্টু। ঝিানইদহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান টিপু,জাকের পার্টির বাবুল হোসেন। ঝিনাইদহের ৪টি আসনে নির্বাচনে প্রতিন্দ্বন্দীতা করার জন্য ২৬ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছে।