মেহেরপুরে কারিগরিতে জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক রফিকুল আলম বকুল

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ মেহেরপুর জেলায় কারিগরি শাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল আলম বকুল ।

রফিকুল আলম বকুল একজন দক্ষ স্কাউটার। তিনি স্কাউটস এর রোভার শাখার একজন উডব্যাজার। এছাড়া তিনি মেহেরপুর জেলা রোভার স্কাউটস এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের রোভার স্কাউটস গ্রুপ এর ইউনিট লিডার। তিনি প্রতিষ্ঠানের একজন জনপ্রিয় শিক্ষক। শিক্ষার্থীদের কাছে অত্যান্ত জনপ্রিয় এ শিক্ষক ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, ২০২২ সালে সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি কলেজের বিভিন্ন জাতীয় দিবসসহ বিভিন্ন দিবসে একজন ভাল উপস্থাপক হিসেবে ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক ও নিরীক্ষক।

জাতীয় দিবস ছাড়াও যে কোন অনুষ্ঠানে একজন দক্ষ সংগঠক হিসেবে ও তিনি কাজ করে থাকেন। শিক্ষকতার বাইরে তিনি বিভিন্ন বিষয়ে বিশেষ করে শিক্ষা সংশ্লিষ্ট ও রোভারিং নিয়ে লেখালেখি করে থাকেন। তিনি যৌথভাবে এইচএসসি ( বিএম ) এর হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র বই রচনা ও সম্পাদনা করেছেন।

রফিকুল আলম বকুল আইসিটি জ্ঞানে অত্যন্ত দক্ষ। তিনি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, বগুড়া থেকে আইসিটির উপর একাধিক কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ব্যানবেইস এর অধিনে ও আইসিটির উপর প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি জাতীয় শিক্ষক বাতায়নের একজন সদস্য। এটুআই আইসিটি ডিভিশনের মাধ্যমে আইসিটির বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি “দৈনিক লাখোকন্ঠে”র মেহেরপুর জেলা প্রতিনিধি এবং শিক্ষা সংশ্লিষ্ট অনলাইন পত্রিকা শিক্ষাবার্তা.কম এর সাব এডিটর হিসেবে কাজ করছেন ।

এছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাক এর উপদেষ্টা, কসবা ব্লাড ব্যাংক সংগঠন শিক্ষকদের এর সাথে জড়িত এবং পিএসজির গাংনী উপজেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি বসুন্ধরা শুভ সংঘের জেলা শাখার সহ- সভাপতি । ব্যক্তিগত জীবনে তার ওয়াইফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এক ছেলে ও মেয়ে সন্তানের জনক তিনি। অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী এ শিক্ষক জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় সহকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাকে।

রফিকুল আলম বকুল তার প্রতিক্রিয়ায় বলেন , সর্বপ্রথম মহান আল্লাহুর কাছে শুকরিয়া জানান। এ ছাড়া তিনি জেলা ও উপজেলা পর্যায়ে বাছাই কমিটি এবং সংশ্লিষ্ট যারা এই কার্যক্রমে জড়িত ছিলেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা জানান তাদের সকলের সার্বিক সহযোগিতার জন্য।

রফিকুল আলম বকুলের সন্তান আব্দুল্লাহ আল জামী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর শিক্ষার্থী। আব্দুল্লাহ আল জামী এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন।




মেহেরপুরে উপজেলা নির্বাচনে আনসার-ভিডিপি’র ব্রিফিং ও মোতায়েন কার্যক্রম সম্পন্ন

আগামী বুধবার (৮ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। জেলার সদর ও মুজিবনগর উপজেলায় ১২৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

গতকাল সোমবার মুজিবনগর ও সদর উপজেলার নির্বাচনী ব্রিফিং সম্পন্ন হয়েছে। জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা মোট ১ হাজার ৮৬৬ জন সদস্য মোতায়েন করেছে। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোট ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য গতকাল সোমবার থেকে ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দুইজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন। কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরও একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিগণ (৩ জন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণ অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

তাদের পাশাপাশি ৩ সেকশন (৩০ জন) আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং/স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। মোবাইল টিমে/স্ট্রাইকিং ফোর্সে দায়িত্বপালনের ক্ষেত্রে আনসার ব্যাটালিয়ন সদস্যগণ ন্যূনতম সেকশন (প্রতি সেকশন ১০ জন করে) ফরমেশনে দায়িত্বপালন করবেন। এ ছাড়া এবার প্রথমবারের মতো পুলিশের মোবাইল টিম/স্ট্রাইকিং টিমের সাথে যুক্ত হয়ে কাজ করছেন ৪ সেকশন (৪০ জন) সশস্ত্র আনসার ভিডিপি সদস্য। মোতায়েনকৃত সদস্যদের দায়িত্বপালন তদারকের জন্য জেলাসহ দুই উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তারা সকলেই ৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য মোতায়েন থাকবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে সরকারের নির্দেশে সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করে থাকে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলার প্রায় তিন সহস্রাধিক জনবল নিয়োজিত ছিলেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।




‘খলনায়ক’ হচ্ছেন বালাম

অভিনেতা আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে শুভর যে মুখাবয়ব দেখা যাচ্ছে, তা আরেকজনের মুখের ওপরই বসানো। এবার জানা গেল শুভর পেছনে ঝাঁকড়া চুলের আরেকজনের মুখটি কার।

সংবাদমাধ্যম অনুযায়ী, দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম থাকছেন ‘নীলচক্র’ সিনেমায়। এতে তাকে খল নায়ক চরিত্রে দেখা যাবে।

এছাড়া অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে বালামের দুটি গানও থাকছে। একটি গান সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি, যে গানের কথা রবিউল ইসলাম জীবনের। আরেকটি গানের শুধু সংগীতায়োজন করেছেন, যেটি গেয়েছেন র‍্যাপার সাফায়েত।

এর আগে বালামকে ছোট পর্দায় টুকটাক দু-একটি নাটকে দেখা গেছে। তবে চলচ্চিত্রে এবারই প্রথম।

তবে ছবিতে বালামের চরিত্রের দৈর্ঘ্য নিয়ে পরিচালক বা বালাম কেউই কিছু বলতে চাননি।

বালাম বললেন, ‘কী করেছি, এখনই কিছু বলতে চাই না। তবে এমন কিছু হয়েছে, যা আগে হয়নি। দেখা যাক, সবাই অপেক্ষা করি।’

পরিচালক মিঠু খান জানালেন, ‘ছবির একটি চরিত্রে একজন সংগীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম, যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তার খুব পছন্দ হয়। আনন্দে প্রস্তাব গ্রহণ করেন। তাকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়।’

আরও বললেন, ‘চরিত্রটি নিয়ে আমরা তিন মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ে সময় মনে হয়েছে, আমরাও শতভাগ পেয়েছি। কখনো মনে হয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি।’

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারুক হাসানের গণসংযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী মো: ফারুক হাসানের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনাসহ প্রচারোভিযান অব্যাহত রয়েছে।

প্রতিদিন সকাল থেকে সারাদিন তার কর্মী- সমর্থকদের সাথে নিয়ে গাংনী শহরসহ তার নির্বাচনী এলাকায় মানুষের কাছে প্রতিক চিনিয়ে দিচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। ফারুক হাসানের নির্বাচনী প্রতিক টিউবওয়েল।

প্রচারোভিযানে কর্মী- সমর্থকরা বলছেন, ফারুক হাসান ঠিকাদারি পেশায় থাকলেও তিনি নিরবে নিভৃতে গরীব অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে সেবা করে আসছেন। ফারুক হাসান গাংনীর মানুষের কাছে একজন পরিচিত মানুষ। সন সময় তাকে প্রয়োজনে পাশে পাওয়া যাবে। তিনি যেন গাংনীর সব মানুষের সেবা করতে পারেন সে জন্য ফারুক হাসানকে তার টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে মানব সেবার সুযোগটুকু করে দেবেন। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম অংশ গ্রহণকারী ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ফারুক হাসান গাংনী উপজেলার অত্যান্ত পরিচিত ব্যাক্তি কমরেড আব্দুল মাবুদ এর ছেলে।

ফারুক হাসান বলেন, জনগণ আমাকে উৎসাহ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে বলায় ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছি। আমার টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দিলে আমি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করব।। তিনি আরো বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় যেখানে যেখানে গিয়েছি সাধারণ ভোটারদের মাঝে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি বিপুল ভোটে আমি জয় লাভ করব। আমাদের মধ্যে যারা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে বিচার-বিশ্লেষণ করেই মানুষ টিউবওয়েল প্রতীকের প্রতি অন্যরকম ছাড়া ফেলেছে।

আগামী ২১ মে ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহন করছেন ফারুক হাসান ( টিউবওয়েল) দেলোয়ার হোসেন মিঠু( তালা চাবি) ও রেজাউর রহমান( চশমা)।




মেহেরপুরে জেলা ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান ও শিক্ষক- শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

মেহেরপুর জেলা পর্যায়ে মাধ্যমিক উচ্ছ মাধ্যমিক শিক্ষক-শিক্ষার্থী-শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মেহেরপুর জেলা অফিস ।

গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন মেহেরপুর জেলার শ্রেষ্ঠদের এই তালিকা প্রকাশ করেন।
শিক্ষা সপ্তাহ ২০২৪ এর নির্বাচিতদের তালিকায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে গাংনী উপজেলার ঐতিহ্যবাহি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, শ্রেষ্ঠ মাদ্রাসা সদর উপজেলার পিরোজপুর দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ।

শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রধান নির্বাচিত হয়েছেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কারিগরি পর্যায়ে গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজেরঅধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হাড়াভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দিলারা আফরোজ, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক নির্বাচিত হয়েছেন মেহেরপুর সদরের মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক এস এম রফিকুল আলম বকুল, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক হাড়াভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদ্রাসার সুলতানা ইয়াসমিন, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক মোঃ খেদমত আলী মালিথা।

এছাড়াও শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের রোভার গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি দল নির্বাচিত হয়েছে, মেহেরপুর সরকারি কলেজবিএনসিসি দল, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন, গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লায়লা আতকিয়ারা, শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক মুন্সি এ এইস এম রাশেদুল হক, শ্রেষ্ঠ স্কুল শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্রী আতকিয়া ফাইজা, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসার ছাত্রী মাঈশা সিদ্দিকা, শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের ছাত্র তানজীফ রহমান অর্পণ, শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের আব্দুল্লাহ আল জামি, শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন, একই বিদ্যালয়ের আতকিয়া ফাইজা, শ্রেষ্ঠ রোভার সদস্য নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের অনিক হাসান, শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়েছেন, মেহেরপুর সরকারি কলেজের জেনিথ ইসলাম, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ গার্লস গ্রুপ গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ।

এদিকে বিভিন্ন গ্রুপে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক মহা: আবু জাফর, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানি, হাড়াভাঙ্গাি ডএস সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাকসহ অনেকেই।




ই অ্যাপল আইডি থেকে লগআউট হয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা

অ্যাপলের সার্ভারে অদ্ভুত কিছু ঘটছে। কিছু অ্যাপল আইডি রহস্যজনকভাবে তাদের ব্যবহারকারীদের লগআউট করে দিচ্ছে। ফোর্বসের খবর অনুসারে এখন পর্যন্ত এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অ্যাপল ডিভাইস ব্যবহারকারী প্রথমে লগআউট হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করেন।

ব্যবহারকারীরা অভিযোগ করছেন, তাদের অ্যাপল ডিভাইস যেমন আইফোন, আইপ্যাড এবং ম্যাক ব্যবহারকারীদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে লগআউট করে দিচ্ছে। তারা এর কারণ খুঁজে পাচ্ছেন না।

তবে পাসওয়ার্ড রিসেটের মাধ্যমে অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছেন বলে জানা গেছে।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে গুডনেইবাসের আমার প্রতিজ্ঞা দিবস পালন

মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে, আমার প্রতিজ্ঞা দিবস পালন করা হয়েছে।

রবিবার বিকেলে সেন্ট জেভিয়ার জুনিয়ার হাই স্কুল ক্লাসরুমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রতিজ্ঞা দিবস পালন করা হয়।

আমার প্রতিজ্ঞা দিবসে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মি: বাবুল মল্লিক, সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মালতী মালো, এসএমসি সভাপতি আব্দুল হাই।

প্রতিজ্ঞা দিবসে প্রজেক্ট ম্যানেজার সুব্রত টুডু ছাত্র ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান:

৫ টি প্রতিজ্ঞা যা আমি কখনোই করব না:

(১) আমি স্কুলে অনুপস্থিত থাকব না (২) আমি শিশু শ্রমে অংশ নেব না (৩) আমি বাল্য বিবাহ করব না (৪) আমি কখনো অসৎ কাজ করব না (৫) আমি নিজের ও অন্যের জীবন বিপন্ন করব না ।

৫ টি প্রতিজ্ঞা যা আমি করব:

(১) আমি মন দিয়ে লেখাপড়া করব (২) আমি আমার স্বপ্নকে সফল করব (৩) আমি আমার পরিবার নিয়ে সুখে থাকব (৪) আমি সুস্থ্য ও সুন্দর জীবন যাপন করব (৫) আমি একজন সু-প্রতিবেশী হব। স্কুলের ছাত্র ছাত্রীরা শপথ বাক্য মেনে চলার প্রতিজ্ঞা করে।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন,মেহেরপুর সিডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ।

আমার প্রতিজ্ঞা দিবসে সেন্ট জেভিয়ার্স জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।




কোক স্টুডিও বাংলার ‘মা লো মা’তে নাচছে নেটিজেনরা

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’র তালে তালে যেন মুগ্ধ হয়ে নাচছে সঙ্গীতপ্রেমি নেটিজেনরা। শুক্রবার (৩ মে) প্রকাশিত গানটিতে অংশ নিয়েছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান এবং ‘ব্যবসার পরিস্থিতি’ খ্যাত র‍্যাপার আলী হাসান।

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের প্রথম গানটি তেমন পছন্দ না হলেও এবার শ্রোতাদের সুর পাল্টালো। এ সিজনের দ্বিতীয় এই গানটি প্রকাশের পর প্রশংসায় ভাসছেন তারা।

নতুন এই গানটির সংগীত প্রযোজনা করেছেন প্রীতম। তার সঙ্গে আছেন দেওয়ান পরিবারের দুই সদস্য সাগর দেওয়ান ও আরিফ দেওয়ান। তাদের পূর্বপুরুষই ‘মা লো মা ঝি লো ঝি’ নামের গানটির মূল রচয়িতা।

‘মা লো মা’ গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় আশি ও নব্বই দশকের রাজমিস্ত্রিদের মধ্যে। জীবিকার জন্য শহরে পাড়ি দেওয়া এ শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন। গানের ভিডিওতে সেই গল্পই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

দেশ ছাড়িয়ে বিদেশের শ্রোতারাও গানটিতে মুগ্ধতার কথা জানিয়েছেন। ভারত থেকে একজন গানটি দেখে মন্তব্য করেছেন,“আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনাদের কোক স্টুডিও এর গানগুলো আমাদের সিনেমার গানগুলার তুলনায় অনেক ভালো হয়।

আর আমারও শুনতে অনেক ভালো লাগে।” নূপুর নামে একজন লিখেছেন,“বাংলার লোকগীতিগুলো সংস্কৃতি থেকে হারিয়ে না যাক। এভাবেই ছড়িয়ে যাক পৃথিবীর বিভিন্ন দেশে। পরিচিতি পাক বাংলাদেশ একটি সুন্দর দেশ।”

এনামুল হাসান নামের এক শ্রোতাদর্শক লিখেছেন,“সাগর দেওয়ানের গান এই প্রথম শুনলাম। এমন অচেনা অজানা শিল্পীদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।”

প্রীতমের প্রশংসা করে অন্য একজন লিখেছেন,“কী ছিল এটা! হোয়াট আ ব্লেন্ডার অব মিউজিক। প্রীতমের সংগীত জ্ঞান সত্যিই অসাধারণ। এভাবে না উপস্থাপন করলে বাংলা শেকড়ের এই ব্যাপার গুলো আমাদের জানা হত না।”

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শরবত বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে তৃষ্ণার্ত সকল শ্রেণীর মানুষের মাঝে শরবত বিতরণের আয়োজন করা হয়।

রবিবার বেলা ১১:৩০ মিনিটের সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হীরা মেহেরপুর জেলা পরিষদের সামনে শরবত বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগের নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের সকল সদস্যরা উপস্থিত থেকে তৃষ্ণার্ত সকল শ্রেণীর মানুষের মাঝে শরবত বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।




৩ অক্টোবর শুরু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলতি বছরেই অনুষ্ঠিত হবে পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ২ জুন থেকে শুরু হবে ছেলেদের বিশ্বকাপ। আর আগামী ৩ অক্টোবর বাংলাদেশে পর্দা উঠবে নারী বিশ্বকাপের। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়।

৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ১০টি দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে।

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব উতরে আসা এক দল।

আসন্ন বিশ্বকাপে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে। আর প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি।

সূচি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। সঙ্গে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

সূত্র: ইত্তেফাক