বার্সেলোনাকে বিধ্বস্ত করে শীর্ষে জিরোনা

লা-লিগার এবারের মৌসুমে শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদকে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে জিরোনা। গত বছর মৌসুম শেষ করেছিল ৪৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে। এবার তারাই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট। এরই ধারাবাহিকতায় রোববার হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে।

এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলতে নেমে এদিন শুরুতে এগিয়ে যায় জিরোনাই। ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় দলটি। অবশ্য আর্তেম দোভিকের শটে পাওয়া সেই লিড ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ক্লাবটি। ১৯ মিনিটের মাথায় বার্সা সমতায় ফেরে রবার্ট লেভানডভস্কির গোলে।

এর পর দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে চেষ্টা চালায়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে ফের এগিয়ে যায় জিরোনাই। দলটিকে এবার লিড এনে দেন মিগেল গিমেরেজ। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ফের শুরু হয় বার্সার সমতায় ফেরার লড়াই। তবে সেই সমতা আর আসেনি কালকের ম্যাচে।

গোলের দেখা পেতে জাবি হার্নান্দেজের শিষ্যরা মরিয়া হয়েই লড়েছেন। আক্রমণে ব্যস্ত রেখেছে জিরোনার রক্ষণ, নিয়েছে ৩১টি শর্ট, যার মধ্যে লক্ষ্যে ছিল ১১টি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। এদিকে ম্যাচের ৮০ মিনিটে উল্টো ব্যবধান বাড়ায় জিরোনা। এদিকে নির্ধারিত সময়ের পর বার্সার ব্যবধান কমান ইকায় গুন্দোয়ান। তবে এর পর ৯৫তম মিনিটে বার্সার জালে চতুর্থ গোলটি করেন জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি। ফলে ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জাবি শিষ্যদের।

এদিকে বার্সার বিপক্ষে এই জয়ে লা-লিগায় রিয়ালকে টপকে ফের শীর্ষে উঠেছে জিরোনা। ১৬ ম্যাচে ১৩ জয় আর ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। সমান ম্যাচে ১২ জয় আর ১ হার নিয়ে দুইয়ে আছে রিয়াল। চারে থাকা বার্সার ১৬ ম্যাচে পয়েন্ট ৩৪।

সূত্র: যুগান্তর




ডা. সাগর ও তার স্ত্রীর দুটি ফ্ল্যাট, ২৫০ ভরি অলংকার

দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. এ এস এম নাজমুল হক সাগর।
প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া ডা. এ এস এম নাজমুল হক নাজমুল হক সাগরের বর্তমান পেশা ব্যবসা ও গৃহ সম্পত্তি ভাড়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের সাথে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী ডা. এ এস এম নাজমুল হক সাগরের কৃষি খাত থেকে বার্ষিক আয় ১ লক্ষ ৮২ হাজার ২৮০ টাকা, বাড়ি ও দোকান ভাড়া থেকে আয় ৮ লক্ষ ৬৪ হাজার টাকা, ব্যবসা সূত্রে বছরে তিনি আয় করেন ১২ লক্ষ ৪৩ হাজার ৩৩৩ টাকা এবং সঞ্চয়পত্র থেকে ২৫ হাজার ১১৪ টাকা।

হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদের মধ্যে তার রয়েছে নগদ আছে ৫ লক্ষ টাকা, ব্যাংকে জমা আছে ১৫ লক্ষ টাকা, সেভিংস সার্টিফিকেট আছে ৩ লক্ষ ৯৫ হাজার ৩১২ টাকার, ৩ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের একটি গাড়ি, ১০০ ভরি স্বর্ণ ও ৬০ ভরি রুপা, ৩ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের ইলেকট্রনিক সামগ্রী, ৫০০০০ টাকা সমান মূল্যের আসবাবপত্র এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগকৃত ১ কোটি ৪ লক্ষ টাকা।

অপরদিকে তার স্ত্রীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৫ লাখ টাকা, ব্যাংকে জমা ১৭ লাখ টাকা, সঞ্চয়পত্রের বিনিয়োগ ২ লাখ ৯০ হাজার টাকা, ৫ লাখ টাকা সমমূল্যের একটি মোটর গাড়ি, ৫০ ভরি স্বর্ণ ও ৪০ ভরি রুপা, ২ লাখ টাকা সমমূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী ও আমলের আসবাবপত্র।

নাজমুল হক সাগরের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, উত্তরাধিকার সূত্রের প্রাপ্ত সাড়ে ৩ একর কৃষিজমি, অকৃষি জমি রয়েছে ২৬ শতক অর্জনকালীন সময়ে যার মূল্য ছিল ৯৫ লাখ ২০ হাজার টাকা, একটি এপার্টমেন্ট রয়েছে ৯৮ লক্ষ টাকা মূল্যের। অপরদিকে তার স্ত্রীর রয়েছে পৈত্রিক সূত্রে প্রাপ্ত দুই বিঘা কৃষি জমি, ৩৫ লাখ টাকা সমমূল্যের একটি এপার্টমেন্ট।

জানা গেছে, গাংনী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি, প্রাদেশিক পরিষদের সদস্য, গণপরিষদ সদস্য ও পরবর্তীতে সংসদ সদস্য নুরুল হকের ছেলে এ এস এম নাজমুল হক। তার মেজ বোন সেলিনা পারভীন ২০১৪ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

১৯৯২-৯৩ সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৪-৯৫ সালে সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে ১৯৯৫-৯৭ সালে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সরকারি চাকরিজীবী হিসাবে তিনি ২৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। তবে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে ২০২০ সালে (চাকরির মেয়াদ ছিল ২০৩২ সাল পর্যন্ত) সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি।




কোটচাঁদপুরে মানবাধিকার কর্মীদের উদ্যোগে খাবার বিতরণ

শিশু কাঁদে ক্ষুধার জ্বালায় আর মা কাঁদে শিশুর যন্ত্রণায়, এমনই অসহায় পথ শিশু, পাগল, প্রতিবন্ধী ও ভবঘুরে মানুষদেরকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড ও বাজারে খুঁজে খুঁজে শতাধিক অসহায় মানুষদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে কোটচাঁদপুর মানবাধিকার সংস্থা।

আজ রবিবার ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় সারাদিন ব্যাপি অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচী চলমান ছিল।

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার মনিটরিং অগর্নাইজেশন কোটচাঁদপুর শাখার সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফুল আলম মালিথা, সাংবাদিক সুব্রত কুমার, সহ সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সহ সাধারন সম্পাদক সাংবাদিক আবু সাইদ শওকত, অর্থ সম্পাদক সাংবাদিক মইন খান, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ বাশার, প্রচার সম্পাদক মোঃ আবুল বাশারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অভুক্ত অসহায় মানুষগুলো ও শিশুরা দুপুরের গরম খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন।
তারা জানান আমাদের প্রায়ই মানবাধিকারের ভায়েরা খাবার দিয়ে থাকেন। এ বিষয়ে কথা বলা হয় সংস্থার সভাপতি মোঃ রেজাউল করিম এর সাথে।

তিনি জানান কোটচাঁদপুরে আমাদের নিজস্ব কার্যালয় রয়েছে। আমাদের শতাধিক সদস্য আছেন। আমরা রক্তদান, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা, বাল্য বিবাহ রোধ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও সমাজে নির্যাতিত নারীদের আইনী সহায়তাসহ বহুবিদ সামাজিক ও মানবিক কার্যক্রম করে থাকি। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অসহায়দেরন মাঝে এক বেলা খাবারের ব্যবস্থা করেছি।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতা এবং সদস্যদের নিজস্ব অর্থায়নে আমাদের কার্যক্রম গুলো হয়ে থাকে। সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।




ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি নন ডিস্ট্রাকটিভ টেস্ট (এনডিটি) ইঞ্জিনিয়ার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স।

পদের নাম: ট্রেইনি নন ডিস্ট্রাকটিভ টেস্ট (এনডিটি) ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

অভিজ্ঞতা ছাড়াই পপুলার ফার্মায় নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: মেটালার্জি/পদার্থবিদ্যা/অ্যাপ্লাইড ফিজিক্স/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস, রিপোর্ট তৈরি, টিম ওয়ার্কিংয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে এনডিটিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: বিমানবন্দরে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: সর্বোচ্চ ২৫ বছর।

কর্মস্থল: ঢাকা (শাহজালাল বিমানবন্দর)।

বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।

আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর ২০২৩




বিশ্ব মানবাধিকার দিবসে চুয়াডাঙ্গা বিএনপির মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।

আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টা ব্যাপি জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে প্রধান অতিথি এ্যাডভোকেট মানি খন্দকার বলেন, দেশে ভোট, ভাতের, কথা বলার অধিকার নেই। গত ১৫ বছরে বহু নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদের খুন গুম করা হয়েছে। তাদের পরিবার রাজপথে কান্নাকাটি ও বিচার চেয়েও কোন কিছু হয়নি। মানবাধিকার কর্মীদের গ্রেফতার করা হয়েছে। আমরা দেশে গণতন্ত্র চায়।

জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রউফুন নাহার রিনা সভাপতির বক্তব্যে বলেন, পুলিশ আমাদের মহিলা নেত্রীসহ অনেক নেতাকর্মী সরিয়ে দিয়েছে। তারা গালাগালি করেছে। আর আমাদের ১০ মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করতে বলেছে। আমরা কোন দেশে আছি, দেশে কোনো আইনের শাসন নেই, গণতন্ত্র নেই।

মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য আবু বক্কর সিদ্দীক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, সাহিত্য বিষয়ক সম্পাদক শিরিন জামান, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের বর্ণি আক্তার, জীবননগর উপজেলা মহিলা দলের সভাপতি পেয়ারা বেগম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেবেকা সুলতানা প্রমুখ।

পরে জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিন কয়েক জন নেতা কর্মীকে সাথে নিয়ে মানববন্ধন স্থলে আসেন। তিনি বলেন, চুয়াডাঙ্গায় কোন হরতাল, মানববন্ধন, অবরোধসহ অন্য কোন কিছু করতে দেবনা। যে দলের কোন অস্তিত্ব নেই সেই দল কোন কর্মসূচি পালন করতে পারবেনা, আমরা প্রতিহত করবো।




চুয়াডাঙ্গায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত 

সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে সমাপ্ত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে সরকার প্রতিশুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ এবং বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগন।




আলমডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে পেঁয়াজের দাম কমালো ব্যবসায়ীরা

আলমডাঙ্গার কাঁচাবাজার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা অধিদপ্তর। এসময় অভিযানের খবর পেয়ে খুচরা পেয়াজ ব্যবসায়ীরা কেজিতে ৫০-৬০ টাকা দাম কমিয়ে বিক্রি করতে দেখা যায়। এসময় পণ্যের মুল্যতালিকা না থাকা ও ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা অধিদপ্তরের সহকারী পরিচালক  সজল আহম্মেদ।

এর আগে, গত শুক্রবার আলমডাঙ্গার কাঁচা বাজারে খুচরা পেঁয়াজ বিক্রি হয় ৯০-১০০ টাকা। হঠাৎ শনিবার সকাল থেকে পেঁয়াজের দাম কেজিতে ৬০-৭০ টাকা বেড়ে ১৬০-১৭০ টাকা করে বিক্রি হয়। রবিবার সকাল থেকে ১৬০-১৮০ টাকা বিক্রি করে ব্যবসায়ীরা। তবে দুপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবরে প্রত্যেক খুচরা পেয়াজ ব্যবসায়ীরা ৫০-৬০ টাকা কেজিতে কমিয়ে বিক্রি করছেন বলে জানিয়েছেন বেশ কিছু ক্রেতারা।

অভিযান সুত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের পরিপেক্ষিতে আলমডাঙ্গার পেয়াজ, কাঁচামালের আড়ত ও খুচরা দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানকালে পেঁয়াজের দাম বেশি মূল্যে বিক্রয়, পণ্যের মুল্যতালিকা না থাকা ও ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেসার্স ইউনুচ স্টোরকে তিন হাজার টাকা, মেসার্স নজরুল ট্রেডার্সকে তিন হাজার টাকা, মেসার্স সোহেল ট্রেডার্সকে তিন হাজার টাকা, মেসার্স মন্টু ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন চুয়াডাঙ্গা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, পেঁয়াজের দাম বেশি মূল্যে বিক্রয় সহ বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




আপিলে প্রার্থিতা ফেরত পেলেন মোখলেসুর রহমান মুকুল

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোখলেসুর রহমান মুকুল। তিনি মেহেরপুর-২ সংসদীয় আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে ৯৪টি আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৩২ জনের আপিল নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে এবং ৫৬ জনের প্রার্থিতা ফেরত পেয়েছেন।

আপিলের প্রার্থীতে ফেরত পাওয়া মোখলেসুর রহমান মুকুল গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইকালে মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেছিলেন।




মেহেরপুরে সফল জননী নির্বাচিত হলেন নহরজান খাতুন

মেহেরপুরে সফল জননী নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত কোবাদ আলীর স্ত্রী মোছাঃ নহরজান খাতুন।

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে রোকেয়া দিবস পালন ও সফল জয়িতাদের সংবর্ধনা প্রদানের সময় এ সন্মাননা ক্রেস্ট তার হাতে তুলে দেয় জেলা প্রশাসক শামীম হাসান ।

জয়িতা অকন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় মেহেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। তাদের মধ্যে মেহেরপুর জেলায় সফল জননী নির্বাচিত হন গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে মোছাঃ নহরজান খাতুন।

নহরজান খাতুনের স্বামী কোবাদ আলী ১৯৯৬ সালে মৃত্যু বরণ। তারপর তিনি ৭ পুত্র ও ৩ কন্যাকে অত্যাধিক বিচক্ষণতা ও সংগ্রামের মধ্য দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজে সু-নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়াও তিনি বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নীজ পিতা মাতার ন্যায় দেখভাল করেছেন। ২০১৫ সালে তিনি পবিত্র মক্কা শরীফে হজ্জ পালন করেছেন।

নহরজান খাতুনের সন্তানদের মধ্যে বড় সন্তান আনিসুর রহমান কুষ্টিয়া জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত, কন্যাদের মধ্যে বড় নাসিমা খাতুন গাংনী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, পুত্র আইনুল হক বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় মেহেরপুর জেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে সুইডেনে নাগরিকত্ব অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সহ বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। আলমগীর হোসেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকায় সিনিয়র স্টাফরিপটার হিসেবে কর্মরত। ছোট পুত্র ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সর্ব কনিষ্ঠ কন্যা তাসলিমা আক্তার ৪১ তম বিসিএস ননক্যাডারে কর্মকর্তা হিসেবে চলতি বছরে নিয়োগ প্রাপ্ত হয়েছে। এছাড়াও অন্যান্য সন্তানেরা সরকারের বিভিন্ন কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন। সন্তানেরা কর্ম ক্ষেত্রে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও পারিবারিক বন্ধনে আবদ্ধ রয়েছে।

নহরজানের সফল মাতৃত্বের ছায়াতলে এই পরিবারটি এলাকার মধ্যে একটি আদর্শ পরিবার হিসেবে পরিচিতি লাভ করেছে।




ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফলিত পুষ্টি বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের অধিনস্ত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উদ্যোগে রবিবার (১০ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইউনুচ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক মোঃ শাহানুর আলম, বিদ্যালয়ের সভাপতি গোলাম রহমান, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক নানা দিক তুলে ধরেণ এবং ছাত্রছাত্রীদের সুষম খাদ্য গ্রহনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মজিদ এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বেলাল আহাম্মেদ। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে দুইটি ফলের চারা, দুই পেকেট সবজি বীজ এবং দুপুরের খাবার তুলে দেন।