মেহেরপুরে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

মেহেরপুরে বেগম রোকেয়া দিবস-২০২৩ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাপতি শামীম আরা হীরা।

এছাড়াও এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া,ট্রেড প্রশিক্ষক মীর দানীয়েল হোসেন,মোছাঃ শিরিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫ ক্যাটাগরীতে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে উত্তরীয় ও সম্মাননা সনদ প্রদানকরা হয়। মেহেরপুর জেলায় পাঁচ ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মেহেরপুর পৌরসভা মল্লিক পাড়ার মোছাঃ সুবেহ সুলতানা।

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মুজিবনগর উপজেলা মোনাখালী গ্রামের মোঃ শিরিনা খাতুন। সফল জননী নারী গাংনী উপজেলার নহরজান খাতুন।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মোছাঃ আনোয়ার বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মেহেরপুর পৌর সভা নতুন পাড়ার মোছাঃ শারমিনা পারভীন।

মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা প্রশাসক জয়িতাদের সম্মাননা সনদ হাতে তুলে দেন ।

অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।




কিডনির সুস্থতায় যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

কিডনি আমাদের শরীরে ফিল্ট্রেশনের কাজ করে। এই অঙ্গ হরমোন তৈরি করে। দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।

নাইট্রোজেনঘটিত দূষিত পদার্থ আলাদা করতে সাহায্য করে। তাই এই অঙ্গটি গুরুত্বপূর্ণ। তবে কিছু বাজে অভ্যাস কিডনির ক্ষতি করে। যেমন:

পেইনকিলার বেশি খাওয়া
অতিরিক্ত পেইনকিলার যেমন NSAID ধরনের ওষুধ কিডনিতে প্রচুর চাপ ফেলে। এসব ওষুধ কিডনি ফিল্ট্রেট করতে করতে ঝামেলা পাকায়। তাই পেইনকিলার খাওয়ার অভ্যাস বাদ দিন। জরুরি প্রয়োজন ব্যতিরেকে এই ধরনের ওষুধ খাওয়া উচিত না।

হাইড্রেশন কম
পর্যাপ্ত পানি পান না করলে সমস্যা। কিডনিতে মূত্র উৎপাদন না হলে কিডনিতে বাড়তি চাপ পড়বে। তাতে আপনার ক্ষতি হবে।

লবণ বেশি খাওয়া
লবণ বেশি খেলে উচ্চরক্তচাপ ও কিডনির সংক্রমণ বাড়ার ভয় থাকে। তাই লবণ খাওয়ার ব্যাপারে সংযত হতে হবে।

মাদক ও পানীয়
ধূমপান ও অ্যালকোহল কিডনির ভয়াবহ ক্ষতি করে। বিশেষত কিডনি রোগের জন্য নির্ধারিত ওষুধের সঙ্গে ধূমপান রিয়েকশন করতে পারে।

প্রস্রাব আটকে রাখা
দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রনালীর সংক্রমণ হয়। এতে কিডনির স্বাস্থ্য খারাপ হয়।




শৈলকূপা উপজেলা জাসদের সভাপতি শরাফত ইসলামের দাফন সম্পন্ন

শৈলকূপায় উপজেলা জাসদের সভাপতি শরাফত ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর শৈলকূপা উপজেলার রতিডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

দাফন সম্পন্ন হওয়ার আগে রতিডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নাম অনুষ্ঠিত হয়। জানাজায় কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, ৫ নং কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড.সালাউদ্দিন জোয়ার্দার মামুন, জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খানসহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মানুষ জানাজার নামাজে উপস্থিত ছিলেন।

উল্লেখ বেশকিছুদিন ধওে অসুস্থ্য থাকার কারণে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থায় মৃত্যু বরন করেন।

শরাফত ইসলাম (৬২) একই উপজেলার দহকুলা গ্রামের মৃত বদরউদ্দিন মিয়ার সন্তান, তবে জন্মের পর থেকে তিনি রতিডাঙ্গা গ্রামে মামা (গোলাম মোস্তফা) বাড়িতে বেড়ে উঠেছেন। প্রয়াত জাসদ নেতা ঝিনাইদহ-১ আসনের সাবেক সাংসদ গোলাম মোস্তফার ভাগ্নে বলে ঝিনাইদহ- শৈলকুপায় ব্যাপক পরিচিত ছিলেন। তিনি ছাত্র জীবনে জাসদ ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে বিভিন্ন পদ পদবীতে দায়িত্ব করেন এবং পরবর্তীতে শৈলকূপা উপজেলা জাসদের সভাপতি এবং জেলা জাসদের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ থেকে মনোনীত হন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি।

মৃত্যু কালে তিনি এক স্ত্রী, দুই কন্যা সন্তান, অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু (এমপি) , সাধারণ সম্পাদক শিরিন আক্তার (এমপি) শোকা জানিয়েছেন।




ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে শনিবার (৯ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শফি উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। এছাড়াও বক্তব্য রাখেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা।

বক্তারা, দুর্নীতিকে বৈশি^ক সমস্যা বলে সজ্ঞায়িত করে এর ভয়াবহতা মানুষের মাঝে প্রচার ও দুর্নীতিগ্রস্থদের কঠোর শাস্তির ব্যবস্থা করে দুর্নীতি নির্মুল করার আহ্বান জানান।




ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত

‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আান্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফা ইয়াছমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শফি উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী প্রমুখ।

সেসময় বক্তারা, নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পরিবার থেকে রাস্ট্র পর্যন্ত সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ঝিনাইদহের ১০ জন নারীকে সম্মাননা প্রদাণ করা হয়।




গুগল বার্ডে জেমিনি চ্যাটবট ব্যবহারের উপায়

বহুল আলোড়ন তুলে অবশেষে গুগল বার্ডে জেমিনি চ্যাটবট যুক্ত হয়েছে। বার্ড চ্যাটবটের ভেতর এখন জেমিনি এআই প্রো সংযুক্ত রয়েছে।

পিক্সেল এইট প্রোতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সাজেস্টেড টেক্সট রিপ্লাই রয়েছে। হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাঠাতে পারবেন এখন সহজেই। ভবিষ্যতে জিবোর্ডেও এই ফিচার যুক্ত হবে বলে জানা গেছে।

নাম প্রো হলেও জেমিনি প্রো বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফোনের ব্রাউজারে গিয়ে গুগল বার্ডে যান। আপনার বার্ড অ্যাকাউন্ট না থাকলে এই সুবিধা ব্যবহার করতে পারবেন না। জেমিনি আপনাকে পুরোনো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করতে দেবে। কিন্তু জিপিটি-৪ ব্যবহার করতে হলে আপনায় সাবস্ক্রিপশন নিতে হবে।

২০২৪ সালে গুগল জেমিনি আলট্রা চালু করবে জেমিনি আল্ট্রা চালু হলে সাবস্ক্রিপশন নিতে হবে। গুগল জানিয়েছে আল্ট্রাই সবচেয়ে ক্ষমতাধর মডেল। এখনও এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়াতে শ্রমিক লীগনেতা ইউসুফ আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মরহুম ইউসুফ আলী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া আদর্শ কলেজ মোড় মহিলা শ্রমিক লীগের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান।

জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পলাশ মিয়া, মুসা আলী খান, হামিদুল ইসলাম, শাহিনুল ইসলাম লেবু, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টু, মাহি বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, পুনর্বাসন সম্পাদক সালাউদ্দিন, কুমারখালী থানা কমিটি লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম, জেলা যুব শ্রমিক লীগের সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বরকত আলি, যুগ্ম সাধারণ সম্পাদক গফফার আলী খানসহ ইউসুফ আলীর পরিবারের সদস্যরা ।

বক্তারা বলেন, ইউসুফ আলী একজন ভালো এবং সৎ মানুষ ছিলেন। শ্রমিক লীগের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের ১১১৮’র প্রতিষ্ঠাতা নেতা ছিলেন। শ্রমিকদের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। শ্রমিক লীগের বিভিন্ন কর্মকান্ডে তার সরব উপস্থিতি এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে শ্রমিক রাজনীতি করেছেন। তার মৃত্যুতে জেলা শ্রমিক লীগের
যে শুন্যতা তা কখনো পোষাবার নয়।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মিললাইন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান।




মুজিবনগরে বেগম রোকেয়া দিবসপালিত

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা এবং মানববন্ধনের মধ্যে দিয়ে মুজিবনগরের উদযাপিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩।

মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর থানার এস আই হেকমত আলী, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুজিবনগর ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক বাকের আলী সহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার স্বাবলম্বী মহিলারা।

আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে মুজিবনগর উপজেলায় নির্বাচিত ৫ জন জয়ীতাদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে এ বছরের নির্বাচিত জয়িতারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন উপজেলার মোনাখালী গ্রামের কাউসার আলী ও পারুলা খাতুনের মেয়ে শাহীনা আক্তার।
শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী হলেন, মোনাখালী গ্রামের আলফাজউদ্দিন ও হাসিনা বেগমের মেয়ে শিরিনা আক্তার।

সফল জননী নারী হলেন, বল্লভপুর গ্রামের সুরাত আলী ও সফুরা খাতুনের মেয়ে দিলরুবা খাতুন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যানে জীবন শুরু করেছেন যে নারী তিনি হলেন, বাগওয়ান গ্রামের কাদের আলী খান ও মাজেদা বেগমের মেয়ে আনোয়ারা খাতুন।

সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী তিনি হলেন, কোমরপুর গ্রামের বক্তিয়ার বিশ্বাস ও জায়েদা খাতুনের মেয়ে রহিমা খাতুন।

জয়িতাদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ২০২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়




‘বাস-ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : হানিফ

‘বিএনপি এখন বাস-ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা মূলত আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বারবার সরকার পতনের কথা বলে নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায়।’

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কুষ্টিয়া শহর ও সদর কমিটির বর্ধিত সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে। ১৪ দলের বাইরে অন্যকোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সুযোগ নেই। আর নাশকতা যেগুলো হচ্ছে সেটা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে শক্ত পদক্ষেপ নিচ্ছে। যে এলাকায় নাশকতা হবে, সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার নিতে হবে। নাশকতা করলেই তাকে আইনের আওতায় আসতে হবে। আশা করছি দুই-একটি কঠোর পদক্ষেপ নিলেই এই চোরাগুপ্তা নাশকতা বন্ধ হয়ে যাবে।’

বার বার সরকার পতনের কথা বলে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায় মন্তব্য করে আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, নিষেধাজ্ঞা নিয়ে স্বপ্ন দেখছে বিএনপি, তারা ভাবছে কোন বিদেশি প্রভূ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপির একটি গুজব সেল আছে এদের কাজই হলো গুজব সৃষ্টি করা। এগুলোর কোন ভিত্তি নেই।

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলি, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন।




এক এক সমতায় টেস্ট সিরিজ শেষ

আশা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে পারল না বাংলাদেশ। কিউইদের লক্ষ্য মাত্র ১৩৭। এই ছোট লক্ষ্যটাকে কঠিন বানিয়ে দিয়েছিলেন স্পিনাররা। একটা সময় মনে হয়েছে জিতেই যাবে বাংলাদেশ। তখন মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছে নিউজিল্যান্ড।
সেখান থেকে মিচেল স্যান্টনারের সঙ্গে সপ্তম উইকেটে জুটি বেঁধে কিউইদের জয়ের বন্দরে পৌঁছে দেয় প্রথম ইনিংসের নায়ক ফিলিপস। ফিলিপস ৪০ ও মিচেল স্যান্টনার ৩৫ রান করেন। তাদের অপরাজিত ৭০ রানের জুটি ৪ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ডের। এতে ম্যাচে জয়ের পাশাপাশি টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে কিউইরা।
প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ১৭২ রান করতে পারে বাংলাদেশ। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে কিউইরা। তারপরও ফিলিপসের ৮৭ রান এবং লোয়ার অর্ডারে ব্যাটারদের দৃড়তায় ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে শেষ হয় তাদের। ইনিংস।
এরপর ব্যাট করতে নেমে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। জাকির হাসানের অর্ধশতকের পরও দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিততে শুরুতে দারুন কিছু করতে হতো। শুরুটাও পেয়েছিল তারা।  প্রথম ওভার থেকেই কনওয়েকে দুর্দান্ত ইনসুইং দিয়ে ভুগিয়েছিলেন শরিফুল ইসলাম। লাঞ্চের পরপরই সেই ইনসুইং দিয়েই কনওয়ের উইকেট তুলে নেন শরিফুল। কেইন উইলিয়ামসন এর আগেও বহুবারই বাংলাদেশকে ভুগিয়েছেন। অবশ্য তাকে বাড়তে দেননি তাইজুল। স্ট্যাম্পিংয়ে শেষ হয় উইলিয়ামসনের ইনিংস।
আর হেনরি নিকোলস ফিরেছেন মিরাজের স্পিনে। মাপা এক বলে লেগবিফোরের শিকার হন এই ব্যাটার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। অন্যপাশে তখনও টিকে ছিলেন টম ল্যাথাম। দেখেশুনেই খেলছিলেন তিনি। কিন্তু মিরাজের দারুণ সুইংয়ের সুবাদে আউটসাইড এজড বল পরিণত হয় নাজমুল হোসান শান্তর জন্য। একইরকম উইকেটের শিকার টম ব্লান্ডেলও। তাইজুলের বলে উইকেটের পেছনে সোহানকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। নিউজিল্যান্ড শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন তাইজুল। ফর্মে থাকা ড্যারিল মিচেলকে শান্তর ক্যাচে পরিণত করেছেন তিনি।
এরপর আর উইকেট পরতে দেননি ফিলিপস ও মিচেল স্যান্টনার। জয়ের বন্দরে পৌঁছে দেন নিউজিল্যান্ডকে।