৫০০ কোটির ক্লাব ছোঁয়ার পথে ‘অ্যানিমেল’

৬ দিনে ৫০০ কোটির ক্লাব ছোঁয়ার পথে রয়েছে বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমা। মুক্তির আগেই ভারতীয় মুদ্রা ৩৪ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি।

আয়ের দিক থেকে ‘জাওয়ান’-এর পর এ বছরের সবচেয়ে বেশি মুনাফা করা সিনেমা হিসেবে ‘অ্যানিমেল’-কেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ‘পাঠান’, ‘গদর-২’ ও ‘জাওয়ান’ সিনেমার পরেই বলিউড সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোতে উঠে আসছে সিনেমাটির নাম। এমনকি সিনেমাটি চলতি বছর ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘টাইগার-৩’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে গত ১২ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমাকেও হার মানাতে চলেছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানায়, মুক্তির প্রথম দিন শুধু ভারতের বক্স অফিসেই ৬৩ কোটি ৮০ লাখ, দ্বিতীয় দিন ৬৭ কোটি ২৭ লাখ, তৃতীয় দিন ৭১ কোটি ৪৬ লাখ, চতুর্থ দিন ৪৩ কোটি ৯৬ লাখ, পঞ্চম দিন ৩৭ কোটি ৫৭ লাখ এবং ষষ্ঠ দিন ৩১ কোটি ৩০ লাখ রুপি মুনাফা করেছে। সবশেষ আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত রণবীর কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি বলিউডের সবচেয়ে মুনাফা লাভ করেছে। সব মিলিয়ে ভারতে মোট ২৭৭ কোটি ৩৪ লাখ রুপি মুনাফা এবং বিশ্বব্যাপী ৪৮১ কোটি রুপি মুনাফা করেছে ‘অ্যানিমেল’। সিনোমটির আইএমডিবি রেটিং: ৭.৩/১০।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




মেহেরপুরে আচরণবিধি লঙ্ঘনের মচ্ছব, নির্বিকার দায়িত্বপ্রাপ্তরা

মেহেরপুর-১ সংসদীয় আসনে (সদর ও মুজিবনগর) চলছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের মচ্ছব। প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী অফিস ও তোরণ নির্মাণ করছেন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও অনুসারীরা। মোবাইল কোর্ট থাকছে নির্বিকার। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন আমরা সকলকে মৌখিকভাবে অনুরোধ করছি আচরনবিধি অমান্য না করার জন্য, তবে এখনই কোন অ্যাকশনে যাচ্ছে না।

গত বুধবার ৬ নভেম্বর মুজিবনগরের তারানগর গ্রামে চাষী ক্লাবের পাশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করেন মাদক কেলেঙ্কারিতে সদ্য বহিষ্কৃত মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব ও আরিফ মাস্টার। অফিসের সামনে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করে লাইটিং করা হয়েছে।

বিষয়টি নিয়ে শেখ সাকিবের বক্তব্য নিতে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তার মোবাইলে অসংখ্যবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

ইতোপূর্বে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া মোড়ে প্রতীক বরাদ্দের আগেই প্রতীকের তোরণ নির্মাণ ও জোরপূর্বক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে নৌকার প্রার্থীর পক্ষে সভা করানোর অভিযোগ ওঠে। বিস্তারিত বিষয়টি একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

মেহেরপুর ১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে কয়েকবার নির্বাচনকালীন মোবাইল কোর্টের দায়িত্বে থাকা সদর এসিল্যান্ডের কাছে মৌখিকভাবে অভিযোগ দেওয়া হলেও তিনি নির্বিকার রয়েছেন। জেলা রিটারনিং কর্মকর্তার কাছেও আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমি নিজেও আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ থেকেই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। কিছু অনুপ্রবেশকারী ভুঁই ফোড় নব্য আওয়ামী লীগ নেতা কর্মী ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্লিপ্ততায় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জনগণের কাছে অহেতুক বিতর্কিত করা হচ্ছে। জানিনা এটা বর্তমান সরকারকে বিতর্কিত করার কোন ঘৃণ্য পরিকল্পনার অংশ কিনা।’

নির্ধারিত সময়ের আগেই নৌকার নির্বাচনী প্রচারণা অফিস এবং তোরণ নির্মাণের কারণ সম্পর্কে জানতে চাইলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, ‘আমার বাড়ি গাংনী উপজেলায়। আমি মেহেরপুরের সম্পর্কে কোন মন্তব্য করতে পারবো না। আপনি বরং দলীয় সভাপতি কে ফোন দেন। ‘

জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ’কে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে উৎসাহিত করার জন্য। একটি পরিপত্রের কারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে। আমরা নিজেরাই এখন স্পষ্ট হতে পারছি না, কি করা যাবে না আর কি করা যাবে। আপনি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে বিষয়টা নিয়ে কথা বলেন। উনি ব্যাপারটি স্পষ্ট করতে পারবেন।’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শামীম হাসান বলেন, ‘কোন প্রার্থী বা তার সমর্থক ১৮ তারিখের আগে কোন ভাবেই নির্বাচনী অফিস বা তোরোণ নির্মাণ করতে পারবে না। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনার কোনো লিখিত অভিযোগ পেলে আমরা কঠোর ব্যবস্থা নেব। ‘




শৈলকুপায় পুলিশের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হয়রানির অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী নজরুল ইসলাম দুলালের কর্মী সমর্থকদের ভীতি তৈরি করতে পুলিশী হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন নজরুল ইসলাম দুলাল। তার জনপ্রিয়তায় ঈশ্বার্ণিত হয়ে বিরোধী পক্ষের ইন্ধনে তার কর্মী সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করেছেন।

বুধবার বিকেলে শৈলকুপার শেখপাড়া এলাকা থেকে নজরুল ইসলাম দুলালের সমর্থক জাসেবকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জাসেব সাংবাদিকতার পাশাপাশি তার বাবার সারের ব্যবসা দেখাশোনা করেন।

সে স্বতন্ত্র প্রার্থীর সর্মথক হওয়ায় তাকে হয়রানি ও ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে আটক করা হয়েছে বলে এলাকাবাসী জানায়।

সাংবাদিক জাসেবের আটকের বিষয় নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, ভুলক্রমে জাসেবকে আনা হয়েছে। নিরিহ ব্যক্তিকে কেনো পুলিশী হয়রানি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন কোন ভাবেই বিতর্কিত না হয় সেটা নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর। তারপরও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশের এহেন অতি উৎসাহী হওয়া দেশে উৎসবমুখর নির্বাচনের পরিবেশকে বাঁধাগ্রস্থ করবে। তাই অচিরেই নির্বাচন কমিশনকে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।




ঝিনাইদহে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা ৮ ও ৯ ডিসেম্বর

বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৩ আগামী ৮ ও ৯ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলার অন্তর্গত ফাউন্ডেশনের আওতাধীন সকল প্রিক্যাডেট স্কুল ও কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের পরীক্ষা ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে ৮ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষায় সদর উপজেলার ৩১টি কিন্ডারগার্টেন ও প্রিক্যাডেট স্কুলের বিভিন্ন শ্রেনীর ৮৩২ জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করবে। ঢাকাসহ সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঝিনাইদহের অন্যান্য উপজেলাতেও এই পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। এবছর পরীক্ষার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন শহিদুল ইসলাম এবং সহকারী হল সুপার হিসেবে থাকবেন মনিরুজ্জামান মানিক।




চুয়াডাঙ্গায় ১৫ মিলিমিটার বৃষ্টি, বাড়তে পারে শীত

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চুয়াডাঙ্গায় বুধবার রাত থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবারও এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে পূর্বাবাস অনুযায়ী আগামী শনিবার আবহাওয়া ভালো থাকতে পারে। আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় ৭ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৫.৬ মিলিমিটার বৃষ্টিরপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে এ ধরনের আবহাওয়া বিরাজ করছে।

তিনি আরো জানান, শনিবার (৯ ডিসেম্বর) অবশ্য বৃষ্টি কমে আসবে। বৃষ্টির কারণে খানিকটা শীত অনুভূত হতে পারে। বৃষ্টি চলে যাওয়ার পর দুদিন বাতাসে অনেকটা আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা তেমন কমবে না। তবে দুদিনের মধ্যে আর্দ্রতা হ্রাস পেলে সোমবার থেকে শীত কিছুটা বাড়তে পারে।




ঝিনাইদহে ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে ১০ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মিঠু মিয়াকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মিঠু মিয়া সদর উপজেলার বকসিপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এসটিসি-৮৭/১২ ঝিনাইদহ জি,আর-৩১৫/১২ ১৯৭৮ সালের ১৯-এ ধারায় অস্ত্র আইন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, গত বুধবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ১৯৭৮ সালের ১৯-এ ধারায় অস্ত্র আইন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মিঠু বৈডাঙ্গা বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার সাব-ইন্সপেক্টর রোকন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মিঠুকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র, খুন, গুম, চাঁদাবাজি, ডাকাতী, নারী-নির্যাতনসহ ১০ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মিঠুকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




মেহেরপুর সদর ও মুজিবনগর থানায় নতুন ওসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর ও মুজিবনগর থানার ওসিসহ সারাদেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের ওসিদের বদলির ঘোষণা এলো।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলির তথ্য থেকে জানা গেছে, মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামকে বদলি করে নড়াইল সদর থানায় এবং মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলকে বদলি করে মাগুরা সদর থানার পদায়ন করা হয়েছে।

মেহেরপুর সদর থানায় পদায়ন করা হয়েছে খুলনার ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া বিপিএমকে এবং খুলনার দাকোপ থানার ওসি উজ্জল কুমার দত্তকে মুজিবনগর থানায় পদায়ন করা হয়েছে।

গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি।

এর প্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।

গত বুধবার (৬ ডিসেম্বর) বদলির প্রস্তাব এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছিল ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এ জন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি।




দর্শনায় কেরুজ চিনিকলে মাড়াই ও রোপন মৌমুমের আলোচনা সভা

কেরুজ চিনিকলের ২০২৩-২৪ মাড়াই/রোপন মৌসুমে আখ সরবরাহ ও রোপনের গুনগত মানসম্পন্ন আখ রোপনে লক্ষ্যমাত্রা অর্জনে সিআইসি ও সিডিএদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

মতবিনিময় সভায় কৃষি বিভাগের জি এম কৃষি আশরাফুল আলম ভৃইয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর সুযোগ্যা ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।

এ সময় তিনি বলেন, আগামীতে আখ চাষ বাড়বে এবং কেরু এ্যান্ড কোম্পানি আগের মত ঘুরে দাঁড়াবে আপনাদের সহযোগীতা পেলে। আপনারা নিজ জায়গা থেকে প্রত্যকটি চাষীদেরদের সাথে যোগাযোগ রাখবেন এমনিতেই আখ চাষ বেঁড়ে যাবে। বর্তমানে কেরু এ্যান্ড কোম্পানী সার বীজ কীটনাশক কম দামে দিচ্ছে। তাই আগামীতে আখের মুল্য আরও বাড়বে সেই আলোকে চাষীরা আবার আখ চাষের দিকে ঝুকবে। তাই চিনকলটি টিকিয়ে রাখতে একসাথে কাজ করতে হবে। তাহলে চিনিকলটি সামনের দিকে এগিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়ের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মফিজুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সিআইসি ও সিডিএ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডি জি এম মাহবুবুর রহমান।




আলমডাঙ্গায় মানসিক ভারসাম্যহীন যুবতী নিখোঁজ

আলমডাঙ্গায় খালাতো বোনের বাড়িতে বেড়া গিয়ে ঝর্ণা খাতুন (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবতী নিখোঁজ হয়েছে।

গত ১৫ দিন পূর্বে সে উপজেলার কুমারী ইউনিয়নের দেঘলডাঙ্গা গ্রামে খালাতো বোনের বাড়িতে বেড়াতে যান। তার বোনের বাসা থেকে সকলের অজান্তে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২২ নভেম্বর তার পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

যুবতীর পড়নে ছিল সালোয়ার কামিজ ও সুতি ফোটা যুক্ত ওড়না। গায়ের রং ফর্সা লম্বা, চামড়ার রং ফর্সা । ৪ ফুট ৬ ইঞ্চি এবং ৪০/৪৫ কেজি ওজন হবে। এবিষয়ে মানবিক বিবেচনায় ভারসাম্যহীন রোগীকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন ঝর্ণার পিতা শহিদুল ইসলাম।




গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি পরামর্শ সভা অনুষ্ঠিত

গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাত এর আওতায় মৎস্য সেবা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত পরামর্শ সভা আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান।

এ সময় চাষীদের পুকুরে প্রাথমিক খাদ্য পরীক্ষা, মাছের সাধারণ রোগ-প্রতিকার, মাছ চাষের সাধারণ সমস্যাবলী ও সমাধানসহ অন্যান্য বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও খাদ্য ব্যবস্থাপনায় বিবেচ্য বিষয়সমূহ ও পানি পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। উক্ত কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।